মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২২ hs political science questions papers 2022


                           PART - A 

                           বিভাগ - ক 

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও । আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো । 


                             অথবা

বিশ্বায়ন কাকে বলে ? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো । 

( ii ) মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো । 


                             অথবা

গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো । 

( iii ) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষন করো । 
 

                             অথবা

ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো । 

( iv ) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো । 

                             অথবা

ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো । 

( v ) ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো । 


                             অথবা

 ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখো । 






                         PART - B 

                         বিভাগ - খ


২। প্রতিটি প্রশ্নের উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় ? 

( ক ) 1972

( খ ) 1974 

( গ ) 1971

( ঘ ) 1973



                                অথবা 

তপশিলি জাতি , তপশিলী উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যাবস্থা করা হয়েছে ? 

( ক ) 1992 সালে 

( খ ) 1993 সালে 

( গ ) 1994 সালে 

( ঘ ) 1995 সালে 

( ii ) প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ ? 

( ক ) 5 বছর 

( খ ) 5 বছর 

( গ ) 7 বছর 

( ঘ ) 8 বছর 

( iii ) বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে ? 

( ক ) সুপ্রিমকোর্টের 

( খ ) হাইকোর্টের 

( গ ) কনজিউমার কোটের 

( ঘ ) সাবঅডিনেট কোটের 



                                অথবা

ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয় ? 

( ক ) 1985 সালে 

( খ ) 1986 সালে

( গ ) 1987 সালে

( ঘ ) 1988 সালে

( iv ) হাইকোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন ?  

( ক ) 60 বছর

( খ ) 62 বছর

( গ ) 64 বছর

( ঘ ) 65 বছর

( v ) ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে ? 

( ক ) লোকসভার 

( খ ) রাজ্যসভার

( গ ) রাজ্যসভা ও লোকসভার 

( ঘ ) বিধানসভার 
 

( vi ) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল ? 

( ক ) 270

( খ ) 250

( গ ) 260

( ঘ ) 290


                                অথবা

রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হল ? 

( ক ) 4 বছর 

( খ ) 5 বছর 

( গ ) 6 বছর

( ঘ ) 7 বছর

( vii ) ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ? 

( ক ) ড: রাজেন্দ্রপ্রসাদ 

( খ ) ড: সর্বপল্লী রাধাকৃষ্ণ

( গ ) কে . আর . নারায়ণন 

( ঘ ) প্রণব মুখার্জী 

( viii ) কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন ? 

( ক ) উপরাষ্ট্রপতি 

( খ ) প্রধানমন্ত্রী 

( গ ) রাষ্ট্রপতি 

( ঘ ) স্পিকার 

( ix ) ‘স্পিরিট অব দি লজ’ গ্রন্থ প্রকাশিত হয় ? 

( ক ) 1748 সালে 

( খ ) 1749 সালে

( গ ) 1750 সালে

( ঘ ) 1789 সালে


                                অথবা

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল ? 

( ক ) জনপ্রতিনিধি সভা

( খ ) লোকসভা 

( গ ) জাতীয় গণকংগ্রেস 

( ঘ ) সিনেট 

( x ) দ্বিকক্ষবাদের সমর্থক হলেন ? 

( ক ) জে . এস . মিল 

( খ ) হেগেল 

( গ ) বার্কার 

( ঘ ) ফাইনার

 
( xi ) ‘জাতীয় মূল্যবোধের সমষ্টি হল জাতীয় স্বার্থ’ একথা বলেছেন ? 

( ক ) হ্যান্স জে . মরগেনথাউ 

( খ ) যোসেফ ফ্রাংয়েকল 

( গ ) অ্যালান বল 

( ঘ ) মর্টন কাপলান 


                                অথবা

‘পলিটিক্স অ্যামং নেশনস’ বইটি কার লেখা ? 

( ক ) কে . জে . হলস্টি 

( খ ) কুইন্সি রাইট 

( গ ) হলম্যান 

( ঘ ) হ্যান্স জে . মর্গেনথাউ 


( xii ) ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয়........সালে । 

( ক ) 1648 

( খ ) 1658

( গ ) 1668

( ঘ ) 1678 


( xiii ) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন ? 

( ক ) প্রধান 

( খ ) সভাপতি 

( গ ) সভাধিপতি 

( ঘ ) বি . ডি . ও 

( xiv )  ছোটো শহরগুলির স্বায়তশাসন পরিচালিত হয় ? 

( ক ) গ্রাম পঞ্চায়েতের ধারা 

( খ ) পৌরসভার ধারা 

( গ ) রাজ্য সরকার দ্বারা 

( ঘ ) বরো কমিটির দ্বারা 

( xv ) কতজন বিচারপতি কে নিয়ে ভারতের সুপ্রিমকোর্ট গঠিত ? 

( ক ) 31 জন

( খ ) 26 জন

( গ ) 37 জন

( ঘ ) 38 জন 


( xvi ) লোক আদালত গঠিত হয় ? 

( ক ) 1985 সালে

( খ ) 1986 সালে

( গ ) 1984 সালে

( ঘ ) 1988 সালে

( xvii ) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন ? 

( ক ) প্রধানমন্ত্রী  

( খ ) উপরাষ্ট্রপতি 

( গ ) স্পিকার 

( ঘ ) রাজ্যপাল



( xviii ) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল ? 

( ক ) 294

( খ ) 180

( গ ) 160

( ঘ ) 295

( xix ) রাজ্যসভায় সভাপতিত্ব করেন ? 

( ক ) রাষ্ট্রপতি 

( খ ) উপরাষ্ট্রপতি 

( গ ) স্পিকার 

( ঘ ) প্রধানমন্ত্রী 

( xx ) ভারতীয় সংবিধানে ‘স্বেচ্ছাধীন ক্ষমতা’ প্রদান করা হয়েছে ? 

( ক ) রাষ্ট্রপতিকে 

( খ ) রাজ্যপাল কে 

( গ ) প্রধানমন্ত্রী কে 

( ঘ ) মুখ্যমন্ত্রী কে 


                                অথবা

রাষ্ট্রপতি পদপ্রাথীর নূন্যতম বয়স হতে পারে ? 

( ক ) 35 বছর

( খ ) 30 বছর

( গ ) 37 বছর

( ঘ ) 42 বছর

( xxi ) উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় ? 

( ক ) পাকিস্থানে 

( খ ) বাংলাদেশে

( গ ) গ্রেট ব্রিটেনে

( ঘ ) ভারতে 
 

( xxii ) “পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র” – এই কথা কে বলেছেন ? 

( ক ) মার্কিন রাষ্ট্রপতি উইলসন 

( খ ) ম্যাডিসন 

( গ ) মুসোলিনি 

( ঘ ) ব্ল্যাকস্টোন 

( xxiii ) ‘হিন্দ স্বরাজ’ বইটির লেখক ? 

( ক ) জওহরলাল নেহেরু 

( খ ) ইন্দিরা গান্ধী 

( গ ) এম . কে . গান্ধী 

( ঘ ) সুকর্ন 

( xxiv ) বৈপরীত্যর ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত ? 

( ক ) মার্কসবাদ 

( খ ) উদারনীতিবাদ 

( গ ) ভাববাদ 

( ঘ ) গান্ধীবাদ 



৩। নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়  ) : 


( i ) গ্রাম সংসদ কি ? 


                                অথবা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যাবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি ? 

( ii ) পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো । 

( iii ) বন্দি প্রতক্ষীকরণ কি ? 

( iv ) ভারতীয় বিচারব্যাবস্থার  যে কোনো একটি বৈশিষ্ট্যর উল্লেখ করো । 
 

                                অথবা

ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে ? 

( v ) লোকসভার গঠন কি ? 


                                অথবা

জিরো আওয়ার কাকে বলে ? 

( vi ) রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স কত হতে হয় ? 


( vii ) ভারতীয় সংবিধানের 356 ধারায় কি বলা হয়েছে ? 


                                অথবা

ভারতের অ্যাটনি জেনারেল কে নিযুক্ত করেন ? 

( viii ) কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো একটি কার্য চিহ্নিত করো ।

( ix ) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও  ।
 

                                অথবা

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও ।

( x ) ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি ? 


                                অথবা

বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো । 

( xi ) নামসর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কি ? 

( xii ) আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো । 

( xiii ) রাষ্ট্রকে ‘আত্মহীন যন্ত্র’ বলে কে ব্যাখ্যা করেছেন ? 

( xiv ) উদারনীতিবাদের জনক হিসেবে কাকে অভিহিত করা হয় ? 



                                অথবা

উৎপাদন শক্তির দুটির উদাহরণ দাও । 

( xv ) “ Twenty Years Crisis ” গ্রন্থটি কে লিখেছেন ? 
 

                                অথবা

ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো । 


( xvi ) প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ কাকে বলে ? 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন