রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

আমি স্পষ্ট বুঝতে পারলাম " - আমি কে ? কি বুঝতে পারার কথা বলা হয়েছে ? নানা রঙ্গের দিন নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

ami-sposhto-bujhte-parlam-ami-ke-ki-bujhte-parar-kotha-bola-hoyeche

১) " আমি স্পষ্ট বুঝতে পারলাম " - আমি কে ? কি বুঝতে পারার কথা বলা হয়েছে ? 

উত্তর :- গণনাট্য আন্দোলনের নাট্য কার রূপে পরিচিত অজিতেশ বন্দোপাধ্যায় রুশ নাট্যকার চেকভের  "Swan Song  " নামক  একাঙ্ক নাটকটির অনুকরণে রচনা করেন " নানা রঙ্গের দিন " নামক নাটকটি । যেখানে রজনী নামক একজন বৃদ্ধ অভিনেতা একাকী শূন্য মঞ্চে দাড়িয়ে গভীর রাতের অন্ধকারে জীবনের ফেলে আসা দিন গুলির স্মৃতিচারণা করেছেন ।
[ ] প্রায় আটষট্টিটা বছর পার করে এসেছেন তিনি , জীবনের শেষ বেলায় অনুভব করতে পেরেছেন নিজের জীবনের একাকীত্ব । যৌবন বয়সে যখন দর্শকদের হাততালি , তাদের অভিবাদন তাকে  মুগ্ধ করেছিল  তখন অভিনয় জগৎ ছাড়া অন্য সব কিছুকে তিনি খুব সহজেই অবহেলা করেছেন । কিন্তু সময় থেমে থাকেনি । সময়ের পরিবর্তনের সাথে সাথে অভিনেতা রজনীকান্ত  চাট্টুজ্জে মূল অভিনেতার পাশাপাশি পার্শ্ব অভিনেতায় পরিণত হয়েছেন । বহু দর্শক যারা এক সময় তাঁকে মাথায়  করে রাখত পরবর্তী কালে তারাই সমালোচনা করতে শুরু করেছিল । তাদের মতে এই সব অভিনয় দেখেই ছেলেমেয়েদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে । কিন্তু প্রতিভার তো অপমৃত্যু হয় না । তাই বারবার রজনীকান্তের শিল্পী সত্তা হাহাকার  করে উঠে ফেলে আসা  দিন গুলিকে ভুলতে না পেরে ।

[ ] রজনীকান্তের বাহিক চেহারার পরিবর্তন হয়েছে , গলার কাজ নষ্ট হয়েছে , চরিত্রকে ফুটিয়ে তোলার দক্ষতাও ধীরে ধীরে ম্লান  হয়েছে কিন্তু তবুও বাঁধক্য উপনীত রজনীকান্ত ফেলে আসা দিন গুলিকে ভুলতে পারে না । বুঝতে পারছেন দর্শক তাকে আর চায় না । কিন্তু তবুও শিল্পী সত্তার মৃত্যু হয় না জেনেই রাতের পর রাত ফাঁকা মঞ্চে অভিনয় করেছেন ।

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

বাংলা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী

sarat-chandra-chattopadhyay-biography


জন্ম ও পরিবার :- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। পাঁচ ভাই আর বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার দুই ভাই ও সুশীলা দেবী নামে তার এক বোন ছিল। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাঁড়া। দারিদ্র্যের কারণে মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বলে শরৎচন্দ্রের শৈশবের অধিকাংশ সময় এই শহরেই কেটেছিল।
শিক্ষাজীবন ও কর্মজীবন  :-  শরৎচন্দ্রের পাঁচ বছর বয়সকালে মতিলাল তাকে দেবানন্দপুরের প্যারী পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন, যেখানে তিনি দু-তিন বছর শিক্ষালাভ করেন। এরপর ভাগলপুর শহরে থাকাকালীন তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তিতে ভর্তি করিয়ে দেন। ১৮৮৭ খ্রিষ্টাব্দে শরৎচন্দ্র ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন। ১৮৮৯ খ্রিষ্টাব্দে মতিলালের ডিহিরির চাকরি চলে গেলে তিনি তার পরিবার নিয়ে দেবানন্দপুরে ফিরে গেলে শরৎচন্দ্র জেলা স্কুল ত্যাগ করতে বাধ্য হন। এই সময় তিনি হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন, কিন্তু ১৮৯২ খ্রিষ্টাব্দে দারিদ্র্যের কারণে স্কুলের ফি দিতে না-পারার কারণে তাকে এই বিদ্যালয়ও ত্যাগ করতে হয়। এই সময় তিনি 'কাশীনাথ' ও 'ব্রহ্মদৈত্য' নামে দুটি গল্প লেখেন। ১৮৯৩ খ্রিষ্টাব্দে মতিলাল পুনরায় ভাগলপুর ফিরে গেলে প্রতিবেশী সাহিত্যিক তথা তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলের শিক্ষক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় শিক্ষালাভের প্রতি শরৎচন্দ্রের আগ্রহ লক্ষ করে তাকে তার বিদ্যালয়ে ভর্তি করে দেন। এই বিদ্যালয় থেকে ১৮৯৪ খ্রিষ্টাব্দে দ্বিতীয় বিভাগে এনট্রান্স পরীক্ষা পাস করে তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন। এই সময় তিনি তার মাতামহের ছোটো ভাই অঘোরনাথের দুই পুত্র সুরেন্দ্রনাথ ও গিরীন্দ্রনাথকে প্রতি রাতে পড়াতেন, তার বিনিময়ে অঘোরনাথ তার কলেজে পড়ার প্রয়োজনীয় অর্থ জোগাতেন। এতৎসত্ত্বেও এফএ পরীক্ষার ফি জোগাড় করতে না-পারার জন্য তিনি পরীক্ষায় বসতে পারেননি।

[ ] কলেজ ত্যাগ করার পর শরৎচন্দ্র ভাগলপুর শহরের আদমপুর ক্লাবের সদস্যদের সঙ্গে খেলাধুলো ও অভিনয় করে সময় কাটাতে শুরু করেন। এই সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে একটি সাহিত্যসভার আয়োজন করেছিলেন, যার ফলশ্রুতিতে তিনি বড়দিদি, 'দেবদাস', চন্দ্রনাথ, শুভদা ইত্যাদি উপন্যাস এবং 'অনুপমার প্রেম', আলো ও ছায়া, 'বোঝা', হরিচরণ' ইত্যাদি গল্প রচনা করেন। এই সময় তিনি বনেলী রাজ-এস্টেটে কয়েকদিন চাকরি করেন। কিন্তু পিতার ওপর কোনো কারণে অভিমানবশত তিনি সন্ন্যাসী সেজে ঘর ছেড়ে চলে যান। এই সময় তার পিতার মৃত্যু হলে তিনি ভাগলপুর ফিরে এসে পিতার শ্রাদ্ধ সম্পন্ন করে কলকাতা যাত্রা করেন, যেখানে তিনি কলকাতা উচ্চ আদালতের উকিল লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হিন্দি বইয়ের ইংরেজি তর্জমা করার জন্য মাসে ত্রিশ টাকা বেতনের চাকরি পান। এই সময়, তিনি 'মন্দির' নামে একটি গল্প লিখে 'কুন্তলীন' প্রতিযোগিতায় পাঠালে তা বিজয়ী ঘোষিত হয় ।
[ ] ছয় মাস লালমোহনের বাড়িতে কাটানোর পর শরৎচন্দ্র ১৯০৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে রেঙ্গুনে লালমোহন গঙ্গোপাধ্যায়ের ভগ্নিপতি উকিল অঘোরনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে যান। অঘোরনাথ তাকে বর্মা রেলওয়ের অডিট অফিসে একটি অস্থায়ী চাকরির ব্যবস্থা করে দেন। দুই বছর পর তার চাকরি চলে গেলে তিনি তার বন্ধু গিরীন্দ্রনাথ সরকারের সঙ্গে পেগু চলে যান ও সেখানে অবিনাশ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসবাস করেন। ১৯০৬ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে বর্মার পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস অফিসের ডেপুটি একজামিনার মণীন্দ্রনাথ মিত্রের সাহায্যে শরৎচন্দ্র রেঙ্গুনে এই অফিসে চাকরি পান ও পরবর্তী দশ বছর এই চাকরি করেন।
[ ] ১৯১২ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে শরৎচন্দ্র এক মাসের ছুটি নিয়ে দেশে ফিরে এলে 'যমুনা' নামে পত্রিকার সম্পাদক ফনীন্দ্রনাথ পাল তাকে পত্রিকার জন্য লেখা পাঠাতে অনুরোধ করেন। সেই অনুযায়ী, শরৎচন্দ্র রেঙ্গুনে ফিরে গিয়ে রামের সুমতি গল্পটি পাঠিয়ে দেন, যা যমুনা পত্রিকায় ১৩১৯ বঙ্গাব্দের ফাল্গুন ও চৈত্র্য সংখ্যায় প্রকাশিত হয়। এরপর তিনি 'ভারতবর্ষ' পত্রিকার জন্যেও লেখা পাঠাতে শুরু করেন। ফনীন্দ্রনাথ পাল তার উপন্যাস বড়দিদি পুস্তকাকারে প্রকাশ করেন। এমসি সরকার অ্যান্ড সন্স ও গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স তার উপন্যাসগুলি পুস্তকাকারে প্রকাশ করেন। ১৯১৬ খ্রিষ্টাব্দে কর্তৃপক্ষের সঙ্গে ছুটি নিয়ে মনোমালিন্যের কারণে শরৎচন্দ্র চাকরিতে ইস্তফা দিয়ে রেঙ্গুন বাংলায় ফিরে আসেন।

শেষ জীবন :- মধ্যবয়সে শরৎচন্দ্র হাওড়া জেলার পানিত্রাস (সামতাবেড়) গ্রামের মাটির বাড়িতে বাস করতেন। দক্ষিণ-পূর্ব রেলের দেউলটি স্টেশন থেকে চার-পাঁচ কিলোমিটারের পথ সামতাবেড়ের বাড়িটা রূপনারায়ণ নদের তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত। পাশাপাশি দুটো পুকুরে সানের ঘাট, বাগান, ডালিম, পেয়ারা গাছে ঘেরা। ১৯৭৮ খ্রিষ্টাব্দের ঘরভাঙানি বন্যায় পাশাপাশি সব গাঁয়ের মাটির বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। শরৎচন্দ্রের মাটির বাড়িটা রূপনারায়ণের কূলে থেকেও আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যায়। জানালা পর্যন্ত ভিতটা ইঁট-সিমেন্টে গাঁথা ছিল বলে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পড়ে যায়নি। পরে সরকারি উদ্যোগে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে শরৎচন্দ্র শিবপুরেও থাকতেন। শিবপুর ব্যাতাইতলা বাজার থেকে চ্যাটার্জিহাট পর্যন্ত রাস্তা শরৎচন্দ্রের নামেই চালু আছে। ১৯৩৭ খ্রিষ্টাব্দে শরৎচন্দ্র প্রায়শই অসুস্থ থাকতেন। চিকিৎসকের পরামর্শে তিনি স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে দেওঘরে তিন চার মাস কাটিয়ে কলকাতা ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়েন। এই সময় তার যকৃতের ক্যান্সার ধরা পড়ে, যা তার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বিধানচন্দ্র রায়, কুমুদশঙ্কর রায় প্রমুখ চিকিৎসক তার অস্ত্রোপচারের পক্ষে মত দেন। চিকিৎসার জন্য তাকে প্রথমে দক্ষিণ কলকাতার সাবার্বান হসপিটাল রোডের একটি ইউরোপীয় নার্সিং হোমে ও পরে ৪ নম্বর ভিক্টোরিয়া টেরাসে অবস্থিত পার্ক নার্সিং হোমে ভর্তি করা হয়। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারি শল্য চিকিৎসক ললিতমোহন বন্দ্যোপাধ্যায় তার দেহে অস্ত্রোপচার করেন, কিন্তু শেষরক্ষা হয়নি। চার দিন পর ১৬ জানুয়ারি সকাল দশটায় শরৎচন্দ্র শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

উপন্যাস :- তিনি ২০ টি উপন্যাস লিখেন সেগুলি হলো  বড়দিদি, বিরাজবৌ, পন্ডিতমশাই, পল্লী-সমাজ, চন্দ্রনাথ, শ্রীকান্ত-প্রথম পর্ব, দেবদাস, চরিত্রহীন, দত্তা, শ্রীকান্ত-দ্বিতীয় পর্ব, গৃহদাহ, বামুনের মেয়ে, দেনা পাওনা, নব-বিধান, পথের দাবী, শ্রীকান্ত-তৃতীয় পর্ব, শেষ প্রশ্ন, শ্রীকান্ত-চতুর্থ পর্ব, বিপ্রদাস, শুভদা, 
নাটক:- নাটক ৪ টি রচনা করেন সেগুলি হলো ষোড়শী, রমা, বিরাজ বউ, বিজয়া, 
গল্প :-  ২১ ছোটো গল্প রচনা করেন এবং তাঁর রচিত গল্প গুলি বাংলা সাহিত্যে তাকে এক অন্য মর্যাদা দিয়েছে । তার লেখা গল্প গুলি হলো
রামের সুমতি ,পরিণীতা, বিন্দুর ছেলে, পথ-নির্দেশ, মেজদিদি, আঁধারে আলো ,দর্পচূর্ণ ,বৈকুণ্ঠের উইল, অরক্ষণীয়া, নিষ্কৃতি, কাশীনাথ, স্বামী, ছবি, বিলাসী, মামলার ফল, হরিলক্ষ্মী, মহেশ, অভাগীর স্বর্গ, অনুরাধা, সতী, পরেশ, 
প্রবন্ধ:- তিনি ১২ টি প্রবন্ধ রচনা করেন সেগুলি হলো  নারীর মূল্য,তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য, স্বরাজ সাধনায় নারী, শিক্ষার বিরোধ,স্মৃতিকথা,অভিনন্দন,ভবিষ্যৎ বঙ্গ-সাহিত্য,গুরু-শিষ্য সংবাদ,সাহিত্য ও নীতি,সাহিত্যে আর্ট ও দুর্নীতি,ভারতীয় উচ্চ সঙ্গীত,

চলচ্চিত্রায়ণ :- তার সাহিত্য-কর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে । তার মধ্যে 'দেবদাস' উপন্যাসটি বাংলা, হিন্দি এবং তেলেগু ভাষায় আটবার তৈরি হয়। এছাড়াও তার যেসমস্ত গল্প এবং উপন্যাস নিয়ে চলচ্চিত্র হয়েছে  সেগুলি হলো বড়দিদি , পরিণীতা , রজলক্ষ্মী-শ্রীকান্ত , মাঝলি দিদি , স্বামী, বিন্দুর ছেলে ।

[ ] বাংলা সাহিত্যে কথা শিল্পী হিসেবে তিনি এক উজ্জ্বল স্থান পেয়েছেন বাংলা সাহিত্যের ইতিহাসে । তার ছোটো গল্প গুলো মানুষের খুব কাছের হয়ে থেকে গেছে ।

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পাট ৯




            PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) ভারতীয় বিচার ব্যাবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখা করো।

২) ভারতের পার্লমেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো ।

৩) রাজ্যের প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো ।

৪) উদারনীতি বাদের তিনটি ধারা বলতে কি বোঝায় ? সার্বিক উদারনৈতিক মতবাদের মূল বৈশিষ্ট্য সমুহ আলোচনা করো ?

৫) রাষ্ট্রিয় সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো ?


                    PART - B


১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।



১) ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় ?
ক) ভাসাই চুক্তির মধ্যে

খ) মনরো নীতির মধ্যে

  গ) ১৯৭১ সালে রাশিয়ান বলশেভিক পার্টির ক্ষমতা দখলের মধ্যে

ঘ) দ্বিতীয় যুদ্ধ কালে মার্কিন - সোভিয়েত বিরোধের মধ্যে ।

২) জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় ?
ক) নাসেরকে   

খ) নেহেরু কে

গ) টিটো কে     
         
 ঘ) নক্রুমাকে ।

৩) জোট নিরপেক্ষ আন্দোলন কে বাদ দিয়ে আন্তজার্তিক সম্পর্কের  কোন তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না - মন্তব্যটি করেন  ?

ক) নেহেরু 
খ) টিটো
 গ) বার্টন.         
ঘ) ম্যান্ডেলা ।

৪) "Politics Among Nation   " গ্রন্থটির প্রণেতার নাম ?


৫) ভারত পোখরানে প্রথম পারমাণবিক বিষ্ফোরন ঘটায় ?

ক) ১৯৬৫     
খ) ১৯৭৪
গ) ১৯৮০.       
ঘ) ১৯৬২ ।

৬) সার্কের জন্ম হয় _ তে অনুষ্ঠিত শিষ সম্মেলনে ?

ক) কলম্ব     
খ) কাঠমান্ডু
গ) নতুন দিল্লি     
ঘ) ঢাকা ।

৭) নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ?

ক) ১৫     
খ) ২০
 গ) ২৫.   
ঘ) ৪০

৮) বিশ্ব ব্যাংকের সদর দপ্তরটি অবস্থিত ?

ক) ওয়াশিংটনে 
খ) ভিয়েনয়
গ) ফ্রান্সে.     
ঘ) নিউ জার্সিতে ।

৯) বর্তমান অছি পরিষদের  সদস্য সংখ্যা হল ?

ক) ০     
খ) ৩
গ) ৫     
ঘ) ৯

১০) জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ _ বছর ?
ক) ৩       
খ) ৫
গ) ৭.         
ঘ) ৯ ।

১১) ক্ষমতা সতন্ত্রিকরণ নীতির প্রধান প্রবক্তার নাম ?

ক) অ্যারিস্টটল.   
খ) জনলক

 গ) মন্তেশকু.         
ঘ) মার্কস ।

১২) পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো ?

ক) মার্কিন সিনেট 
   
খ) ফরাসী সিনেট

 গ) লর্ড সভা.     
ঘ) লোকসভা ।

১৩) ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম  কি ?

ক) সিনেট       
খ) লর্ড সভা

গ) কমন্স সভা   
ঘ) রাজ্যসভা ।

১৪) শাসন বিভাগে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদের বলা হয় ?

ক) মন্ত্রী. 
খ) আমলা

 গ) বিচারক       

ঘ) সচিব ।

১৫) আমলাতন্ত্র প্রধান্য পায় ?
ক) উদারনৈতিক গণতন্ত্রে 
                             
খ)  সমাজ তান্ত্রিক গণতন্ত্রে

গ) প্রত্যক্ষ গণতন্ত্রে   
                                         
ঘ)  দলগত গণতন্ত্রে ।

১৬) নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো ?

ক) ব্রিটেনের রাজা বা রানী.

খ) ভারতের প্রধানমন্ত্রী

গ) মার্কিন রাষ্ট্রপতি. 

ঘ) ফরাসী প্রধানমন্ত্রী ।

১৭) ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে ?

ক) ১৯৫৫ সালে
                       
খ)১৯৬০ সালে

গ) ১৯৬২ সালে 
ঘ) ১৯৭১ সালে ।

১৮) অর্থবিল কে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক ?

ক) ১৪ দিন.       
খ) ১ মাস

 গ) ৬ মাস.         
ঘ) ১ বছর ।

১৯) বিধানসভার সদস্য হতে গেলে নুন্যতম বয়স হতে হয় ?

ক) ২৫ বছর     
             
খ) ৩০ বছর

 গ) ৩৫ বছর.     

ঘ) ৪০ বছর ।

২০) ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হল ?

ক) ৩ জন     

খ) ৫ জন

গ) ৭ জন       

ঘ) ৯ জন ।

২১) মেয়রের কার্যকালের মেয়াদ ?

ক) ১ বছর     
খ) ৩ বছর

 গ) ৫ বছর.       
ঘ) ৬ বছর ।

২২) গণ তন্ত্রের ভিত্তি হিসেবে স্থানীয়  স্বয়ওশাসন প্রয়োজন - উক্তিটি করেছেন ?

ক) লর্ড ব্রাউস   

খ) লেস্কি

গ) নেহেরু.     
ঘ) গান্ধীজী ।

২৩) ব্লক পর্যায়ে স্বয়ওশাসন মূলক প্রতিষ্ঠান হলো ?

ক) গ্রাম পঞ্চায়েত   

খ) ন্যায় পঞ্চায়েত

গ) পঞ্চায়েত সমিতি.       

ঘ) জেলা পরিষদ ।

২৪) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারীক হলেন ?

ক) এসডিও

খ) বিডিও

গ) সভাপতি

ঘ) ডিএম ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।

১) দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পাথক্য কি ?

২) চিন - সোভিয়েত বিরোধের যেকোনো একটি কারন লেখো ?

৩) পঞ্চশীল নীতি কে প্রথম কত সালে ঘোষনা করেন ?

৪) " সুয়েজ সংকট " কখন সংগঠিত হয় ?

৫) পর রাষ্ট্র নীতির নির্ধারন বলতে কি বোঝো ?

৬) NPT  - এর পুরো কথাটি কি ?

৭)  CTBT - এর পুরো কথাটি কি ?

৮) বিশ্বের দুটি উল্লেখযোগ্য আঞ্চলিক সংস্থার নাম করো ?

৯) আন্তজার্তিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় ?

১০) IMF - এর প্রধান ২ টি কাজের উল্লেখ করো ?

১১)  WHO -  এর দুটি কাজের উল্লেখ করো ?

১২) পঞ্চায়েত ব্যাবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে ?

১৩) গ্রাম পঞ্চায়েত সদস্য গণ কিভাবে নির্বাচিত হন ?

১৪) আজ পর্যন্ত ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা ঘোষিত হয়েছে  ?

১৫) “ Spirit Of The Laws ”  - গ্রন্থটির প্রণেতা কে ?

১৬)“ Commentaries Of The Laws Of England ”  - গ্রন্থটির প্রণেতা কে ?




রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৮




            PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।


১) জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় ? জাতীয় স্বার্থের ধারনা বিশ্লেষণ করো  ।

২) উদারনীতি বাদের অর্থ ও সংজ্ঞা দাও ? উদারনীতি বাদের উৎপতি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো ?

৩) এক কক্ষ বিশিষ্ট আইন সভা বলতে কি বোঝায় ? এক কক্ষ বিশিষ্ট আইন সভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।

৪) রাজ্যের প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো ।

৫) ভারতীয় বিচার ব্যাবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখা করো।



                      PART - B 


১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।



১) গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে সহায়তা করেন ?
ক) প্রধান
খ) উপপ্রধান
গ) কর্মসচিব
ঘ) বিডিও

২) গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হলো ?
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর

৩) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারীক হলেন ?
ক) এসডিও
খ) বিডিও
গ) সভাপতি
ঘ) ডিএম

৪) জেলা পরিষদের প্রধান হলেন ?

ক) সভাপতি
খ) সভাধিপতি
গ) প্রধান
ঘ) বিডিও

৫) জেলা পরিষদের  প্রশাসনিক কর্মকর্তা হলেন ?
ক) বিডিও
খ) এসডিও
গ) ডিএম
ঘ) কর্মসচিব

৬) পঞ্চায়েতে কত গুলি সভায় হাজির না থাকলে সদস্যপদ বাতিল হয় ?
ক) ২ টি
খ) পরপর ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি

৭) গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ?
ক) ৫–৩০ জন সদস্য নিয়ে
খ) ৫–৩৫ জন সদস্য নিয়ে
গ) ৩–৩০ জন সদস্য নিয়ে
ঘ) ৫–৪০ জন সদস্য নিয়ে

৮) ভারতের বিচার ব্যাবস্থার প্রকৃতি হলো ?
ক) খণ্ডিত
খ) অখণ্ড
গ) ধৈত
ঘ) যুক্তরাষ্ট্র

৯) সুপ্রিমকোর্টের বিচারপতি দের নিয়োগ করেন ?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) উপরাষ্ট্রপতি
ঘ) স্পিকার

১০) সুপ্রিমকোর্টের বিচারপতি সংখ্যা হলো ?
ক) ২৬ জন
খ) ২৭ জন
গ) ২৮ জন
ঘ) ৩০ জন


১১) সুপ্রিমকোর্টের বিচারপতি দের অবসর গ্রহনের বয়স হলো ?
ক) ৬০ বছর
খ) ৬২ বছর
গ) ৬৫ বছর
ঘ) ৭০ বছর


১২) বিচারপতিদের পদ্চুত করে সরকারের ?
ক) শাসন বিভাগ
খ) আইন বিভাগ
গ) বিচার বিভাগ
ঘ) জনগণ

১৩) ভারতের পার্লামেন্টের  উচ্চকক্ষের নাম হলো ?
ক) সিনেট
খ) লডসভা
গ) রাজ্যসভা
ঘ) বিধান পরিষদ

১৪) লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো ?
ক) ৫৫০জন
খ)  ৫৫২ জন
গ) ৫৫৫ জন
ঘ) ৫৬০ জন

১৫) লোকসভার বর্তমান সদস্য সংখ্যা হলো ?
ক) ৫৪৫ জন
খ)  ৫৫০ জন
গ) ৫৫৫ জন
ঘ) ৫৫৩  জন


১৬) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো  ?
ক) ২৪০ জন
খ) ২৪৫ জন
গ) ২৫০ জন
ঘ) ২৫২ জন


১৭) রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হলো ?
ক) ২৩০ জন
খ) ২৩৫ জন
গ) ২৪০ জন
ঘ) ২৪৫ জন


১৮) লোকসভার সদস্য হওয়ার জন্য পদ প্রাথির নুন্যতম বয়স হতে হবে ?
ক) ১৮ বছর
খ) ২৫ বছর
গ) ২৮ বছর
ঘ) ৩০ বছর


১৯) রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদ প্রাথির নুন্যতম বয়স হতে হবে ?
ক) ১৮ বছর
খ) ২০ বছর
গ) ২৫ বছর
ঘ) ৩০বছর

২০) অঙ্গরাজ্যগুলি থেকে লোকসভায় নির্বাচিত হন সর্বাধিক ?
ক) ৫০০ জন
খ) ৫৩০ জন
গ) ৫৫০ জন
ঘ) ৫৫২ জন

২১) NATO গঠিত হয় কার উদ্যোগে ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) সোভিয়েত ইউনিয়ন
গ) পোল্যান্ড
ঘ) পর্তুগাল


২২) WARSAW  Pact তৈরি হয় কার উদ্যোগে  ?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) সোভিয়েত ইউনিয়ন
গ) পোল্যান্ড
ঘ) পর্তুগাল




২৩) কিউবা সংকট দেখা দেয় ?
ক) ১৯৫৫ সাল
খ) ১৯৬০ সাল
গ) ১৯৬২ সাল
ঘ) ১৯৭৫ সাল

২৪) একমেরু বিশ্বের প্রধান শক্তি হলো ?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ)  চিন
গ) ইংল্যান্ড
ঘ) ফ্রান্স


২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।

১) ট্রুম্যান নীতি কি ?

২)  SEATO এর পুরো কথা টি কি ?

১) COMECON কি উদ্দেশ্যে গঠিত হয় ?

৩) CTBT কি ?

৪)  SAARC   - এর অষ্ঠাদশ সম্মেলনটি কবে ও কোথায় অনুষ্ঠিত হয় ?

৫)  FISA  - র পুরো কথাটি কি ?

৬) নিরাপত্তা পরিষদের দুটি নিবর্তন মূলক ব্যাবস্থার উল্লেখ করো ?

৭) অছি ব্যাবস্থা কাকে বলে ?

৮) ইউনেস্কো কি ? এর প্রধান উদ্দেশ্য কি ?
৯) সাধারন সভার একটি নির্বাচন মূলক কাজ উল্লেখ করো ?

১০) বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO ) র মোট সদস্য সংখ্যা কত ?

১১) বিশ্ব ব্যাংকের  অন্যতম প্রধান উদ্দেশ্য কি ?

১২) জেলা পরিষদের সভায় সভপতিত্ব করেন কে ?

১৩) গ্রাম সংসদ এর প্রধান কাজ কি ?

১৪) বরো কমিটি কিভাবে গঠিত হয় ?

১৫) কোন দেশের বাধাদানের ফলে চিন এখনও সার্ক – এর সদস্য পদ পায়নি ?

১৬) ভারত ও বাংলাদেশের মধ্যে কোন বছর গঙ্গার জলবণ্ঠন  চুক্তি সম্পাদিত হয় ?




রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৭




                 PART - A ( MARKS :- 40 )


১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।



১) বিশ্বায়নের সংজ্ঞা দাও ? বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো ।

২) মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ?

৩) রাজ্য পালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদ মর্যাদা আলোচনা করো ।

৪) ভারতীয় পার্লামেন্টের গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৫) ভারতের হাইকো্ট ( মহাধর্মাদিকরন )  গঠন  , ক্ষমতা  ও কার্যাবলী আলোচনা করো ।


                              PART - B

১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।



১) ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেন ?

ক) চার্চিল
খ) বানাড বারুচ
গ) গবাচেভ
 ঘ) ট্রুম্যান ।

২) মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন ?
ক) নেহেরু
খ) মার্শাল
গ) নাসের
ঘ) সুকর্ন ।

৩) সাম্যবাদ প্রতিরোধ নীতি গ্রহণ করেছিলেন ?
ক) ট্রুম্যান
 খ) চার্চিল
গ) রুজভেলট
ঘ) মার্শাল ।

৪) বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল ?
ক) ৬ টি
 খ) ৭ টি
 গ) ৮ টি
ঘ) ৯ টি ।

৫) " The Limits Of Foreign Policy ".  গ্রন্থের লেখক হলেন ?
ক) হার্টম্যান
খ) ফ্রাঙ্গকেল
গ) মোগেনথাউ
ঘ) মার্শাল ।

৬) পঞ্চশীল নীতি যে বছর স্বাক্ষরিত হয় ?
ক) ১৯৫৫
খ) ১৯৫৬
গ) ১৯৬০
ঘ) ১৯৭৫

৭) আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল ?
ক) ১৯৪১
খ) ১৯৪২
গ) ১৯৪৩
ঘ) ১৯৪৫ ।

৮) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল ?
ক) ৫
খ) ৮
গ) ১০
ঘ) ১৫ ।
৯) জাতিপুঞ্জের সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম হল ?

ক) ভ্যাটিকান সিটি
খ) নাওরু
 গ) দক্ষিণ সুদান
ঘ) চাদ ।

১০) " Spirit Of Laws  " গ্রন্থের লেখক হলেন ?

ক) বেন্থম
 খ) লড ব্রাউস
 গ) মন্তেষ্কু
 ঘ) ব্লাকেস্টন ।

১১) মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চ কক্ষ হল ?
ক) রাজ্যসভা
খ) সিনেট
 গ) লর্ডসভা
ঘ) জাতীয় সভা ।

১২) এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন ?
ক) বেন্থাম
 খ) লর্ড ব্রাউস
 গ) স্টুয়াট মিল
 ঘ) লেকি ।

১৩) ক্ষমতা সতন্ত্রিকরন নীতি গৃহীত হয়েছে ?

ক) ব্রিটেনে
 খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
গ) ভারতে
 ঘ) জাপানে ।

১৪) আইনসভার দ্বিতীয় কক্ষকে ব্যাক্তি স্বাধীনতার প্রয়োজনীয় নিরাপত্তা " বলেছেন ?

ক) লর্ড অ্যাক্টন
 খ) লর্ড কার্জন
 গ) গেটেল
ঘ) বেন্থাম ।

১৫) আইনসভার জননী বলা হয় ?

ক) মার্কিন কংগ্রেসকে
 খ) ব্রিটিশ পার্লামেন্টকে
গ) ভারতের আইনসভাকে
ঘ) ফরাসী আইনসভা ।

১৬) রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হন ?

ক) ভারতের রাষ্ট্রপতির দ্বারা

খ) ভারতের প্রধামন্ত্রীর দ্বারা
 গ) ভারতের পার্লামেন্টের দ্বারা
ঘ) হাইকোর্টের প্রধান বিচার পতির দ্বারা ।

১৭) ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়বদ্ধ থাকে ?

ক) পার্লামেন্টের কাছে
খ) লোকসভার কাছে
গ) রাজ্যসভার কাছে
ঘ) রাষ্ট্রপতির কাছে ।

১৮) লোকসভায় নির্ণায়ক ভোট দিতে পারেন ?

ক) একজন M.P.
 খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) প্রধানমন্ত্রী ।

১৯) রাজ্যপালের  প্রধান পরামর্শদাতা হলেন ?

ক) মুখ্যমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
 গ) বিধানসভার স্পিকার
ঘ) আইনমন্ত্রী ।

২০) পঞ্চায়েত সমিতির প্রধান হলেন ?

ক) সভাপতি
 খ) সভাধিপতি
 গ) এস . ডি.ও
 ঘ) বি . ডি.ও ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।




১) সপরিষদ মেয়র বলতে কি বোঝ ?

২) গ্রাম সংসদ বলতে কি বোঝ ?

৩) " কিচেন কেবিনেট "  কি ?
৪) ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন ?

৫) আইনবিভাগের দুটি কাজ লেখো ?

৬) " আমলা " কাদের বলা হয় ?

৭) " অর্পিতা ক্ষমতা প্রসূত " আইন কি ?

৮) CIA  - এর পুরো নাম কি ?

৯)  UNO -এর পুরো নাম কি ?

১০) " ভেটো "  কি ?

১১) জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন ?

১২) কত সালে " কিউবা  সংকট " দেখা দিয়েছিল ?

১৩) কত সালে " বান্দুং সম্মেলন " অনুষ্ঠিত হয়েছিল ?

১৪) জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির কাজ কি ?

১৫) আন্তজার্তিক আদালতের সদস্য সংখ্যা কত ?

১৬) কতজন সদস্য কে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন ?




রাষ্ট্র বিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৬





             PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।


১) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার মূল উপাদান গুলি আলোচনা করো ?
২) ভারতীয় পার্লামেন্টের গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৩) ভারতের হাইকো্ট ( মহাধর্মাদিকরন )  গঠন  , ক্ষমতা  ও কার্যাবলী আলোচনা করো ।

৪) মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ?

৫) রাজ্য পালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদ মর্যাদা আলোচনা করো ।


                     PART - B          


১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।


১) " Brinkmanship Of War "-  কোন ঘটনাকে বলা হয় ?

ক) প্রথম বিশ্ব যুদ্ধকে
খ) দ্বিতীয় বিশ্ব যুদ্ধকে
 গ) ঠান্ডা লড়াইকে
 ঘ) এদের কোনোটিই নয় ।

২) সোভিয়েত ইউনিয়ন কতৃক আণবিক বোমার আবিষ্কার হয় ?

ক) ১৯৪৫
 খ) ১৯৪৭
 গ) ১৯৪৮
 ঘ) ১৯৪৯ ।

৩) মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি গ্রহণ করে ?

ক) ১৮২১
খ) ১৮২২
 গ) ১৮২৩
 ঘ) ১৮২৫ ।

৪) সার্ক কের নবতম সদস্য রাষ্ট্র কোনটি ?

ক) শ্রীলংকা
খ) দক্ষিণ সুদান
গ) আফগানিস্থান
ঘ) মালদ্বীপ ।

৫) কোন সম্মেলনের মাধ্যমে জাতিয়পুঞ্জের প্রতিষ্টা হয় ?

ক) আটলান্টিক ঘোষনা
খ) মস্কো সম্মেলন
গ) ইয়াল্টা সম্মেলন
ঘ) কোনোটিই নয় ।

৬) মূল সংবিধানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল ?

ক) ১৫
খ) ১১
গ) ১২
ঘ) ১০ ।

৭) আন্তজার্তিক আদালতের বিচারপতির সংখ্যা হল ?

ক) ৯ জন
 খ) ১০ জন
গ) ১৫ জন
ঘ) ২৫ জন ।

৮) ভারতের সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে ?

ক) ৩৬ নং
 খ) ৪০ নং
গ) ৪৫ নং
 ঘ) ৫০ নং ।

৯) ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যাবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয় ?

ক) ৭২ তম
 খ) ৭৩ তম
গ) ৭৪ তম
 ঘ) ৭৫ তম ।

১০) পশ্চিমবঙ্গে কোনো পঞ্চায়েত ভেঙ্গে দেওয়া হলে নির্বাচন করতে হয় _ মাসের মধ্যে ?

ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ১২ ।

১১) নবতম পৌর নিগম কোনটি ?

ক) আসানসোল
খ) বিধাননগর
গ) ব্যারাকপুর
ঘ) চন্দন নগর ।

১২) কোন কমিটি  ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যাবস্থার সুপারিশ করে ?

ক) অশোক মিত্র কমিটি
খ) বলবন্ত রাই মেহেতা কমিটি
 গ) দীনেশ গোস্বামী কমিটি
 ঘ) কোনোটিই নয় ।

১৩) পঞ্চায়েতের মধ্যবর্তী স্তর গঠন করা হয় না কোন ধরনের রাজ্য ? যে রাজ্যের মোট জনসংখ্যা ?

ক) ৩০ লক্ষের বেশি নয়
খ) ২০ লক্ষের বেশি নয়
 গ) ২৫ লক্ষের বেশি নয়
 ঘ) ২৬ লক্ষের বেশি নয় ।

১৪) কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে ?

ক) পাশবর্তি রাজ্যের হাইকোর্ট
খ) পার্লামেন্ট
গ) সুপ্রিমকোর্ট
 ঘ) রাজ্যপাল ।

১৫) " ক্রেতা  সুরক্ষা " আইনটি সারা ভারতে কার্য কর হয় ?

ক) ১৯৮৫ সালের ১৫ এপ্রিল
খ) ১৯৮৬ সালের ১০ এপ্রিল
গ) ১৯৮৭ সালের ১৫ এপ্রিল
 ঘ) ১৯৮৭ সালের ১০ এপ্রিল ।

১৬) বর্তমান প্রধানমন্ত্রী কততম প্রধানমন্ত্রী ?

ক) ১২ তম
খ) ১৩ তম
গ) ১৪ তম
 ঘ) ১৫ তম ।

১৭) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি ?

ক) লোকসভা
খ) রাজ্যসভা
গ) সেনেট
ঘ) জন প্রতিনিধি সভা  ।

১৮) খুদে জেলা শাসক বলা হয় ?

ক) SEO
খ) BDO
গ) জেলা শাসককে
ঘ) সচিবকে ।

১৯) পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন ?

ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
 ঘ) উপ রাষ্ট্রপ্রতি ।

২০) ১২৩ চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় ?

ক) ২০০৭
খ) ২০০৮
গ) ২০০৯
ঘ) ২০১০ ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।



১) ভারতের উপ রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ?

২) "CTBT" - এর সম্পূর্ণ নাম কি ?

৩) কোন ঘোষণার দ্বারা " আটলান্টিক সনদের " নীতি গুলির প্রতি সমর্থন জানানো হয় ?

৪) পৌর ব্যাবস্থা ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত হয়েছে ?

৫) আফগানিস্থান কবে সার্কের সদস্য পদ লাভ করে ?

৬) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য গণ কাদের দ্বারা নির্বাচিত হন ?

৭) বর্তমান রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতি র নাম লেখো ?

১০) সাধারন সভা কাদের নিয়ে গঠিত হয় ?

১১) কূটনীতি কি ?

১২) গ্রাম সংসদ কি ?

১৩) বরো কমিটি কিভাবে গঠিত হয় ?

১৪) ওয়ার্ড কমিটি তে সর্বনিম্ন ও সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে ?

১৫) NAM  - এর সম্পূর্ণ নাম কি ?

১৬) MP - এর সম্পূর্ণ নাম কি ?




রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৫



              PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) ক্রেতা আদালত কাকে বলে ? ক্রেতা আদালতের উদ্দেশ্যে কি ? ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো ।

২) রাজ্য সভার গঠন এবং ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৩) রাজ্যের প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো ।

৪) বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ করো

৫) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার মূল উপাদান গুলি আলোচনা করো ?


                           PART- B

   ১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।


১)  Warsaw Pact তৈরী হয় কার উদ্যোগে ?

ক) সোভিয়েত ইউনিয়ন
 খ) হাঙ্গেরী
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) নরওয়ে ।
২) সুয়েজখাল জাতীয় করন কোন বছর হয় ?

ক) ১৯৫৩ সালে
খ) ১৯৫৪ সালে
গ) ১৯৫৫ সালে
 ঘ) ১৯৫৬ সালে ।

৩) ২০১২ সাল পর্যন্ত জোট নিরপেক্ষ দেশগুলির কটি সম্মেলন অনুষ্ঠিত হয় ?

ক) ১৫ টি
খ) ১৬ টি
গ) ১৭ টি
 ঘ) ১৮ টি ।

৪) কার্গিল কে কেন্দ্র করে ভারত পাকিস্থানের যুদ্ধ কখন শুরু হয় ?

ক) ১৯৯৬ সালে
খ) ১৯৯৭ সালে
গ) ১৯৯৮ সালে
ঘ) ১৯৯৯ সালে ।

৫) সাপটা (SAPTA ) গঠনের প্রস্তাব কোন সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত হয় ?

ক) ঢাকা
খ) কলম্বা
গ) নিউ দিল্লি
ঘ) ইসলামাবাদ ।

৬) বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন ?

ক) ২০১২ সালে
 খ) ২০১৩ সালে
 গ) ২০১১ সালে
ঘ) ২০১০ সালে ।

৭) বিশ্বের বিতর্কের সভাটি হলো ?

ক) সচিবালয়
খ) অর্থনৈতিক ও সামাজিক
গ) সাধারন সভা
ঘ) নিরাপত্তা পরিষদ ।

৮) মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম হলো ?

ক) রাজ্যসভা
খ) জাতীয় সভা
গ) সিনেট
ঘ) লোড সভা ।

৯) ILO - এর সদর কার্যালয় কোথায় অবস্থিত ?

ক) প্যারিস
খ) নিউ ইয়র্ক
গ) জেনেভা
ঘ) লন্ডন ।

১০) ওয়াশিংটন ঘোষণা কত সালে হয় ?

ক) ১৯৪১ সালে
খ) ১৯৪২ সালে
গ) ১৯৪৩ সালে
ঘ) ১৯৪৪ সালে ।

১১) " বিচার বিভাগের দক্ষতা ও কর্ম কুশলতার দ্বারাই সরকারের উৎকষের পরিমাপ করা সম্ভব " বলেছেন ?

ক) লাস্কি
খ) লড ব্রাউস
গ) লড অ্যাক্ট্রন
ঘ) চার্লস মেরিয়াম ।
১২) দ্বিকক্ষ বিশিষ্ঠ আইনসভা একজন সমর্থকের নাম লেখো ?

ক) বেন্থাম
খ) আবেসিয়া
 গ) লাস্কি
 ঘ) লেকী ।

১৩) " আইনসভার দ্বিতীয় কক্ষ হলো ব্যাক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা " কে বলেছেন ?

ক) লড ব্রাউস
খ) লেকি
গ) জন স্টুয়ার্ট মিল
 ঘ) লড অ্যাক্ট্রোন ।

১৪) কে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কে " বিপরীত গামি অশ্ব ও অশ্বায়ন - এর সঙ্গে তুলনা করেছেন ?

ক) লেকি
খ) গেটেল
গ) বেঞ্জামিন ফ্রাঙ্ককলিন
ঘ) লড ব্রাইম ।

১৫)  Spirit Of The Laws  গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ?

ক) ১৭৪২ সালে
খ) ১৭৪৩ সালে
গ) ১৭৪৬ সালে
ঘ) ১৭৪৮ সালে ।

১৬) রাষ্ট্রপ্রতির পদ ত্যাগ র বিষয়টি আছে সংবিধানের ?

ক) ৫৭ ধারায়
খ) ৫৫ ধারায়
গ) ৬১ ধারায়
ঘ) ৭৫ নং ধারায় ।

১৭) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্য পালের সেচ্ছাধিন ক্ষমতা সম্পকে আদালতে প্রশ্ন তোলা যাবে না ?

ক) ১৬৩(২) নং ধারায়
খ) ১৬৫ নং ধারায়
গ) ১৬২ নং ধারায়
ঘ) ১৬৬ নং ধারায় ।

১৮) বর্তমানে যুগ্ম তালিকায় কত গুলি বিষয় আছে ?

ক) ৪৯
খ) ৫০
গ) ৫১
ঘ) ৫২ টি ।

১৯) " Zero Hour " কথাটির উদ্ভব বিশ শতকের কোন দশকে হয় ?

ক) ৫০ - এর দশকে
খ) ৬০  - এর দশকে
গ) ৭০  - এর দশকে
ঘ) ৮০  - এর দশকে ।

২০) কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হচ্ছে ?

ক) বরো কমিটি
খ) সপরিষদ মেয়র
গ) ওয়ার্ড কমিটি
ঘ) পৌরসভা ।

২১) গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রাথির নূন্যতম বয়স কত হবে ?

ক) ১৮ বছর
 খ) ২০ বছর
গ) ২১ বছর
ঘ) ২৫ বছর ।

২২) পশ্চিমবঙ্গের কোন জেলাতে Zila Parishad নেই ?

ক) জলপাইগুড়ি
 খ) হুগলি
 গ) বর্ধমান
 ঘ) দার্জিলিং ।
২৩) পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যাবস্থা চালু হয় কত সালে ?

ক) ১৯৭৩ সালে
 খ) ১৯৭৪ সালে
গ) ১৯৭৭ সালে
ঘ) ১৯৭৮ সালে ।

২৪) ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ?

ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
খ) ডঃ রাধাকৃষ্ণ
গ) এ . পি . জে আব্দুল কালাম
ঘ) প্রতিভা দেবী সিং পাতিল


২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।


১) ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিমী সামরিক জোটের নাম কি ?

২) দাঁতাত কি ?

৩) দ্বাদশ জোট নিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

৪) BRICS কি ?

৫) জোসেফ ফ্রাঙ্কেলের মতে , পররাষ্ট্রনীতি কি ?

৬) ASEAN - এর পুরো কথা টি কি ?

৭) জাতিপুঞ্জ এর সনদ কিভাবে সংশোধন করা হয় ?

৮) আন্তজার্তিক বিচারালয়ের এলাকা গুলি কটি ভাগে বিভক্ত ?

৯) UNESCO কিভাবে গঠিত ?

১০) বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে ?

১১) পকেট ভেটো বলতে কি বোঝ ?

১২) পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে ?

১৩) ন্যায় পঞ্চায়েত কি ?

১৪) পঞ্চায়েত সমিতির আয়ের  দুটি উৎস কি ?

১৫) বেনিফিসিয়ারি কমিটি কি ?

১৬) বর্তমানে পশ্চিমবঙ্গে কটি পৌর নিগম আছে ?