প্রশ্ন ব্যাংক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রশ্ন ব্যাংক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নসেট পার্ট ২




                         Part - A

১)  অনধিক ১৫০ শব্দে যে  - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) বুড়ো কর্তার মৃত্যুর পর বড়ো বাড়িতে কী কী ঘটনা ঘটেছিল ?

২) ' কে বাঁচায় কে বাচে ' গল্প নামকরণের সার্থকতা বিচার করো ।


২) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১)  " কবিতায় জাগে / আমার বিবেক আমার বারুদ / বিষ্ফোরনের আগে ।" —–—– এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির যে বিশেষ ভাবের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ।

২) একটি তারা এখনো আকাশে রয়েছে " -
আকাশের তারা কে কেন্দ্র করে কবির ভাবনার যে মানুষ বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো ।



৩)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) তাহলে আপনার হাসি জীবনে কোনোদিন পাবে না । বক্তার এই মন্তব্যের কারন " বিভাব " নাটক অবলম্বনে আলোচনা করো ।

২) সে রাতে এই জীবনের প্রথম মোক্ষম বুঝলাম যে , যারা বলে নাট্যভিনয় একটি প্রবিত্র শিল্প - তারা সব গাঁধা ' - বক্তা কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো ।


৪) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১)  চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায়
কোথায় গেল রাজমিস্ত্রিরা ? কবি এই মন্তব্যের মধ্যে দিয়ে কোন সত্যকে প্রতিষ্টা করতে চেয়েছেন আলোচনা করো ।

২) হাসান আবদাল এক্ষণ যার নাম পাঞ্জা সাহেব ' গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে " ! এই ঘটনাটি উল্লেখ করো ।




৫) অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১) চেয়ারের উপর যিনি বসে আছেন , তাকে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না , চেয়াড়ের উপর কে বসেছিলেন ? লেখক তাকে কোথায় দেখেছিলেন ? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো ?

২) কিন্তুু হাতি বেগার আর চলল না , হাতি বেগার আইন কি তা আলোচনা করো  ।  তা কেন আর চলল না ।


৬)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :


১) প্রতয় কাকে বলে ? ব্যাবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্ৰতয়ের কটি ভাগ ও কী কী ? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও ।

২) গঠন গত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি ? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও ।



৭)অনধিক ১৫০ শব্দে যে - কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

   

১) বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক অবদান সংক্ষেপে আলোচনা করো ।
২) বাংলা গানে অতুলপ্রসাদ সেন এর অবদান আলোচনা করো ?

৩) প্রথম ভারতীয় দল হিসাবে আই এফ এ শিল্ড জয়ি মোহনবাগান ক্লাবের ইতিহাস পর্যলোচনা করো ।

৪) বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে বিধানচন্দ্র রায়  অবদান সংক্ষেপে আলোচনা করো ।



                        রচনা



১) ভারতের জাতীয় সংহতি ( রচনা )

২) নারীর অধিকার ভারতীয় সমাজে ( রচনা )

৩) বিতর্কের বিষয় - জীবিকার আদর্শ স্থান বিদেশ ।

৪) জীবনানন্দ দাশ ( জীবনীমূলক রচনা )



 
                      PART -  B


১)  ঠিক বিকল্পটি নির্বাচন করো :



১) না খেয়ে মরাটা উচিত নয় ভাই  । কথাটি বলেছে -

ক) মৃত্যুঞ্জয়

 খ) নিখিল

গ) মৃত্যুঞ্জয়ের ছোটো ভাই

ঘ) টুনুর মা

২) মৃত্যুঞ্জয়ের ধুলি মলিন সিল্কের জামা এ খন


ক) পরিছন্ন হয়েছে

খ) ছিড়ে গেছে

গ) অদৃশ্য হয়েছে

ঘ) নতুন হয়েছে


৩) উচ্ছবের গ্রাম - সম্পর্কিত বোনের নাম


ক) বাসিনী

 খ) চন্নুনী

গ) লক্ষী

 ঘ) টুনু


৪) ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল


ক) সোমবার

খ) মঙ্গলবার

 গ) বুধবার

 ঘ) শনিবার


৫) ফজর কথাটির অর্থ

ক) ভোর

 খ) দুপুর

 গ) বিকেল

ঘ) সন্ধ্যা


৬) কবি রবীন্দ্রনাথের কাছে সত্যতার স্বরূপ হলো


ক) দুর্বোধ্য

খ) অজ্ঞেয়

 গ) কঠিন

 ঘ) ব্যাখার অতীত


৭) শিকার কবিতাটি শুরু হয়েছে যে শব্দ  দিয়ে


ক) সকাল

খ) বিকাল

গ) সন্ধ্যা

ঘ) ভোর


৮) মহুয়ার গন্ধ অবসান ঘটাবে


ক) বিষ্ণনতার

 খ) উৎ কণ্ঠার

গ) আনন্দের

 ঘ) ক্লান্তির



৯) আমি দেখি কবিতায় কবির চোখ চায়

ক) লাল

খ) নীল

গ) হলুদ

ঘ) সবুজ


১০) রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন
ক) শাজাহান

 খ) দিলদার

 গ) ঔরঙ্গজেব

ঘ) মিরজুমলা



১১) গ্রিনরুমে ঘুমোই কে ঘুমোন


ক) কালি নাথ সেন

খ) রামব্রিজ

গ) রজনীকান্ত

 ঘ) রাম চরণ



১২) বিভাব নাটকে বৌদি হলেন


ক) শোভা সেন

খ) চিত্রা সেন

 গ) শাওলি মিত্র

ঘ) তৃপ্তি মিত্র



১৩) আলেকজান্ডার জয় করেছিলেন


ক) জাপান

খ) শ্রীলংকা

 গ) বাংলাদেশ

 ঘ) ভারত


১৪) বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কি


ক) চর্যাপদ

খ) শ্রীকৃষ্ণ কীর্তন

গ) বৈষ্ণব পদাবলী

ঘ) বাউল গান



১৫) কোন ছবিটি ফেলুদা সিরিজের নয়

ক) বোম্বাইয়ের বোম্বেটে

খ) যত কান্ড কাঠমান্ডুতে

গ) সোনার কেল্লা

ঘ) সবুজ দ্বীপের রাজা



১৬) বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা


ক) প্রফুল্লচন্দ্র রায়

 খ) সত্যেন্দ্রনাথ বসু

 গ) মেঘনাদ সাহা

 ঘ) জগদীশ চন্দ্র বসু



১৭) অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়


ক) ব্যাপকাথক শব্দ

 খ) বিপরীতাথক শব্দ

গ) সমার্থক শব্দ

ঘ) কোনোটিই নয়


১৮) গঠন গত দিক থেকে বাক্য


ক) এক প্রকার

খ) দুই প্রকার

গ) তিন প্রকার

ঘ) চার প্রকার



২। অনধিক কুড়িটি শব্দে প্রশ্ন গুলির উত্তর দাও :


১) জীবন ধারনের অন্নে মানুষের দাবী যে জন্মাচ্ছে না , তার মূল কারণ কি বলে মনে করে নিখিল ?

২) ভারতবর্ষ গল্পের বুড়ির চেহারা কেমন ছিল ?

৩) সে কখনো করে না বঞ্চনা  - এরূপ বলার কারন কি ?

৪) সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে ! কে কেন ঘুরছিল ?

৫) ঘুমহীন তাদের চোখে হানা দেয় - কাদের চোখে কি হানা দেয় ?

৬) নিহত ভাইয়ের শবদেহ দেখে - কে এই নিহত
ভাই ?

৭) ওগো , তুমি পালাও - কোথা দিয়ে বৌদি পালাতে বলেছেন ?

৮) রাজনীতি বড়ো কুট । - কে এ কথা বলেছিলেন ?

৯) সে সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা - রাজমিস্ত্রিরা কোথায় গেল  ?

১০) নাসিক্যধ্বনির উদাহরণ দাও ?



১১) সুরতরঙ্গ উদাহরণ দিয়ে বোঝাও ?

১২) পরাধীন রুপমূলের একটি উদাহরণ দাও ?

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পাট ৯




            PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) ভারতীয় বিচার ব্যাবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখা করো।

২) ভারতের পার্লমেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো ।

৩) রাজ্যের প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো ।

৪) উদারনীতি বাদের তিনটি ধারা বলতে কি বোঝায় ? সার্বিক উদারনৈতিক মতবাদের মূল বৈশিষ্ট্য সমুহ আলোচনা করো ?

৫) রাষ্ট্রিয় সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো ?


                    PART - B


১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।



১) ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় ?
ক) ভাসাই চুক্তির মধ্যে

খ) মনরো নীতির মধ্যে

  গ) ১৯৭১ সালে রাশিয়ান বলশেভিক পার্টির ক্ষমতা দখলের মধ্যে

ঘ) দ্বিতীয় যুদ্ধ কালে মার্কিন - সোভিয়েত বিরোধের মধ্যে ।

২) জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় ?
ক) নাসেরকে   

খ) নেহেরু কে

গ) টিটো কে     
         
 ঘ) নক্রুমাকে ।

৩) জোট নিরপেক্ষ আন্দোলন কে বাদ দিয়ে আন্তজার্তিক সম্পর্কের  কোন তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না - মন্তব্যটি করেন  ?

ক) নেহেরু 
খ) টিটো
 গ) বার্টন.         
ঘ) ম্যান্ডেলা ।

৪) "Politics Among Nation   " গ্রন্থটির প্রণেতার নাম ?


৫) ভারত পোখরানে প্রথম পারমাণবিক বিষ্ফোরন ঘটায় ?

ক) ১৯৬৫     
খ) ১৯৭৪
গ) ১৯৮০.       
ঘ) ১৯৬২ ।

৬) সার্কের জন্ম হয় _ তে অনুষ্ঠিত শিষ সম্মেলনে ?

ক) কলম্ব     
খ) কাঠমান্ডু
গ) নতুন দিল্লি     
ঘ) ঢাকা ।

৭) নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ?

ক) ১৫     
খ) ২০
 গ) ২৫.   
ঘ) ৪০

৮) বিশ্ব ব্যাংকের সদর দপ্তরটি অবস্থিত ?

ক) ওয়াশিংটনে 
খ) ভিয়েনয়
গ) ফ্রান্সে.     
ঘ) নিউ জার্সিতে ।

৯) বর্তমান অছি পরিষদের  সদস্য সংখ্যা হল ?

ক) ০     
খ) ৩
গ) ৫     
ঘ) ৯

১০) জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ _ বছর ?
ক) ৩       
খ) ৫
গ) ৭.         
ঘ) ৯ ।

১১) ক্ষমতা সতন্ত্রিকরণ নীতির প্রধান প্রবক্তার নাম ?

ক) অ্যারিস্টটল.   
খ) জনলক

 গ) মন্তেশকু.         
ঘ) মার্কস ।

১২) পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো ?

ক) মার্কিন সিনেট 
   
খ) ফরাসী সিনেট

 গ) লর্ড সভা.     
ঘ) লোকসভা ।

১৩) ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম  কি ?

ক) সিনেট       
খ) লর্ড সভা

গ) কমন্স সভা   
ঘ) রাজ্যসভা ।

১৪) শাসন বিভাগে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদের বলা হয় ?

ক) মন্ত্রী. 
খ) আমলা

 গ) বিচারক       

ঘ) সচিব ।

১৫) আমলাতন্ত্র প্রধান্য পায় ?
ক) উদারনৈতিক গণতন্ত্রে 
                             
খ)  সমাজ তান্ত্রিক গণতন্ত্রে

গ) প্রত্যক্ষ গণতন্ত্রে   
                                         
ঘ)  দলগত গণতন্ত্রে ।

১৬) নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো ?

ক) ব্রিটেনের রাজা বা রানী.

খ) ভারতের প্রধানমন্ত্রী

গ) মার্কিন রাষ্ট্রপতি. 

ঘ) ফরাসী প্রধানমন্ত্রী ।

১৭) ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে ?

ক) ১৯৫৫ সালে
                       
খ)১৯৬০ সালে

গ) ১৯৬২ সালে 
ঘ) ১৯৭১ সালে ।

১৮) অর্থবিল কে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক ?

ক) ১৪ দিন.       
খ) ১ মাস

 গ) ৬ মাস.         
ঘ) ১ বছর ।

১৯) বিধানসভার সদস্য হতে গেলে নুন্যতম বয়স হতে হয় ?

ক) ২৫ বছর     
             
খ) ৩০ বছর

 গ) ৩৫ বছর.     

ঘ) ৪০ বছর ।

২০) ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হল ?

ক) ৩ জন     

খ) ৫ জন

গ) ৭ জন       

ঘ) ৯ জন ।

২১) মেয়রের কার্যকালের মেয়াদ ?

ক) ১ বছর     
খ) ৩ বছর

 গ) ৫ বছর.       
ঘ) ৬ বছর ।

২২) গণ তন্ত্রের ভিত্তি হিসেবে স্থানীয়  স্বয়ওশাসন প্রয়োজন - উক্তিটি করেছেন ?

ক) লর্ড ব্রাউস   

খ) লেস্কি

গ) নেহেরু.     
ঘ) গান্ধীজী ।

২৩) ব্লক পর্যায়ে স্বয়ওশাসন মূলক প্রতিষ্ঠান হলো ?

ক) গ্রাম পঞ্চায়েত   

খ) ন্যায় পঞ্চায়েত

গ) পঞ্চায়েত সমিতি.       

ঘ) জেলা পরিষদ ।

২৪) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারীক হলেন ?

ক) এসডিও

খ) বিডিও

গ) সভাপতি

ঘ) ডিএম ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।

১) দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পাথক্য কি ?

২) চিন - সোভিয়েত বিরোধের যেকোনো একটি কারন লেখো ?

৩) পঞ্চশীল নীতি কে প্রথম কত সালে ঘোষনা করেন ?

৪) " সুয়েজ সংকট " কখন সংগঠিত হয় ?

৫) পর রাষ্ট্র নীতির নির্ধারন বলতে কি বোঝো ?

৬) NPT  - এর পুরো কথাটি কি ?

৭)  CTBT - এর পুরো কথাটি কি ?

৮) বিশ্বের দুটি উল্লেখযোগ্য আঞ্চলিক সংস্থার নাম করো ?

৯) আন্তজার্তিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় ?

১০) IMF - এর প্রধান ২ টি কাজের উল্লেখ করো ?

১১)  WHO -  এর দুটি কাজের উল্লেখ করো ?

১২) পঞ্চায়েত ব্যাবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে ?

১৩) গ্রাম পঞ্চায়েত সদস্য গণ কিভাবে নির্বাচিত হন ?

১৪) আজ পর্যন্ত ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা ঘোষিত হয়েছে  ?

১৫) “ Spirit Of The Laws ”  - গ্রন্থটির প্রণেতা কে ?

১৬)“ Commentaries Of The Laws Of England ”  - গ্রন্থটির প্রণেতা কে ?




রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৮




            PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।


১) জাতীয় স্বার্থ বলতে কি বোঝায় ? জাতীয় স্বার্থের ধারনা বিশ্লেষণ করো  ।

২) উদারনীতি বাদের অর্থ ও সংজ্ঞা দাও ? উদারনীতি বাদের উৎপতি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো ?

৩) এক কক্ষ বিশিষ্ট আইন সভা বলতে কি বোঝায় ? এক কক্ষ বিশিষ্ট আইন সভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।

৪) রাজ্যের প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো ।

৫) ভারতীয় বিচার ব্যাবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখা করো।



                      PART - B 


১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।



১) গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে সহায়তা করেন ?
ক) প্রধান
খ) উপপ্রধান
গ) কর্মসচিব
ঘ) বিডিও

২) গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হলো ?
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর

৩) পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারীক হলেন ?
ক) এসডিও
খ) বিডিও
গ) সভাপতি
ঘ) ডিএম

৪) জেলা পরিষদের প্রধান হলেন ?

ক) সভাপতি
খ) সভাধিপতি
গ) প্রধান
ঘ) বিডিও

৫) জেলা পরিষদের  প্রশাসনিক কর্মকর্তা হলেন ?
ক) বিডিও
খ) এসডিও
গ) ডিএম
ঘ) কর্মসচিব

৬) পঞ্চায়েতে কত গুলি সভায় হাজির না থাকলে সদস্যপদ বাতিল হয় ?
ক) ২ টি
খ) পরপর ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি

৭) গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ?
ক) ৫–৩০ জন সদস্য নিয়ে
খ) ৫–৩৫ জন সদস্য নিয়ে
গ) ৩–৩০ জন সদস্য নিয়ে
ঘ) ৫–৪০ জন সদস্য নিয়ে

৮) ভারতের বিচার ব্যাবস্থার প্রকৃতি হলো ?
ক) খণ্ডিত
খ) অখণ্ড
গ) ধৈত
ঘ) যুক্তরাষ্ট্র

৯) সুপ্রিমকোর্টের বিচারপতি দের নিয়োগ করেন ?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) উপরাষ্ট্রপতি
ঘ) স্পিকার

১০) সুপ্রিমকোর্টের বিচারপতি সংখ্যা হলো ?
ক) ২৬ জন
খ) ২৭ জন
গ) ২৮ জন
ঘ) ৩০ জন


১১) সুপ্রিমকোর্টের বিচারপতি দের অবসর গ্রহনের বয়স হলো ?
ক) ৬০ বছর
খ) ৬২ বছর
গ) ৬৫ বছর
ঘ) ৭০ বছর


১২) বিচারপতিদের পদ্চুত করে সরকারের ?
ক) শাসন বিভাগ
খ) আইন বিভাগ
গ) বিচার বিভাগ
ঘ) জনগণ

১৩) ভারতের পার্লামেন্টের  উচ্চকক্ষের নাম হলো ?
ক) সিনেট
খ) লডসভা
গ) রাজ্যসভা
ঘ) বিধান পরিষদ

১৪) লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো ?
ক) ৫৫০জন
খ)  ৫৫২ জন
গ) ৫৫৫ জন
ঘ) ৫৬০ জন

১৫) লোকসভার বর্তমান সদস্য সংখ্যা হলো ?
ক) ৫৪৫ জন
খ)  ৫৫০ জন
গ) ৫৫৫ জন
ঘ) ৫৫৩  জন


১৬) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো  ?
ক) ২৪০ জন
খ) ২৪৫ জন
গ) ২৫০ জন
ঘ) ২৫২ জন


১৭) রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হলো ?
ক) ২৩০ জন
খ) ২৩৫ জন
গ) ২৪০ জন
ঘ) ২৪৫ জন


১৮) লোকসভার সদস্য হওয়ার জন্য পদ প্রাথির নুন্যতম বয়স হতে হবে ?
ক) ১৮ বছর
খ) ২৫ বছর
গ) ২৮ বছর
ঘ) ৩০ বছর


১৯) রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদ প্রাথির নুন্যতম বয়স হতে হবে ?
ক) ১৮ বছর
খ) ২০ বছর
গ) ২৫ বছর
ঘ) ৩০বছর

২০) অঙ্গরাজ্যগুলি থেকে লোকসভায় নির্বাচিত হন সর্বাধিক ?
ক) ৫০০ জন
খ) ৫৩০ জন
গ) ৫৫০ জন
ঘ) ৫৫২ জন

২১) NATO গঠিত হয় কার উদ্যোগে ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) সোভিয়েত ইউনিয়ন
গ) পোল্যান্ড
ঘ) পর্তুগাল


২২) WARSAW  Pact তৈরি হয় কার উদ্যোগে  ?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) সোভিয়েত ইউনিয়ন
গ) পোল্যান্ড
ঘ) পর্তুগাল




২৩) কিউবা সংকট দেখা দেয় ?
ক) ১৯৫৫ সাল
খ) ১৯৬০ সাল
গ) ১৯৬২ সাল
ঘ) ১৯৭৫ সাল

২৪) একমেরু বিশ্বের প্রধান শক্তি হলো ?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ)  চিন
গ) ইংল্যান্ড
ঘ) ফ্রান্স


২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।

১) ট্রুম্যান নীতি কি ?

২)  SEATO এর পুরো কথা টি কি ?

১) COMECON কি উদ্দেশ্যে গঠিত হয় ?

৩) CTBT কি ?

৪)  SAARC   - এর অষ্ঠাদশ সম্মেলনটি কবে ও কোথায় অনুষ্ঠিত হয় ?

৫)  FISA  - র পুরো কথাটি কি ?

৬) নিরাপত্তা পরিষদের দুটি নিবর্তন মূলক ব্যাবস্থার উল্লেখ করো ?

৭) অছি ব্যাবস্থা কাকে বলে ?

৮) ইউনেস্কো কি ? এর প্রধান উদ্দেশ্য কি ?
৯) সাধারন সভার একটি নির্বাচন মূলক কাজ উল্লেখ করো ?

১০) বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO ) র মোট সদস্য সংখ্যা কত ?

১১) বিশ্ব ব্যাংকের  অন্যতম প্রধান উদ্দেশ্য কি ?

১২) জেলা পরিষদের সভায় সভপতিত্ব করেন কে ?

১৩) গ্রাম সংসদ এর প্রধান কাজ কি ?

১৪) বরো কমিটি কিভাবে গঠিত হয় ?

১৫) কোন দেশের বাধাদানের ফলে চিন এখনও সার্ক – এর সদস্য পদ পায়নি ?

১৬) ভারত ও বাংলাদেশের মধ্যে কোন বছর গঙ্গার জলবণ্ঠন  চুক্তি সম্পাদিত হয় ?




রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৭




                 PART - A ( MARKS :- 40 )


১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।



১) বিশ্বায়নের সংজ্ঞা দাও ? বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো ।

২) মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ?

৩) রাজ্য পালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদ মর্যাদা আলোচনা করো ।

৪) ভারতীয় পার্লামেন্টের গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৫) ভারতের হাইকো্ট ( মহাধর্মাদিকরন )  গঠন  , ক্ষমতা  ও কার্যাবলী আলোচনা করো ।


                              PART - B

১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।



১) ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেন ?

ক) চার্চিল
খ) বানাড বারুচ
গ) গবাচেভ
 ঘ) ট্রুম্যান ।

২) মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন ?
ক) নেহেরু
খ) মার্শাল
গ) নাসের
ঘ) সুকর্ন ।

৩) সাম্যবাদ প্রতিরোধ নীতি গ্রহণ করেছিলেন ?
ক) ট্রুম্যান
 খ) চার্চিল
গ) রুজভেলট
ঘ) মার্শাল ।

৪) বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল ?
ক) ৬ টি
 খ) ৭ টি
 গ) ৮ টি
ঘ) ৯ টি ।

৫) " The Limits Of Foreign Policy ".  গ্রন্থের লেখক হলেন ?
ক) হার্টম্যান
খ) ফ্রাঙ্গকেল
গ) মোগেনথাউ
ঘ) মার্শাল ।

৬) পঞ্চশীল নীতি যে বছর স্বাক্ষরিত হয় ?
ক) ১৯৫৫
খ) ১৯৫৬
গ) ১৯৬০
ঘ) ১৯৭৫

৭) আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল ?
ক) ১৯৪১
খ) ১৯৪২
গ) ১৯৪৩
ঘ) ১৯৪৫ ।

৮) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল ?
ক) ৫
খ) ৮
গ) ১০
ঘ) ১৫ ।
৯) জাতিপুঞ্জের সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম হল ?

ক) ভ্যাটিকান সিটি
খ) নাওরু
 গ) দক্ষিণ সুদান
ঘ) চাদ ।

১০) " Spirit Of Laws  " গ্রন্থের লেখক হলেন ?

ক) বেন্থম
 খ) লড ব্রাউস
 গ) মন্তেষ্কু
 ঘ) ব্লাকেস্টন ।

১১) মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চ কক্ষ হল ?
ক) রাজ্যসভা
খ) সিনেট
 গ) লর্ডসভা
ঘ) জাতীয় সভা ।

১২) এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন ?
ক) বেন্থাম
 খ) লর্ড ব্রাউস
 গ) স্টুয়াট মিল
 ঘ) লেকি ।

১৩) ক্ষমতা সতন্ত্রিকরন নীতি গৃহীত হয়েছে ?

ক) ব্রিটেনে
 খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
গ) ভারতে
 ঘ) জাপানে ।

১৪) আইনসভার দ্বিতীয় কক্ষকে ব্যাক্তি স্বাধীনতার প্রয়োজনীয় নিরাপত্তা " বলেছেন ?

ক) লর্ড অ্যাক্টন
 খ) লর্ড কার্জন
 গ) গেটেল
ঘ) বেন্থাম ।

১৫) আইনসভার জননী বলা হয় ?

ক) মার্কিন কংগ্রেসকে
 খ) ব্রিটিশ পার্লামেন্টকে
গ) ভারতের আইনসভাকে
ঘ) ফরাসী আইনসভা ।

১৬) রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হন ?

ক) ভারতের রাষ্ট্রপতির দ্বারা

খ) ভারতের প্রধামন্ত্রীর দ্বারা
 গ) ভারতের পার্লামেন্টের দ্বারা
ঘ) হাইকোর্টের প্রধান বিচার পতির দ্বারা ।

১৭) ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়বদ্ধ থাকে ?

ক) পার্লামেন্টের কাছে
খ) লোকসভার কাছে
গ) রাজ্যসভার কাছে
ঘ) রাষ্ট্রপতির কাছে ।

১৮) লোকসভায় নির্ণায়ক ভোট দিতে পারেন ?

ক) একজন M.P.
 খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) প্রধানমন্ত্রী ।

১৯) রাজ্যপালের  প্রধান পরামর্শদাতা হলেন ?

ক) মুখ্যমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
 গ) বিধানসভার স্পিকার
ঘ) আইনমন্ত্রী ।

২০) পঞ্চায়েত সমিতির প্রধান হলেন ?

ক) সভাপতি
 খ) সভাধিপতি
 গ) এস . ডি.ও
 ঘ) বি . ডি.ও ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।




১) সপরিষদ মেয়র বলতে কি বোঝ ?

২) গ্রাম সংসদ বলতে কি বোঝ ?

৩) " কিচেন কেবিনেট "  কি ?
৪) ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন ?

৫) আইনবিভাগের দুটি কাজ লেখো ?

৬) " আমলা " কাদের বলা হয় ?

৭) " অর্পিতা ক্ষমতা প্রসূত " আইন কি ?

৮) CIA  - এর পুরো নাম কি ?

৯)  UNO -এর পুরো নাম কি ?

১০) " ভেটো "  কি ?

১১) জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন ?

১২) কত সালে " কিউবা  সংকট " দেখা দিয়েছিল ?

১৩) কত সালে " বান্দুং সম্মেলন " অনুষ্ঠিত হয়েছিল ?

১৪) জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির কাজ কি ?

১৫) আন্তজার্তিক আদালতের সদস্য সংখ্যা কত ?

১৬) কতজন সদস্য কে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন ?




রাষ্ট্র বিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৬





             PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।


১) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার মূল উপাদান গুলি আলোচনা করো ?
২) ভারতীয় পার্লামেন্টের গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৩) ভারতের হাইকো্ট ( মহাধর্মাদিকরন )  গঠন  , ক্ষমতা  ও কার্যাবলী আলোচনা করো ।

৪) মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ?

৫) রাজ্য পালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদ মর্যাদা আলোচনা করো ।


                     PART - B          


১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।


১) " Brinkmanship Of War "-  কোন ঘটনাকে বলা হয় ?

ক) প্রথম বিশ্ব যুদ্ধকে
খ) দ্বিতীয় বিশ্ব যুদ্ধকে
 গ) ঠান্ডা লড়াইকে
 ঘ) এদের কোনোটিই নয় ।

২) সোভিয়েত ইউনিয়ন কতৃক আণবিক বোমার আবিষ্কার হয় ?

ক) ১৯৪৫
 খ) ১৯৪৭
 গ) ১৯৪৮
 ঘ) ১৯৪৯ ।

৩) মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি গ্রহণ করে ?

ক) ১৮২১
খ) ১৮২২
 গ) ১৮২৩
 ঘ) ১৮২৫ ।

৪) সার্ক কের নবতম সদস্য রাষ্ট্র কোনটি ?

ক) শ্রীলংকা
খ) দক্ষিণ সুদান
গ) আফগানিস্থান
ঘ) মালদ্বীপ ।

৫) কোন সম্মেলনের মাধ্যমে জাতিয়পুঞ্জের প্রতিষ্টা হয় ?

ক) আটলান্টিক ঘোষনা
খ) মস্কো সম্মেলন
গ) ইয়াল্টা সম্মেলন
ঘ) কোনোটিই নয় ।

৬) মূল সংবিধানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল ?

ক) ১৫
খ) ১১
গ) ১২
ঘ) ১০ ।

৭) আন্তজার্তিক আদালতের বিচারপতির সংখ্যা হল ?

ক) ৯ জন
 খ) ১০ জন
গ) ১৫ জন
ঘ) ২৫ জন ।

৮) ভারতের সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে ?

ক) ৩৬ নং
 খ) ৪০ নং
গ) ৪৫ নং
 ঘ) ৫০ নং ।

৯) ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যাবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয় ?

ক) ৭২ তম
 খ) ৭৩ তম
গ) ৭৪ তম
 ঘ) ৭৫ তম ।

১০) পশ্চিমবঙ্গে কোনো পঞ্চায়েত ভেঙ্গে দেওয়া হলে নির্বাচন করতে হয় _ মাসের মধ্যে ?

ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ১২ ।

১১) নবতম পৌর নিগম কোনটি ?

ক) আসানসোল
খ) বিধাননগর
গ) ব্যারাকপুর
ঘ) চন্দন নগর ।

১২) কোন কমিটি  ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যাবস্থার সুপারিশ করে ?

ক) অশোক মিত্র কমিটি
খ) বলবন্ত রাই মেহেতা কমিটি
 গ) দীনেশ গোস্বামী কমিটি
 ঘ) কোনোটিই নয় ।

১৩) পঞ্চায়েতের মধ্যবর্তী স্তর গঠন করা হয় না কোন ধরনের রাজ্য ? যে রাজ্যের মোট জনসংখ্যা ?

ক) ৩০ লক্ষের বেশি নয়
খ) ২০ লক্ষের বেশি নয়
 গ) ২৫ লক্ষের বেশি নয়
 ঘ) ২৬ লক্ষের বেশি নয় ।

১৪) কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট গঠন করতে পারে ?

ক) পাশবর্তি রাজ্যের হাইকোর্ট
খ) পার্লামেন্ট
গ) সুপ্রিমকোর্ট
 ঘ) রাজ্যপাল ।

১৫) " ক্রেতা  সুরক্ষা " আইনটি সারা ভারতে কার্য কর হয় ?

ক) ১৯৮৫ সালের ১৫ এপ্রিল
খ) ১৯৮৬ সালের ১০ এপ্রিল
গ) ১৯৮৭ সালের ১৫ এপ্রিল
 ঘ) ১৯৮৭ সালের ১০ এপ্রিল ।

১৬) বর্তমান প্রধানমন্ত্রী কততম প্রধানমন্ত্রী ?

ক) ১২ তম
খ) ১৩ তম
গ) ১৪ তম
 ঘ) ১৫ তম ।

১৭) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি ?

ক) লোকসভা
খ) রাজ্যসভা
গ) সেনেট
ঘ) জন প্রতিনিধি সভা  ।

১৮) খুদে জেলা শাসক বলা হয় ?

ক) SEO
খ) BDO
গ) জেলা শাসককে
ঘ) সচিবকে ।

১৯) পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন ?

ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
 ঘ) উপ রাষ্ট্রপ্রতি ।

২০) ১২৩ চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় ?

ক) ২০০৭
খ) ২০০৮
গ) ২০০৯
ঘ) ২০১০ ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।



১) ভারতের উপ রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ?

২) "CTBT" - এর সম্পূর্ণ নাম কি ?

৩) কোন ঘোষণার দ্বারা " আটলান্টিক সনদের " নীতি গুলির প্রতি সমর্থন জানানো হয় ?

৪) পৌর ব্যাবস্থা ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত হয়েছে ?

৫) আফগানিস্থান কবে সার্কের সদস্য পদ লাভ করে ?

৬) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য গণ কাদের দ্বারা নির্বাচিত হন ?

৭) বর্তমান রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতি র নাম লেখো ?

১০) সাধারন সভা কাদের নিয়ে গঠিত হয় ?

১১) কূটনীতি কি ?

১২) গ্রাম সংসদ কি ?

১৩) বরো কমিটি কিভাবে গঠিত হয় ?

১৪) ওয়ার্ড কমিটি তে সর্বনিম্ন ও সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে ?

১৫) NAM  - এর সম্পূর্ণ নাম কি ?

১৬) MP - এর সম্পূর্ণ নাম কি ?




রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৫



              PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) ক্রেতা আদালত কাকে বলে ? ক্রেতা আদালতের উদ্দেশ্যে কি ? ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো ।

২) রাজ্য সভার গঠন এবং ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৩) রাজ্যের প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো ।

৪) বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ করো

৫) ক্ষমতা কাকে বলে ? ক্ষমতার মূল উপাদান গুলি আলোচনা করো ?


                           PART- B

   ১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।


১)  Warsaw Pact তৈরী হয় কার উদ্যোগে ?

ক) সোভিয়েত ইউনিয়ন
 খ) হাঙ্গেরী
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) নরওয়ে ।
২) সুয়েজখাল জাতীয় করন কোন বছর হয় ?

ক) ১৯৫৩ সালে
খ) ১৯৫৪ সালে
গ) ১৯৫৫ সালে
 ঘ) ১৯৫৬ সালে ।

৩) ২০১২ সাল পর্যন্ত জোট নিরপেক্ষ দেশগুলির কটি সম্মেলন অনুষ্ঠিত হয় ?

ক) ১৫ টি
খ) ১৬ টি
গ) ১৭ টি
 ঘ) ১৮ টি ।

৪) কার্গিল কে কেন্দ্র করে ভারত পাকিস্থানের যুদ্ধ কখন শুরু হয় ?

ক) ১৯৯৬ সালে
খ) ১৯৯৭ সালে
গ) ১৯৯৮ সালে
ঘ) ১৯৯৯ সালে ।

৫) সাপটা (SAPTA ) গঠনের প্রস্তাব কোন সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত হয় ?

ক) ঢাকা
খ) কলম্বা
গ) নিউ দিল্লি
ঘ) ইসলামাবাদ ।

৬) বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন ?

ক) ২০১২ সালে
 খ) ২০১৩ সালে
 গ) ২০১১ সালে
ঘ) ২০১০ সালে ।

৭) বিশ্বের বিতর্কের সভাটি হলো ?

ক) সচিবালয়
খ) অর্থনৈতিক ও সামাজিক
গ) সাধারন সভা
ঘ) নিরাপত্তা পরিষদ ।

৮) মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম হলো ?

ক) রাজ্যসভা
খ) জাতীয় সভা
গ) সিনেট
ঘ) লোড সভা ।

৯) ILO - এর সদর কার্যালয় কোথায় অবস্থিত ?

ক) প্যারিস
খ) নিউ ইয়র্ক
গ) জেনেভা
ঘ) লন্ডন ।

১০) ওয়াশিংটন ঘোষণা কত সালে হয় ?

ক) ১৯৪১ সালে
খ) ১৯৪২ সালে
গ) ১৯৪৩ সালে
ঘ) ১৯৪৪ সালে ।

১১) " বিচার বিভাগের দক্ষতা ও কর্ম কুশলতার দ্বারাই সরকারের উৎকষের পরিমাপ করা সম্ভব " বলেছেন ?

ক) লাস্কি
খ) লড ব্রাউস
গ) লড অ্যাক্ট্রন
ঘ) চার্লস মেরিয়াম ।
১২) দ্বিকক্ষ বিশিষ্ঠ আইনসভা একজন সমর্থকের নাম লেখো ?

ক) বেন্থাম
খ) আবেসিয়া
 গ) লাস্কি
 ঘ) লেকী ।

১৩) " আইনসভার দ্বিতীয় কক্ষ হলো ব্যাক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা " কে বলেছেন ?

ক) লড ব্রাউস
খ) লেকি
গ) জন স্টুয়ার্ট মিল
 ঘ) লড অ্যাক্ট্রোন ।

১৪) কে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কে " বিপরীত গামি অশ্ব ও অশ্বায়ন - এর সঙ্গে তুলনা করেছেন ?

ক) লেকি
খ) গেটেল
গ) বেঞ্জামিন ফ্রাঙ্ককলিন
ঘ) লড ব্রাইম ।

১৫)  Spirit Of The Laws  গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ?

ক) ১৭৪২ সালে
খ) ১৭৪৩ সালে
গ) ১৭৪৬ সালে
ঘ) ১৭৪৮ সালে ।

১৬) রাষ্ট্রপ্রতির পদ ত্যাগ র বিষয়টি আছে সংবিধানের ?

ক) ৫৭ ধারায়
খ) ৫৫ ধারায়
গ) ৬১ ধারায়
ঘ) ৭৫ নং ধারায় ।

১৭) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্য পালের সেচ্ছাধিন ক্ষমতা সম্পকে আদালতে প্রশ্ন তোলা যাবে না ?

ক) ১৬৩(২) নং ধারায়
খ) ১৬৫ নং ধারায়
গ) ১৬২ নং ধারায়
ঘ) ১৬৬ নং ধারায় ।

১৮) বর্তমানে যুগ্ম তালিকায় কত গুলি বিষয় আছে ?

ক) ৪৯
খ) ৫০
গ) ৫১
ঘ) ৫২ টি ।

১৯) " Zero Hour " কথাটির উদ্ভব বিশ শতকের কোন দশকে হয় ?

ক) ৫০ - এর দশকে
খ) ৬০  - এর দশকে
গ) ৭০  - এর দশকে
ঘ) ৮০  - এর দশকে ।

২০) কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হচ্ছে ?

ক) বরো কমিটি
খ) সপরিষদ মেয়র
গ) ওয়ার্ড কমিটি
ঘ) পৌরসভা ।

২১) গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রাথির নূন্যতম বয়স কত হবে ?

ক) ১৮ বছর
 খ) ২০ বছর
গ) ২১ বছর
ঘ) ২৫ বছর ।

২২) পশ্চিমবঙ্গের কোন জেলাতে Zila Parishad নেই ?

ক) জলপাইগুড়ি
 খ) হুগলি
 গ) বর্ধমান
 ঘ) দার্জিলিং ।
২৩) পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যাবস্থা চালু হয় কত সালে ?

ক) ১৯৭৩ সালে
 খ) ১৯৭৪ সালে
গ) ১৯৭৭ সালে
ঘ) ১৯৭৮ সালে ।

২৪) ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ?

ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
খ) ডঃ রাধাকৃষ্ণ
গ) এ . পি . জে আব্দুল কালাম
ঘ) প্রতিভা দেবী সিং পাতিল


২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।


১) ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিমী সামরিক জোটের নাম কি ?

২) দাঁতাত কি ?

৩) দ্বাদশ জোট নিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

৪) BRICS কি ?

৫) জোসেফ ফ্রাঙ্কেলের মতে , পররাষ্ট্রনীতি কি ?

৬) ASEAN - এর পুরো কথা টি কি ?

৭) জাতিপুঞ্জ এর সনদ কিভাবে সংশোধন করা হয় ?

৮) আন্তজার্তিক বিচারালয়ের এলাকা গুলি কটি ভাগে বিভক্ত ?

৯) UNESCO কিভাবে গঠিত ?

১০) বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে ?

১১) পকেট ভেটো বলতে কি বোঝ ?

১২) পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে ?

১৩) ন্যায় পঞ্চায়েত কি ?

১৪) পঞ্চায়েত সমিতির আয়ের  দুটি উৎস কি ?

১৫) বেনিফিসিয়ারি কমিটি কি ?

১৬) বর্তমানে পশ্চিমবঙ্গে কটি পৌর নিগম আছে ?




রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

রাষ্ট্র বিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৪



            PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) শক্তি বা ক্ষমতা বলতে কি বোঝায় ? ক্ষমতার উপাদান গুলি আলোচনা করো ?

২) জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও ? একটি রাষ্ট্রের বিদেশনীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো ?

৩) গান্ধীবাদ বলতে কি বোঝায় ? গান্ধীবাদের মূলনীতি অহিংসার মূল্যায়ণ করো ।

৪) জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা বিশ্লেষণ করো ।

৫) ক্রেতা সুরক্ষা আদালতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।


১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।

১) " ওয়ারশ চুক্তি " স্বাক্ষরিত হয় ?
ক) ১৯৫৫ সাল.   
খ) ১৯৫৪ সাল
গ) ১৯৫৬ সাল   
ঘ) ১৯৫২ সাল ।

২) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয় ১৯৬১ সালে ?
ক)  বান্দুং       
খ) জাকাতায়
গ) আলজিয়াসে     
ঘ) বেলগ্রেড ।

৩) দাঁতাত শব্দের অর্থ কী ?
ক) উতেজনা প্রশমন   
খ) উতেজনা বৃদ্ধি
গ) অস্ত্র প্রতিযোগিতা   
ঘ) অস্ত্র সংরক্ষণ ।

৪) বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় ?
ক) ১৯৯৬ সালে     
খ) ১৯৯৮ সালে
গ) ২০০২ সালে.         
ঘ) ১৯৮০ সালে ।

৫) ভারতের "No First Strike " - এর পরমাণুনীতির প্রধান রূপকার হলেন ?
ক) নেহেরু       
খ) অটলবিহারী বাজপেয়ারি
গ) ইন্দিরা গান্ধী.       
ঘ) রাজীব গান্ধী ।

৬)SAARC  কত সালে গঠিত হয় ?
ক) ১৯৮৫ সালে               
খ) ১৯৯৬ সালে
গ) ১৯৮৪ সালে                 
ঘ) ১৯৮৩ সালে ।

৭) আন্তজার্তিক বিচারালয়ের সদস্য সংখ্যা হল ?
ক) ১৬টি     
খ)৯ টি
গ) ১৫টি               
ঘ) ৭ টি ।

৮) জাতিপুঞ্জের সাধারনসভায় সদস্য সংখ্যা হল ?
ক) ১৯০                   
খ)১৯১
 গ)১৯৩.                   
ঘ) ১৯৪ ।

৯) আন্তজার্তিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় রয়েছে ?
ক) লন্ডনে                         
খ) নীউইয়র্কে
গ) হেগ শহরে                     
ঘ) ওয়াশিংটন ।

১০) সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার ঘোষণা হয় ?
ক) ১৯৪৭ সালে                     
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৯ সালে                 
ঘ) ১৯৫০ সালে ।

১১) ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান হলেন ?
ক) রাষ্ট্রপ্রতি     
খ) প্রধানমন্ত্রী
গ) উপরাষ্ট্রপ্রতি                     
ঘ) রাজ্যপাল ।

১২) " সমপযায়ভুক্ত  ব্যাক্তিদের মধ্যে অগ্রগণ্য " হলেন ভারতের ?
ক) রাষ্ট্রপ্রতি               
খ) প্রধানমন্ত্রী
গ) উপরাষ্ট্রপ্রতি                       
ঘ) স্পিকার ।

১৩) " সরকারের উৎকষ বিচারের ক্ষেত্রে বিচার বিভাগের কমকুশলতা অপেক্ষা অধিকতর উপযোগী মানদন্ড আর নেই " বলেছেন - ?
ক) গেটেল                       
খ) গনার
গ) লডব্রাইস                   
ঘ) লেষ্কি ।

১৪) উপরাষ্ট্রপ্রতিকে অপসারন করার প্রস্তাব আসতে পারে ?
ক) লোকসভা এককভাবে.       
খ) রাজ্যসভা এককভাবে
গ) পার্লামেন্ট এককভাবে.       
ঘ) বিধানসভা এককভাবে ।

১৫) বর্তমানে কলকাতা কর্পোরেশনের ওয়াড সংখ্যা হল ?
ক) ১৪১.                   
খ) ১৪২
গ) ১৪৩                         
ঘ) ১৪৪ ।

১৬) পঞ্চায়েত ব্যাবস্থার সর্বোচ্চস্তর হলো ?
ক) পঞ্চায়েত সমিতি     
খ) জেলা পরিষদ
গ) গ্রাম পঞ্চায়েত.       
ঘ) গ্রাম সংসদ ।

১৭) পঞ্চায়েত সমিতির কর্মকর্তা হলেন ?
ক) সভাধিপতি. 
খ) সহ - সভাধিপতি
গ) সভাপতি. 
ঘ) প্রধান ।

১৮) নব নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ?
ক) প্রধান                       
 খ) সভাপতি
গ) বি . ডি.ও.               
ঘ) এস. ডি.ও ।

১৯) ক্ষমতা - সতন্ত্রীকরন নীতি টিকে স্বাধীনতার রক্ষাকবচ বলে মেনে নিতে রাজি নন ?
ক) সেকইন                                             খ) লেকি
গ) দ্রুগুই                                                ঘ) কেদা ।

২০) ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি ?
ক) রাজ্য সভা   
খ) লোকসভা
 গ) আইনসভা   
ঘ) বিধানসভা ।

২১) ভারতের সর্বোচ্চ আপিল আদালত হল ?
ক) সুপ্রিমকোর্ট 
খ) হাইকোর্ট
গ) লোক আদলত     
ঘ) ক্রেতা সুরক্ষা আদালত ।

২২) রাজ্যর সর্বোচ্চ আদালত হলো ?
ক) সুপ্রিমকোর্ট
খ) হাইকোর্ট
গ) লোক আদালত
ঘ) ক্ষেতা সুরক্ষা আদালত ।

২৩) সুয়েজ সংকট দেখা দেয় যে বছর
ক) ১৯৫০ সাল
খ) ১৯৫২ সাল
গ) ১৯৫৬ সাল
ঘ) ১৯৬০ সাল ।

২৪) সেচ্ছাদিন ক্ষমতা কে ভোগ করেন ?
ক) মুখ্যমন্ত্রী     
খ) রাজ্য পাল
গ) রাষ্ট্রপ্রতি     
ঘ) প্রধানমন্ত্রী ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।
১)" ঠান্ডা লড়াই হলো গরম শান্তি " কে বলেছেন ?

২) মাশাল পরিকল্পনার উদ্দেশ্যে কি ছিল ?

৩) SAFTA  -এর পুরো নাম কি ?

৪)SAARC -এর একটি উদ্দেশ্যে লেখো ?

৫) পঞ্চশীল নীতির ২টি নীতি উল্লেখ করো ?

৬) সাধারন সভার একটি কাজ উল্লেখ করো ?

৭) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কিভাবে নির্বাচিত হন ?

৮) ভিটো বলতে কি বোঝায় ?

৯) মহাসচিবের একটি কাজ উল্লেখ করো ?

১০) ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?

১১) রাষ্ট্রপতি কখন অডিনান্স জারি করতে পারেন ?

১২) গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয় ?

১৩) মেয়র কিভাবে নির্বাচিত হন ?

১৪) পশ্চিমবঙ্গের পৌর অঞ্চলের তিনটি কৃতপক্ষ কি কি ?

১৫) " বিচার প্রণীত আইন " বলতে কি বোঝায় ?

১৬) WHO - এর পুরো নাম কি ?





বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন সেট পার্ট ৩



                 PART - A ( MARKS :- 40 )

১) নিম্নলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও ।

১) বিশ্বায়নের প্রতিক্রিয়া ও ফলাফল আলোচনা করো ?
২) উদারনীতি বাদের তিনটি ধারা বলতে কি বোঝায় ? সার্বিক উদারনৈতিক মতবাদের মূল বৈশিষ্ট্য সমুহ আলোচনা করো ?

৩) ভারতের উপরাষ্ট্রপ্রতি পদ প্রার্থী র যোগ্যতা বলী , নির্বাচন পদ্ধতি ও কার্য কাল বিষয়ে সংক্ষেপে আলোচনা করো ? তার ক্ষমতা ও পদ মর্যাদা বিবরণ দাও ?

৪) ভারতীয় পার্লামেন্টের গঠন , ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ।

৫) লোক আদালত বলতে কি বোঝায় ? সাধারন আদালতের সঙ্গে এর পার্থক্য কোথায় ? লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো ।


            PART - B 

১) বিকল্প উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো ।

১) এক মেরু বিশ্বের নিয়ন্ত্রক শক্তি হলো ?
ক) চিন
খ) ফ্রান্স
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) ইংল্যান্ড ।

২) ট্রুম্যান নীতি ঘোষিত হয় ?
ক) ১৯৪৯ সালে
খ) ১৯৪৭ সালে
গ) ১৯৫৫ সালে
ঘ) ১৯৬১ সালে ।

৩)একটি নিরপেক্ষ দেশ হলো ?
ক) ফ্রান্স
 খ) মিশর
 গ) অস্ট্রিয়া
 ঘ) বাংলাদেশ ।

৪) প্রথম জোটনিরপেক্ষ শিষ সম্মেলন হয় ?
ক) নতুন দিল্লিতে
খ) কলম্বোতে
গ) বেলগ্রেড
ঘ) কায়রোতে ।

৫) " The Making Of Foreign Policy "   গ্রন্থের লেখক হলেন ?
ক) মার্শাল
খ) মোগেনথাউ
গ) জোসেফ ফ্রাঙ্কেল
 ঘ) হাটম্যান ।

৬) তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয় ?
ক) ভারত - পাকিস্থানের মতো
খ) ভারত - চীনের মধ্যে
গ) ভারত - রাশিয়ার মধ্যে
ঘ) ভারত - বাংলাদেশের মধ্যে ।

৭) জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল ?
ক) ৫ বছর
 খ) ৭ বছর
 গ) ৮ বছর
 ঘ) ৯ বছর ।

৮) জাতিপুঞ্জ গঠিত হয় ?
ক) ১৯৩৯ সালে
খ) ১৯৪৫ সালে
গ) ১৯৪৯ সালে
 ঘ) ১৯৫৫ সালে ।

৯) আন্তজার্তিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা ?
ক) ৭ জন
 খ) ৯ জন
গ) ১০ জন
ঘ) ১৫ জন ।

১০) আন্তজার্তিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) ভিয়েনাম
খ) লন্ডনে
গ) হেগ শহরে
ঘ) জেনেভায় ।

১১) ক্ষমতা সতন্ত্রীকরন নীতির প্রবক্তা হলেন ?
ক) হবস
 খ) মার্কস
 গ) মন্টেস্কু
 ঘ) হেগেল ।

১২) মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার উচ্চকক্ষ হলো ?
ক) লড সভা
খ) ডুমা
গ) সেনেট
 ঘ) কমন্স সভা ।

১৩) একটি রাজতান্ত্রিক দেশ হলো ?
ক) চিন
 খ) ব্রিটেন
 গ) পাকিস্থান
 ঘ) রাশিয়া ।

১৪) " বিশ্বের আইনসভা গুলির জননী " বলা হয় ?
ক) ব্রিটিশ পার্লামেন্ট কে
 খ) মার্কিন কংগ্রেসকে
গ) ফরাসী পার্লামেন্ট কে
ঘ) চীনের জাতীয় গণ কংগ্রেস কে ।

১৫) বিচারগণ জনগণের দ্বারা নির্বাচিত হন ?
ক) ফিনল্যান্ডে
 খ) সুইজারল্যান্ডে
 গ) অকল্যান্ডে
ঘ) নিউজিল্যান্ডে ।

১৬) ভারতের নিয়ম তান্ত্রিক শাসক প্রধান হলেন ?
ক) পার্লামেন্ট
খ) প্রধানমন্ত্রী
গ) রাষ্ট্রপ্রতি
 ঘ) উপ রাষ্ট্রপ্রতি ।

১৭) ভারতের রাষ্ট্রপ্রতি কে অপসরণ করেন ?
ক) আইন বিভাগ
খ) শাসন বিভাগ
গ) বিচার বিভাগ
ঘ) যৌথ আইনসভা ।

১৮) সেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন ?
ক) রাষ্ট্রপ্রতি
খ) প্রধানমন্ত্রী
গ) রাজ্যপাল
ঘ) মুখ্যমন্ত্রী ।

১৯) রাষ্ট্রপ্রতি লোকসভায় ইঙ্গ ভারতীয় সদস্য মনোনীত করেন ?
ক) ২ জন
খ) ৫ জন
গ) ৬ জন
 ঘ) ১২ জন ।

২০) ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন ?
ক) উপ রাষ্ট্রপ্রতি
খ) রাষ্ট্রপ্রতি
 গ) স্পিকার
ঘ) প্রধানমন্ত্রী ।

২১) জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক হলেন ?
ক) জেলাশাসক
 খ) সভাপতি
গ) সভাধিপতি
ঘ) জেলা জজ ।

২২) পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিক হলেন ?
ক) প্রধান
 খ) সভাপতি
গ) বি. ডি.ও
 ঘ) এস. ডি.ও ।

২৩) কে. এম .সি - এর বর্তমান ওয়ার্ড সংখ্যা কত ?
ক) ১৪১
 খ) ১৪২
গ) ১৪৩
 ঘ) ১৪৪ ।

২৪) গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ?
ক) প্রধান
খ) এস. ডি.ও
গ) বি. ডি.ও
ঘ) সভাধিপতি ।



২) নিম্নলিখিত প্রশ্ন গুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও 

১) জোট নিরপেক্ষ আন্দোলন কোন নীতির ভিত্তি অনুসরণে হয়েছে ?

২) সার্ক - এর বর্তমান সদস্য সংখ্যা কত ?

৩) CENTO  কত সালে প্রতিষ্ঠিত হয় ?

৪) ঠান্ডা যুদ্ধের অবসান কবে ঘটে ?

৫) তেহেরান চুক্তি কত সালে হয়েছিল ?

৬) সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির জোট কোনটি ?

৭) দ্বিকক্ষ বিশিষ্ঠ আইনসভার সপক্ষে একটি যুক্তি দাও
৮) নাম সবর্শ শাসক বলতে কি বোঝ ?

৯) রাষ্ট্রপ্রতির নির্বাচনে কারা ভোট দিতে পারেন ?

১০) মন্ত্রিসভায় কে সভাপতিত্ব করেন ?

১১) কলকাতা পৌর নিগমের আয়ের দুটি উৎস কি কি ?

১২) পঞ্চায়েত ব্যাবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ?

১৩) গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস কি কি ?

১৪) CTBT- এর পুরো কথাটি কি ?

১৫) IAS- এর পুরো কথাটি কি ?

১৬) UNESCO  - এর পুরো কথাটি কি ?