“জয়তোরণে ঠাসা মহনীয় রোম ।”— কথাটি ব্যাখ্যা করো । প্রসঙ্গটি উল্লেখের কারণ কী ?
উত্তর >>> বের্টোল্ট ব্রেখট-এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়’ রোমের যে ঐতিহাসিক পরিচয় রয়েছে তা এখানে কবি উপস্থাপিত করেছেন । প্রাচীনকাল থেকে রোম ছিল খ্যাতি ও বৈভবের কেন্দ্র । প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে রোম হয়ে উঠেছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য । পরবর্তী প্রায় বারো শতক জুড়ে ইউরোপ , এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে রোমের আধিপত্য প্রতিষ্ঠিত হয় । ‘জয়তোরণে ঠাসা মহনীয় রোম’ বলতে রোমের এই কীর্তিকাহিনির দিকেই ইঙ্গিত করা হয়েছে । রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র হয়ে ওঠার পরে রোমের কর্তৃত্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয় । আটলান্টিক মহাসাগর থেকে আরব , রাইন থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত রোম সাম্রাজ্যের আধিপত্য বিস্তৃত হয় । রোম সাম্রাজ্যের এই বিস্তৃতিকেই প্রশ্নোদ্ধৃত অংশে ইঙ্গিত করা হয়েছে ।
>>> মানবসভ্যতায় যাঁরা ক্ষমতাবান কেবলমাত্র তাঁরাই খ্যাতির আলোকে আলোকিত হন । প্রথাগত ইতিহাস আসলে ক্ষমতাবানদের তৈরি । তাই সেখানে শাসক অথবা বিত্তবান ক্ষমতাভোগীদেরই জয় ঘোষণা করা হয় । কিন্তু প্রচলিত ইতিহাসের বাইরে থাকে আরেক ইতিহাস । সে ইতিহাস সভ্যতার প্রকৃত নির্মাতাদের । যেমন , সাত দরজাওয়ালা থীস এর নির্মাতা হিসেবে রাজার নাম থাকলেও শ্রমিকদের শ্রম ছাড়া তা নির্মাণ করা সম্ভব হত না , ঠিক সেভাবেই রোমের যে বিজয়কেতন উড়েছিল তা সাধারণ সৈনিকদের লড়াইয়ের ফলশ্রুতি । এমনকি সীজার যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন — তার পিছনেও সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । সবমিলিয়ে সাধারণ মানুষের হাতেই যে ইতিহাসের চাবিকাঠি তা বোঝাতে গিয়েই কবি প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন ।
No comments