Breaking News

মর্দানা কীভাবে বলী কান্ধারীর কাছে গিয়েছিলেন সেই প্রেক্ষাপটটি আলোচনা করো ।

 


উত্তর :-  কর্তার সিং দুগ্গাল-এর ‘অলৌকিক’ গল্পে দেখা যায় , গুরু নানক একবার ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলেন হাসান আব্দালের জঙ্গলে । চারপাশে তখন প্রবল রোদ এবং ভয়ানক গরম । ফলে পথঘাট জনশূন্য । চারদিকে শুধু পাথরের চাঁই , ধূ-ধূ বালি আর ঝলসে যাওয়া শুকনো গাছপালা । এরকম পরিস্থিতিতেও গুরু নানক যখন আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন তখনই তাঁর সঙ্গী শিষ্য মর্দানার জল তেষ্টা পায় । নানক তাঁকে অপেক্ষা করতে বললেও মর্দানার জলের জন্য কাতরতা চলতেই থাকে । গুরু নানক তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে এই জলের অভাব আসলে ঈশ্বরেরই অভিপ্রায় । কিন্তু তৃস্নার্ত মর্দানা আর এগোতে রাজি হয় না । ফলে নানক গভীর সমস্যায় পড়ে যান । মর্দানার এই একগুঁয়েমি একই সঙ্গে তাঁর হাসি আর বিরক্তির কারণ হয়ে ওঠে । পরিস্থিতি দেখে তিনি ধ্যানে বসেন এবং চোখ খুলে দেখেন মর্দানা জল থেকে তোলা মাছের মতোই ছটফট করছে । গুরু নানক তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন যে , পাহাড়ের চুড়োয় বলী কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন এবং তার কুয়ো ছাড়া সেখানে আর কোথাও জল নেই । শুনেই মর্দানা সেদিকে ছুটে যায় । তৃস্নার্ত মর্দানা মাথায় গনগনে রোদ নিয়ে হাঁপাতে হাঁপাতে পাহাড়ে উঠতে থাকে। এভাবেই সে বলী কান্ধারীর কাছে পৌঁছোয় ।

 

No comments