Breaking News

বলী কান্ধারীর সঙ্গে সাক্ষাতে মর্দানার কী অভিজ্ঞতা হয়েছিল তা উল্লেখ করো ।

 


উত্তর :- কর্তার সিং দুগ্গাল-এর ‘অলৌকিক’ গল্পে গুরু নানকের কথামতো এক প্রবল গরমের দিনে তৃস্নার্ত মর্দানা জলের জন্য দরবেশ বলী কান্ধারীর কুটিরে যান । পাহাড় ডিঙিয়ে অনেক কষ্টে সেখানে পৌঁছোনোর পরে মর্দানা বলী কান্ধারীকে সেলাম জানিয়ে জল প্রার্থনা করে । বলী কান্ধারী কুয়োর দিকে ইঙ্গিত করলেও হঠাৎই তার মনে প্রশ্ন জাগে যে তৃস্নার্ত মর্দানা কোথা থেকে এসেছে । মর্দানা , পির নানকের সঙ্গী শুনে তিনি তাঁকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেন । ফিরে এসে মর্দানা নানককে সব ঘটনা বললে নানক মর্দানাকে পুনরায় বলী কান্ধারীর কাছে যেতে বলেন । ক্ষোভে , দুঃখে নিজের বিরক্তি প্রকাশ করে মর্দানা আবার বলী কান্ধারীর কাছে যায় । কিন্তু এবারও “আমি কাফেরের শিষ্যকে এক গন্ডুষ জলও দেব না”— বলে বলী কান্ধারী তাকে তাড়িয়ে দেন । অত্যন্ত করুণ অবস্থায় মর্দানা যখন নানকের কাছে ফিরে আসে তখন তার গলা শুকিয়ে কাঠ । মৃতপ্রায় মর্দানাকে ‘জয় নিরঙ্কার’ বলে আবারও বলী কান্ধারীর কাছে যেতে বলেন নানক । গুরুর আদেশ অমান্য করতে না পেরে মর্দানা আবারও দীর্ঘ প্রচেষ্টার পরে বলী কান্ধারীর কাছে যান এবং তার পায়ের কাছে লুটিয়ে পড়েন । কিন্তু বলী কান্ধারী এবারও তাকে ফিরিয়ে দেন এবং পির হওয়া সত্ত্বেও নানকের তার শিষ্যের জন্য জল জোগাড় করতে না পারার জন্য কটাক্ষও করেন । ফিরে এসে মর্দানা তৃস্নার্ত গুরু নানকের পায়ের কাছে মূর্ছিত হয়ে পড়েন। এইভাবে বলী কান্ধারীর সঙ্গে সাক্ষাতে মর্দানার পাওনা হয়েছিল শুধুই প্রত্যাখ্যান আর উপেক্ষা ।

 


No comments