Breaking News

“মৌমাছির মত সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে”— ‘ মৌমাছি ’ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে ? উদ্ধৃতিটি ব্যাখ্যা করো ।

 


উত্তর  >>  প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায় , কে বাঁচে ’ ছোটোগল্পের নায়ক চরিত্র মৃত্যুঞ্জয়কে মৌমাছির সঙ্গে তুলনা করা হয়েছে ।  

মন্বন্তরের সময় একদিন বাড়ি থেকে অফিস যাওয়ার পথে ফুটপাথে একটি অনাহারজনিত মৃত্যুদৃশ্য দেখে মৃত্যুঞ্জয় শোকে বিহ্বল হয়ে যায় । আবেগপ্রবণ মৃত্যুঞ্জয়ের এই মানসিক আঘাতের ফলে এক ধরনের শারীরিক বেদনাবোধও অনুভূত হতে থাকে । অফিসে গিয়ে নিজের কাজের ঘরে ঢুকে ধপ্ করে চেয়ারে বসে পড়ে সে । তারপর বাথরুমে গিয়ে বমি করে দেয় ঘর থেকে খেয়ে আসা যাবতীয় খাবার । ফিরে এসে কাচের গ্লাসে জল খেতে খেতে উদাস দৃষ্টিতে সে তাকিয়ে থাকে দেওয়ালের দিকে । ‘ পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা-তাপস ’ মৃত্যুঞ্জয়ের এই মৃত্যুদৃশ্য দেখার পর থেকেই বিবেকপীড়ন হতে শুরু করে । এই অনাহার মৃত্যুর কারণ সম্পর্কে নানা ধারণা তার মনে জাগে । সে ভাবতে চেষ্টা করে খিদের যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণার মধ্যে কোনটা বেশি কষ্টকর । সে আরও ভাবে যে , দরিদ্র মানুষের জীবনপ্রণালী সম্পর্কে তার উদাসীনতাই হয়তো এইরকম মৃত্যুর কারণ । কিন্তু কীভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব ? প্রায়শ্চিত্তই বা করা যায় কী উপায়ে ? এই প্রশ্নগুলির যথাযথ উত্তর তার কাছে না থাকায় , জটিলতাহীন সেই সংকটের কারণহীন , নিরর্থক ও অন্যায্য কঠোরতায় সে শার্সিতে আটকে পড়া মৌমাছির মত মাথা খুঁড়ে মরছিল ।

 

No comments