বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৩ মে, ২০২০

নানা রঙ্গের দিন নাটকের MCQ প্রশ্ন ও উত্তর






:· উচ্চ মাধ্যমিক বাংলা নাটক নানা রঙ্গের দিন কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " নানা রঙ্গের দিন " নাটকের পটভূমিতে আছে
ক) পেশাদারী থিয়েটার
খ) সখের থিয়েটার
গ) গ্রুপ থিয়েটার
ঘ) গ্রাম্য থিয়েটার

উত্তর :–পেশাদারী থিয়েটার

২) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়ে ছিলেন
ক) মঞ্চের উপরে
খ) দোকানের ব্রাঞ্চে
গ) গ্রীনরুমে
ঘ) মাটিতে

উত্তর :–মঞ্চের উপরে

৩) রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন
ক) শাজাহান
খ) দিলদার
গ) ঔরঙজেব
ঘ) মির্জুমলা

উত্তর :–দিলদার

৪) " বা: বা: বুঢঢা । আছাহি কিয়া ।" এই " বুঢঢা " হলেন
ক) কালিনাথ সেন
খ) রামব্রিজ
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
ঘ) শাজাহান

উত্তর :–রজনীকান্ত চট্টোপাধ্যায়

৫) " কোথায় ধেনো টেনে পড়ে আছে ব্যাটা ।" এ খানে কার কথা বলা হয়েছে
ক) রজনীকান্ত চট্টোপাধ্যায়
খ) রামব্রিজ
গ) কালীনাথ সেন
ঘ) মুরাদ

উত্তর :–রামব্রিজ

৬) " নানা রঙ্গের দিন" নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বয়স ছিল
ক) ৫০ বছর
খ) ৬৮ বছর
গ) ৬০ বছর
ঘ) ৭০ বছর

উত্তর :–৬৮ বছর

৭) " নানা রঙ্গের দিন " নাটকে মাঝরাতে রজনীকান্ত চট্টোপাধ্যায় যার পোশাক পড়েছিলেন , তিনি হলেন
ক) দিলদার
খ) শাজাহান
গ) ঔরঙ্গজেব
ঘ) মানসিংহ

উত্তর :–দিলদার

৮) বৃদ্ধা বয়সে মানুষ যা শোনে বলে " নানা রঙ্গের দিন " নাটকে উল্লেখ করেছেন
ক) রবীন্দ্রনাথ সঙ্গীত
খ) টপ্পা
গ) পুরাতনী গান
ঘ) কিতন

উত্তর :–কিতন

৯) " নানা রঙ্গের দিন " নাটকে কলীনাথ সেনের পরনে ছিল
ক)  ধুতি
খ) ময়লা পাজামা
গ) পরিষ্কার ধুতি
ঘ) পরিষ্কার পাজামা

উত্তর :–ময়লা পাজামা

১০) " নানা রঙ্গের দিন " নাটকে কলীনাথ সেন ছিলেন
ক) প্রম্পেটার
খ) মেক - আপ মান
গ) অভিনেতা
ঘ) এক জন দর্শক

উত্তর :–প্রম্পেটার

১১) " নানা রঙের দিন " নাটকে কলীনাথ
রোজ লুকিয়ে ঘুমাতেন
ক) মঞ্চে
খ) গ্রীনরুমে
গ) বৈঠক খানায়
ঘ) প্রেক্ষাগৃহে সামনে

উত্তর :–গ্রীনরুমে

১২) রজনীকান্ত " নানা রঙ্গের দিন " নাটকে সেদিনের শো- তে যা পেয়েছিলেন
ক) পাঁচটা কল্ল্যাপ
খ) প্রীতি উপহার
গ) সাত টা কল্ল্যাপ
ঘ) তিরস্কার

উত্তর :–সাত টা কল্ল্যাপ

১৩) " পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুজ্জেমশাই " এই ' পাবলিক ' হলো
ক) সাধারন মানুষ
খ) সংস্কৃতি প্রেমী মানুষ
গ) নাটকের সাধারন দর্শক
ঘ) নাটকের সাধারন কলাকুশলীরা

উত্তর :–নাটকের সাধারন দর্শক


১৪) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল
ক) ব্রাহ্মণ বংশে
খ) প্রাচীন বংশে
গ) কায়স্থ বংশে
ঘ) দরিদ্র পরিবারে

উত্তর :–ব্রাহ্মণ বংশে

১৫) অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন
ক) শিক্ষক
খ) লেখক
গ) পুলিশ
ঘ) খেলোয়াড়

উত্তর :–পুলিশ

১৬) " ভোরের আলোর চেয়েও সুন্দর সে " রজনীকান্ত চট্টোপাধ্যায় কার কথা বলেছেন
ক) তার প্রাক্তন প্রেমিকা
খ) বন্ধু
গ) তার অভিনীত চরিত্র
ঘ) রামব্রিজ

উত্তর :–তার প্রাক্তন প্রেমিকা

১৭) রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন
ক) শাজাহান
খ) দিলদার
গ) আলমগির
ঘ) ঔ রঙ্গজিব

উত্তর :–আলমগির

১৮) " নানা রঙ্গের দিন " নাটকে অভিনেতাকে যার সঙ্গে তুলনা করা হয়েছে
ক) শিক্ষক
খ) অস্পৃশ্য ভাড়
গ) গাধা
ঘ) জ্ঞানী

উত্তর :–অস্পৃশ্য ভাড়

১৯) " রিজিয়া " নাটকের যে চরিত্রের সংলাপ রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন
ক) আলমগির
খ) মিরজুমলা
গ) শাজাহান
ঘ) বক্তিয়ার

উত্তর :–বক্তিয়ার

২০) রজনীকান্ত রামব্রিজ কে কত টাকা " বকশিশ " দিয়েছিলেন
ক) চার টাকা
খ) দু - টাকা
গ) তিন টাকা
ঘ) এক টাকা
উত্তর :–তিন টাকা

২১) " গ্রীনরুমে ঘুমোই " কে ঘুমান ?
ক) কালিনাথ সেন
খ) রামব্রিজ
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
ঘ) রামচরণ

উত্তর :– কালিনাথ সেন

২২) দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল
ক) মোমবাতি
খ) প্রদীপ
গ) ধুপ
ঘ) জলন্ত মোমবাতি

উত্তর :–জলন্ত মোমবাতি

২৩) " নানা রঙ্গের দিন " নাটকে মঞ্চের মাঝ খানে উল্টানো ছিল
ক) একটি টেবিল
খ) একটি চেয়ার
গ) একটি বাঞ্চ
ঘ) একটি টুল

উত্তর :–একটি টুল



শিকার MCQ প্রশ্ন ও উত্তর






উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতার কিছু  গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " শিকার " কবিতায় ভোরবেলায় আকাশের রং - কে কবি যার সঙ্গে তুলনা করেছেন ?
ক) ঘাস ফড়িংএর দেহ
খ) সুমদ্রের জল
গ) বিকেলের রোদ
ঘ) মোমের আলো

উত্তর :– ঘাস ফরিঙের দেহ

২) " টিয়া পালকের মতো সবুজ" ছিল ?
ক) মানুষের হৃদ়য়
খ) মানুষের স্বপ্ন
গ) পেয়ারা ও নোনার গাছ
ঘ) পেয়ারা ও সজিনার গাছ

উত্তর :–পেয়ারা ও নোনার গাছ

৩) " এক্ষণ আকাশে রয়েছে " - যার কথা বলা হয়েছে ?
ক) একটি তারা
খ) একটি পাখি
গ) দিনের আলো
ঘ) গোধূলির রং

উত্তর :–একটি তারা

৪) " শিকার " কবিতায় যে মেয়ে টিকে কবি পারাগায়ে লক্ষ্য করেছিলেন সে ছিল ।
ক) সাহসী সুন্দরী
খ) গোধুলিমদির
গ) মায়াবিনী
ঘ) বিষণ্ন সুন্দর

উত্তর :–গোধুলিমদির

৫)  সারা রাত মাঠে / আগুন জ্বেলেছে কারা আগুন জ্বেলেছে ?
ক) প্রবাসীরা
খ) অতিথিবৃন্দ
গ) দেশোয়ালিরা
ঘ) বনবাসিরা

উত্তর :–প্রবাসীরা

৬) " সূর্যের আলোয় তার রং ––– মতো নেই আর ..."
ক) কুসুমের
খ) বারুদের মতো
গ) কুঙ্কুমের
ঘ) মুক্তার

উত্তর :–কুঙ্কুমের

৭) ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল
ক) চারিদিকের বন ও আকাশ
খ) জোনাকির দল
গ) মনের আকাশ
ঘ) হৃদয়ের কবিতামালা

উত্তর :– চারিদিকের বন ও আকাশ

৮) সারারাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল যার হাত থেকে
ক) শিকারির
খ) চিতাবাঘিনির
গ) হৃদয়হিনের
 ঘ) পশুদের

উত্তর :–চিতাবাঘিনির

৯) সারা রাত হরিণটি ঘুরেছিল
ক) শাল  - পিয়ালের বনে
খ) অর্জুন - সুন্দরীর বনে
গ) মহুয়ার বনে
ঘ) জাম - জারুলের বনে

উত্তর :–অর্জুন - সুন্দরীর বনে

১০) সুন্দর বাদামি হরিণ যার জন্য অপেক্ষা করেছিল
ক) অন্ধকারের জন্য
খ) সবুজ ঘাসের জন্য
গ) ঝরনার জলের জন্য
ঘ) ভোরের জন্য

উত্তর :–ভোরের জন্য

১১) সবুজ সুগন্ধি ঘাস কে কবি যার সঙ্গে তুলনা করেছেন
ক) নতুন ধানের সঙ্গে
খ) শরতের সকালের সঙ্গে
গ) কচি বাতাবি লেবুর সঙ্গে
ঘ) রূপসী মেয়ের সঙ্গে

উত্তর :– কচি বাতাবি লেবুর সঙ্গে

১২) হরিণ টি ভোরের আলোয় যেখানে নেমেছিল
  ক) জলে
খ) নদীর জলে
গ) অন্ধকারের সমুদ্রে
ঘ) অর্জুন - সুন্দরীর বনে

উত্তর :–নদীর জলে

১৩) " নদীর জল –– মতো লাল ।"
ক) মোরগ ফুলেরপাপরির
খ) জবা ফুলেরপাপরির
গ) মচকাফুলের ফুলেরপাপরির
ঘ) নারীরপায়েরআলতার

উত্তর :–মচকাফুলের ফুলেরপাপরির

১৪)  " শিকার " কবিতাটি শুরু হয়েছে যে শব্দ দিয়ে
ক) সকাল
 খ) ভোর
গ) বিকাল
ঘ) সন্ধ্যা

উত্তর :–ভোর

১৫) টেরিকাটা মানুষেরা খায়
ক) বিড়ি
খ) আঙ্গুর
গ) পেয়ারা
ঘ)  সিগারেট

উত্তর :–সিগারেট

১৬)"  শিকার " কবিতায় মোট পংক্তিসংখ্যা
ক) ৩০
খ) ৩৭
গ) ৩৫
ঘ) ৩৯

উত্তর :– ৩৭

১৮) নদীর জলে নামা হরিণের শরীর ছিল
ক) ঘুমহীন ক্লান্ত বিহ্বল
খ) বিহ্বল ক্লান্ত ঘুমহীন
গ  বিহ্বল ক্লান্ত
ঘ) ক্লান্ত ঘুমহীন বিহ্বল

উত্তর :–ঘুমহীন ক্লান্ত বিহ্বল

১৯) " হিমের রাতে শরীর' উম ' রাখবার জন্য দেশোয়ালিরা সারা রাত মাঠে
ক) গান করেছে
খ) নাচ করেছে
গ) খেলায় মেতেছে
ঘ) আগুন জ্বেলেছে

উত্তর :–আগুন জ্বেলেছে

২০) ' এক্ষণ ও আকাশে রয়েছে ' ক-টি তারা ?
ক) একটি
খ)  দুটি
গ)  তিনটি
ঘ)  বহু

উত্তর :–একটি

২১) ' একটা অদ্ভুত শব্দ ' । কিসের শব্দ ?
ক) চিতা বাঘিনির
খ) হৃদয়ের বির্দিন ইচ্ছার
গ) সুগন্ধি ঘাস ছিড়ে খাওয়ার
ঘ) বন্দুকের

উত্তর :–বন্দুকের

২২) " টেরি কাটা কয়েকটা মানুষের মাথা ।" এরা হলো
ক) পুলিশ
খ) ডাকাত
গ) সৈন্য
ঘ) শিকারি

উত্তর :–শিকারি

২৩) শিকার কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তগত
ক) মহাপৃথিবী
খ) ধানক্ষেত
গ) শেষ লেখা
ঘ) অঙ্গুরী তোর  হিরন জল

উত্তর :–মহাপৃথিবী



উচ্চ মাধ্যমিক বিভাব MCQ প্রশ্ন ও উত্তর



১) সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিলেন
ক) তেরো
খ) সতেরো
গ) তেইশ
ঘ) নয়
উত্তর :– তেরো

২) শম্ভু মিত্র , অমর গাঙ্গুলী কোন নাট্য দলের সদস্য ছিলেন
ক) নান্দিকার
খ) নান্দিমুখ
গ) পঞ্চম বৈদিক
ঘ) বহুরূপী
উত্তর :–বহুরূপী

৩) " বিভাব ' নাটকের যথাথ নাম হওয়া উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হলো
ক) হাসির সন্ধানে তিনটি চরিত্র
খ) অভাব নাটক
গ) তামাশা নাটক
ঘ) অভাবিত নাটক
উত্তর :– অভাব নাটক

৪) সরকারের পেয়াদা কীসের লক্ষে নাট্যদলের কাছে আসে
ক) নিমন্ত্রনপত্র নিতে
খ) অনুমতি পত্র নিতে
গ) খাজনা আদায় করতে
ঘ) সংবর্ধ্ণা জানাতে
উত্তর :–খাজনা আদায় করতে

৫) " তাই ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।" এই প্যাঁচ হলো
ক) জনমত গঠন
খ) নিজস্ব নাট্যমঞ্চ তেরি
গ) ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ
ঘ) নাটক অভিনয় বন্ধ রাখা
উত্তর :–ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ

৬) " এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম "। এই সাহেব ছিলেন
ক) আইনস্টাইন
খ) আইজেনস্টাইন
গ) শেক্সপিয়ার
ঘ) বানাড' শ
উত্তর :–আইজেনস্টাইন

৭) শম্ভু মিত্র  ' বিভাব ' নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল
ক) উড়িয়া তামাশা
খ) মারাঠি তামাশা
গ) রাজস্থানি তামাশা
ঘ) অসমীয়া তামাশা
উত্তর :–মারাঠি তামাশা

৮) ' এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল ।' এই জাপানি থিয়েটার ছিল
ক) নো
খ) কিয়োগেন
গ) কাবুকি
ঘ) বানরাকু
উত্তর :–কাবুকি

৯) " আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত " একথা কে বলে গিয়েছেন
ক) রবীন্দ্রনাথ
খ) দ্বিজেন্দ্রলাল
গ) বল্লভ ভাই
ঘ) জহরলাল নেহরু
উত্তর :– বল্লভ ভাই

১০) " বিভাব " নাটকে ' বৌদি ' হলেন
ক) শোভা সেন
খ) তৃপ্তি মিত্র
গ) চিত্রা সেন
ঘ) শাওলী মিত্র
উত্তর :–তৃপ্তি মিত্র

১১) " পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ।" ' বৌদি ' তৃপ্তি মিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলেছেন , সেটি হল
ক) সিনেমা
খ) আড্ডা
গ) খেলা ধুলা
ঘ) প্রেম
উত্তর :–প্রেম

১২) " বিভাব" নাটকে অমর গাঙ্গুলী কোথায় ' লভ সিন ' দেখার কথা বলেছেন
ক) বায়োস্কোপ
খ) বাস্তব জীবনে
গ) থিয়েটার
ঘ) লোক কোথায়
উত্তর :–বায়োস্কোপ

১৩) " বিভাব" নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্য নায়িকা ফিরছিল
ক) অফিস থেকে
খ) কলেজ থেকে
গ) বন্ধুর বাড়ি থেকে
ঘ) গ্রাম থেকে
উত্তর :–কলেজ থেকে

১৪) " বিভাব" নাটকে প্রেমের দৃশ্য নৈপন্থে কি বেজেছিল
ক) পিয়ানো
খ) বেহালা
গ) হারমোনিয়াম
ঘ) বাঁশি
উত্তর :–হারমোনিয়াম

১৫) " বিভাব" নাটকে প্রেমের দৃশ্য যে গানটি গাওয়া হয়েছিল , সেটি হল
ক) সখি ভালোবাসা কারে কয়
খ) আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
গ) তুমি কোন কাননের ফুল
ঘ) মালতি লতা দোলে
উত্তর :–মালতি লতা দোলে

১৬) "মালতি লতা দোলে " গানটি গাওয়া হয়েছিল যেভাবে
ক) ফিল্মি কায়দায়
খ) শাস্ত্রীয় ভঙ্গিতে
গ) কিতন আঙ্গিকে
ঘ) ঠুংরি ধরনে
উত্তর :–ফিল্মি কায়দায়

১৭) রবীন্দ্রনাথের গানের অনুমোদন যারা দেয় বলে " বিভাব" নাটকে উল্লেখ আছে, তারা হল
ক) রাজ্য সরকার
খ) বিশ্বভারতী
গ) সাহিত্য অ্যাকাডেমি
ঘ) সঙ্গীত নাটক অ্যাকাডেমি
উত্তর :–বিশ্বভারতী

১৮) শম্ভু মিত্র মতে , কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়
ক) ৩২ ইঞ্চি
খ) ৩৩ ইঞ্চি
গ) ৪২ ইঞ্চি
ঘ)৪৮ ইঞ্চি
উত্তর :–৩২ ইঞ্চি

১৯) " পথিক " নাটকটি কার লেখা
ক) বিজন
খ) উৎপল দত্ত
গ) শম্ভু মিত্র
ঘ) তুলসী লাহিড়ী
উত্তর :–তুলসী লাহিড়ী

২০) " কয়েকজন মেয়ে এবং কয়েক জন ছেলে । সামনের কয়েক জন হাতটা উচু করে থাকে ।" হাতে কি ছিল
ক) ভাতের থালা
খ) পতাকা ও ফেস্টুন
গ) প্রচার পত্র
ঘ) ফুল
উত্তর :–পতাকা ও ফেস্টুন

২১) শোভা যাত্রার লোকেরা যার জন্য দাবি জানিয়েছিল
ক) চাল ও কাপড়
খ) সঠিক মজুরী
গ) শিক্ষার সুযোগ
ঘ) আইন শৃঙ্খলার উন্নতি
উত্তর :–চাল ও কাপড়

২২) " The night is calling me " সংলাপ টি কর লেখা
ক) বানার্ড' শ
খ) শেক্সপিয়ার
গ) শেলি
ঘ) বায়রন
উত্তর :–বানার্ড' শ

২৩) হটাৎ পেছন থেকে শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়
ক) চাল চাই, কাপড় চাই
খ) অন্ন চাই , গৃহ চাই
গ) ফ্যান চাই , ভাত চাই
ঘ) এর কোনোটিই নয়
উত্তর :–চাল চাই, কাপড় চাই

২৪) " বিভাব " নাটকটির অনুপ্ররনা হলো
ক) জাপানি কাবুকি থিয়েটার
খ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক
গ) রবীন্দ্রনাথের নাটক
ঘ) দীনবন্ধু মিত্রের নাটক
উত্তর :–জাপানি কাবুকি থিয়েটার

২৫) " বিভাব " নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হলো
ক) দুই
খ) তিন
গ) পাঁচ
ঘ) সাত
উত্তর :–তিন

২৬) " আমদের মনে হয় এর নাম হওয়া উচিৎ ' অভাব নাটক ' ।" কারন
ক) এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে
খ) এ নাটকে অর্থাভাব দেখানো হয়েছে
গ) এ নাটকের চরিত্র সংখ্যার অভাব রয়েছে
ঘ) এ নাটকে অভিনয় উপকরনের অভাব
উত্তর :– এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে

২৭) অমর বাবু তৃপ্তি মিত্রের কাছে ক - কাপ চা চেয়েছেন
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর :–দুই কাপ

২৮) ঠিক আছে ফেলে দিন না ....কি ?
ক) চা
খ) বিড়ি
গ) সিগারেট
ঘ) দেশলাই
উত্তর :–সিগারেট

২৯) " বিভাব" নাটকে লভ সিনের নায়ক হয়েছিলেন
ক) অমর
খ) শম্ভু
গ) ম্যানেজার
ঘ) বল্লভভাই
উত্তর :–শম্ভু

৩০) " এর মাথায় খালি লভ সিন ঘরে রে ?" কার মাথায় ?
ক) অমর
খ) শম্ভু
গ) তৃপ্তি
ঘ) নাট্য দলের ম্যানেজার
উত্তর :–তৃপ্তি


রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

আমি স্পষ্ট বুঝতে পারলাম " - আমি কে ? কি বুঝতে পারার কথা বলা হয়েছে ? নানা রঙ্গের দিন নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

ami-sposhto-bujhte-parlam-ami-ke-ki-bujhte-parar-kotha-bola-hoyeche

১) " আমি স্পষ্ট বুঝতে পারলাম " - আমি কে ? কি বুঝতে পারার কথা বলা হয়েছে ? 

উত্তর :- গণনাট্য আন্দোলনের নাট্য কার রূপে পরিচিত অজিতেশ বন্দোপাধ্যায় রুশ নাট্যকার চেকভের  "Swan Song  " নামক  একাঙ্ক নাটকটির অনুকরণে রচনা করেন " নানা রঙ্গের দিন " নামক নাটকটি । যেখানে রজনী নামক একজন বৃদ্ধ অভিনেতা একাকী শূন্য মঞ্চে দাড়িয়ে গভীর রাতের অন্ধকারে জীবনের ফেলে আসা দিন গুলির স্মৃতিচারণা করেছেন ।
[ ] প্রায় আটষট্টিটা বছর পার করে এসেছেন তিনি , জীবনের শেষ বেলায় অনুভব করতে পেরেছেন নিজের জীবনের একাকীত্ব । যৌবন বয়সে যখন দর্শকদের হাততালি , তাদের অভিবাদন তাকে  মুগ্ধ করেছিল  তখন অভিনয় জগৎ ছাড়া অন্য সব কিছুকে তিনি খুব সহজেই অবহেলা করেছেন । কিন্তু সময় থেমে থাকেনি । সময়ের পরিবর্তনের সাথে সাথে অভিনেতা রজনীকান্ত  চাট্টুজ্জে মূল অভিনেতার পাশাপাশি পার্শ্ব অভিনেতায় পরিণত হয়েছেন । বহু দর্শক যারা এক সময় তাঁকে মাথায়  করে রাখত পরবর্তী কালে তারাই সমালোচনা করতে শুরু করেছিল । তাদের মতে এই সব অভিনয় দেখেই ছেলেমেয়েদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে । কিন্তু প্রতিভার তো অপমৃত্যু হয় না । তাই বারবার রজনীকান্তের শিল্পী সত্তা হাহাকার  করে উঠে ফেলে আসা  দিন গুলিকে ভুলতে না পেরে ।

[ ] রজনীকান্তের বাহিক চেহারার পরিবর্তন হয়েছে , গলার কাজ নষ্ট হয়েছে , চরিত্রকে ফুটিয়ে তোলার দক্ষতাও ধীরে ধীরে ম্লান  হয়েছে কিন্তু তবুও বাঁধক্য উপনীত রজনীকান্ত ফেলে আসা দিন গুলিকে ভুলতে পারে না । বুঝতে পারছেন দর্শক তাকে আর চায় না । কিন্তু তবুও শিল্পী সত্তার মৃত্যু হয় না জেনেই রাতের পর রাত ফাঁকা মঞ্চে অভিনয় করেছেন ।

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

বিভাব নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন



১) তাই অনেক ভেবচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।  কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো ।

২) বুদ্ধিটা কি করে এল তা বলি । কোন বুদ্ধি এবং তা কীভাবে এল – নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো ।

৩) এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ? সমগ্র নাট্যকাহিনীর নিরিখে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো ।

৪) এই ঘরের মধ্যে জীবনকে উপলদ্ধি করা যাবে না । জীবনকে উপলদ্ধি করার জন্য বক্তা কী করেছিলেন ? শেষে তার কীরূপ অভিজ্ঞা হয়েছিল ।

৫) বিভাব নাটকের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো ।

৬) তাহলে আপনার হাসি জীবনে কোনোদিন পাবে না । বক্তার এই মন্তব্যের কারন " বিভাব " নাটক অবলম্বনে আলোচনা করো ।

৭) তবে হ্যা , মানতে পারে , যদি সাহেবে মানে । যেমন রবি – ঠাকুরকে মেনেছিল । মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ সহ আলোচনা করো ।