মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

উচ্চমাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞানের প্রশ্ন সেট পার্ট ১

উচ্চমাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞানের প্রশ্ন সেট পার্ট ১



               PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় ? বিদেশনীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ভূমিকা পর্যালোচনা করো ।
                           অথবা
আন্তজার্তিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি ও ক্ষমতার উপাদান গুলি বিশ্লেষণ করো ।

২) মাকসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ।

৩) প্রধানমন্ত্রীর ক্ষমতা , কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো ।

                                অথবা

৪) ভারতীয় পার্লমেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো ।

৫) বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ করো ।
                              অথবা

আধুনিক রাষ্ট্রের আইনসভার ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো ।


                           PART-B

১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।

১) প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হলো ?
ক) জাপান     
খ) দক্ষিণ কোরিয়া
গ) উত্তর কোরিয়া 
ঘ) কিইবা ।

২) মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়  ?
ক) ১৯৩৫ সাল 
খ) ১৯৩৬ সাল
গ) ১৯৩৭ সাল 
ঘ) ১৯৩৮ সাল ।

৩) CIA  কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
ক) ভারত     
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) রাশিয়া       
ঘ) ব্রিটেন ।

৪) The Making Of Foreign Policy  ?
ক) জোসেফ ফ্রাংকেল
খ) বাটন মার্শাল
গ) হাটম্যান   
ঘ) মোগেনথাউ  ।

৫) বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন     ?
ক) ২০১২ সালে   
খ) ২০১৩ সালে
গ) ২০১১ সালে   
ঘ) ২০১০ সালে ।

৬) পাকিস্থানের আগ্রাসী মনোভাবের জন্য কোন কোন বছর ভারতের সাথে তার যুদ্ধ হয় ?
ক) ১৯৬২ ও ১৯৬৫                           
খ) ১৯৬৫ ও ১৯৬৮
গ) ১৯৬৫ ও ১৯৭১ 
 ঘ) ১৯৭১ ও ১৯৭৫ ।

৭)UNO  প্রতিষ্ঠিত হয়    ?
ক) ১৯৪৫ সালে   
খ) ১৯৮৪ সালে
গ) ১৯৫০ সালে     
ঘ) ১৯৫২ সালে ।

৮) আন্তর্জাতিক বিচারালয়ের সদস্য সংখ্যা হলো   ?
ক) ১৫ টি                         
খ) ১৭ টি
গ) ১৯ টি       
ঘ) ২০ টি ।

৯) " United Nations "   শব্দ টি চয়ন করেন ?
ক) রুজভেল্ট     
খ) চার্চিল
গ) ক্রুশ্চেভ       
ঘ) ওয়াশিংটন ।

১০) সাধারন সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয়  – আহ্বান করা হয় ?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বুধবার
ঘ) বৃহস্পতিবার ।

১১) লোকসভার প্রথম স্পিকার হলেন ?
ক) জি. ভি . মভলঙকর
 খ) মীরা কুমার
গ) সুকুমার সেন
ঘ) সোমনাথ চ্যাটার্জী ।

১২) ভারতে এযাবৎ জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে ?
ক) ৩ বার
খ) ৪ বার
গ) ৫ বার
 ঘ) ৬ বার ।

১৩) স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় ?
ক) ১৯৫০ সালে
 খ) ১৯৫২ সালে
 গ) ১৯৫৩ সালে
ঘ) ১৯৫৫ সালে ।

১৪) দৃষ্টি আকর্ষনি প্রস্তাব কত সাল থেকে চালু হয় ?
ক) ১৯৫৪
খ) ১৯৫৫
গ) ১৯৫৬
 ঘ) ১৯৫৭ ।

১৫) রাষ্ট্রপ্রতি ও উপরাষ্ট্রপ্রতির নির্বাচন - সংক্রান্ত বিবাদ মীমাংসা করে ?
ক) প্রধানমন্ত্রী
 খ) আইনমন্ত্রী
গ) সুপ্রিমকোর্ট
 ঘ) হাইকোর্ট ।

১৬) " ক্রেতা সুরক্ষা আইন " তৈরি হয় ?
ক) ১৯৮৫ সালে
 খ) ১৯৮৬
 গ) ১৯৮৭
 ঘ) ১৯৮৮ ।

১৭) সুপ্রিমকোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পযন্ত স্বপদে বহাল থাকেন ?
ক) ৬০ বছর
খ) ৬২বছর
 গ) ৬৪ বছর
ঘ) ৬৫ বছর ।

১৮) সংবিধানের কততম সংশোধনের দ্বারা হাইকোর্টের কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতা কেড়ে নেওয়া হয় ?
ক) ৪৩ তম
 খ) ৪৩ তম
গ) ৪৪ তম
 ঘ) ৪৫ তম ।

১৯) " পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামো ছাড়া অন্য সব অংশ সংশোধন করতে পারে " - সুপ্রিমকোর্ট এই রায় দিয়েছিল ?
ক) গলোকনাথ মামলায়
 খ) কেশবানন্দ ভারতী মামলায়
 গ) বন্দী প্রতক্ষীকরন মামলায়
ঘ) মিনাভা মিলস মামলায় ।

২০) গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের ?
ক) ১%২ অংশ
 খ) ১%৪ অংশ
গ) ২%৩ অংশ
ঘ) ২%৫ অংশ ।

২১) কলকাতা কর্পোরেশনের স - পরিষদ মেয়রের সদস্য সংখ্যা হল ?
ক) ১২
 খ) ১৪
গ) ১৫
ঘ) ২০ ।

২২) ব্লক পর্যায়ে স্বয়ওশাসন মূলক প্রতিষ্ঠান হলো ?
ক) গ্রাম পঞ্চায়েত
খ) ন্যায় পঞ্চায়েত
গ) পঞ্চায়েত সমিতি
 ঘ) জেলা পরিষদ ।

২৩) বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম কি ?
ক) রামনাথ কোবিন্দ
 খ) এ. পি . জে . আব্দুল কালাম
 গ) অখিলেশ যাদব
 ঘ) সুষমা স্বরাজ ।

২৪) বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাম কি ?
ক) অরবিন্দ কেজরিওয়াল
খ) মায়াবতী
গ) মমতা বন্দ্যোপাধ্যায়
ঘ) বুদ্ধদেব বসু ।


  ২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।

১) দাঁতাত কি ?

২) ঠান্ডা লড়াই কাকে বলে ?

৩) কার নেতৃত্বে ঐকবোধ ভিয়েতনাম গড়ে ওঠে ?

৪) বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত ?

৫) এক মেরু কেন্দ্রিক বিশ্ব বলতে কি বোঝ ?

৬) ভারতের পরমাণু নীতির মূল কথা কি ?

৭) বিদেশনীতির অভ্যন্তরীণ উপাদান গুলি কি ?

৮) " তেহেরান ঘোষনা " কি ?

৯) জাতি পুঞ্জের প্রথম মহাসচিব কে ?

১০) আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত ?

১১) বিশ্বের অশিক্ষিত মানুষকে শিক্ষিত করে তোলার জন্য UNESCO  -এর  একটি উদ্যোগের নাম লেখো ?

১২) কোন বিষয় সাধারন সভা আলোচনা করতে পারে না ?

১৩) পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত মাসের ব্যাবধান আছে।

১৪) CTBT - এর পুরো নাম কি ?

১৫) ASEAN - এর পুরো নাম কি ?

১৬) ভারতীয় সংসদের যৌথ অধিবেশনের আহ্বান করতে পারেন কে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন