বাংলা গানের ইতিহাসে কবিওয়ালাদের অবদান সম্পর্কে যা জান লেখো ।
উত্তর :- অন্নদামঙ্গলের কবি রায়গুণাকর ভারতচন্দ্রের মৃত্যু হয় ১৭৬০ খ্রিস্টাব্দে । এর অব্যবহিত পর থেকেই বাংলা গানে কবিওয়ালাদের আবির্ভাব । বিশেষত পলাশির যুদ্ধ (১৭৫৭)- পরবর্তী সময়ে তা বিশেষ প্রসার লাভ করে । এই ধারা বহমান ছিল ১৮৫৯ খ্রিস্টাব্দে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর বছর পর্যন্ত । যদিও তার আগে এবং পরে বহু শতাব্দী ধরেই কবিগানের একটি ক্ষীণ ধারা বাংলা এবং বাঙালির জীবনে বহতা ছিল । এই পর্বটি বাংলার যুগসন্ধিক্ষণ , তাই কবিগানের উদ্ভব আর বিকাশের কতকগুলি বিশেষ কারণ আছে । বিশেষত সামাজিক , রাজনৈতিক , অর্থনৈতিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে বাঙালির বিরাট পরিবর্তন এই পর্বে ঘটেছিল । কবিওয়ালাগণ প্রাচীন বাংলা কাব্যের বিষয় গ্রহণ করলেও কোনো দেবনির্ভরতা বা অলৌকিকতাকে তাঁদের সৃষ্টিতে আনেননি । তাঁরা আধ্যাত্মিকতাকে বর্জন করেছিলেন । পরিবর্তে এনেছিলেন যুক্তি , মানবতাবাদ এবং বিভিন্ন সামাজিক বোধকে । তাঁরা আসরে দাঁড়িয়ে মুখে মুখে গান রচনা করতেন । বিপক্ষের সাথে ছন্দ এবং সুর বজায় রেখে ‘লড়াই’ ও চালিয়ে যেতেন , যাকে চলিত ভাষায় ‘কবির লড়াই’ বলা হয় । আসরে উপস্থিত শ্রোতাদের মনোরঞ্জন করা এবং নিজের তথা নিজের দলের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করাই এই গানের মূল উদ্দেশ্য ছিল । এক্ষেত্রে বহুলাংশে শ্রোতাদের চাহিদা অনুসারেই কবিওয়ালারা গান বাঁধতেন । এই ধারার প্রাচীনতম কবি গোঁজলা গুঁই । তিনি ভারতচন্দ্রের সমসাময়িক । তাঁর শিষ্য রঘুনাথ দাস । রঘুনাথের শিষ্যদের মধ্যে রাসু , নৃসিংহ ও হরু ঠাকুর কবিওয়ালা হিসেবে প্রতিষ্ঠা পান । এই হরু ঠাকুরের শিষ্য ছিলেন ভোলাময়রা । অপর শিষ্য রামপ্রসাদ ঠাকুর । অনেকের মতে , কবিগানের সর্বশ্রেষ্ঠ প্রতিভা ছিলেন রামজির শিষ্য রাম বসু । তবে কবিওয়ালা হিসেবে সর্বাধিক জনপ্রিয় হয়েছেন অ্যান্টনি কবিয়াল । অনেক সমালোচক কবিগানকে নিতান্তই নিম্নরুচির বলে মনে করে । কথাটি বহুলাংশেই ভুল প্রমাণিত । যদিও কবিওয়ালাদের রচিত গানের সুনির্দিষ্ট মাপকাঠি তৈরি করা কঠিন । কারণ বিভিন্ন আসরে , বিচিত্র শ্রোতার সামনে প্রচলিত লোককবিতা বা লোকজীবন অবলম্বনে তাঁরা গান বাঁধতেন । তবু কিছু কিছু কবিওয়ালা তাঁদের সৃষ্টিতে যথেষ্টই পারদর্শিতা এবং রুচির ছাপ রেখেছেন । পরবর্তীকালে ইংরেজি সাহিত্যের প্রভাবে বাংলা সাহিত্যেও দ্রুত পালাবদল ঘটে । পাঠকদের মতোই শ্রোতাদেরও রুচির পরিবর্তন ঘটে । বিলুপ্ত হয় কবিগানের ধারা ।

No comments