শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্নপত্র ২০২২ hs philosophy questions papers 2022

                           PART - A 

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( A ) বচন বলতে কি বোঝো ? উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো  ।


                           অথবা


নিম্নলিখিত বাক্যগুলি কে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ ও অব্যাপ তা উল্লেখ করো : 

( i ) একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না ।

( ii ) সব আবেদনকারিই সত্যনিষ্ট নন । 

( iii ) কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল । 

( iv ) দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন । 


( B ) বচনের বিরোধিতা কাকে বলে ? বচনের বিরোধিতার শর্তগুলি কি কি ? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে ? বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো । 

 

                           অথবা 

সাবেকি যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতার বর্গক্ষেত্রটি অঙ্কন করো । 


( i ) যদি A বচন সত্য হয় , তবে I বচনের সত্যমুল্য কি হবে ? 

( ii ) যদি I বচন সত্য হয় , তাহলে A বচনের সত্যমূল্য কি হবে ? 

( iii ) যদি E বচন মিথ্যা হয় , তাহলে I বচনের সত্যমূল্য কি হবে ? 

( iv ) যদি O বচন মিথ্যা হয় , তাহলে E বচনের সত্যমূল্য কি হবে ? 


( C ) অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি ? বিবর্তন কাকে বলে ? দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো । 

 
                           অথবা 

নীচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো : 

( i ) শতকরা 75 শতাংশ ব্যাবসায়ীই সৎ । 

( ii ) সব শিক্ষিত মানুষ ভদ্র নন ।

( iii ) নির্স্বাথ মানুষ নেই ।

( iv ) যে কোন বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে । 

( D ) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো : 

( i ) কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু : তিনি ভীরু নন , অতএব , তিনি অসৎ নন । 

( ii ) রবীন্দ্রনাথ একজন দার্শনিক , কেননা তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক । 

 

                           অথবা

নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো : 

( i ) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান । 

( ii ) অবৈধ পক্ষ দোষ ।


( E ) মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো । ( সংজ্ঞা , আকার , দৃষ্টান্ত , সুবিধা ( দুটি ) , অসুবিধা ( দুটি ) । 


                           অথবা 

“ বাতাসে অক্সিজেনের অনুপস্থিতিতে লোহায় মরিচা ধরে না । সুতরাং , অক্সিজেনের উপস্থিতিই মরিচা ধরার কারণ ।” – উপরের যুক্তিটিতে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে ? পদ্ধতিটি ব্যাখ্যা করো । 

 


                           PART - B

২। 

( i ) প্রতিটি নর্থক বচনের .......পদটি অবশ্যই ব্যাপ হয় । 

( ক ) উদ্দেশ্য 

( খ ) বিধেয় 

( গ ) উদ্দেশ্য ও বিধেয় 

( ঘ ) কোনোটিই নয় 

( ii ) সম্বন্ধ অনুযায়ী বচন দু প্রকার ? 

( ক ) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন 

( খ ) বিশ্লেষক বচন ও সংশ্লেষ বচন 

( গ ) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন 

( ঘ ) সামান্য সদর্থক বচন ও সামান্য নর্থক বচন 

( iii ) ব্যাবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হলো ? 

( ক ) পরিমাণ 

( খ ) উদ্দেশ্য 

( গ ) গুণ 

( ঘ ) বিধেয় 


                           অথবা

বস্তুগত ব্যাবর্তন স্বীকার করেছেন ? 

( ক ) বেইন 

( খ ) মিল

( গ ) হেগেল 

( ঘ ) রাসেল 

( iv ) A বচনের সরল আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটি হলো ? 

( ক ) A

( খ ) E

( গ ) I

( ঘ ) O

( v ) সকল কুকুর হয় বিড়াল ।

      সকল পাখি হয় কুকুর । 

  .:. সকল পাখি হয় বিড়াল । 

উপরোক্ত যুক্তিটি 



( a ) অবৈধ 

( b ) মিথ্যা

( c ) বৈধ

( d ) সত্য 
 

                           অথবা 

একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে ....... আশ্রয়বাক্য থাকে । 

( ক ) দুটি 

( খ ) তিনটি 

( গ ) চারটি 

( ঘ ) একটি 

( vi ) উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন শর্তটি হলো ? 

( ক ) সাদৃশ্যের সংখ্যা 

( খ ) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা 

( গ ) ব্যাক্তিগত বৈসাদৃশ্য 

( ঘ ) ব্যাক্তিগত সাদৃশ্য 

( vii ) মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নর্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হল ? 

( ক ) অন্নয়ী ব্যতিরেকি পদ্ধতি 

( খ ) ব্যতিরেকি পদ্ধতি

( গ ) অন্নয়ী পদ্ধতি 

( ঘ ) সহপরিবর্তন পদ্ধতি 

( viii ) ‘ আকাশ ঘন মেঘে আচ্ছন্ন । সুতরাং বৃষ্টি হবে ।’ – এক্ষেত্রে মিলের ........পদ্ধতিটি প্রয়োগ করা হয়েছে ? 

( ক ) অন্নয়ী

( খ ) অন্নয়ী ব্যতিরেকি

( গ ) ব্যতিরেকি

( ঘ ) সহপরিবর্তন

( ix ) বিবর্তন একটি ? 

( ক ) অবরোহ যুক্তি 

( খ ) আরোহ যুক্তি 

( গ ) উপমা যুক্তি 

( ঘ ) কোনোটিই নয় 


                           অথবা

অবরোহ যুক্তিবিজ্ঞান একটি 

( ক ) বস্তুনিষ্ট শাস্ত্র 

( খ ) নির্বিচারবাদী শাস্ত্র 

( গ ) আকারনিষ্ট শাস্ত্র 

( ঘ ) কোনোটিই নয় 

( x ) যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ হয় তা হলো ? 

( ক ) A বচন 

( খ ) E বচন 

( গ ) I বচন 

( ঘ ) O বচন 
 

                           অথবা

উদ্দেশ্য পদ অব্যাপ হয় ? 

( ক ) সামান্য বচনের 

( খ ) বিশেষ বচনের 

( গ ) সদর্থক বচনের 

( ঘ ) নর্থক বচনের 

( xi ) A বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত O বচনের সত্যমূল্য হবে ? 

( ক ) সত্য 

( খ ) মিথ্যা 

( গ ) সম্ভাব্য 

( ঘ ) কোনোটিই নয় 

( xii ) একটি অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের সংখ্যা হলো ? 

( ক ) একটি

( খ ) দুটি 

( গ ) তিনটি 

( ঘ ) এদের কোনোটিই নয় 

( xiii ) DIMARIS মূর্তিটি বৈধ হয় ? 

( ক ) প্রথম সংস্থান 

( খ ) দ্বিতীয় সংস্থান

( গ ) তৃতীয় সংস্থান

( ঘ ) চতুর্থ সংস্থান

( xiv ) পক্ষ পদ পক্ষ আশ্রয়বাক্যে ছাড়া অন্য যে স্থানে থাকে তা হল ? 

( ক ) সিদ্ধান্তের বিধেয় স্থানে 

( খ ) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে 

( গ ) সাধ্য আশ্রয়বাক্যের বিধেয় স্থানে 

( ঘ ) সাধ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে

( xv ) আরোহ অনুমানের সমস্যাটি হল ? 

( ক ) বৈধতা নির্ণয় 

( খ ) অবৈধতা নির্ণয় 

( গ ) আকারগত সত্যতা নির্ণয় 

( ঘ ) সামানীকরণ 
 

( xvi ) যুক্তিবিজ্ঞানী মিলের মতে , আরোহ অনুমান ? 

( ক ) দুই প্রকার 

( খ ) তিন প্রকার 

( গ ) চার প্রকার 

( ঘ ) এক প্রকার 


                           অথবা

অপূর্ন গণনামূলক আরোহ অনুমান একটি ? 

( ক ) বৈজ্ঞানিক আরোহ অনুমান 

( খ ) অবৈজ্ঞানিক আরোহ অনুমান 

( গ ) গাণিতিক আরোহ অনুমান 

( ঘ ) উপমা যুক্তি 

( xvii ) যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে ? 

( ক ) অবৈধ 

( খ ) বৈধ 

( গ ) সম্ভাব্য 

( ঘ ) কোনোটিই নয় 

( xviii ) একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা ? 

( ক ) বৈধ

( খ ) অবৈধ

( গ ) সম্ভাব্য 

( ঘ ) সত্য 

( xix ) বচনের বিরোধানুমান হলো এক প্রকার ? 

( ক ) মাধ্যম অনুমান 

( খ ) অমাধ্যম অনুমান 

( গ ) ন্যায় অনুমান 

( ঘ ) যৌগিক যুক্তি 

( xx ) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ...... বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে ?

( ক ) E, O

( খ ) I, O 

( গ ) A, I

( ঘ ) A, E 
 

( xxi ) কোনো কোনো ফুল নয় লাল বস্তু – O
        কোনো কোনো লাল বস্তু নয় ফুল – O 

উপরোক্ত সরল আবর্তনটি  হল 

( a ) বৈধ 

( b ) অবৈধ 

( c ) স্ব বিরোধী 

( d ) সম্ভাব্য


( xxii ) নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হলো ? 

( ক ) দুই 

( খ ) তিন

( গ ) চার

( ঘ ) পাঁচ

( xxiii ) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো ? 

( ক ) দৃষ্টান্ত গণনা 

( খ ) পর্যবেক্ষণ ও পরীক্ষণ 

( গ ) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা 

( ঘ ) প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি 

( xxiv ) লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন ? 

( ক ) মিল

( খ ) হর্বস 

( গ ) জনসন 

( ঘ ) বেকন 

 
২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) যুক্তির আকার বলতে কি বোঝো ? 


                           অথবা

বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কি ? 

( ii ) A বচনের একটি সরল আবর্তনের উদাহরণ দাও ।

( iii ) ভালো ও মন্দ উপমাযুক্তির মধ্যে পার্থক্য করো ।


                           অথবা

মন্দ উপমাযুক্তির একটি উদাহরণ দাও ।

( iv ) বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কি ? ( যে কোনো একটি ) 

( v ) মিল এর অন্নয়ী ব্যতিরেকি পদ্ধতির সাংকেতিক আকারটি উল্লেখ করো । 

( vi ) একটি আরোহ যুক্তি কখন বৈধ হয় ? 

( vii ) অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো ? 

 
                           অথবা

“ কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ট ব্যাক্তি ।” – বচনটির অধীন বিপরীত বচন উল্লেখ করো । 

( viii ) যুক্তি কাকে বলে ? 

( ix ) মিলের অন্নয়ী পদ্ধতিটি কোন অপসারণ নিয়মের উপর গঠিত ? 


                           অথবা 

মিলের অন্নয়ী পদ্ধতি প্রয়োগের একটি উদাহরণ দাও ? 

( x ) কখন একটি নিরপেক্ষ ন্যায় ‘ অব্যাপ হেতু দোষ ’ এর দুষ্ট হয় ? 


                           অথবা

নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কাকে বলে ? 


( xi ) আরোহ অনুমানের স্তর বিভাগ গুলি উল্লেখ করো ।

( xii ) আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশ গুলি কি কি ? 
 

                           অথবা

নিরপেক্ষ বচনে সংযোজক বলতে কি বোঝো ? 

( xiii ) সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কি ? 

( xiv ) অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায় ? 

( xv ) ‘ FESTINO ’মূর্তিটির একটি আকারগত উদাহরণ দাও ।

( xvi ) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি ? 




বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২২ hs geography questions papers 2022

                           PART - A 

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 


( A ) কান্ট ভূমিরূপের পরিপূর্ন বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো । ‘নগ্নীভবন’ বলতে কি বোঝায় ? ‘ অন্ধ উপত্যকা ’ ও ‘ শুষ্ক উপত্যকা ’ র সংজ্ঞা দাও । 


                           অথবা 

মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো । ‘ এলুভিয়েশন ’ বলতে কি বোঝায় ? 

( B ) জীববৈচিত্র্যর ‘ জিনগত বৈচিত্র্য ’ ও ‘ প্রজাগতিগত বৈচিত্র্য ’ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো । সংক্ষেপে জীববৈচিত্র্যর গুরুত্ব উল্লেখ করো ।
 

                           অথবা 

উপযুক্ত চিত্রসহ ‘ নাতিশীতোষ্ণ ঘুর্নবাত ’ এর জীবনচক্র ব্যাখ্যা করো । ‘ শারীরবৃত্তিয় শুষ্ক মৃত্তিকা ’ বলতে কি বোঝায় ? 

( C ) ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন ? নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন ? ‘ শস্যবর্তন ’এর দুটি গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য উল্লেখ করো । 



                           অথবা

ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি কুফল আলোচনা করো । ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো । 

( D ) ভারতের পূর্ব মধ্যঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো । কার্পাস বয়ন শিল্পকে ‘ শিকড় আলগা শিল্প ’ বলে কেন ? 

 
                           অথবা

ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যা গুলি আলোচনা করো । ভারতে ‘ তৈরী পোশাক শিল্প ’ উন্নতিলাভ করেছে কেন ? ‘ দ্রব্য সূচক ’ কি ? 

( E ) ‘ জনাকীর্নতা ’ ও ‘ জনস্বল্পতা ’র সংজ্ঞা দাও । ভারতের নগরায়নের সমস্যা গুলি সংক্ষেপে আলোচনা করো ।



                           অথবা 

‘জনঘনত্ব ’ ও ‘ মানুষ জমি অনুপাত ’ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো । ‘ বয়ঃলিঙ্গ অনুপাত ’ এর গুরুত্ব উল্লেখ করো । কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে কোনো তিন ধরনের শহরের নাম উল্লেখ করো । 


 


                           PART - B 

২। 

( i ) ভারতের নিম্নলিখিত কোন শহর গুলি ‘ সোনালী চতুর্ভুজ ’ দ্বারা যুক্ত ? 

( ক ) দিল্লি - মুম্বাই - কলকাতা - বেঙ্গালুরু  

( খ ) দিল্লি - মুম্বাই - হায়দ্রাবাদ - কলকাতা

( গ ) দিল্লি - মুম্বাই - চেন্নাই - কলকাতা 

( ঘ ) পোরবন্দর - দিল্লি - কলকাতা - চেন্নাই 

( ii ) একটি পুষ্পরিনিকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে  , তা হল ? 

( ক ) শুষ্ক বিন্দু বসতি 

( খ ) আদ্র বিন্দু বসতি 

( গ ) রৈখিক বসতি 

( ঘ ) বর্গাকার বসতি 

( iii ) প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে ? 

( ক ) হ্যামলেট 

( খ ) গ্রাম 

( গ ) মৌজা

( ঘ ) শহর

( iv ) ‘ শিল্প স্থানিকতার নূন্যতম ব্যয় তত্ব টির প্রবর্তক হলেন ? 

( ক ) অগাষ্ট লশ 

( খ ) আলফ্রেড ওয়েবার

( গ ) জজ রেনার

( ঘ ) ই . ডব্লিউ . জিমারম্যান 

( v ) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় ? 

( ক ) রিষরায় 

( খ ) ব্যান্ডেলে 

( গ ) শ্রীরামপুরে 

( ঘ ) টিটাগড়ে 
 
( vi ) কষ্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যাবহৃত হয় ? 

( ক ) পাট শিল্পে 

( খ ) কার্পাস বয়ন শিল্পে

( গ ) কাগজ শিল্পে 

( ঘ ) লৌহ ইস্পাত শিল্পে

( vii ) চীনের যে প্রদেশটি ‘ চীনের ধানের আঁধার ’ নামে পরিচিত তা হল ? 

( ক ) জেচুয়ান 

( খ ) ইউনান 

( গ ) হুনান 

( ঘ ) হুবেই 

( viii ) ভারতের ‘ শ্বেত বিপ্লব ’ এর জনক হলেন ? 

( ক ) নরম্যান বোরলগ 

( খ ) রোনাল্ড রস 

( গ ) এম . এস . স্বামী নাথন 

( ঘ ) ড: ভার্গিস কুরিয়েন 

( ix ) পোমামকালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হল ? 

( ক ) কলা ও পেয়ারা 

( খ ) আপেল ও আঙুর 

( গ ) লাউ ও কুমড়ো 

( ঘ ) পেঁপে ও কাজুবাদাম 

( x ) ‘ জীববৈচিত্র্য ’শব্দটি সর্বপ্রথম ব্যাবহার করেন ? 

( ক ) ওয়াল্টার রোজেন 

( খ ) নরম্যান মায়ারস

( গ ) চার্লস ডারউইন 

( ঘ ) রবার্ট হুক 
 

( xi ) সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল হল ? 

( ক ) নাতিশীতোষ্ণ অঞ্চল 

( খ ) নিরক্ষীয় অঞ্চল 

( গ ) সাভানা অঞ্চল 

( ঘ ) মরু অঞ্চল 

( xii ) বায়ুমন্ডলীয় গোলোযোগ যে স্তরে দেখা যায় তার নাম ? 

( ক ) ট্রপোস্ফিয়ার 

( খ ) স্ট্রাটোস্ফিয়ার

( গ ) মেসোস্ফিয়ার

( ঘ ) আয়নোস্ফিয়ার 

( xiii ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল ? 

( ক ) শুষ্ক গ্রীষ্মকাল এবং আদ্র শীতকাল  

( খ ) বার্ষিক উষ্ণতার প্রসর বেশী 

( গ ) শীতকালে তুষারপাত হয় 

( ঘ ) অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়  

( xiv ) একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল ? 

( ক ) হোগলা 

( খ ) পদ্ম 

( গ ) শালুক

( ঘ ) কচুরীপানা 

( xv ) মৌসুমীবায়ু হল এক প্রকারের

( ক ) স্থানীয় বায়ু 

( খ ) সাময়িক বায়ু 

( গ ) নিয়ত বায়ু

( ঘ ) অনিয়মিত বায়ু 
 

( xvi ) প্রশমিত মাটির pH এর মান হল ? 

( ক ) 6.0

( খ ) 6.5

( গ ) 7.0

( ঘ ) 7.5

( xvii ) আন্ত:আঞ্চলিক মাটির একটি উদাহরণ হল ? 

( ক ) রেনজিনা 

( খ ) লোয়েস 

( গ ) কঙ্কালসার মাটি 

( ঘ ) পলিমাটি 

( xviii ) অগ্নুপাৎজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল ? 

( ক ) অক্সিসল 

( খ ) আল্টিসল 

( গ ) অ্যালফিসল 

( ঘ ) অ্যাঙ্গিসল 

( xix ) অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে ? 

( ক ) সহজাত জল 

( খ ) উৎস্য জল 

( গ ) ভাদোস জল

( ঘ ) আবহিক জল 

( xx ) ভৌম জলস্তরের নীচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে ? 

( ক ) ভাদোস স্তর 

( খ ) সাময়িক সম্পৃক্ত স্তর 

( গ ) কৈশিক স্তর 

( ঘ ) স্থায়ী সম্পৃক্ত স্তর 
 

( xxi ) ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল ? 

( ক ) কাশ্মীর উপত্যকা 

( খ ) বোরা গুহা  

( গ ) ব্লু পার্বত্য অঞ্চল 

( ঘ ) অজন্তা গুহা 



২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) ‘ গীজার ’ কি ? 


                            অথবা

‘ পর্যায়ন ’ এর সংজ্ঞা দাও । 

( ii ) ‘ রেগোলিথ ’ কি ? 


                           অথবা

‘ শল্কমোচন ’ বলতে কি বোঝায় ? 

( iii ) I . T . C . Z  কি ? 


                           অথবা

‘ জিওস্ট্রফিক বায়ু ’ কাকে বলে ? 

( iv ) ভারতের জীববৈচিত্র্যর উষ্মা অঞ্চলের দুটি উদাহরণ দাও । 
 
                           অথবা

‘ অন্ত: ক্ষেত্রীয় সংরক্ষণ ’ বলতে কি বোঝায় ? 

( v ) ‘ ট্রাক ফার্মিং ’ বলতে কি বোঝায় ? 


                           অথবা 


‘ ছেদন ও দহন কৃষি ’ বলতে কি বোঝায় ? 


( vi ) ‘ অনুসারী শিল্প ’ কাকে বলে ? 



                           অথবা 

‘ ব্রেক অফ বাল্ক পয়েন্ট ’ কাকে বলে ? 


( vii ) ‘ মেগাসিটি ’ কি ? 


                           অথবা

ভারতের উদাহরণসহ একটি ‘ দ্বৈত নগর ’ বা ‘ যমজ নগর ’ এর সংজ্ঞা দাও । 

( viii ) ‘ আরোহণ প্রক্রিয়া ’ বলতে কি বোঝায় ? 

 
                           অথবা

‘ হোমস ’ কি ? 


( ix ) ‘ সোলাম ’ বলতে কি বোঝায় ? 


                           অথবা

‘ ল্যাটারাইজেশান ’ বলতে কি বোঝায় ? 



( x ) ‘ ঘূর্নবাতের চক্ষু ’ কাকে বলে ? 


                           অথবা

‘ মৌসুমী বিস্ফোরণ ’ বলতে কি বোঝায় ? 


( xi ) বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো  ।

 
                           অথবা

‘ আলোকপ্রেমী ’ ও ‘ আলোকবিদ্বেষী ’ উদ্ভিদের একটি করে উদাহরণ দাও । 


( xii ) জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো ?



                           অথবা

‘ জীববৈচিত্র্য ’ র সংজ্ঞা দাও । 


( xiii ) ‘ শস্য সম্বদয় ’ এর সংজ্ঞা দাও ? 


                           অথবা

‘ মিলেট ’ বলতে কি বোঝায় ? 


( xiv ) ‘ শূন্য জনসংখ্যা বৃদ্ধি ’ বলতে কি বোঝায় ? 


                           অথবা

অভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ উল্লেখ করো । 

 

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র ২০২২ hs Sanskrit questions papers 2022


                           PART - A 

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 

                   গদ্যাংশ ( যে কোনো একটি )

( A ) বনগতাগুহা অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষন করো । 

( B ) বনগতাগুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো । 

                   পদ্য ( যে কোনো একটি )

( C ) পাঠাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো । 

( D ) ‘ মিথ্যাচার: ’ কাকে বলা হয় ? গীতার কর্মযোগ পাঠাংশ অনুসারে লেখো ।
 

                    নাট্য ( যে কোনো একটি )  

( E ) ‘ বাসন্তিকস্বপ্নম ’ অনুসারে কৌমুদির চরিত্র বর্ণনা করো । 

( F ) ‘ বিজয়তাম অস্মকাম অবনিপ: ’ – উক্তিটি কার ? অবনিপ: কে ? বক্তা তার কাছে কেন এসেছিলেন ? 


              সাহিত্য ইতিহাস ( যে কোনো একটি ) 

( G ) মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো । 

( H ) চরকসংহিতা বিষয়ে সংক্ষেপে লেখো । 

 
৮। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

( A ) ইন্দো ইউরোপীয় দশটি ভাষাগোষ্ঠীর নাম লেখো । 

( B ) ভারতীয় আর্যভাষার কয়টি স্তর ? কি কি ? নব্য ভারতীয় আর্যভাষা সম্বন্ধে যা জান লেখো । 

৯। সংস্কৃত ভাষায় অনুবাদ করো ( যে কোনো একটি ) :

( A ) অনন্তর শশকটি সবিনয়ে সিংহকে বললো – প্রভু আমার কোন অপরাধ নেই । আমার আসার সময় একটা সিংহ আমাকে আটকে রেখেছিল । 

( B ) দাক্ষিণাত্য দেশে মহিলারোপ নামে এক নগর আছে । সেখানে অমরশক্তি নামে এক রাজা ছিলেন । তার বসুশক্তি , উগ্রশক্তি ও অনেকশক্তি নামে তিন ছেলে ছিল । 


 

                           PART - B

১। ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

( i ) অলিপর্বার ভাইয়ের নাম ? 

( ক ) কশ্যপ 

( খ ) কাশ্যপ 

( গ ) কালিদাস 

( ঘ ) বসন্ত

( ii ) বনগতাগুহার রচয়িতা হলেন ? 

( ক ) কৃষ্ণ মোদক 

( খ ) গোবিন্দ মোদক 

( গ ) গোবিন্দকৃষ্ণ মোদক 

( ঘ ) কৃষ্ণগোবিন্দ মোদক 

( iii ) স্কন্দরাজ রচিত গ্রন্থ ? 

( ক ) অর্থশাস্ত্র 

( খ ) কামশাস্ত্র 

( গ ) নীতিশাস্ত্র 

( ঘ ) চৌর্যশাস্ত্র 

( iv ) মহার্ঘ শব্দটির অর্থ ? 

( ক ) অঞ্জলি 

( খ ) বহুমূল্য  

( গ ) মহাপুরুষ  

( ঘ ) বস্ত্র  

( v ) গঙ্গাস্রোত্রম এর রচয়িতা ? 

( ক ) জয়দেব

( খ ) সায়নাচার্য 

( গ ) কালিদাস 

( ঘ ) শঙ্করাচার্য 
 

( vi ) গঙ্গার পুত্র হলেন ? 

( ক ) ভগীরথ 

( খ ) ভীষ্ম 

( গ ) ভীম 

( ঘ ) ভরত 

( vii ) কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন ? 

( ক ) সঞ্জয়কে  

( খ ) কর্নকে 

( গ ) বিদুরকে  

( ঘ ) অর্জুনকে 

( viii ) ‘ কর্মযোগ ’ ভগবদগীতার কোন অধায়ে আছে ? 

( ক ) অষ্টাদশ 

( খ ) দ্বিতীয় 

( গ ) চতুর্থ 

( ঘ ) তৃতীয় 

( ix ) কৌমুদির পিতার নাম ? 

( ক ) ইন্দ্রবর্মা 

( খ ) মকরন্দ

( গ ) বসন্ত

( ঘ ) ইন্দুশর্মা 

( x ) ‘ যথাজ্ঞাপয়তি দেব ! ’ – বক্তা কে ? 

( ক ) মকরন্দ 

( খ ) প্রমোদ 

( গ ) ইন্দুশর্মা 

( ঘ ) বসন্ত 
 

( xi ) কৌমুদির পছন্দের পাত্র হলেন ? 

( ক ) উদয়ন 

( খ ) দুষ্মন্ত 

( গ ) বসন্ত

( ঘ ) মকরন্দ

( xii ) কনকলেখা হলেন ? 

( ক ) ইন্দ্রবর্মার প্রেমিকা 

( খ ) ইন্দুশর্মার প্রেমিকা 

( গ ) বসন্তর প্রেমিকা 

( ঘ ) মকরন্দর প্রেমিকা 

( xiii ) অভিজ্ঞানশকুন্তলম এর রচয়িতা ? 

( ক ) অশ্বঘোষ 

( খ ) ভাস

( গ ) শুদ্রক  

( ঘ ) কালিদাস 

( xiv ) বিশাখদত্ত রচিত নাটক ? 

( ক ) মৃচ্ছকটিকম 

( খ ) মুদ্রারাক্ষস:

( গ ) চারুদত্ত 

( ঘ ) মালবিকাগ্নিমিত্রম

( xv ) ‘ বরাহমিহির ’ রচিত গ্রন্থটির নাম ? 

( ক ) আর্যসিদ্ধান্ত 

( খ ) বৃহৎসংহিতা 

( গ ) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত

( ঘ ) দশগীতিকাসূত্র 

 

২। পূর্নবাক্য উত্তর দাও : 

                  গদ্য ( যে কোনো তিনটি )


( i ) কতজন চোর বনে গিয়েছিল ? 

( ii ) অলিপর্বা কোন নগরে বাস করত ? 

( iii ) ‘বনগতা গুহা’র উৎস গ্রন্থের নাম কি ? 

( iv ) কশ্যপ কীভাবে ধ্বনি হয়েছিল ? 


                   পদ্য ( যে কোনো তিনটি ) 

( v ) গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন ? 

( vi ) ‘ মুনিবরকন্য ’ – কাকে সম্বোধন করা হয়েছে ? 

( vii ) গঙ্গাজলের মহিমা কোথায় কীর্তিতে ? 

( viii ) ‘ কর্মেন্দ্রিয় ’ কয়টি ও কী কী ? 

 

                        নাটক ( যে কোনো তিনটি ) 

( ix ) ইন্দ্রবর্মা কে ? 

( x ) বাসন্তিকস্বপ্নম এর মূল ইংরাজি নাটকটির নাম লেখো ? 

( xi ) ‘ কুহু: ’  পদের অর্থ কি ? 

( xii ) রাজার বিবাহের আর কতদিন দেরি ? 



                           সাহিত্য ইতিহাস 

( xiii ) মৃচ্ছকটিকম এর রচয়িতার নাম লেখো ? 

( xiv ) জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি ? 

( xv ) ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো ।

 

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২২ hs political science questions papers 2022


                           PART - A 

                           বিভাগ - ক 

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও । আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো । 


                             অথবা

বিশ্বায়ন কাকে বলে ? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো । 

( ii ) মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো । 


                             অথবা

গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো । 

( iii ) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষন করো । 
 

                             অথবা

ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো । 

( iv ) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো । 

                             অথবা

ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো । 

( v ) ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো । 


                             অথবা

 ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখো । 






                         PART - B 

                         বিভাগ - খ


২। প্রতিটি প্রশ্নের উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় ? 

( ক ) 1972

( খ ) 1974 

( গ ) 1971

( ঘ ) 1973



                                অথবা 

তপশিলি জাতি , তপশিলী উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যাবস্থা করা হয়েছে ? 

( ক ) 1992 সালে 

( খ ) 1993 সালে 

( গ ) 1994 সালে 

( ঘ ) 1995 সালে 

( ii ) প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ ? 

( ক ) 5 বছর 

( খ ) 5 বছর 

( গ ) 7 বছর 

( ঘ ) 8 বছর 

( iii ) বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে ? 

( ক ) সুপ্রিমকোর্টের 

( খ ) হাইকোর্টের 

( গ ) কনজিউমার কোটের 

( ঘ ) সাবঅডিনেট কোটের 



                                অথবা

ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয় ? 

( ক ) 1985 সালে 

( খ ) 1986 সালে

( গ ) 1987 সালে

( ঘ ) 1988 সালে

( iv ) হাইকোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন ?  

( ক ) 60 বছর

( খ ) 62 বছর

( গ ) 64 বছর

( ঘ ) 65 বছর

( v ) ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে ? 

( ক ) লোকসভার 

( খ ) রাজ্যসভার

( গ ) রাজ্যসভা ও লোকসভার 

( ঘ ) বিধানসভার 
 

( vi ) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল ? 

( ক ) 270

( খ ) 250

( গ ) 260

( ঘ ) 290


                                অথবা

রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হল ? 

( ক ) 4 বছর 

( খ ) 5 বছর 

( গ ) 6 বছর

( ঘ ) 7 বছর

( vii ) ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ? 

( ক ) ড: রাজেন্দ্রপ্রসাদ 

( খ ) ড: সর্বপল্লী রাধাকৃষ্ণ

( গ ) কে . আর . নারায়ণন 

( ঘ ) প্রণব মুখার্জী 

( viii ) কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন ? 

( ক ) উপরাষ্ট্রপতি 

( খ ) প্রধানমন্ত্রী 

( গ ) রাষ্ট্রপতি 

( ঘ ) স্পিকার 

( ix ) ‘স্পিরিট অব দি লজ’ গ্রন্থ প্রকাশিত হয় ? 

( ক ) 1748 সালে 

( খ ) 1749 সালে

( গ ) 1750 সালে

( ঘ ) 1789 সালে


                                অথবা

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল ? 

( ক ) জনপ্রতিনিধি সভা

( খ ) লোকসভা 

( গ ) জাতীয় গণকংগ্রেস 

( ঘ ) সিনেট 

( x ) দ্বিকক্ষবাদের সমর্থক হলেন ? 

( ক ) জে . এস . মিল 

( খ ) হেগেল 

( গ ) বার্কার 

( ঘ ) ফাইনার

 
( xi ) ‘জাতীয় মূল্যবোধের সমষ্টি হল জাতীয় স্বার্থ’ একথা বলেছেন ? 

( ক ) হ্যান্স জে . মরগেনথাউ 

( খ ) যোসেফ ফ্রাংয়েকল 

( গ ) অ্যালান বল 

( ঘ ) মর্টন কাপলান 


                                অথবা

‘পলিটিক্স অ্যামং নেশনস’ বইটি কার লেখা ? 

( ক ) কে . জে . হলস্টি 

( খ ) কুইন্সি রাইট 

( গ ) হলম্যান 

( ঘ ) হ্যান্স জে . মর্গেনথাউ 


( xii ) ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয়........সালে । 

( ক ) 1648 

( খ ) 1658

( গ ) 1668

( ঘ ) 1678 


( xiii ) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন ? 

( ক ) প্রধান 

( খ ) সভাপতি 

( গ ) সভাধিপতি 

( ঘ ) বি . ডি . ও 

( xiv )  ছোটো শহরগুলির স্বায়তশাসন পরিচালিত হয় ? 

( ক ) গ্রাম পঞ্চায়েতের ধারা 

( খ ) পৌরসভার ধারা 

( গ ) রাজ্য সরকার দ্বারা 

( ঘ ) বরো কমিটির দ্বারা 

( xv ) কতজন বিচারপতি কে নিয়ে ভারতের সুপ্রিমকোর্ট গঠিত ? 

( ক ) 31 জন

( খ ) 26 জন

( গ ) 37 জন

( ঘ ) 38 জন 


( xvi ) লোক আদালত গঠিত হয় ? 

( ক ) 1985 সালে

( খ ) 1986 সালে

( গ ) 1984 সালে

( ঘ ) 1988 সালে

( xvii ) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন ? 

( ক ) প্রধানমন্ত্রী  

( খ ) উপরাষ্ট্রপতি 

( গ ) স্পিকার 

( ঘ ) রাজ্যপাল



( xviii ) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল ? 

( ক ) 294

( খ ) 180

( গ ) 160

( ঘ ) 295

( xix ) রাজ্যসভায় সভাপতিত্ব করেন ? 

( ক ) রাষ্ট্রপতি 

( খ ) উপরাষ্ট্রপতি 

( গ ) স্পিকার 

( ঘ ) প্রধানমন্ত্রী 

( xx ) ভারতীয় সংবিধানে ‘স্বেচ্ছাধীন ক্ষমতা’ প্রদান করা হয়েছে ? 

( ক ) রাষ্ট্রপতিকে 

( খ ) রাজ্যপাল কে 

( গ ) প্রধানমন্ত্রী কে 

( ঘ ) মুখ্যমন্ত্রী কে 


                                অথবা

রাষ্ট্রপতি পদপ্রাথীর নূন্যতম বয়স হতে পারে ? 

( ক ) 35 বছর

( খ ) 30 বছর

( গ ) 37 বছর

( ঘ ) 42 বছর

( xxi ) উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় ? 

( ক ) পাকিস্থানে 

( খ ) বাংলাদেশে

( গ ) গ্রেট ব্রিটেনে

( ঘ ) ভারতে 
 

( xxii ) “পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র” – এই কথা কে বলেছেন ? 

( ক ) মার্কিন রাষ্ট্রপতি উইলসন 

( খ ) ম্যাডিসন 

( গ ) মুসোলিনি 

( ঘ ) ব্ল্যাকস্টোন 

( xxiii ) ‘হিন্দ স্বরাজ’ বইটির লেখক ? 

( ক ) জওহরলাল নেহেরু 

( খ ) ইন্দিরা গান্ধী 

( গ ) এম . কে . গান্ধী 

( ঘ ) সুকর্ন 

( xxiv ) বৈপরীত্যর ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত ? 

( ক ) মার্কসবাদ 

( খ ) উদারনীতিবাদ 

( গ ) ভাববাদ 

( ঘ ) গান্ধীবাদ 



৩। নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়  ) : 


( i ) গ্রাম সংসদ কি ? 


                                অথবা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যাবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি ? 

( ii ) পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো । 

( iii ) বন্দি প্রতক্ষীকরণ কি ? 

( iv ) ভারতীয় বিচারব্যাবস্থার  যে কোনো একটি বৈশিষ্ট্যর উল্লেখ করো । 
 

                                অথবা

ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে ? 

( v ) লোকসভার গঠন কি ? 


                                অথবা

জিরো আওয়ার কাকে বলে ? 

( vi ) রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স কত হতে হয় ? 


( vii ) ভারতীয় সংবিধানের 356 ধারায় কি বলা হয়েছে ? 


                                অথবা

ভারতের অ্যাটনি জেনারেল কে নিযুক্ত করেন ? 

( viii ) কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো একটি কার্য চিহ্নিত করো ।

( ix ) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও  ।
 

                                অথবা

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও ।

( x ) ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি ? 


                                অথবা

বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো । 

( xi ) নামসর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কি ? 

( xii ) আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো । 

( xiii ) রাষ্ট্রকে ‘আত্মহীন যন্ত্র’ বলে কে ব্যাখ্যা করেছেন ? 

( xiv ) উদারনীতিবাদের জনক হিসেবে কাকে অভিহিত করা হয় ? 



                                অথবা

উৎপাদন শক্তির দুটির উদাহরণ দাও । 

( xv ) “ Twenty Years Crisis ” গ্রন্থটি কে লিখেছেন ? 
 

                                অথবা

ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো । 


( xvi ) প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ কাকে বলে ? 



শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২২

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২২ hs Bengali questions papers 2022


                           PART - A

                         বিভাগ - ক

১। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১.১। “এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে ।” – বড়ো পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় ?

১.২। “সেই সময় এল এক বুড়ি ।” – লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো ।

২। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

২.১। “আরোগ্যর জন্য ঐ সবুজের ভীষণ দরকার” – ‘ঐ সবুজ’ বলতে কি বুঝিয়েছেন ? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন ?

২.২। “আমি তা পারি না ।” – কবি কি পারেন না ? “যা পারি কেবল” – কবি কি পারেন ?

 

৩। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১। “আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই চাটুজ্জেমশাই – কেউ জানে না” – কোন নাটকের অংশ ? বক্তা কে ? তিনি কেন গ্রিনরুমে ঘুমোন ?

৩.২। “জীবন কোথায় ?” – কে , কাকে বলেছেন ? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন ?

৪। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১। “অবাক – বিহ্বল বসে আছি , মুখে কথা নেই ।” মুখে কথা নেই কেন ?

৪.২। “কে আবার গড়ে তুলল এতবার ?” – কি গড়ে তোলার কথা বলা হয়েছে ? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন ?

 

৫। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১। “এ অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়” – কোন অঞ্চলের কথা বলা হয়েছে ? গারোদের ঘর কেমন তার বিবরণ দাও ?

৫.২। “জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর ।” – কোন জেলখানা ? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কিরকম অত্যাচার করা হত ?

৬। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১। বিভাজ্য ধ্বনি কাকে বলে ? দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও ।

৬.২। ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো ।

 

৭। অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৭.১। বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো ।

৭.২। বাংলা ক্রিকেটের ধারায় সারদারঞ্জন রায়চৌধুরীর অবদান আলোচনা করো ।

৭.৩। চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো ।

৭.৪। বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো ।

 

৮। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করো , নির্দেশনাসুরে কমবেশি ৪০০ শব্দে একটি প্রবন্ধ রচনা করো ।

৮.১। কোভিড ১৯র বিশ্বব্যাপী আক্রমণ ।

৮.২। নতুন মাস্টারমশাই ।

৮.৩। বিতর্কের বিষয় : ‘ক্লাসরুম’ শিক্ষার পরিপূরক ‘অনলাইন এডুকেশন’ ।

৮.৪। সৈয়দ মুজতবা আলী ( ১৯০৪ – ১৯৭৪ ) ।

                           PART – B


১। ঠিক বিকল্পটি নির্বাচন করো ( যে কোনো ১৮টি প্রশ্নের উত্তর দাও ) :

১.১। “নিহত ভাইয়ের শবদেহ দেখে / না ই যদি হয়” ?

( ক ) রোষ

( খ ) ক্ষোভ

( গ ) রাগ

( ঘ ) ক্রোধ

১.২। থুথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো ?

( ক ) চিটচিটে তুলোর কম্বল

( খ ) ছেঁড়া কাপড়

( গ ) নোংরা চাদর

( ঘ ) দামী শাল

১.৩। “এ গল্প গ্রামে সবাই শুনেছে” – গল্পটা হল ?

( ক ) বাসিনির মনিব বাড়িতে হেলাঢেলা ভাত

( খ ) বাসিনির মনিব খুব ভালো লোক

( গ ) বাসিনির মনিব সতীশবাবু আত্মীয়

( ঘ ) বাসিনির মনিব বাড়িতে লোকের মেলা ।

১.৪। “হেড পন্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেননি” – কারণ

( ক ) সংস্কৃতে বারো পেয়েছিলাম

( খ ) সংস্কৃতে ফেল করেছিলাম

( গ ) সংস্কৃতে দশ পেয়েছিলাম

( ঘ ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম

১.৫। “পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন” – কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন ?

( ক ) অনিন্দ্য সৌরভ

( খ ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

( গ ) শঙ্খ ঘোষ

( ঘ ) উৎপলকুমার বসু

 

১.৬। “কাল্পনিক যুদ্ধ” – এর মৃত্যুকে নাট্যকার বলেছেন ?

( ক ) ইসথেটিক মরা

( খ ) অস্বাভাবিক মরা

( গ ) খুব রোমান্টিক

( ঘ ) অদ্ভুত মরা

১.৭। “তুলসী লাহিড়ীর ‘পথিক’ নাটক থেকে বলি – ( ফিল্মি ঢঙে ) ‘ আমি তো চললাম ....” বক্তা কে ?

( ক ) বৌদি

( খ ) শম্ভু

( গ ) অমর

( ঘ ) সার্জেন্ট

১.৮। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি ?

( ক ) টুয়েলভ ইংক স্কেচেস

( খ ) হলকর্ষণ

( গ ) শ্বেত অভিসারীকা

( ঘ ) উন্ডস

১.৯। ‘ভাত’ গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল ?

( ক ) যক্ষ্মা

( খ ) ম্যালেরিয়া

( গ ) টাইফয়েড

( ঘ ) ক্যান্সার

১.১০। বড়ো বাড়ির হোময্যোগি করতে এসেছিল ?

( ক ) বেদজ্ঞ পন্ডিত

( খ ) শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ

( গ ) কুল পুরোহিত

( ঘ ) তান্ত্রিক 

 

১.১১। “সবাই আবিষ্কার করল”

( ক ) ভারতবর্ষ

( খ ) বটতলায় বুড়ির অসাড় দেহ

( গ ) শকুনের ঝাঁক

( ঘ ) পড়ে থাকা পুঁটলি

১.১২। গোবর গুহের নাম কোন খেলার ?

( ক ) কুস্তি

( খ ) ব্রতচারি

( গ ) তিরন্দাজি

( ঘ ) কবাডি

১.১৩। “রক্তের অক্ষরে দেখিলাম” কি দেখলেন ?

( ক ) আপনার স্বপ্ন

( খ ) আপনার জগৎ

( গ ) আপনার বেদনা

( ঘ ) আপনার রূপ

১.১৪। “মেঘমদির মহুয়ার দেশ” আছে ?

( ক ) খুব , খুব কাছে

( খ ) অনেক , অনেক দূরে

( গ ) নিবিড় অরণ্য

( ঘ ) প্রান্তরের শেষে

১.১৫। চাষাভুষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল ?

( ক ) গরম চায়ের

( খ ) রোধ ঝলমল একটা দিনের

( গ ) নদী উর্দিপরা চৌকিদারের

( ঘ ) শহরে যাওয়ার বাসের 

 

১.১৬। কি উচ্ছবকে বড়ো উতলা করে ?

( ক ) বাদার চালের গন্ধ

( খ ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা

( গ ) বউ ছেলেমেয়ের কথা

( ঘ ) ফুটন্ত ভাতের গন্ধ

১.১৭। “উ: কি শীত – সব আছে শুধু ....” কি নেই ?

( ক ) মানুষ নেই 

( খ ) আলো নেই

( গ ) লোকজন নেই

( ঘ ) শীতের পোশাক নেই

১.১৮। “স্টেশনমাস্টারের কাছে আবেদন জানানো হল ।” কীসের আবেদন জানানো হল ?

( ক ) ট্রেনটাকে চালানোর

( খ ) ট্রেনটাকে থামানোর

( গ ) নতুন ট্রেনের ব্যাবস্থা করার 

( ঘ ) ট্রেনটাকে বাতিল করার

১.১৯। “শাহজাদি ! সম্রাটনন্দিনী ! মৃত্যু ভয় দেখাও কাহারে” – কোন নাটকের অংশ ?

( ক ) সাজাহান

( খ ) মেবার পতন

( গ ) রিজিয়া

( ঘ ) চন্দ্রগুপ্ত

১.২০। রামব্রীজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন ?

( ক ) এক টাকা

( খ ) তিন টাকা

( গ ) চার টাকা

( ঘ ) দুই টাকা 

 

১.২১।  বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল ?

( ক ) সমাচার দর্শন

( খ ) তত্ত্ববোধিনী দর্শন

( গ ) দিগদর্শন

( ঘ ) প্রাকৃতিক বিজ্ঞান

১.২২। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় ?

( ক ) বিভক্তি

( খ ) উপসর্গ

( গ ) প্রত্যয়

( ঘ ) অনুসর্গ

১.২৩। বিভাজ্য ধ্বনির অপর নাম ?

( ক ) যুক্তধ্বনি

( খ ) পারশবিক ধ্বনি 

( গ ) খন্ড ধ্বনি

( ঘ ) তাড়িত ধ্বনি

১.২৪। ‘ডাওর’ কথাটির অর্থ ?

( ক ) ভদ্রলোক

( খ ) ছোটলোক

( গ ) শহরের লোক

( ঘ ) গ্রামের লোক
 

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দাও ) :

২.১। বর্ধমানে কোন গান বেআইনি ?

২.২। অবিভাজ্য ধ্বনি কাকে বলে ?

২.৩। প্রত্যয় কাকে বলে ?

২.৪। “একজন ঠান্ডা মাথায় বলল” – কি বলেছিল ?

২.৫। “ওই পাঁচ ভাগে ভাত হয়” – পাঁচ ভাগ বলতে কি বোঝানো হয়েছে ? 

 

২.৬। সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও ।

২.৭। শ্বাসাঘাত কাকে বলে ?

২.৮। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি ?

২.৯। স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যে সব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন , তার মধ্যে দুটি ভাষার নাম লেখো ।

২.১০। ‘ Dictionary’ শব্দটি কবে কোথায় পাওয়া যায় ?

 

২.১১। “রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান ।” – কাকে , কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন ?

২.১২। “তারা থাকত কোন ভাষায় ?” – কাদের কথা বলা হয়েছে ?

২.১৩। “তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না” – কার ‘বয়েস’ কেন বোঝা যায় না ?

২.১৪। “এমনি এলাম – একেবারে এমনি নয় ...” – কে , কোথায় এসেছিলেন ?

২.১৫। ‘আমি কৌতুহলী হয়ে উঠি’ – কি বিষয়ে বক্তা কৌতুহলী হয়ে ওঠেন ? 

 

২.১৬। “তমে ঘোড়া নেইকরি চঞ্চল খবর নেই আসিবি” – এই নির্দেশ কে , কাকে দিয়েছিল বলে ‘বিভব’ নাটকে উল্লেখ করা হয়েছে ?

২.১৭। “চন্নুরি রে ! তুইও খা” – কোন গল্পের অংশ ? ‘চন্নুরী’র পরিচয় দাও ।

২.১৮। “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন” – কবি জীবনকে ‘দুঃখের তপস্যা’ মনে করেছেন কেন ?

২.১৯। ‘সেটাই সবাইকে অবাক করেছিল ।’ – সবাই অবাক হয়েছিল কেন ?

২.২০। “ঘুমহীন তাদের চোখে হানা দেয়” – কাদের চোখে কি হানা দেয় ?

 

 


শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২ hs history question papers 2022

                            PART – A 

                            বিভাগ - ক 

১। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খন্ড থেকে নূন্যতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) : 



                                খন্ড – ক

( i ) জাদুঘর বলতে কি বোঝো ? অতীত পূর্নগঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো ।


                                 অথবা 

ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি ? 

( ii ) চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো । ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি ছিল ?

( iii ) ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি ছিল ? এই বাণিজ্যের অবসান কীভাবে হয়েছিল ? 

( iv ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও ।
 

                          অথবা

আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ।

( v ) 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো ।


                            অথবা 

রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল ? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন ? 

( vi ) কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল ? এর ফলাফল কি হয়েছিল ? 

( vii ) ক্রিপস মিশনের প্রভাবগুলি কি ছিল ? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন ? 

( viii ) 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কি ছিল ? 
 

                          অথবা 

হো-চি-মিনের নেতৃত্ব ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও । 



                             PART – B


                            বিভাগ – খ 

( i ) কুখ্যাত জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ড কোথায় সংঘটিত হয়েছিল ? 

( ক ) দিল্লি 

( খ ) শ্রীনগর 

( গ ) সাহারানপুর

( ঘ ) অমৃতসর 

( ii ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন ? 

( ক ) লিনলিথগো 

( খ ) এটলি 

( গ ) ক্রিপস 

( ঘ ) মাউন্টব্যাটেন 

( iii ) ‘তুয়াফাৎ - উল - মুয়াহিদ্দিন’ – কে রচনা করেন ? 

( ক ) রামমোহন রায় 

( খ ) সৈয়দ আহমেদ খান 

( গ ) উইলিয়াম হান্টার 

( ঘ ) থিয়োডর বেক 


( iv ) স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ ২ মেলাও : 


স্তম্ভ –১ 

(i) এশিয়াটিক সোসাইটি

(ii) ফোর্ট উইলিয়াম কলেজ

(iii) স্কুল বুক সোসাইটি

(iv) সংস্কৃত কলেজ 



স্তম্ভ – ২ 

(A) এইচ. এইচ.উইলসন 

(B) ডেভিড হেয়ার

(C) উইলিয়াম জোনস

(D) লর্ড ওয়েলেসলি  

 
( v ) নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় ? 

( ক )  চিন ও ইংল্যান্ডের মধ্যে

( খ ) চিন ও জাপানের মধ্যে 

( গ ) চিন ও ফ্রান্সের মধ্যে 

( ঘ ) চিন ও রাশিয়ার মধ্যে 

( vi ) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? 

( ক ) 1774

( খ ) 1784

( গ ) 1794

( ঘ ) 1804

( vii ) দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ একটি ? 

( ক ) লোককথা 

( খ ) স্মৃতিকথা

( গ ) কিংবদন্তি 

( ঘ ) পুরাণ বিষয়ক গ্রন্থ 

( viii ) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল ? 

( ক ) ভারতীয় জাদুঘর

( খ ) লুভ্যর মিউজিয়াম

( গ ) ব্রিটিশ মিউজিয়াম 

( ঘ ) এন্নাগালডি নান্নার জাদুঘর 

( ix ) আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হল ? 

( ক ) আইজল

( খ ) দিসপুর

( গ ) ইম্ফল

( ঘ ) কোহিমা 

( x ) মন্ত্রী মিশন ভারতে এসেছিল ? 

( ক ) 1942–এ 

( খ ) 1944–এ

( গ ) 1945–এ

( ঘ ) 1946–এ 
 

( xi ) মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন ? 

( ক ) আগা খাঁ 

( খ ) সালিমউল্লাহ

( গ ) মোহাম্মদ আলী জিন্না

( ঘ ) সৈয়দ আহমেদ খান 

( xii ) গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল ? 

( ক ) 1917 খ্রিস্টাব্দে

( খ ) 1918 খ্রিস্টাব্দে

( গ ) 1919 খ্রিস্টাব্দে

( ঘ ) 1920 খ্রিস্টাব্দে

( xiii ) ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন ? 

( ক ) দয়ানন্দ সরস্বতী 

( খ ) গোবিন্দ রানাডে 

( গ ) জ্যোতিবা ফুলে 

( ঘ ) রামমোহন রায়

( xiv ) বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ? 

( ক ) রবার্ট ক্লাইভ 

( খ ) ওয়ারেন হেস্টিংস 

( গ ) লর্ড কর্ণওয়ালিস 

( ঘ ) লর্ড ওয়েলেসলি 

( xv ) “ইতিহাস একটি বিজ্ঞান , এর বেশিও নয় , কমও নয়” – উক্তিটি করেছেন ? 

( ক ) রাংকে 

( খ ) বিউরি 

( গ ) ই.এইচ.কার

( ঘ ) জেমস মিল 
 

( xvi ) মিথ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি ? 

( ক ) রোমান শব্দ

( খ ) লাতিন শব্দ

( গ ) গ্রিক শব্দ

( ঘ ) জার্মান শব্দ

( xvii ) ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন ? 

( ক ) চক্রবর্তী রাজাগোপালচারী 

( খ ) লর্ড মাউন্টব্যাটেন 

( গ ) জওহরলাল নেহেরু 

( ঘ ) বল্লভভাই প্যাটেল 

( xviii ) স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ ২ মেলাও : 


                       স্তম্ভ – ১ 

(i) ইন্দোনেশিয়া 

(ii) জাপান

(iii) ইংল্যান্ড

(iv) ইউ.এস.এ 



                          স্তম্ভ – ২ 

(A) ক্লিমেন্ট এটলি

(B) রুজভেল্ট

(C) ড: সুকর্ন 

(D) হিদেকি তোজো 


( xix ) চিনে 4ঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন ?

( ক ) চেন - তু - সিউ 

( খ ) চিয়াং কাইশেক 

( গ ) সান ইয়াৎসেন 

( ঘ ) কোয়াংশু 

( xx ) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল ? 

( ক ) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 

( খ ) মাদ্রাজ লেবার ইউনিয়ন 

( গ ) গিরণী কামগর ইউনিয়ন 

( ঘ ) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন 

( xxi ) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন ? 

( ক ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

( খ ) চিত্তপ্রসাদ চট্টোপাধ্যায় 

( গ ) বিজন ভট্টাচার্য 

( ঘ ) ভবানী ভট্টাচার্য 

( xxii ) ‘ভারত শ্রমজীবি’ পত্রিকার সম্পাদক ছিলেন ?

( ক ) শশীপদ ব্যানার্জী 

( খ ) মতিলাল শীল 

( গ ) গান্ধীজি

( ঘ ) সরোজিনী নাইডু  
 

( xxiii ) ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন ? 

( ক ) বিদ্যাসাগর

( খ ) দেবেন্দ্রনাথ ঠাকুর 

( গ ) রামমোহন রায় 

( ঘ ) ডিরোজিও 

( xxiv ) ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন ? 

( ক ) রবার্ট ক্লাইভ 

( খ ) ওয়ারেন হেস্টিংস 

( গ ) স্যার জন শোর 

( ঘ ) লর্ড কর্ণওয়ালিশ 



২। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) ‘শর্ত দিবসের সংস্কার’ কি ? 

( ii ) অবশিল্পায়ন কি ? 


                                    অথবা 

কোন চাটার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় ? 

( iii ) পিকিং কনভেনশন কবে আহুত হয়েছিল ? 

( iv ) ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ কে প্রতিষ্ঠা করেন ? 

( v ) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ? 

 
                                    অথবা

স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন ? 


( vi ) কর্নওয়ালিশ কোড কি ? 



                                    অথবা

সূর্যাস্ত আইন কি ? 


( vii ) ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ? 

 
                                    অথবা

ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ? 

( viii ) কুয়ো - মিং - টাং দলের প্রতিষ্ঠাতা কে ? 

( ix ) তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 


                                    অথবা

রশিদ আলি দিবস কবে পালিত হয়েছিল ? 

( x ) বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে ? 

( xi ) ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন ? 



                                    অথবা

পাশ্চাত্যবাদী নামে কারে পরিচিত ?


( xii ) রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়েছিল ? 

( xiii ) মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল ? 

( xiv ) সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন ? 

( xv ) স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো ।
 


                                    অথবা

চুঁইয়ে পড়া নীতি কি ? 

( xvi ) গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ? 



                                    অথবা

আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?