Breaking News

“চোখ তো সবুজ চায় ! / দেহ চায় সবুজ বাগান” – কবির এই মন্তব্যটির সার্থকতা কবিতা অবলম্বনে আলোচনা করো ৷

 


উত্তর : শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতাটি গাছকে ভালোবেসে , জীবনের প্রতিটি মুহূর্ত সেই গাছকে আঁকড়ে কবির বেঁচে থাকার ইচ্ছার প্রকাশ । এই বৃক্ষপ্রেম বা তার আড়ালে প্রকৃতির প্রতি ভালোবাসা তাঁর কবিতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ।

 

“আমি মানবো সাপটে ধরবো নতুন বাগান , নতুন গাছটি বেঁচে উঠবো সরল ঋজু রোদ্দুরে বৃষ্টিতে”।


এই বেঁচে ওঠার জন্যই ‘আমি দেখি’ কবিতাতেও কবি গাছের জন্য আকুলতা প্রকাশ করেছেন , বাগানে গাছ দেখতে চেয়েছেন । কারণ শরীরের জন্য গাছের সবুজ সান্নিধ্য দরকার । জঙ্গল জীবনে বহুদিন না যেতে পারার দুঃখ থেকেই বাগানে গাছ দেখতে চেয়েছেন কবি । নাগরিক জীবনের ক্লান্তি আর বিষাদকে ভুলে থাকার জন্য , মানসিক সতেজতার জন্য গাছেদের একান্ত প্রয়োজন কবির । অন্য কবিতায় কবি লিখেছিলেন - “খুঁটিয়ে দেখেছি বন , বনাঞ্চল , গাছের শিখরে / ... আমোদ বিন্যস্ত থাকে লতায় পাতায় ।” এই কারণেই কবি গাছেদের সান্নিধ্য চেয়েছেন । সবুজের বিস্তারে চোখ তার আরাম খুঁজে পায় , শরীর সতেজ হয় । মানসিক আরোগ্য লাভ সম্ভব হয় । এভাবেই জীবন জুড়ে গাছেদের জন্য কবির আকাঙ্ক্ষা তীব্রভাবে উচ্চারিত হয়েছে কবিতায় ।


No comments