বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

রাষ্ট্র বিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ২



                 PART - A ( MARKS :- 40 )



    ১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) শক্তি ও ক্ষমতার উপাদান গুলি বিশ্লেষণ করো ।

২) মাকসবাদের মূল নীতি গুলি আলোচনা করো ।

৩) ভারতের কোনো অঙ্গরাজ্য রাজ্য পালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৪) লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী
আলোচনা করো ।

৫) ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো


                             PART-B 

১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।

১)" Politics Among Nation "  গ্রন্থটির প্রণেতা কে ?

২) সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে ?
ক) ১৯৮৫ 
খ) ১৯৯১
গ) ১৯৯৫       
ঘ) ২০০২

৩) সমাজতান্ত্রিক শিবির ভুক্ত একটি দেশ হলো ?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র 
খ) রুমানিয়া
গ) ব্রিটেন     
ঘ) ফ্রান্স ।

৪) " জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি " উক্তি টি করেছেন ?
ক) নেহেরু.     
খ) ব্রেচার
গ) রঘুবীর চক্রবর্তী     
ঘ) জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় ।

৫) রুশ  - ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ?
ক) ১৯৯৬   
খ) ১৯৬৮
 গ) ১৯৭১.     
ঘ) ১৯৭৮ ।

৬) সার্ককের অষ্টম সদস্য হিসেবে আফগানিস্থান যোগ দেয় ?
ক) ১৯৯৮     
খ) ২০০৩
 গ) ২০০৭       
ঘ) ২০০৯ ।

৭) জাতি পুঞ্জের সনদের মোট ধারা আছে ?
ক) ৭০ টি     
খ) ১০১ টি
 গ) ১১১ টি     
ঘ) ১২৮ টি ।

৮) " বিশ্বের নাগরিক সভা " বলা হয়  ?
ক) সাধারন সভাকে 
খ) নিরাপত্তা পরিষদকে
গ) ইউরোপীয় ইউনিয়ন কে 
ঘ) সার্ক সম্মেলন কে ।

৯) জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা হল ?
ক) ১৫.     
খ) ২৮
 গ) ৪৪     
ঘ) ৫৪ ।

১০) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দের কার্যকলাপের মেয়াদ হলো ?
ক) ২ বছর       
খ) ৫ বছর
গ) ৭ বছর.       
ঘ) ৯ বছর ।

১১) ক্ষমতাসতন্ত্রীকরন নীতির প্রধান প্রবক্তা হলেন ?
ক) অ্যারিস্টটল.   
খ) জন লক
গ) মন্তেস্কু         
ঘ) মার্কস ।

১২) দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তাহলে তা অনাবশ্যক ; আর যদি ভিন্ন মত পোষণ করে তাহলে তা ক্ষতিকর উক্তিটি করেন ?
ক) আবেসিয়া     
খ) লাষ্কি
 গ) ফাইনার       
ঘ) সাবাইন ।

১৩) শাসন বিভাগের মূল কাজ হলো ?
ক) আইন প্রণয়ন.
খ) অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা
গ) নীতি নির্ধারণ   
ঘ) বিচার বিভাগ ।

১৪) বহু পরিচালক বিশিষ্ঠ শাসন বিভাগ রয়েছে ?
ক) ব্রিটেনে   
খ) ভারতে
গ) ফ্রান্সে.     
ঘ) সুইজারল্যান্ডে ।

১৫) ব্রিটেনের আইনসভা গঠিত হয় ?
ক) রাজা রানী এবং পার্লামেন্ট কে নিয়ে  খ) পার্লামেন্টের দুই কক্ষ নিয়ে
 গ) পার্লামেন্ট ও মন্ত্রী পরিষদকে নিয়ে
 ঘ) রাজা রানী সহ মন্ত্রীপরিষদ কে নিয়ে ।

১৬) বিশ্বের আইনসভার জননী বলা হয় ?
ক) ব্রিটিশ পার্লামেন্টকে
খ) মার্কিন কংগ্রেসকে
গ) ফরাসী পার্লামেন্টকে 
ঘ) চীনেরজাতীয় গণকংগ্রেসকে ।

১৭) উপ রাষ্ট্রপ্রতি কে নির্বাচিত করেন ?
ক) প্রধানমন্ত্রী       
খ) রাষ্ট্রপ্রতি
গ) রাজ্যসভার সদস্যগণ 
ঘ) পার্লামেন্টের সদস্যগণ ।

১৮) আমরা রাষ্ট্রপ্রতি কে কোনো প্রকৃত ক্ষমতা দিইনি , তবে তার পদটিকে যথেষ্ট কৃত্মসম্পূর্ণ ও মর্যাদা পূর্ণ করা হয়েছে ; উক্তিটি করেন ?
ক) আম্বেদকর     
খ) নেহেরু
গ) পাইলি         
ঘ) জেনিংস ।

১৯) লোকসভায় কতজন সদস্য উপস্থিত হলে কোরাম হয় ?
ক) মোট সদস্যের এক - তৃতীয়াংশ
খ) মোট সদস্যের অর্ধেক
গ) মোট সদস্যের এক - পঞ্চমাংশ
ঘ) মোট সদস্যের এক - দশমাংশ ।

২০) বিধানসভা ভেঙ্গে দিতে পারেন ?
ক) রাষ্ট্রপ্রতি   
খ) রাজ্যপাল       
গ) মুখ্যমন্ত্রী       
ঘ) মুখ্যসচিব ।

২১) পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন ?
ক) জেলা শাসক   
খ) মহকুমা শাসক
গ) সভাপতি         
ঘ) বি . ডি. ও ।

২২) গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক সদস্য সংখ্যা হল ?
ক) ১৫.         
খ) ৩০
গ) ৩৫.             
ঘ) ৪০ ।

২৩) মেয়রের কার্যকালের মেয়াদ হলো ?
ক) ১ বছর     
খ) ৩ বছর
 গ) ৫ বছর.     
ঘ) ৬ বছর ।

২৪) প্রত্যেক বরো' তে সাধারনত ওয়ার্ড থাকে ?
 ক) ১০ টি.       
খ) ১২ টি
 গ) ১৪ টি         
ঘ) ১৬ টি ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।
১) ট্রুম্যান নীতি কি ?

২) গ্লাসনস্ত কি ?

৩) ঠান্ডা লড়াই - এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ?

৪) পররাষ্ট্র নীতির অভ্যন্তরীণ উপাদান গুলি কি ?

৫) ভারতের পররাষ্ট্রনীতির দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো ?

৬) জাটিপুঞ্জের সংবিধানকে কি বলা হয় ?

৭) জাতিপুঞ্জের মহাসচিবের ২ টি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো ?

৮) প্রথম মহাসচিবের নাম কি ?

৯) ভারতের রাষ্ট্রপ্রতি কার কাছে পদত্যাগ পত্র পেশ করেন ?

১০) বর্তমান উপরাষ্ট্রতির নাম কি ?


১১) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?

১২) পঞ্চায়েত সমিতির সভাপতি কিভাবে নিযুক্ত হন ?

১৩) পশ্চিমবঙ্গের পৌরসভা গুলিকে কটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং কি কি ?

১৪) প্রধানকে অপসারন করা হয় কীভাবে ?

১৫) ISI - এর পুরো কথাটি কি ?

১৬) CIA - এর পুরো কথাটি কি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন