বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ২




                         Part - A

১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) বুড়ো কর্তার মৃত্যুর পর বড়ো বাড়িতে কী কী ঘটনা ঘটেছিল ?

২) ' কে বাঁচায় কে বাচে ' গল্প নামকরণের সার্থকতা বিচার করো ।


২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১)  " কবিতায় জাগে / আমার বিবেক আমার বারুদ / বিষ্ফোরনের আগে ।" —–—– এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির যে বিশেষ ভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ।

২) একটি তারা এখনো আকাশে রয়েছে " -
আকাশের তারা কে কেন্দ্র করে কবির ভাবনার যে মানুষ বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো ।



৩)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) তাহলে আপনার হাসি জীবনে কোনোদিন পাবে না । বক্তার এই মন্তব্যের কারন " বিভাব " নাটক অবলম্বনে আলোচনা করো ।

২) সে রাতে এই জীবনের প্রথম মোক্ষম বুঝলাম যে , যারা বলে নাট্যভিনয় একটি প্রবিত্র শিল্প - তারা সব গাঁধা ' - বক্তা কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো ।


৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১)  চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায়
কোথায় গেল রাজমিস্ত্রিরা ? কবি এই মন্তব্যের মধ্যে দিয়ে কোন সত্যকে প্রতিষ্টা করতে চেয়েছেন আলোচনা করো ।

২) হাসান আবদাল এক্ষণ যার নাম পাঞ্জা সাহেব ' গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে " ! এই ঘটনাটি উল্লেখ করো ।




৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১) চেয়ারের উপর যিনি বসে আছেন , তাকে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না , চেয়াড়ের উপর কে বসেছিলেন ? লেখক তাকে কোথায় দেখেছিলেন ? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো ?

২) কিন্তুু হাতি বেগার আর চলল না , হাতি বেগার আইন কি তা আলোচনা করো  ।  তা কেন আর চলল না ।


৬)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) প্রতয় কাকে বলে ? ব্যাবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্ৰতয়ের কটি ভাগ ও কী কী ? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও ।

২) গঠন গত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি ? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও ।



৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

   

১) বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক অবদান সংক্ষেপে আলোচনা করো ।
২) বাংলা গানে অতুলপ্রসাদ সেন এর অবদান আলোচনা করো ?

৩) প্রথম ভারতীয় দল হিসাবে আই এফ এ শিল্ড জয়ি মোহনবাগান ক্লাবের ইতিহাস পর্যলোচনা করো ।

৪) বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে বিধানচন্দ্র রায়  অবদান সংক্ষেপে আলোচনা করো ।



                        রচনা



১) ভারতের জাতীয় সংহতি ( রচনা )

২) নারীর অধিকার ভারতীয় সমাজে ( রচনা )

৩) বিতর্কের বিষয় - জীবিকার আদর্শ স্থান বিদেশ ।

৪) জীবনানন্দ দাশ ( জীবনীমূলক রচনা )



 
                      PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :



১) না খেয়ে মরাটা উচিত নয় ভাই  । কথাটি বলেছে -

ক) মৃত্যুঞ্জয়

 খ) নিখিল

গ) মৃত্যুঞ্জয়ের ছোটো ভাই

ঘ) টুনুর মা

২) মৃত্যুঞ্জয়ের ধুলি মলিন সিল্কের জামা এ খন


ক) পরিছন্ন হয়েছে

খ) ছিড়ে গেছে

গ) অদৃশ্য হয়েছে

ঘ) নতুন হয়েছে


৩) উচ্ছবের গ্রাম - সম্পর্কিত বোনের নাম


ক) বাসিনী

 খ) চন্নুনী

গ) লক্ষী

 ঘ) টুনু


৪) ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল


ক) সোমবার

খ) মঙ্গলবার

 গ) বুধবার

 ঘ) শনিবার


৫) ফজর কথাটির অর্থ

ক) ভোর

 খ) দুপুর

 গ) বিকেল

ঘ) সন্ধ্যা


৬) কবি রবীন্দ্রনাথের কাছে সত্যতার স্বরূপ হলো


ক) দুর্বোধ্য

খ) অজ্ঞেয়

 গ) কঠিন

 ঘ) ব্যাখার অতীত


৭) শিকার কবিতাটি শুরু হয়েছে যে শব্দ  দিয়ে


ক) সকাল

খ) বিকাল

গ) সন্ধ্যা

ঘ) ভোর


৮) মহুয়ার গন্ধ অবসান ঘটাবে


ক) বিষ্ণনতার

 খ) উৎ কণ্ঠার

গ) আনন্দের

 ঘ) ক্লান্তির



৯) আমি দেখি কবিতায় কবির চোখ চায়

ক) লাল

খ) নীল

গ) হলুদ

ঘ) সবুজ


১০) রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন
ক) শাজাহান

 খ) দিলদার

 গ) ঔরঙ্গজেব

ঘ) মিরজুমলা



১১) গ্রিনরুমে ঘুমোই কে ঘুমোন


ক) কালি নাথ সেন

খ) রামব্রিজ

গ) রজনীকান্ত

 ঘ) রাম চরণ



১২) বিভাব নাটকে বৌদি হলেন


ক) শোভা সেন

খ) চিত্রা সেন

 গ) শাওলি মিত্র

ঘ) তৃপ্তি মিত্র



১৩) আলেকজান্ডার জয় করেছিলেন


ক) জাপান

খ) শ্রীলংকা

 গ) বাংলাদেশ

 ঘ) ভারত


১৪) বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কি


ক) চর্যাপদ

খ) শ্রীকৃষ্ণ কীর্তন

গ) বৈষ্ণব পদাবলী

ঘ) বাউল গান



১৫) কোন ছবিটি ফেলুদা সিরিজের নয়

ক) বোম্বাইয়ের বোম্বেটে

খ) যত কান্ড কাঠমান্ডুতে

গ) সোনার কেল্লা

ঘ) সবুজ দ্বীপের রাজা



১৬) বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা


ক) প্রফুল্লচন্দ্র রায়

 খ) সত্যেন্দ্রনাথ বসু

 গ) মেঘনাদ সাহা

 ঘ) জগদীশ চন্দ্র বসু



১৭) অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়


ক) ব্যাপকাথক শব্দ

 খ) বিপরীতাথক শব্দ

গ) সমার্থক শব্দ

ঘ) কোনোটিই নয়


১৮) গঠন গত দিক থেকে বাক্য


ক) এক প্রকার

খ) দুই প্রকার

গ) তিন প্রকার

ঘ) চার প্রকার



২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :


১) জীবন ধারনের অন্নে মানুষের দাবী যে জন্মাচ্ছে না , তার মূল কারণ কি বলে মনে করে নিখিল ?

২) ভারতবর্ষ গল্পের বুড়ির চেহারা কেমন ছিল ?

৩) সে কখনো করে না বঞ্চনা  - এরূপ বলার কারন কি ?

৪) সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে ! কে কেন ঘুরছিল ?

৫) ঘুমহীন তাদের চোখে হানা দেয় - কাদের চোখে কি হানা দেয় ?

৬) নিহত ভাইয়ের শবদেহ দেখে - কে এই নিহত
ভাই ?

৭) ওগো , তুমি পালাও - কোথা দিয়ে বৌদি পালাতে বলেছেন ?

৮) রাজনীতি বড়ো কুট । - কে এ কথা বলেছিলেন ?

৯) সে সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা - রাজমিস্ত্রিরা কোথায় গেল  ?

১০) নাসিক্যধ্বনির উদাহরণ দাও ?



১১) সুরতরঙ্গ উদাহরণ দিয়ে বোঝাও ?

১২) পরাধীন রুপমূলের একটি উদাহরণ দাও ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন