বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২২ hs geography questions papers 2022

                           PART - A 

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 


( A ) কান্ট ভূমিরূপের পরিপূর্ন বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো । ‘নগ্নীভবন’ বলতে কি বোঝায় ? ‘ অন্ধ উপত্যকা ’ ও ‘ শুষ্ক উপত্যকা ’ র সংজ্ঞা দাও । 


                           অথবা 

মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো । ‘ এলুভিয়েশন ’ বলতে কি বোঝায় ? 

( B ) জীববৈচিত্র্যর ‘ জিনগত বৈচিত্র্য ’ ও ‘ প্রজাগতিগত বৈচিত্র্য ’ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো । সংক্ষেপে জীববৈচিত্র্যর গুরুত্ব উল্লেখ করো ।
 

                           অথবা 

উপযুক্ত চিত্রসহ ‘ নাতিশীতোষ্ণ ঘুর্নবাত ’ এর জীবনচক্র ব্যাখ্যা করো । ‘ শারীরবৃত্তিয় শুষ্ক মৃত্তিকা ’ বলতে কি বোঝায় ? 

( C ) ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন ? নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন ? ‘ শস্যবর্তন ’এর দুটি গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য উল্লেখ করো । 



                           অথবা

ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি কুফল আলোচনা করো । ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো । 

( D ) ভারতের পূর্ব মধ্যঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো । কার্পাস বয়ন শিল্পকে ‘ শিকড় আলগা শিল্প ’ বলে কেন ? 

 
                           অথবা

ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যা গুলি আলোচনা করো । ভারতে ‘ তৈরী পোশাক শিল্প ’ উন্নতিলাভ করেছে কেন ? ‘ দ্রব্য সূচক ’ কি ? 

( E ) ‘ জনাকীর্নতা ’ ও ‘ জনস্বল্পতা ’র সংজ্ঞা দাও । ভারতের নগরায়নের সমস্যা গুলি সংক্ষেপে আলোচনা করো ।



                           অথবা 

‘জনঘনত্ব ’ ও ‘ মানুষ জমি অনুপাত ’ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো । ‘ বয়ঃলিঙ্গ অনুপাত ’ এর গুরুত্ব উল্লেখ করো । কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে কোনো তিন ধরনের শহরের নাম উল্লেখ করো । 


 


                           PART - B 

২। 

( i ) ভারতের নিম্নলিখিত কোন শহর গুলি ‘ সোনালী চতুর্ভুজ ’ দ্বারা যুক্ত ? 

( ক ) দিল্লি - মুম্বাই - কলকাতা - বেঙ্গালুরু  

( খ ) দিল্লি - মুম্বাই - হায়দ্রাবাদ - কলকাতা

( গ ) দিল্লি - মুম্বাই - চেন্নাই - কলকাতা 

( ঘ ) পোরবন্দর - দিল্লি - কলকাতা - চেন্নাই 

( ii ) একটি পুষ্পরিনিকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে  , তা হল ? 

( ক ) শুষ্ক বিন্দু বসতি 

( খ ) আদ্র বিন্দু বসতি 

( গ ) রৈখিক বসতি 

( ঘ ) বর্গাকার বসতি 

( iii ) প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে ? 

( ক ) হ্যামলেট 

( খ ) গ্রাম 

( গ ) মৌজা

( ঘ ) শহর

( iv ) ‘ শিল্প স্থানিকতার নূন্যতম ব্যয় তত্ব টির প্রবর্তক হলেন ? 

( ক ) অগাষ্ট লশ 

( খ ) আলফ্রেড ওয়েবার

( গ ) জজ রেনার

( ঘ ) ই . ডব্লিউ . জিমারম্যান 

( v ) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় ? 

( ক ) রিষরায় 

( খ ) ব্যান্ডেলে 

( গ ) শ্রীরামপুরে 

( ঘ ) টিটাগড়ে 
 
( vi ) কষ্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যাবহৃত হয় ? 

( ক ) পাট শিল্পে 

( খ ) কার্পাস বয়ন শিল্পে

( গ ) কাগজ শিল্পে 

( ঘ ) লৌহ ইস্পাত শিল্পে

( vii ) চীনের যে প্রদেশটি ‘ চীনের ধানের আঁধার ’ নামে পরিচিত তা হল ? 

( ক ) জেচুয়ান 

( খ ) ইউনান 

( গ ) হুনান 

( ঘ ) হুবেই 

( viii ) ভারতের ‘ শ্বেত বিপ্লব ’ এর জনক হলেন ? 

( ক ) নরম্যান বোরলগ 

( খ ) রোনাল্ড রস 

( গ ) এম . এস . স্বামী নাথন 

( ঘ ) ড: ভার্গিস কুরিয়েন 

( ix ) পোমামকালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হল ? 

( ক ) কলা ও পেয়ারা 

( খ ) আপেল ও আঙুর 

( গ ) লাউ ও কুমড়ো 

( ঘ ) পেঁপে ও কাজুবাদাম 

( x ) ‘ জীববৈচিত্র্য ’শব্দটি সর্বপ্রথম ব্যাবহার করেন ? 

( ক ) ওয়াল্টার রোজেন 

( খ ) নরম্যান মায়ারস

( গ ) চার্লস ডারউইন 

( ঘ ) রবার্ট হুক 
 

( xi ) সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল হল ? 

( ক ) নাতিশীতোষ্ণ অঞ্চল 

( খ ) নিরক্ষীয় অঞ্চল 

( গ ) সাভানা অঞ্চল 

( ঘ ) মরু অঞ্চল 

( xii ) বায়ুমন্ডলীয় গোলোযোগ যে স্তরে দেখা যায় তার নাম ? 

( ক ) ট্রপোস্ফিয়ার 

( খ ) স্ট্রাটোস্ফিয়ার

( গ ) মেসোস্ফিয়ার

( ঘ ) আয়নোস্ফিয়ার 

( xiii ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল ? 

( ক ) শুষ্ক গ্রীষ্মকাল এবং আদ্র শীতকাল  

( খ ) বার্ষিক উষ্ণতার প্রসর বেশী 

( গ ) শীতকালে তুষারপাত হয় 

( ঘ ) অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়  

( xiv ) একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল ? 

( ক ) হোগলা 

( খ ) পদ্ম 

( গ ) শালুক

( ঘ ) কচুরীপানা 

( xv ) মৌসুমীবায়ু হল এক প্রকারের

( ক ) স্থানীয় বায়ু 

( খ ) সাময়িক বায়ু 

( গ ) নিয়ত বায়ু

( ঘ ) অনিয়মিত বায়ু 
 

( xvi ) প্রশমিত মাটির pH এর মান হল ? 

( ক ) 6.0

( খ ) 6.5

( গ ) 7.0

( ঘ ) 7.5

( xvii ) আন্ত:আঞ্চলিক মাটির একটি উদাহরণ হল ? 

( ক ) রেনজিনা 

( খ ) লোয়েস 

( গ ) কঙ্কালসার মাটি 

( ঘ ) পলিমাটি 

( xviii ) অগ্নুপাৎজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল ? 

( ক ) অক্সিসল 

( খ ) আল্টিসল 

( গ ) অ্যালফিসল 

( ঘ ) অ্যাঙ্গিসল 

( xix ) অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে ? 

( ক ) সহজাত জল 

( খ ) উৎস্য জল 

( গ ) ভাদোস জল

( ঘ ) আবহিক জল 

( xx ) ভৌম জলস্তরের নীচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে ? 

( ক ) ভাদোস স্তর 

( খ ) সাময়িক সম্পৃক্ত স্তর 

( গ ) কৈশিক স্তর 

( ঘ ) স্থায়ী সম্পৃক্ত স্তর 
 

( xxi ) ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল ? 

( ক ) কাশ্মীর উপত্যকা 

( খ ) বোরা গুহা  

( গ ) ব্লু পার্বত্য অঞ্চল 

( ঘ ) অজন্তা গুহা 



২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) ‘ গীজার ’ কি ? 


                            অথবা

‘ পর্যায়ন ’ এর সংজ্ঞা দাও । 

( ii ) ‘ রেগোলিথ ’ কি ? 


                           অথবা

‘ শল্কমোচন ’ বলতে কি বোঝায় ? 

( iii ) I . T . C . Z  কি ? 


                           অথবা

‘ জিওস্ট্রফিক বায়ু ’ কাকে বলে ? 

( iv ) ভারতের জীববৈচিত্র্যর উষ্মা অঞ্চলের দুটি উদাহরণ দাও । 
 
                           অথবা

‘ অন্ত: ক্ষেত্রীয় সংরক্ষণ ’ বলতে কি বোঝায় ? 

( v ) ‘ ট্রাক ফার্মিং ’ বলতে কি বোঝায় ? 


                           অথবা 


‘ ছেদন ও দহন কৃষি ’ বলতে কি বোঝায় ? 


( vi ) ‘ অনুসারী শিল্প ’ কাকে বলে ? 



                           অথবা 

‘ ব্রেক অফ বাল্ক পয়েন্ট ’ কাকে বলে ? 


( vii ) ‘ মেগাসিটি ’ কি ? 


                           অথবা

ভারতের উদাহরণসহ একটি ‘ দ্বৈত নগর ’ বা ‘ যমজ নগর ’ এর সংজ্ঞা দাও । 

( viii ) ‘ আরোহণ প্রক্রিয়া ’ বলতে কি বোঝায় ? 

 
                           অথবা

‘ হোমস ’ কি ? 


( ix ) ‘ সোলাম ’ বলতে কি বোঝায় ? 


                           অথবা

‘ ল্যাটারাইজেশান ’ বলতে কি বোঝায় ? 



( x ) ‘ ঘূর্নবাতের চক্ষু ’ কাকে বলে ? 


                           অথবা

‘ মৌসুমী বিস্ফোরণ ’ বলতে কি বোঝায় ? 


( xi ) বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো  ।

 
                           অথবা

‘ আলোকপ্রেমী ’ ও ‘ আলোকবিদ্বেষী ’ উদ্ভিদের একটি করে উদাহরণ দাও । 


( xii ) জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো ?



                           অথবা

‘ জীববৈচিত্র্য ’ র সংজ্ঞা দাও । 


( xiii ) ‘ শস্য সম্বদয় ’ এর সংজ্ঞা দাও ? 


                           অথবা

‘ মিলেট ’ বলতে কি বোঝায় ? 


( xiv ) ‘ শূন্য জনসংখ্যা বৃদ্ধি ’ বলতে কি বোঝায় ? 


                           অথবা

অভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ উল্লেখ করো । 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন