Breaking News

চারণ কবি মুকুন্দ দাসের কবিপ্রতিভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।

 


উত্তর : বাংলা গানের চারণকবি মুকুন্দ দাস (১৮৭৮— ১৫.৫.১৯৩৪) ছিলেন অবিভক্ত বাংলার বরিশালের অদ্বিতীয় নেতা অশ্বিনীকুমার দত্তের শিষ্য , শুরুর দিকে মুকুন্দ দাস যাত্রার গান লিখতেন । তা শুনে রবীন্দ্রনাথ পর্যন্ত মুগ্ধ হন । মুকুন্দ দাস গ্রামে গ্রামে দেশপ্রেমমূলক গান গেয়ে বেড়াতেন , অভিনয় করতেন যাত্রাপালায় । ভবরঞ্জন মজুমদার সম্পাদিত ‘মাতৃপূজা’ সংকলনে তাঁর একটি গান — ‘ছিল ধান গোলাভরা , শ্বেত ইঁদুরে করল সারা’ । এ গানের জন্য তিনি ব্রিটিশ সরকারের হাতে গ্রেপ্তার হন এবং তাঁর তিন বছর কারাদণ্ড ও জরিমানা হয় । অসহযোগ এবং আইন-অমান্য আন্দোলনের সময় তিনি যাত্রাপালা ও গান দিয়ে দেশের মানুষকে মাতিয়ে তোলেন । তাঁর ‘মাতৃপূজা’ নামক যাত্রাপালাটি ওই যুগে জনপ্রিয় হয় দেশের তরুণদের কাছে । তাঁর রচিত কয়েকটি গ্রন্থ — সাধনসংগীত , ব্রক্ষ্মচারিণী , পল্লীসেবা , সাথী প্রভৃতি । বাংলা গানের এই ভিন্ন ধারার গীতিকার সারাজীবনে অজস্র পুরস্কার পেয়েছিলেন । কিন্তু তা ছাপিয়ে তিনি বাঙালি সংগীত শ্রোতার কাছে আজও প্রিয় হয়ে আছেন তাঁর অপূর্ব গানগুলির জন্য । মুকুন্দ দাস বৈষ্ণবধর্মে দীক্ষিত হলেও তাঁর সাধনসংগীতে আছে পদাবলি ও শ্যামাসংগীতের অপূর্ব সমন্বয় । তিনি সারাজীবন কোনো সম্প্রদায়ভুক্ত হননি । নিয়মিত কীর্তনের আসরেও যোগ দিতেন । লিখতেন ‘বরিশাল হিতৈষী’ পত্রিকায় । বিদেশি বর্জন উপলক্ষ্যে রচিত তাঁর গানগুলি প্রতিবাদী মানুষের মনে ঢেউ তোলে । তাঁর গান আজও আধুনিক । বাংলা গানের ইতিহাসে তাঁর আসন চিরকাল উজ্জ্বল থাকবে ।

 

No comments