Breaking News

‘মহুয়ার দেশ’ কবিতায় কবি নগরজীবনের যে ছবিকে তুলে ধরেছেন তা নিজের ভাষায় আলোচনা করো ।

 


উত্তর :- সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতাটি নগরজীবনের ক্লান্তি , বিষণ্ণতা আর কৃত্রিমতা নিয়ে কবির অনুভবের প্রকাশ । কংক্রিটের জঙ্গলে গড়া মহানগরের আলকাতরা আর পেট্রোলের গন্ধ , কফির রঙের সন্ধ্যা , জীবনের ক্লান্তি আর অবক্ষয় সমর সেনের কবিতার প্রিয় বিষয় হয়ে উঠেছে বারেবারে । তিনি এই জীবনের সমর্থক নন , উপস্থাপক মাত্র । ‘মহুয়ার দেশ’ কবিতাতেও তাই দেখা যায় , সন্ধ্যার চিরন্তন অনাবিল পটভূমিতে ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ ঘুরে-ফিরে আসে । এই আসা কবির কাছে একেবারেই কাম্য নয় , তাই তা মনে হয় শীতের দুঃস্বপ্নের মতো । এই নাগরিক ক্লান্তি থেকে মুক্তির জন্য কবির চেতনা জুড়ে থাকে মহুয়ার দেশ , যা রাত্রির নির্জন নিঃসঙ্গতাকেও আলোড়িত করে । কবি চান তাঁর ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল , নামুক মহুয়া ফুলের মাদকতাময় গন্ধ । কিন্তু এই রোমান্টিক বিলাসিতা যে চূড়ান্ত আশ্রয় হতে পারে না — তা কবি জানেন ৷

 

নাগরিক জীবনে প্রবল কোলাহলের মধ্যে কবি শুধু মহুয়ার দেশের কয়লাখনির আওয়াজটুকুই পান , পান না কোনো স্নিগ্ধতা অথবা নির্মলতা , পান না দেবদারু গাছের দীর্ঘ রহস্যময় ক্লান্তিনাশক ছায়া । শিশির মাখা সবুজ সকালেও ধুলোর কলঙ্ক গায়ে মেখে কবিকে তাই বেঁচে থাকতে হয় এখানে । ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্নরা হানা দিয়ে যায় । গদ্য লেখায় সমর সেন বলেছিলেন —“রিয়ালিটির থেকে নিষ্কৃতির চেষ্টা পরাজয়ের দুর্বল ভঙ্গি , প্রকৃতির স্বপ্নলোক ক্লীবের অলীক স্বর্গ ।” তাই পালিয়ে না গিয়ে নগরজীবনেই এসে দাঁড়ান সমর সেন , হয়ে ওঠেন এই জীবনের কাব্যিক কথাকার ।

 


No comments