“সাত বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক ।”— দ্বিতীয় ফ্রেডারিকের ঐতিহাসিক পরিচয় দাও এবং তাঁর যুদ্ধজয়ের কাহিনি উল্লেখের কারণ আলোচনা করো ।
উত্তর >> বের্টোল্ট ব্রেখট-এর “পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন” কবিতায় উল্লিখিত দ্বিতীয় ফ্রেডারিক ছিলেন পবিত্র রোমান সাম্রাজ্যের উত্তরাধিকার দাবি করা অন্যতম শক্তিশালী সম্রাট । ১২১৫ খ্রিস্টাব্দে তিনি রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হন । জার্মানি , ইটালি এবং বার্গান্ডিরও সম্রাট ছিলেন তিনি । মাত্র তিন বছর বয়সে মা-র সঙ্গে তিনি সিসিলির সহ-শাসকের দায়িত্ব পান । ছটি ভাষায় দক্ষ ফ্রেডারিক বিজ্ঞান এবং কলা বিষয়ে উৎসাহী ছিলেন ।
»»» দ্বিতীয় ফ্রেডারিককে তাঁর সাম্রাজ্য অক্ষুণ্ণ রাখার জন্য পোপতন্ত্রের সঙ্গে বারবার যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে । পোপ নবম গ্রেগরি , দ্বিতীয় ফ্রেডারিককে ‘খ্রিস্ট-বিরোধী’ বলেছিলেন । কিন্তু ব্রেখটের বিবেচ্য বিষয় এসব কিছুই নয় । ব্রেশ্ট চেয়েছিলেন মানব-ইতিহাসের প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে । আর তা করতে গিয়েই কবির মনে হয়েছে যে সীজারই হোন বা দ্বিতীয় ফ্রেডারিক — তাঁদের বিজয়ের নেপথ্যে রয়ে গেছে সাধারণ মানুষ , সাধারণ সৈনিকরা । চিনের প্রাচীর গড়ে তুলতে রাজমিস্ত্রিদের ভূমিকাই যেমন আসল , সাত দরজাওয়ালা থীস যেমন শ্রমিকদের শ্রম ছাড়া নির্মিত হতো না — ঠিক সেভাবেই দ্বিতীয় ফ্রেডারিকের জয়ের নেপথ্যেও কারিগর ছিল সাধারণ সৈনিকেরা । একা ফ্রেডারিকের পক্ষে কখনোই যুদ্ধ জেতা সম্ভব হতো না । এই ঐতিহাসিক সত্যকে উল্লেখ করতে গিয়েই কবি দ্বিতীয় ফ্রেডারিকের যুদ্ধজয়ের কাহিনির অবতারণা করেছেন ।
No comments