উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র ২০২২
                           PART - A 
১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 
                   গদ্যাংশ ( যে কোনো একটি )
( A ) বনগতাগুহা অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষন করো । 
( B ) বনগতাগুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো । 
                   পদ্য ( যে কোনো একটি )
( C ) পাঠাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো । 
( D ) ‘ মিথ্যাচার: ’ কাকে বলা হয় ? গীতার কর্মযোগ পাঠাংশ অনুসারে লেখো ।
                    নাট্য ( যে কোনো একটি )  
( E ) ‘ বাসন্তিকস্বপ্নম ’ অনুসারে কৌমুদির চরিত্র বর্ণনা করো । 
( F ) ‘ বিজয়তাম অস্মকাম অবনিপ: ’ – উক্তিটি কার ? অবনিপ: কে ? বক্তা তার কাছে কেন এসেছিলেন ? 
              সাহিত্য ইতিহাস ( যে কোনো একটি ) 
( G ) মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো । 
( H ) চরকসংহিতা বিষয়ে সংক্ষেপে লেখো । 
৮। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 
( A ) ইন্দো ইউরোপীয় দশটি ভাষাগোষ্ঠীর নাম লেখো । 
( B ) ভারতীয় আর্যভাষার কয়টি স্তর ? কি কি ? নব্য ভারতীয় আর্যভাষা সম্বন্ধে যা জান লেখো । 
৯। সংস্কৃত ভাষায় অনুবাদ করো ( যে কোনো একটি ) :
( A ) অনন্তর শশকটি সবিনয়ে সিংহকে বললো – প্রভু আমার কোন অপরাধ নেই । আমার আসার সময় একটা সিংহ আমাকে আটকে রেখেছিল । 
( B ) দাক্ষিণাত্য দেশে মহিলারোপ নামে এক নগর আছে । সেখানে অমরশক্তি নামে এক রাজা ছিলেন । তার বসুশক্তি , উগ্রশক্তি ও অনেকশক্তি নামে তিন ছেলে ছিল । 
                           PART - B
১। ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 
( i ) অলিপর্বার ভাইয়ের নাম ? 
( ক ) কশ্যপ 
( খ ) কাশ্যপ 
( গ ) কালিদাস 
( ঘ ) বসন্ত
( ii ) বনগতাগুহার রচয়িতা হলেন ? 
( ক ) কৃষ্ণ মোদক 
( খ ) গোবিন্দ মোদক 
( গ ) গোবিন্দকৃষ্ণ মোদক 
( ঘ ) কৃষ্ণগোবিন্দ মোদক 
( iii ) স্কন্দরাজ রচিত গ্রন্থ ? 
( ক ) অর্থশাস্ত্র 
( খ ) কামশাস্ত্র 
( গ ) নীতিশাস্ত্র 
( ঘ ) চৌর্যশাস্ত্র 
( iv ) মহার্ঘ শব্দটির অর্থ ? 
( ক ) অঞ্জলি 
( খ ) বহুমূল্য  
( গ ) মহাপুরুষ  
( ঘ ) বস্ত্র  
( v ) গঙ্গাস্রোত্রম এর রচয়িতা ? 
( ক ) জয়দেব
( খ ) সায়নাচার্য 
( গ ) কালিদাস 
( ঘ ) শঙ্করাচার্য 
( vi ) গঙ্গার পুত্র হলেন ? 
( ক ) ভগীরথ 
( খ ) ভীষ্ম 
( গ ) ভীম 
( ঘ ) ভরত 
( vii ) কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন ? 
( ক ) সঞ্জয়কে  
( খ ) কর্নকে 
( গ ) বিদুরকে  
( ঘ ) অর্জুনকে 
( viii ) ‘ কর্মযোগ ’ ভগবদগীতার কোন অধায়ে আছে ? 
( ক ) অষ্টাদশ 
( খ ) দ্বিতীয় 
( গ ) চতুর্থ 
( ঘ ) তৃতীয় 
( ix ) কৌমুদির পিতার নাম ? 
( ক ) ইন্দ্রবর্মা 
( খ ) মকরন্দ
( গ ) বসন্ত
( ঘ ) ইন্দুশর্মা 
( x ) ‘ যথাজ্ঞাপয়তি দেব ! ’ – বক্তা কে ? 
( ক ) মকরন্দ 
( খ ) প্রমোদ 
( গ ) ইন্দুশর্মা 
( ঘ ) বসন্ত 
( xi ) কৌমুদির পছন্দের পাত্র হলেন ? 
( ক ) উদয়ন 
( খ ) দুষ্মন্ত 
( গ ) বসন্ত
( ঘ ) মকরন্দ
( xii ) কনকলেখা হলেন ? 
( ক ) ইন্দ্রবর্মার প্রেমিকা 
( খ ) ইন্দুশর্মার প্রেমিকা 
( গ ) বসন্তর প্রেমিকা 
( ঘ ) মকরন্দর প্রেমিকা 
( xiii ) অভিজ্ঞানশকুন্তলম এর রচয়িতা ? 
( ক ) অশ্বঘোষ 
( খ ) ভাস
( গ ) শুদ্রক  
( ঘ ) কালিদাস 
( xiv ) বিশাখদত্ত রচিত নাটক ? 
( ক ) মৃচ্ছকটিকম 
( খ ) মুদ্রারাক্ষস:
( গ ) চারুদত্ত 
( ঘ ) মালবিকাগ্নিমিত্রম
( xv ) ‘ বরাহমিহির ’ রচিত গ্রন্থটির নাম ? 
( ক ) আর্যসিদ্ধান্ত 
( খ ) বৃহৎসংহিতা 
( গ ) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত
( ঘ ) দশগীতিকাসূত্র 
২। পূর্নবাক্য উত্তর দাও : 
                  গদ্য ( যে কোনো তিনটি )
( i ) কতজন চোর বনে গিয়েছিল ? 
( ii ) অলিপর্বা কোন নগরে বাস করত ? 
( iii ) ‘বনগতা গুহা’র উৎস গ্রন্থের নাম কি ? 
( iv ) কশ্যপ কীভাবে ধ্বনি হয়েছিল ? 
                   পদ্য ( যে কোনো তিনটি ) 
( v ) গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন ? 
( vi ) ‘ মুনিবরকন্য ’ – কাকে সম্বোধন করা হয়েছে ? 
( vii ) গঙ্গাজলের মহিমা কোথায় কীর্তিতে ? 
( viii ) ‘ কর্মেন্দ্রিয় ’ কয়টি ও কী কী ? 
                        নাটক ( যে কোনো তিনটি ) 
( ix ) ইন্দ্রবর্মা কে ? 
( x ) বাসন্তিকস্বপ্নম এর মূল ইংরাজি নাটকটির নাম লেখো ? 
( xi ) ‘ কুহু: ’  পদের অর্থ কি ? 
( xii ) রাজার বিবাহের আর কতদিন দেরি ? 
                           সাহিত্য ইতিহাস 
( xiii ) মৃচ্ছকটিকম এর রচয়িতার নাম লেখো ? 
( xiv ) জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি ? 
( xv ) ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো ।

No comments