বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ৭



                        PART - A


১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
১.) অনাহারে মৃত্যু দেখার পর মৃতুঞ্জয় কিভাবে পাল্টে গেলো ?

১.২) বৃদ্ধার চরিত্র ও লেখকের অভিপ্রায় ?



২)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

২.১) " জানিলাম এ জগৎ / স্বপ্ন নয় ," কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো ।

২.২) " একটি তারা এখনও আকাশে রয়েছে " - আকাশের তারা কে কেন্দ্র করে কবির ভাবনার যে বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো ।

৩)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :



৩.১) জীবনের ভোর নেই , সকাল নেই , দুপুর নেই , সন্ধেও ফুরিয়ে এ খন মাঝ রাত্রিরের অপেক্ষা এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার যে মনোভাব প্রকাশ করেছে তা আলোচনা করো ।

৩.২) ".....কোথাও জীবনের খোরাক , হাঁসির খোরাক নেই ।" - বক্তার এই মন্তব্যটির পটভূমি আলোচনা করো ।


৪)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১) গল্প টা মনে পড়লেই হাঁসি পেত । কোন গল্পের কথা বলা হয়েছে ? এই গল্পের প্রতি বক্তার কিভাবে বিশ্বাস জন্মে ছিল ?

৪.২) বিরাট আমাডা যখন ডুবল স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল , আমাডা কি ? ফিলিপ কেঁদেছিল কেন ? আর কেউ কাঁদেনি বলতে কবি কি বুঝিয়েছেন ?


৫)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


৫.১) সরুলিক লিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে , কে শনাক্ত করছে ? কাদের কেন খুনি ? বলা হয়েছে ?

৫.২) মেঘের গায়ে জেল খানা অবলম্বনে সাধু চরণের পরিচয় দাও ।


৬)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১) ভাষা বিজ্ঞানের ধারা কে প্রধানত ক - টি ভাগে ভাগ করা হয় ও কি কি ? যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করো ।

৬.২) গঠন গত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি ? যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও ।



৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও :


১) প্রথম ভারতীয় দল হিসাবে আই , এফ , এ, শিল্ড জয়ী মোহনবাগান ক্লাবের ইতিহাস পর্যালোচনা করো ।

২) বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান  সংক্ষেপে লেখো ।

৩) বাংলা চলচ্চিত্র ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সংক্ষেপে লেখো ।

৪) বাঙালির চিত্রকলা ও ভাস্কর্য ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো ।

                          রচনা


১) বিজ্ঞান ও আধুনিক জীবন রচনা

২) বিতর্কের বিষয় :-  "  রাগিং একটি সামাজিক ব্রেধী "

৩) রবীন্দ্রনাথ ঠাকুর



                   PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :




১)  তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্র পাত করেছিলেন ?

ক) স্যার উইলিয়াম জোনস

খ) উইলিয়াম কেরি

গ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়

ঘ) সুকুমার রায়


২) ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যাক্তিত্ব হলেন ?

ক) শ্যামসুন্দর মিত্র

 খ) কুমারেশ সেন

 গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারি



৩) কনক পানি চালের ভাত খান ?

ক) বড়ো বাবু

 খ) মেজো বাবু

গ) ছোটো বাবু

ঘ) পিসিমা



৪) পরদা খুললে দেখা যায় ?

ক) মঞ্চ ফাঁকা

খ) মঞ্চ অন্ধকার

 গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা

 ঘ) মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে


৫) দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায় হাতে ছিল ?


ক) মোমবাতি
খ) ধূপ

গ) প্রদীপ

ঘ) জ্বলন্ত মোমবাতি


৬) চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন ?


ক) দুঃখে শোকে

খ) সুখে আনন্দে

 গ) বেদনায় আঘাতে

ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়


৭) হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশোয়ালিরা সারারাত মাঠে ?


ক) গান করেছে

খ) নাচ করেছে

গ) খেলায় মেতেছে

 ঘ) আগুন জ্বলেছে


৮) বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে ?

ক) নিবারণ বাগদি

 খ) নকরী নাপিত

গ) ভটচার্য মশাই

 ঘ) ফজলু সেখ


৯) হটাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় ?


ক) অন্ন চাই , গৃহ চাই

 খ) ফ্যান চাই , ভাত চাই

গ) চাল চাই , কাপড় চাই ,

 ঘ) এর কোনোটিই নয়


১০) ঋত্বিক ঘটকের স্মরনীয় চলচ্চিত্র ?


ক) পথের পাঁচালী

খ) মেঘে ঢাকা তারা

গ) আকালের সন্ধানে

 ঘ) গল্প হলেও সত্যি


১১) বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা ?

ক) প্রফুল্লচন্দ্র রায়

 খ) মেঘনাদ সাহা

 গ) সত্যেন্দ্রনাথ বসু

 ঘ) গোপালচন্দ্র ভট্টাচার্য



১২) গল্প টা শুনতে বেশ ভালো লাগছিল গল্প টা হলো ?


ক) বলী কান্ধারির গল্প

 খ) শিষ্য মর্দানার জল দানের গল্প

গ) শিষ্য  মর্দানার পাথর ভাঙার গল্প

ঘ) গুরু নানকের গল্প



১৩) গলদের নিপাত করেছিল ?


ক) আলেকজান্ডার

খ) সিজার

 গ) দ্বিতীয় ফেডারিক

 ঘ) হিটলার


১৪) আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ?


ক) বিভাব নাটক

খ) অভাব নাটক

গ) প্রহসন

ঘ) গীতিনাট্য


১৫) রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে ?

ক) সমাজের শিক্ষক

খ) জ্ঞানী

গ) অস্পশ ভাড়

ঘ) বোকা


১৬) গাছের সবুজ টুকু শরীরে দরকার ?


ক) প্রসাধনের জন্য


খ) পুষ্টির জন্য

গ) আরোগ্যের জন্য

ঘ) বুদ্ধির বিকাশের জন্য




১৭) আমার ক্লান্তির উপরে ঝরুক ?

ক) বকুল ফুল

খ) মহুয়া ফুল

গ) শিউলী ফুল

ঘ) মচকা ফুল


১৮) পিচের সড়ক বাঁক নিয়েছে , যেখানে , সেখানেই গড়ে উঠেছে ?


ক) একটি মিষ্টির দোকান

খ) একটি ছোট্ট বাজার


গ) একটি শনি মন্দির

 ঘ) একটি চায়ের দোকান



২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :




১) সেটাই সবাই। কে অবাক করেছিল – কোন ঘটনা সবাইকে অবাক করেছিল ?


২) কঠিনেরে ভালোবাসিলাম – কবি কেন কঠিন কে ভালবাসলেন ?


৩) ধোয়ার বঙ্কিম নিশ্বাস কিভাবে কবির কাছে আসে ?


৪) এই তো জীবনের সত্য কলিনাথ – সত্য টা কি ?


৫) নুন্যতম শব্দজোর বলতে কি বোঝো ?


৬) রুপমুলের দুটি শ্রেণী উল্লেখ করো ?


৭) আমার দরকার শুধু গাছ দেখা – কবির গাছ দেখা দরকার কেন ?


৮) সেই কবিতায় জাগে আমার বিবেক – বিবেক কে কীসের সাথে তুলনা করা হয়েছে ?


৯) এ সব কথা শুনে উচ্ছব বুকে বল পায় । কোন কথা শুনে উচ্ছব বুকে বল পায় ?


১০) এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট । পুলিশ আসছিল কেন ?


১১) স্পেনের ফিলিপ কেদেছিল খুব – কেন ফিলিপ কেদেছিলেন ?


১২) আমি কৌতূহলী হয়ে উঠি । কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন ?

1 টি মন্তব্য: