Breaking News

“মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায় ” কারা , কেন উচ্ছবকে মারতে মারতে থানায় নিয়ে যায় ?

 


উত্তর  :- এ যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পে আমরা উচ্ছব নামক একটি চরিত্রের সাক্ষাৎ পাই , যে মাতলা নদীতে বন্যার সময় ঘরবাড়িসহ দুই ছেলে , মেয়ে চন্নুনী এবং স্ত্রীকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে , ভাতের জন্য তার গ্রামতুতো বোন বাসিনীর মনিব বাড়ি কলকাতাতে এসে আশ্রয় নেয় । কিন্তু সেখানে এসেও সে ভাত খেতে পায় না । ক্যানসারে আক্রান্ত বাড়ির কর্তার হোম-যজ্ঞের জন্য প্রথমে তাকে বেল , ক্যাওড়া , অশ্বত্থ , বট , তেঁতুল গাছের আধ মন করে কাঠ কাটতে হবে দেড় হাত লম্বা করে , তারপর যজ্ঞ হয়ে গেলে সে ভাত খেতে পাবে । কাজ হয়ে গেলে ভাত খেতে পারবে এই আশায় উচ্ছব মনের জোরে কাঠ কেটে বাড়ির বাইরে শিবমন্দিরের চাতালে বসে এবং এক সময় সেখানেই ঘুমিয়ে পড়ে । ঘুম ভাঙার পরে সে বুঝতে পারে , বাড়ির কর্তা প্রয়াত হয়েছেন এবং অশৌচ লাগার জন্য রান্না করা সব ভাত বাইরে ফেলে দেওয়া হচ্ছে । বহুদিন ধরে ভাত-উপোসী উচ্ছব এরপর বাসিনীর ফেলে দিতে আসা ভাতের ডেকচি নিয়ে হনহনিয়ে খানিকটা হেঁটে , পরে এক দৌড়ে স্টেশনে চলে যায় । সেখানে গিয়ে বহুদিন পরে উচ্ছব মনের সুখে গ্রাস গ্রাস ভাত খায় । অনেকদিন পরে আশ মিটিয়ে ভাত খেয়ে স্টেশনেই তৃপ্ত উচ্ছব সেই পেতলের ডেকচিটি জাপটে , তার কাণায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে । পরদিন ভোরে পুলিশ ঘুমন্ত উচ্ছবকে স্টেশনেই ধরে ফেলে এবং পেতলের ডেকচি চুরি করার অপরাধে মারতে মারতে থানায় নিয়ে যায় তাকে ।

 

No comments