Breaking News

“আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত”—উক্তিটি কার ? মন্তব্যটি নাটকের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলোচনা করো ।

 


উত্তর  >> শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে আলোচ্য উক্তিটি করেছেন অমর গাঙ্গুলি ।

» আলোচ্য নাটকে দেখা যায় শম্ভু মিত্র অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন এবং তাঁর সেই আগমনের কারণ ছিল ‘হাসির খোরাক’ জোগাড় করা । নাট্যদলের সম্পাদক একটি হাসির নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন । সম্পাদকের যুক্তি ছিল হাসির নাটকের বক্স অফিস খুব ভালো অর্থাৎ তা অত্যন্ত জনপ্রিয় হবে । এরই সূত্র ধরে হাসির উপকরণ খুঁজতে নাটকের অন্যতম চরিত্র শম্ভু মিত্র হাজির হন অমর গাঙ্গুলির বাড়িতে । অমর গাঙ্গুলি এই প্রসঙ্গেই মন্তব্যটি করেন । মন্তব্যটি নাটকের ক্ষেত্রে এই কারণেই গুরুত্বপূর্ণ যে এই প্রসঙ্গটির মধ্যে দিয়ে নাটক তার মূল বিষয়ে প্রবেশ করবে । এরপর শম্ভু মিত্র , অমর গাঙ্গুলি এবং বউদি তৃপ্তি মিত্র মিলে , তৃপ্তি মিত্রের প্রস্তাব মতো প্রেমের দৃশ্য তৈরি করে হাস্যরস সৃষ্টির চেষ্টা করেন । কিন্তু সেই সব দৃশ্য স্বতঃস্ফূর্ত হয় না । বলা যেতে পারে , নাটকে হাস্যরস সৃষ্টির যে কৃত্রিম প্রচেষ্টা , তার নানা রূপ — সে সবকে যেন ব্যঙ্গ করা হয় এই নাট্যদৃশ্যে । শুধু তাই নয় , বাঙালি দর্শকদের জোর করে হাসার চেষ্টার প্রতিও ব্যঙ্গ থাকে । ক্ষুধার্ত মানুষদের মিছিলে পুলিশের গুলি আর গোঙানির আওয়াজ শুনে শম্ভু মিত্র যখন বলেন—“কী অমর— এবার হাসি পাচ্ছে ?”—তখন জীবনকে অস্বীকার করে কাল্পনিক আনন্দ খুঁজে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদই যেন ঘোষিত হয় । আর তারই ভূমিকায় থেকে যায় নাটকের প্রায় প্রথম পর্বে করা অমর গাঙ্গুলির উদ্ধৃত মন্তব্যটি ।

No comments