‘ভারতবর্ষ’ গল্পের জগা , নকড়ি , নিবারণ বাগদি , ফজলু শেখ এবং করিম ফরাজি — এই পাঁচটি অপ্রধান চরিত্রের পরিচয় দাও ।
উত্তর >> সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পটিতে ভিখারিনি বৃদ্ধা , চৌকিদার , মোল্লাসাহেব এবং ভটচাজমশাই এই চারটি উল্লেখযোগ্য চরিত্র বাদ দিলে এই গল্পের যে কটি নামযুক্ত চরিত্রের পরিচয় পাওয়া যায় , তারা হল জগা , নকড়ি , নিবারণ বাগদি , ফজলু শেখ এবং করিম ফরাজি ।
জগা : ‘ভারতবর্ষ’ গল্পের বাজারটির তিনটি চায়ের
দোকানের একটির মালিক হল জগা । তার দোকানে চা খেয়েই বৃদ্ধা আগেরদিন বৃষ্টি-বাদলের মধ্যে বটতলায় আশ্রয় নিয়েছিল । পরদিনের রৌদ্রোজ্জ্বল সকালেও তাকে সেখানে পড়ে থাকতে দেখে চাওয়ালা জগাই সবাইকে জানিয়েছিল যে, ‘নির্ঘাত মরে গেছে বুড়িটা’।
নকড়ি : বুড়ির মৃতদেহের অধিকার নিয়ে হিন্দু-মুসলিমের মধ্যে যখন বাদানুবাদ চলছিল , তখন ভটচাজমশাই-এর সপক্ষে তথ্য পেশ করেছিল নাপিত নকড়ি । সে সবাইকে জানিয়েছিল যে, আগেরদিন ক্ষৌরকর্ম করার উদ্দেশ্যে বটতলায় গিয়ে যেহেতু সে মুমূর্ষু বুড়িকে আপনমনে ‘হরিবোল’ বলতে শুনেছে , তাই নিশ্চিতভাবেই বুড়ি হিন্দু ।
ফজলু শেখ : নকড়ি নাপিত যখন বুড়িকে হিন্দু হিসেবে প্রতিপন্ন করছিল , তখন ফজলু শেখ তাকে জানায় যে , নকড়ি ভুল শুনেছে । কারণ সে নিজের কানে বুড়িকে ‘লাইলাহা ইল্লাল্ল’ বলতে শুনেছে ।
নিবারণ বাগদি : একদা দস্যু , রাগি নিবারণ বাগদি ফজলু শেখের প্রতিবাদী কথার প্রতিবাদ করে চিৎকার করে বলেছিল ‘মিথ্যে’।
করিম ফরাজি : একদা লাঠিয়াল , বর্তমানে ধর্মভীরু মুসলমান করিম ফরাজি নিবারণ বাগদির চেয়েও জোরে ‘খবরদার’ বলে চিৎকার করে পরিস্থিতি সংকটজনক করে তোলে ।
No comments