Breaking News

“প্রেম । পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম ।”- বক্তার এই মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে নাট্যবিষয়ে এই মন্তব্যটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলোচনা করো ।

 


উত্তর : শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে দেখা যায় , নাট্যদলের সম্পাদকের নির্দেশে হাসির নাটক তৈরির উদ্দেশ্যে শম্ভু মিত্র গিয়েছিলেন অমর গাঙ্গুলির বাড়িতে হাসির উপকরণের সন্ধানে । কিন্তু সেখানে হাসি সৃষ্টিতে তাঁর প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে কীভাবে সার্থকরূপে হাসি সৃষ্টি করা যায় , তা উল্লেখ করতে গিয়ে অমর গাঙ্গুলির ‘বউদি’ তৃপ্তি মিত্র আলোচ্য মন্তব্যটি করেন ।

 

>> অমর গাঙ্গুলির বক্তব্য ছিল যে , যাতে কোনো গল্প নেই , ‘হিউম্যান ইন্টারেস্ট’ বা ‘পপুলার অ্যাপিল’ নেই , তা থেকে যথার্থ হাসি তৈরি হতে পারে না । তাই শম্ভু মিত্রের কল্পিত বসবার ভঙ্গি তাঁদের কাছে মোটেও হাসির উপকরণ হিসেবে বিবেচিত হয় না । এরই সূত্র ধরে বউদি তৃপ্তি মিত্র প্রেমকে পৃথিবীর সব থেকে পপুলার জিনিস বলে চিহ্নিত করেন । অতঃপর তিনি একটি প্রেমের দৃশ্য তৈরি করার প্রস্তাব দেন । সেই প্রস্তাব গৃহীত হওয়ার পরে শম্ভু মিত্রকে নায়ক এবং তৃপ্তি মিত্রকে নায়িকা করে মূলত তৃপ্তি মিত্রের নির্দেশনায় একটি প্রেমের দৃশ্যের অভিনয়ের অনুশীলন হয় । কিন্তু মূল উদ্দেশ্য অর্থাৎ হাসি সৃষ্টির প্রচেষ্টা সেখানেও ব্যর্থ হয় । ফলে নতুন প্রেমের দৃশ্য তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয় । অর্থাৎ , আপাতভাবে নাটকে ‘প্রেম’ শব্দটিকে রঙ্গতামাশার বিষয় করে তার অবমূল্যায়ন ঘটানো হয় । এভাবে এক সামাজিক প্রবণতাকেই যেন তুলে ধরা হয় , আর তার ভূমিকায় থেকে যায় তৃপ্তি মিত্রের মন্তব্যটি ।


 

No comments