বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৪ মে, ২০২০

আমি দেখি কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

                   

প্রতি প্রশ্নের মান :–৫


আমি দেখি কবিতায় যে সমস্ত প্রশ্ন খবুই গুরুত্বপূর্ণ সেগুলি নিম্নে আলোচনা করা হল ।

১) আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার " - কে কোথায় একথা বলেছেন ? এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী কী মনোভাব প্রকাশ পেয়েছে ?

২) " শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় " - কবির এই মন্তব্যের তাৎপর্য লেখো  ।

৩) " চোখ তো সবুজ চায়/ দেহ চায় সবুজ বাগান " কবির এই মন্তব্যেটির সার্থকতা কবিতা অবলম্বনে আলোচনা করো ।

৪) " বহুদিন জঙ্গলে কাটেনি দিন " - কেন কবি একথা বলেছেন ? এই অভাব পূরনের জন্য কবি কী চেয়েছেন ।

৫) এই সবুজের ভীষণ দরকার " - " এই সবুজ " বলতে কি বোঝানো হয়েছে ? তার দরকার কেন ?



বাংলা গল্প ভাত কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন




বাংলা ভাত গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

১) বড়ো বাড়ির হোম যজ্ঞের বননা দাও ?

২) বুড়ো কর্তার মৃত্যুর পর বড়ো বাড়িতে কী কী ঘটনা ঘটেছিল ?

৩) বুড়ো কর্তার চরিত্র সম্পর্কে লেখো ।

৪) চার পুত্র ও পুত্র বধূদের পরিচয় দাও ।

৫) উচ্ছবের চরিত্র দাও ?

৬) কি হয়েছে বাবু , কে এই প্রশ্নটি করেছিল ? কোন প্রসঙ্গে উল্লেখ করো ?

৭) দাঁত গুলো বের করে সে কামঠের মতোই হিংস্র ভঙ্গি করে ; কে : কার প্রতি এরূপ আচরন করেছিল ? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো ?



বাংলা গল্প ভারতবর্ষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন


 

:- ভারতবর্ষ গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

১) আমি কি তা দেখতে পাচ্ছিস নে ? কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন ? গল্পনুসারে বক্তার স্বরূপ উদঘাটন করো ।

২) দেখতে দেখতে প্রচন্ড উতেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উতেজনা পূর্ণ ঘটনার বিবরণ দাও।

৩) " সে " বলতে কার কথা বলা হয়েছে ? জনতা মারমুখী হয়ে ওঠেছিল কেন ?

৪) " সেই সময় এল এক বুড়ি :- বুড়ির চেহারার পরিচয় দাও ? গল্পের শেষে বুড়িটির চেহারা পরিচয় দাও ? গল্পের শেষে বুড়িটির ভূমিকা আলোচনা করো ।

৫) চৌকিদারের চরিত্র ।

৬) বাজারটি কোথায় অবস্থিত এবং বাজার টির বননা দাও ?

৭) ছোটো গল্প হিসাবে  " ভারতবর্ষ " গল্পটির সার্থকতা বিচার করো ।


কে বাঁচায় কে বাচে গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন


১) সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম অনাহারে মৃত্যু দেখলো এই মৃত্যু দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রতিক্রিয়া কি হয়েছিল ।

২) নিখিলের চরিত্র ।

৩) টুনুর মা চরিত্র ।

৪) মৃত্যুঞ্জয়ের চরিত্র ।

৫)  ' কে বাঁচায় কে বাচে ' গল্প নামকরণের সার্থকতা বিচার করো ।

৬) মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন ?


বাংলা গল্প অলৌকিক কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন


 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনাদের এই বছর উচ্চ          মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সেগুলি হলো  :-

১) বলী কান্ধারী র সঙ্গে সাক্ষাতে মর্দনার কি অভিজ্ঞতা হয়েছিল ?

২) হাসান আবদাল এক্ষণ যার নাম পাঞ্জা সাহেব ' গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে " ! এই ঘটনাটি উল্লেখ করো ।

৩) " গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে " গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে ? এই প্রসঙ্গে বনিত ঘটনাটি উল্লেখ করো ।

৪) " আলৌক গল্প টি ছোটো গল্প হিসাবে কত টা সার্থক তা আলোচনা করো ।

৫) ঠিক হলো ট্রেন টা থামানো হবে " কোন ট্রেনের কথা বলা হয়েছে ? সেটি কিভাবে থামানো হয়েছিল ?