প্রশ্ন ব্যাংক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রশ্ন ব্যাংক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

রাষ্ট্র বিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ২



                 PART - A ( MARKS :- 40 )



    ১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) শক্তি ও ক্ষমতার উপাদান গুলি বিশ্লেষণ করো ।

২) মাকসবাদের মূল নীতি গুলি আলোচনা করো ।

৩) ভারতের কোনো অঙ্গরাজ্য রাজ্য পালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৪) লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী
আলোচনা করো ।

৫) ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো


                             PART-B 

১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।

১)" Politics Among Nation "  গ্রন্থটির প্রণেতা কে ?

২) সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে ?
ক) ১৯৮৫ 
খ) ১৯৯১
গ) ১৯৯৫       
ঘ) ২০০২

৩) সমাজতান্ত্রিক শিবির ভুক্ত একটি দেশ হলো ?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র 
খ) রুমানিয়া
গ) ব্রিটেন     
ঘ) ফ্রান্স ।

৪) " জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি " উক্তি টি করেছেন ?
ক) নেহেরু.     
খ) ব্রেচার
গ) রঘুবীর চক্রবর্তী     
ঘ) জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় ।

৫) রুশ  - ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ?
ক) ১৯৯৬   
খ) ১৯৬৮
 গ) ১৯৭১.     
ঘ) ১৯৭৮ ।

৬) সার্ককের অষ্টম সদস্য হিসেবে আফগানিস্থান যোগ দেয় ?
ক) ১৯৯৮     
খ) ২০০৩
 গ) ২০০৭       
ঘ) ২০০৯ ।

৭) জাতি পুঞ্জের সনদের মোট ধারা আছে ?
ক) ৭০ টি     
খ) ১০১ টি
 গ) ১১১ টি     
ঘ) ১২৮ টি ।

৮) " বিশ্বের নাগরিক সভা " বলা হয়  ?
ক) সাধারন সভাকে 
খ) নিরাপত্তা পরিষদকে
গ) ইউরোপীয় ইউনিয়ন কে 
ঘ) সার্ক সম্মেলন কে ।

৯) জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা হল ?
ক) ১৫.     
খ) ২৮
 গ) ৪৪     
ঘ) ৫৪ ।

১০) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দের কার্যকলাপের মেয়াদ হলো ?
ক) ২ বছর       
খ) ৫ বছর
গ) ৭ বছর.       
ঘ) ৯ বছর ।

১১) ক্ষমতাসতন্ত্রীকরন নীতির প্রধান প্রবক্তা হলেন ?
ক) অ্যারিস্টটল.   
খ) জন লক
গ) মন্তেস্কু         
ঘ) মার্কস ।

১২) দ্বিতীয় কক্ষ যদি প্রথম কক্ষের সঙ্গে একমত হয় তাহলে তা অনাবশ্যক ; আর যদি ভিন্ন মত পোষণ করে তাহলে তা ক্ষতিকর উক্তিটি করেন ?
ক) আবেসিয়া     
খ) লাষ্কি
 গ) ফাইনার       
ঘ) সাবাইন ।

১৩) শাসন বিভাগের মূল কাজ হলো ?
ক) আইন প্রণয়ন.
খ) অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা
গ) নীতি নির্ধারণ   
ঘ) বিচার বিভাগ ।

১৪) বহু পরিচালক বিশিষ্ঠ শাসন বিভাগ রয়েছে ?
ক) ব্রিটেনে   
খ) ভারতে
গ) ফ্রান্সে.     
ঘ) সুইজারল্যান্ডে ।

১৫) ব্রিটেনের আইনসভা গঠিত হয় ?
ক) রাজা রানী এবং পার্লামেন্ট কে নিয়ে  খ) পার্লামেন্টের দুই কক্ষ নিয়ে
 গ) পার্লামেন্ট ও মন্ত্রী পরিষদকে নিয়ে
 ঘ) রাজা রানী সহ মন্ত্রীপরিষদ কে নিয়ে ।

১৬) বিশ্বের আইনসভার জননী বলা হয় ?
ক) ব্রিটিশ পার্লামেন্টকে
খ) মার্কিন কংগ্রেসকে
গ) ফরাসী পার্লামেন্টকে 
ঘ) চীনেরজাতীয় গণকংগ্রেসকে ।

১৭) উপ রাষ্ট্রপ্রতি কে নির্বাচিত করেন ?
ক) প্রধানমন্ত্রী       
খ) রাষ্ট্রপ্রতি
গ) রাজ্যসভার সদস্যগণ 
ঘ) পার্লামেন্টের সদস্যগণ ।

১৮) আমরা রাষ্ট্রপ্রতি কে কোনো প্রকৃত ক্ষমতা দিইনি , তবে তার পদটিকে যথেষ্ট কৃত্মসম্পূর্ণ ও মর্যাদা পূর্ণ করা হয়েছে ; উক্তিটি করেন ?
ক) আম্বেদকর     
খ) নেহেরু
গ) পাইলি         
ঘ) জেনিংস ।

১৯) লোকসভায় কতজন সদস্য উপস্থিত হলে কোরাম হয় ?
ক) মোট সদস্যের এক - তৃতীয়াংশ
খ) মোট সদস্যের অর্ধেক
গ) মোট সদস্যের এক - পঞ্চমাংশ
ঘ) মোট সদস্যের এক - দশমাংশ ।

২০) বিধানসভা ভেঙ্গে দিতে পারেন ?
ক) রাষ্ট্রপ্রতি   
খ) রাজ্যপাল       
গ) মুখ্যমন্ত্রী       
ঘ) মুখ্যসচিব ।

২১) পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন ?
ক) জেলা শাসক   
খ) মহকুমা শাসক
গ) সভাপতি         
ঘ) বি . ডি. ও ।

২২) গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক সদস্য সংখ্যা হল ?
ক) ১৫.         
খ) ৩০
গ) ৩৫.             
ঘ) ৪০ ।

২৩) মেয়রের কার্যকালের মেয়াদ হলো ?
ক) ১ বছর     
খ) ৩ বছর
 গ) ৫ বছর.     
ঘ) ৬ বছর ।

২৪) প্রত্যেক বরো' তে সাধারনত ওয়ার্ড থাকে ?
 ক) ১০ টি.       
খ) ১২ টি
 গ) ১৪ টি         
ঘ) ১৬ টি ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।
১) ট্রুম্যান নীতি কি ?

২) গ্লাসনস্ত কি ?

৩) ঠান্ডা লড়াই - এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ?

৪) পররাষ্ট্র নীতির অভ্যন্তরীণ উপাদান গুলি কি ?

৫) ভারতের পররাষ্ট্রনীতির দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো ?

৬) জাটিপুঞ্জের সংবিধানকে কি বলা হয় ?

৭) জাতিপুঞ্জের মহাসচিবের ২ টি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো ?

৮) প্রথম মহাসচিবের নাম কি ?

৯) ভারতের রাষ্ট্রপ্রতি কার কাছে পদত্যাগ পত্র পেশ করেন ?

১০) বর্তমান উপরাষ্ট্রতির নাম কি ?


১১) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?

১২) পঞ্চায়েত সমিতির সভাপতি কিভাবে নিযুক্ত হন ?

১৩) পশ্চিমবঙ্গের পৌরসভা গুলিকে কটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং কি কি ?

১৪) প্রধানকে অপসারন করা হয় কীভাবে ?

১৫) ISI - এর পুরো কথাটি কি ?

১৬) CIA - এর পুরো কথাটি কি ?

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

উচ্চমাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞানের প্রশ্ন সেট পার্ট ১

উচ্চমাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞানের প্রশ্ন সেট পার্ট ১



               PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় ? বিদেশনীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ভূমিকা পর্যালোচনা করো ।
                           অথবা
আন্তজার্তিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি ও ক্ষমতার উপাদান গুলি বিশ্লেষণ করো ।

২) মাকসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ।

৩) প্রধানমন্ত্রীর ক্ষমতা , কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো ।

                                অথবা

৪) ভারতীয় পার্লমেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো ।

৫) বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ করো ।
                              অথবা

আধুনিক রাষ্ট্রের আইনসভার ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো ।


                           PART-B

১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।

১) প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হলো ?
ক) জাপান     
খ) দক্ষিণ কোরিয়া
গ) উত্তর কোরিয়া 
ঘ) কিইবা ।

২) মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়  ?
ক) ১৯৩৫ সাল 
খ) ১৯৩৬ সাল
গ) ১৯৩৭ সাল 
ঘ) ১৯৩৮ সাল ।

৩) CIA  কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
ক) ভারত     
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) রাশিয়া       
ঘ) ব্রিটেন ।

৪) The Making Of Foreign Policy  ?
ক) জোসেফ ফ্রাংকেল
খ) বাটন মার্শাল
গ) হাটম্যান   
ঘ) মোগেনথাউ  ।

৫) বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন     ?
ক) ২০১২ সালে   
খ) ২০১৩ সালে
গ) ২০১১ সালে   
ঘ) ২০১০ সালে ।

৬) পাকিস্থানের আগ্রাসী মনোভাবের জন্য কোন কোন বছর ভারতের সাথে তার যুদ্ধ হয় ?
ক) ১৯৬২ ও ১৯৬৫                           
খ) ১৯৬৫ ও ১৯৬৮
গ) ১৯৬৫ ও ১৯৭১ 
 ঘ) ১৯৭১ ও ১৯৭৫ ।

৭)UNO  প্রতিষ্ঠিত হয়    ?
ক) ১৯৪৫ সালে   
খ) ১৯৮৪ সালে
গ) ১৯৫০ সালে     
ঘ) ১৯৫২ সালে ।

৮) আন্তর্জাতিক বিচারালয়ের সদস্য সংখ্যা হলো   ?
ক) ১৫ টি                         
খ) ১৭ টি
গ) ১৯ টি       
ঘ) ২০ টি ।

৯) " United Nations "   শব্দ টি চয়ন করেন ?
ক) রুজভেল্ট     
খ) চার্চিল
গ) ক্রুশ্চেভ       
ঘ) ওয়াশিংটন ।

১০) সাধারন সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয়  – আহ্বান করা হয় ?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বুধবার
ঘ) বৃহস্পতিবার ।

১১) লোকসভার প্রথম স্পিকার হলেন ?
ক) জি. ভি . মভলঙকর
 খ) মীরা কুমার
গ) সুকুমার সেন
ঘ) সোমনাথ চ্যাটার্জী ।

১২) ভারতে এযাবৎ জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে ?
ক) ৩ বার
খ) ৪ বার
গ) ৫ বার
 ঘ) ৬ বার ।

১৩) স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় ?
ক) ১৯৫০ সালে
 খ) ১৯৫২ সালে
 গ) ১৯৫৩ সালে
ঘ) ১৯৫৫ সালে ।

১৪) দৃষ্টি আকর্ষনি প্রস্তাব কত সাল থেকে চালু হয় ?
ক) ১৯৫৪
খ) ১৯৫৫
গ) ১৯৫৬
 ঘ) ১৯৫৭ ।

১৫) রাষ্ট্রপ্রতি ও উপরাষ্ট্রপ্রতির নির্বাচন - সংক্রান্ত বিবাদ মীমাংসা করে ?
ক) প্রধানমন্ত্রী
 খ) আইনমন্ত্রী
গ) সুপ্রিমকোর্ট
 ঘ) হাইকোর্ট ।

১৬) " ক্রেতা সুরক্ষা আইন " তৈরি হয় ?
ক) ১৯৮৫ সালে
 খ) ১৯৮৬
 গ) ১৯৮৭
 ঘ) ১৯৮৮ ।

১৭) সুপ্রিমকোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পযন্ত স্বপদে বহাল থাকেন ?
ক) ৬০ বছর
খ) ৬২বছর
 গ) ৬৪ বছর
ঘ) ৬৫ বছর ।

১৮) সংবিধানের কততম সংশোধনের দ্বারা হাইকোর্টের কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতা কেড়ে নেওয়া হয় ?
ক) ৪৩ তম
 খ) ৪৩ তম
গ) ৪৪ তম
 ঘ) ৪৫ তম ।

১৯) " পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামো ছাড়া অন্য সব অংশ সংশোধন করতে পারে " - সুপ্রিমকোর্ট এই রায় দিয়েছিল ?
ক) গলোকনাথ মামলায়
 খ) কেশবানন্দ ভারতী মামলায়
 গ) বন্দী প্রতক্ষীকরন মামলায়
ঘ) মিনাভা মিলস মামলায় ।

২০) গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের ?
ক) ১%২ অংশ
 খ) ১%৪ অংশ
গ) ২%৩ অংশ
ঘ) ২%৫ অংশ ।

২১) কলকাতা কর্পোরেশনের স - পরিষদ মেয়রের সদস্য সংখ্যা হল ?
ক) ১২
 খ) ১৪
গ) ১৫
ঘ) ২০ ।

২২) ব্লক পর্যায়ে স্বয়ওশাসন মূলক প্রতিষ্ঠান হলো ?
ক) গ্রাম পঞ্চায়েত
খ) ন্যায় পঞ্চায়েত
গ) পঞ্চায়েত সমিতি
 ঘ) জেলা পরিষদ ।

২৩) বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম কি ?
ক) রামনাথ কোবিন্দ
 খ) এ. পি . জে . আব্দুল কালাম
 গ) অখিলেশ যাদব
 ঘ) সুষমা স্বরাজ ।

২৪) বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাম কি ?
ক) অরবিন্দ কেজরিওয়াল
খ) মায়াবতী
গ) মমতা বন্দ্যোপাধ্যায়
ঘ) বুদ্ধদেব বসু ।


  ২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।

১) দাঁতাত কি ?

২) ঠান্ডা লড়াই কাকে বলে ?

৩) কার নেতৃত্বে ঐকবোধ ভিয়েতনাম গড়ে ওঠে ?

৪) বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত ?

৫) এক মেরু কেন্দ্রিক বিশ্ব বলতে কি বোঝ ?

৬) ভারতের পরমাণু নীতির মূল কথা কি ?

৭) বিদেশনীতির অভ্যন্তরীণ উপাদান গুলি কি ?

৮) " তেহেরান ঘোষনা " কি ?

৯) জাতি পুঞ্জের প্রথম মহাসচিব কে ?

১০) আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত ?

১১) বিশ্বের অশিক্ষিত মানুষকে শিক্ষিত করে তোলার জন্য UNESCO  -এর  একটি উদ্যোগের নাম লেখো ?

১২) কোন বিষয় সাধারন সভা আলোচনা করতে পারে না ?

১৩) পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত মাসের ব্যাবধান আছে।

১৪) CTBT - এর পুরো নাম কি ?

১৫) ASEAN - এর পুরো নাম কি ?

১৬) ভারতীয় সংসদের যৌথ অধিবেশনের আহ্বান করতে পারেন কে ?

সোমবার, ২৭ মে, ২০১৯

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন সেট পার্ট ১


উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন পার্ট ১


হ্যালো বন্ধুরা , আমরা আজ থেকে শুরু করলাম বাড়িতে প্র্যাকটিস করার জন্যে কিছু প্রশ্ন PART "A"এবং  PART  "B" ভাগে ভাগ করে দেওয়া হবে এবং তোমরা সে গুলি বাড়িতে প্র্যাকটিস করলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের অবশ্যই সাহায্য করবে আশা করি ।। ধন্যবাদ

                               PART - A

১)  "কে বাঁচায় কে বাঁচে " গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়ের চরিত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ।

২) কি হয়েছে বাবু , কে এই প্রশ্নটি করেছিল ? কোন প্রসঙ্গে উল্লেখ করো ?

১) একটি তারা এখনো আকাশে রয়েছে " - আকাশের তারা কে কেন্দ্র করে কবির ভাবনার যে মানুষ বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো ।

২)  " রুপনারানের কূলে / জেগে উঠিলাম " - কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো ?


১) বুদ্ধিটা কি করে এল তা বলি । কোন বুদ্ধি এবং তা কীভাবে এল – নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো । 

২) আমার প্রতিভা এক্ষণ ও মরেনি - শরীরে যদি রক্ত থাকে, তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা । মন্তব্যটির তাৎপর্য লেখ ।

১) এত যে শুনি বাইজেন্টিয়াম , সেখানে কি সবাই প্রসাদেই থাকত ? কবির মন্তব্যের তাৎপর্য আলোচনা করো । 


২) বলী কান্ধারী র সঙ্গে সাক্ষাতে মর্দনার কি অভিজ্ঞতা হয়েছিল ? 

১) চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো চেংমান কে ? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল ।

২) মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুচরনের পরিচয় দাও ?

১) বিভাজ্য ধ্বনি মূল ও অবিভাজ্য ধ্বনি মূলের তুলনামূলক আলোচনা করো ।

২) গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করো ? 

১) বাংলা গানের সাহিত্যের  ইতিহাসে  মান্না দে এর অবদান আলোচনা করো ।


২) বাংলা চিত্রকলা সাহিত্যের ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুর এর অবদান আলোচনা করো 

৩) বাংলা গানের সাহিত্যের ইতিহাসে মৃণাল সেন এর অবদান আলোচনা করো 

৪) বাংলা গানের সাহিত্যের ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসু এর অবদান আলোচনা করো ।

                 বাংলা রচনা 

১) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২) নির্বাক জীবন 

৩) বিতর্কের বিষয় - পাস ফেল তুলে দেওয়া এক প্রয়োজনীয় সিদ্ধান্ত 

৪) বেগম রোকেয়া 


                   PART-2 


১) নিখিলকে বার বার আসতে হয় । নিখিল আসে

ক) মৃত্যুর কাছে , ফুটপাতে 

খ) মৃতুঞ্জয়ের বাড়িতে 

গ) অফিসে

 ঘ) রিলিফ সোসাইটিতে 

২) সে সর্গসুখ পায় ভাতের স্পর্শে । - উচ্ছবের সর্গসুখ লাভের কারন 

ক) বহুদিন সে ভাত খেতে পায়নি 

খ) এত ভালো চালের ভাত সে আগে কখনো খায়নি 

গ) প্রচন্ড খাটুনির পর  সে একমুঠো ভাত পেয়েছিল

 ঘ) ভাতই তার প্রথম পছন্দ 

৩) সে অত্যন্ত ঘাবরে যায় । - উচ্ছবের ঘাবরে যাওয়ার কারন 

ক) বুড়ো কর্তা হটাৎ মারা গেল 

খ) রাস্তায় বেশ কয়েকটা গাড়ি সে দেখতে পেল 

গ) বড়ো পিসিমার কান্নার শব্দ তার কানে এলো 

ঘ) মন্দিরের চাতালের ছেলেরা তাকে ঘুম ভাঙিয়েছিল 

৪) চৌকিদার কে খবর দেওয়া হলো । - চৌকিদার কে কেন খবর দেওয়া হলো  

ক) বেওয়ারিশ লাশ নিয়ে তাদের সমস্যা হতে পারে 

খ) দোকান বন্ধের নির্দেশ একমাত্র সেইই দিতে পারে

 গ) দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছিল তাই 

ঘ) রাস্তায় বুড়ি টি অজ্ঞান হয়ে পড়ে আছে তাই ।

৫) সংসারে তার নাকি মন নেই । – এ খানে যার কথা বলা হয়েছে , সে হলো 

ক) মৃতুঞ্জয় 

খ) মৃতুঞ্জয়ের স্ত্রী 

গ) নিখিল 

ঘ) নিখিলের স্ত্রী

৬) বিভাব নাটকের প্রেমের দৃশ্যে নৈপন্থে কি বেজেছিল ? 

ক) পিয়ানো

 খ) বেহালা

 গ) হারমোনিয়াম 

ঘ) বাঁশি 

৭) বিভাব নাটকের যথাথ নাম যা হওয়ার উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হলো 

ক) তামাশা 

খ) অভাব 

গ) প্রভাব 

ঘ) অভাবিত 

৮)  নানা রঙ্গের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় যার পোশাক পড়েছিলেন , তিনি হলেন 

ক) দিলদার 

খ) শাজাহান 

গ) ঔরঙজেব 

ঘ) মানসিংহ

৯) রক্তের অক্ষরে কবি দেখেছিলেন 

ক) শহীদের আত্মদান 

খ) আপনার রূপ 

গ) সত্যের মুল্য 

ঘ) জীবনের প্রশান্তি 

১০) শিকার কবিতায় দ্বিতীয় বার আগুন জ্বলেছিল কারন 

ক) শরীর কে উম রাখার জন্য 

খ) রাতের অন্ধকার কে ঘোচানোর জন্য 

গ) হরিণের মাংস রান্নার জন্য

 ঘ) বন্য পশুদের ভয় দেখানোর জন্য 

১১) অলস সূর্য কি একে দেয় ? 

ক) সৌর কিরণ 

খ) আলোক রেখা 

গ) আলোক স্তম্ভ 

ঘ) ছায়া পথ 

১২) আমি দেখি কবিতায় কবি যা দেখতে চান ? 

ক) সবুজ 

খ) মনোরম দৃশ্য

 গ) সমুদ্রের ঢেউ 

ঘ) অস্তমিত সূর্য 

১৩) সেখানে কি সবাই প্রসদেই থাকত - কোথাকার কথা বলা হয়েছে ? 

ক) লিমা 

খ) বাইজেনটিয়াম 

গ) ব্যাবিলন 

ঘ) আটলান্টিস 

১৪) ভারতবর্ষের বেতার সংক্রান্ত গবেষণার অগ্রদূত হলেন। -

ক) জগদীশ চন্দ্র বসু

 খ) সত্যেন্দ্রনাথ বসু 

গ) শিবচন্দ্র নন্দী

 ঘ) শিশির কুমার মিত্র 

১৫) শব্দ হলো চিন্তার উৎস বা জনক , এরূপ মনোভাব পোষণ করতো 

ক) প্রাচীন রোমানরা 

খ) প্রাচীন মিশরীয়রা 

গ) প্রাচীন ভারতীয়রা 

ঘ) প্রাচীন পারসিকরা 

১৬) নিচের কোন রূপমূলটি মিশ্ররূপমূল ? 

ক) পদ্মলোচন 

খ) ছেলেমি 

গ) গড়ন 

ঘ) মহিলারা

১৭) বলী কন্ধারির জলের উৎস ছিল 

ক) কুয়ো 

খ) সমুদ্র 

গ) ঝরনা

 ঘ) সরোবর 

১৮) রবীন্দ্রনাথের " সহজ পাঠ " গ্রন্থের অলংকরণ করেন 

ক) জ্যোতিরিন্দ্রণাথ

খ) অবনীন্দ্রনাথ  

গ) দিনেন্দ্রনাথ ঠাকুর 

ঘ) নন্দলাল বসু ।

১) ওটা পাশবিক স্বার্থপরতা । কোন পাশবিক স্বার্থপরতার কথা বলা হয়েছে ?

২) ঝড় বৃষ্টির রাতে উচ্ছব কি কি খেয়েছিল ?

৩ ) সেই রাত্রে জীবনে প্রথম বুঝলাম – বক্তা কি বুঝেছিলেন ? 

৪) বিভাব নাটকে অমর গাঙ্গুলীর কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন ? 

৫) আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন । এরূপ বলার কারন কি ? 

৬) একটি তারা এখনো আকাশে রয়েছে । তারা টিকে কবি কার সঙ্গে তুলনা করেছেন ?

৭) এ খানে অসহ্য নিবিড় অন্ধকারে – এ খানে বলতে কোথাকার কথা বলা হয়েছে ? 

৮) গাছ তুলে আনো বাগানে বসাও –  কেন বাগানে গাছ বসাতে বলা হয়েছে ? 

৯) সোনা ঝক ঝকে লিমা যারা বানিয়েছিল । – লিমা কি ? 

১০) বাক্যতত্ব কাকে বলে ? 

১১) ক্যানবেরী রূপমূল কি ? 

১২) গল্পটা মনে পরলেই হাসি পেত । গল্প টা কি ?