Breaking News

বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো ।

 


উত্তর >>> বাংলার এক ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে দ্বিজেন্দ্রলাল (১৯.৭.১৮৬৩১৭.৫.১৯১৩) সৃষ্টি করেছেন তাঁর নাটক এবং গানগুলি । যা আজও বহুলাংশে প্রাসঙ্গিক এবং জনপ্রিয় । সেই যুগে তাঁর রচিত নাটকগুলি সারা ভারতবর্ষেই প্রদর্শিত হত । ইতিহাসভিত্তিক সেই সমস্ত নাটকগুলির প্রয়োজনে তিনি সৃষ্টি করেছিলেন প্রচুর গান । যার বেশিরভাগটাই ছিল দেশপ্রেমমূলক । তার সাথে রয়েছে বেশ কিছু প্রেম , প্রকৃতি ও আধ্যাত্মিক ভাবনার গানও । তাঁর নাটকগুলির বিপুল জনপ্রিয়তার মূলে ছিল আদর্শবাদ এবং যুগের চাহিদা অনুসারী মঞ্চ উপস্থাপন । তাঁর গানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য । তিনি সেই সময়ের সুর ধরতে পেরেছিলেন । সেই সুর এনেছিলেন তাঁর গানে । ‘সাজাহান’ নাটকের ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানটি প্রায় জাতীয় সংগীত পর্যায়ের হয়ে উঠেছিল । প্রতাপসিংহ নাটকের ‘ধাও ধাও সমরক্ষেত্রে’ , দুর্গাদাসের ‘পাঁচশো বছর এমনি করে’ অথবা ‘মেবার পতনে’র ‘মেবার পাহাড় মেবার পাহাড়’ সমস্ত ভারতবাসীর মন জয় করেছে । তাঁর রচিত অন্যান্য দেশাত্মবোধক গান , চিরকালীন যেমন ‘যেদিন সুনীল জলধি হইতে’ অথবা ‘ভারত আমার ভারত আমার’ অপূর্ব । তাঁর গান সেই সময় থেকেই ‘দ্বিজেন্দ্রগীতি’ নামে খ্যাত । রবীন্দ্র সমকালে অবস্থান করেও তাঁর গান আপন স্বাতন্ত্র্য বজায় রেখে কালজয়ী হয়েছে । রবীন্দ্রনাথ নিজেও তাঁর গানের ভক্ত ছিলেন । দ্বিজেন্দ্রলালের হাসির গানও বিখ্যাত । যা ওই যুগে বাঙালি শ্রোতাদের নির্মল আনন্দের আস্বাদন এনে দিয়েছিল । তাঁর গানে তিনি দেশজ সুরের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়েছেন , যা সুরের ক্ষেত্রে নতুনত্ব এনে দিয়েছে । বাংলা গানের এক বিরাট স্তম্ভ দ্বিজেন্দ্রগীতি ।

 

No comments