বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৩ মে, ২০২০

উচ্চ মাধ্যমিক বিভাব MCQ প্রশ্ন ও উত্তর

bivab-notok-mcq-question-answer

১) সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিলেন
ক) তেরো
খ) সতেরো
গ) তেইশ
ঘ) নয়
উত্তর :– তেরো


২) শম্ভু মিত্র , অমর গাঙ্গুলী কোন নাট্য দলের সদস্য ছিলেন
ক) নান্দিকার
খ) নান্দিমুখ
গ) পঞ্চম বৈদিক
ঘ) বহুরূপী
উত্তর :–বহুরূপী

৩) " বিভাব ' নাটকের যথাথ নাম হওয়া উচিত বলে নাট্যকার মনে করেছেন তা হলো
ক) হাসির সন্ধানে তিনটি চরিত্র
খ) অভাব নাটক
গ) তামাশা নাটক
ঘ) অভাবিত নাটক
উত্তর :– অভাব নাটক

৪) সরকারের পেয়াদা কীসের লক্ষে নাট্যদলের কাছে আসে
ক) নিমন্ত্রনপত্র নিতে
খ) অনুমতি পত্র নিতে
গ) খাজনা আদায় করতে
ঘ) সংবর্ধ্ণা জানাতে
উত্তর :–খাজনা আদায় করতে

৫) " তাই ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।" এই প্যাঁচ হলো
ক) জনমত গঠন
খ) নিজস্ব নাট্যমঞ্চ তেরি
গ) ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ
ঘ) নাটক অভিনয় বন্ধ রাখা
উত্তর :–ভঙ্গিনির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ


৬) " এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম "। এই সাহেব ছিলেন
ক) আইনস্টাইন
খ) আইজেনস্টাইন
গ) শেক্সপিয়ার
ঘ) বানাড' শ
উত্তর :–আইজেনস্টাইন

৭) শম্ভু মিত্র  ' বিভাব ' নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল
ক) উড়িয়া তামাশা
খ) মারাঠি তামাশা
গ) রাজস্থানি তামাশা
ঘ) অসমীয়া তামাশা
উত্তর :–মারাঠি তামাশা

৮) ' এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল ।' এই জাপানি থিয়েটার ছিল
ক) নো
খ) কিয়োগেন
গ) কাবুকি
ঘ) বানরাকু
উত্তর :–কাবুকি

৯) " আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত " একথা কে বলে গিয়েছেন
ক) রবীন্দ্রনাথ
খ) দ্বিজেন্দ্রলাল
গ) বল্লভ ভাই
ঘ) জহরলাল নেহরু
উত্তর :– বল্লভ ভাই

১০) " বিভাব " নাটকে ' বৌদি ' হলেন
ক) শোভা সেন
খ) তৃপ্তি মিত্র
গ) চিত্রা সেন
ঘ) শাওলী মিত্র
উত্তর :–তৃপ্তি মিত্র


১১) " পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ।" ' বৌদি ' তৃপ্তি মিত্র যাকে সবচেয়ে পপুলার জিনিস বলেছেন , সেটি হল
ক) সিনেমা
খ) আড্ডা
গ) খেলা ধুলা
ঘ) প্রেম
উত্তর :–প্রেম

১২) " বিভাব" নাটকে অমর গাঙ্গুলী কোথায় ' লভ সিন ' দেখার কথা বলেছেন
ক) বায়োস্কোপ
খ) বাস্তব জীবনে
গ) থিয়েটার
ঘ) লোক কোথায়
উত্তর :–বায়োস্কোপ

১৩) " বিভাব" নাটকে তৈরি হওয়া প্রেমের দৃশ্য নায়িকা ফিরছিল
ক) অফিস থেকে
খ) কলেজ থেকে
গ) বন্ধুর বাড়ি থেকে
ঘ) গ্রাম থেকে
উত্তর :–কলেজ থেকে

১৪) " বিভাব" নাটকে প্রেমের দৃশ্য নৈপন্থে কি বেজেছিল
ক) পিয়ানো
খ) বেহালা
গ) হারমোনিয়াম
ঘ) বাঁশি
উত্তর :–হারমোনিয়াম

১৫) " বিভাব" নাটকে প্রেমের দৃশ্য যে গানটি গাওয়া হয়েছিল , সেটি হল
ক) সখি ভালোবাসা কারে কয়
খ) আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
গ) তুমি কোন কাননের ফুল
ঘ) মালতি লতা দোলে
উত্তর :–মালতি লতা দোলে


১৬) "মালতি লতা দোলে " গানটি গাওয়া হয়েছিল যেভাবে
ক) ফিল্মি কায়দায়
খ) শাস্ত্রীয় ভঙ্গিতে
গ) কিতন আঙ্গিকে
ঘ) ঠুংরি ধরনে
উত্তর :–ফিল্মি কায়দায়

১৭) রবীন্দ্রনাথের গানের অনুমোদন যারা দেয় বলে " বিভাব" নাটকে উল্লেখ আছে, তারা হল
ক) রাজ্য সরকার
খ) বিশ্বভারতী
গ) সাহিত্য অ্যাকাডেমি
ঘ) সঙ্গীত নাটক অ্যাকাডেমি
উত্তর :–বিশ্বভারতী

১৮) শম্ভু মিত্র মতে , কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়
ক) ৩২ ইঞ্চি
খ) ৩৩ ইঞ্চি
গ) ৪২ ইঞ্চি
ঘ)৪৮ ইঞ্চি
উত্তর :–৩২ ইঞ্চি

১৯) " পথিক " নাটকটি কার লেখা
ক) বিজন
খ) উৎপল দত্ত
গ) শম্ভু মিত্র
ঘ) তুলসী লাহিড়ী
উত্তর :–তুলসী লাহিড়ী


২০) " কয়েকজন মেয়ে এবং কয়েক জন ছেলে । সামনের কয়েক জন হাতটা উচু করে থাকে ।" হাতে কি ছিল
ক) ভাতের থালা
খ) পতাকা ও ফেস্টুন
গ) প্রচার পত্র
ঘ) ফুল
উত্তর :–পতাকা ও ফেস্টুন

২১) শোভা যাত্রার লোকেরা যার জন্য দাবি জানিয়েছিল
ক) চাল ও কাপড়
খ) সঠিক মজুরী
গ) শিক্ষার সুযোগ
ঘ) আইন শৃঙ্খলার উন্নতি
উত্তর :–চাল ও কাপড়

২২) " The night is calling me " সংলাপ টি কর লেখা
ক) বানার্ড' শ
খ) শেক্সপিয়ার
গ) শেলি
ঘ) বায়রন
উত্তর :–বানার্ড' শ

২৩) হটাৎ পেছন থেকে শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়
ক) চাল চাই, কাপড় চাই
খ) অন্ন চাই , গৃহ চাই
গ) ফ্যান চাই , ভাত চাই
ঘ) এর কোনোটিই নয়
উত্তর :–চাল চাই, কাপড় চাই

২৪) " বিভাব " নাটকটির অনুপ্ররনা হলো
ক) জাপানি কাবুকি থিয়েটার
খ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক
গ) রবীন্দ্রনাথের নাটক
ঘ) দীনবন্ধু মিত্রের নাটক
উত্তর :–জাপানি কাবুকি থিয়েটার

২৫) " বিভাব " নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হলো
ক) দুই
খ) তিন
গ) পাঁচ
ঘ) সাত
উত্তর :–তিন


২৬) " আমদের মনে হয় এর নাম হওয়া উচিৎ ' অভাব নাটক ' ।" কারন
ক) এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে
খ) এ নাটকে অর্থাভাব দেখানো হয়েছে
গ) এ নাটকের চরিত্র সংখ্যার অভাব রয়েছে
ঘ) এ নাটকে অভিনয় উপকরনের অভাব
উত্তর :– এ নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে

২৭) অমর বাবু তৃপ্তি মিত্রের কাছে ক - কাপ চা চেয়েছেন
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর :–দুই কাপ

২৮) ঠিক আছে ফেলে দিন না ....কি ?
ক) চা
খ) বিড়ি
গ) সিগারেট
ঘ) দেশলাই
উত্তর :–সিগারেট

২৯) " বিভাব" নাটকে লভ সিনের নায়ক হয়েছিলেন
ক) অমর
খ) শম্ভু
গ) ম্যানেজার
ঘ) বল্লভভাই
উত্তর :–শম্ভু

৩০) " এর মাথায় খালি লভ সিন ঘরে রে ?" কার মাথায় ?
ক) অমর
খ) শম্ভু
গ) তৃপ্তি
ঘ) নাট্য দলের ম্যানেজার
উত্তর :–তৃপ্তি/>

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

ভাত MCQ প্রশ্ন ও উত্তর


hs-vat-golpo-mcq-questions-answerFree Fire Dimond TopUp Click Here

:· উচ্চ মাধ্যমিক বাংলা গল্প ভাত গল্পের কিছু MCQ প্রশ্ন ও  দেওয়া হলো ।


১) বড়ো বাড়ির বড়ো বউ–এর প্রথম থেকেই ভালো লাগেনি বাড়িতে কাজ করতে আসা লোকটার ?
ক) চলাফেরা
খ) ভাবভঙ্গি
গ) চাহনি
ঘ) কথাবার্তা

উত্তর :– চাহনি

২)" কিরকম যেন – চাহনি ।"
ক)অন্যরকম
খ)উগ্র
গ)প্রখর
ঘ)বিচ্ছিরি

উত্তর :– উগ্র

৩)" কিন্তু – বলল , ভাত খাবে কাজ করবে " ?
ক) বুড়ো কর্তা
খ) বড়ো পিসিমা
গ)মেজো বউ
ঘ) বামুন ঠাকুর

উত্তর :– বড়ো পিসিমা

৪) "এ – সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে ।"
ক)সংসার
 খ) বাড়িতে
গ) পরিবারে
ঘ)সমাজে

উত্তর :– সংসার

৫)" এই – দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয় ?
ক)  দশ
খ)বারো
গ) ষোলো
ঘ) চোদ্দ

উত্তর :– চোদ্দ


৬) কেনা চাল নয় , – থেকে চাল আসছে  ?
ক) বাদা
খ) খেত
গ) জমি
ঘ) গোলা

উত্তর :– বাদা

৭) বড়ো বাড়ির বৃদ্ধ মরতে বসেছে বলে বড়ো বাড়িতে কী হচ্ছিল  ?
ক) পুজো আচ্চা
খ) হোম যোগি
গ) শান্তি
ঘ) ডাক্তার বদ্দি

উত্তর :– হোম যোগি

৮) তার শশুরই মরতে বসেচেন । শশুরের বয়স্ হয়েছিল ?
ক) আটাতর
খ) আশি
গ) বিরাশি
ঘ) পঁচাশি

উত্তর :– বিরাশি

৯) ভাত গল্পে মুমুষ বৃদ্ধের স্ত্রীকে ভালো মন্দ রান্না করে খাওয়া ছিল ?
ক)  বাসিনী
খ) বামুন ঠাকুর
 গ)বড়ো বউ
ঘ) মেজো বউ

উত্তর :– মেজো বউ

১০) বড়ো বউ যখন বুড়ো কর্তার ঘরে গিয়েছিল , তখন সে ঘরে আর কে ছিল ?
ক) বড়ো পিসিমা
খ)  বউ
গ) বাসিনী
ঘ) নার্স

উত্তর :– নার্স


১১) সে একটু বসলে পরে – এসে চা খেয়ে যাবে ?
ক)নার্স
খ) বড়ো পিসিমা
গ) বাসিনী
ঘ) মেজো বউ

উত্তর :– নার্স

১২) তার আসার কথা ওঠেনা  – কার ?
ক) বড়ো ছেলে
খ) মেজো ছেলে
গ) সেজো ছেলে
ঘ) ছোটো ছেলে

উত্তর :– সেজো ছেলে

১৩) ভাত গল্পের বড়ো বাড়ির ছেলেরা সকাল ক–টার আগে ঘুম থেকে উঠে না ?
ক) আটটায়
খ) ন ' টায়
গ) দশটায়
ঘ) এগারোটায়

উত্তর :– এগারোটায়

১৪) ভাত গল্পের বুড়ো কর্তা দের কতগুলি দেবত্র বাড়ি ছিল ?
ক) আট টা
খ) আঠারো টা
গ) বাড়ো টা
ঘ) ষোলো টা

উত্তর :– আঠারো টা

১৫) বাদা অঞ্চলে – জমি থাকলে কাজ বা করে কে ?
ক) অসাগর
খ) দোফসলী
গ) তিন ফসলি
ঘ) উবর

উত্তর :– অসাগর


১৬) – বলে দিয়েছে বলেই তো আজ এই হোম যজ্ঞ হচ্ছে ?
ক) ছেলেরা
খ) ডাক্তাররা
গ) পুরোহিতরা
ঘ) বড়ো পিসিমা

উত্তর :– ডাক্তাররা

১৭) কার বাবা তান্ত্রিক এনেছিলেন ?
ক) বড়ো বউ – এর
খ) মেজো বউ– এর
গ) সেজো বউ–এর
ঘ) ছোটো বউ–এর

উত্তর :– ছোটো বউ–এর

১৮) কালো বিড়ালের লোম আনতে যে গিয়েছিল , তার নাম  ?
ক) স্বপন
খ) বিমল
গ) ভজন
ঘ) দীপেন

উত্তর :– ভজন

১৯) ভাত গল্পে যজ্ঞের জন্যে কথা থেকে বালি আনার প্রয়োজন হয়ে পড়েছিল ?
ক) নদী
খ) সমুদ্র
গ) শশান
ঘ) কবর খানা

উত্তর :– শশান

২০) এমন সময়ে – জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল ?
ক) গঙ্গার
খ) মাতলার
গ) নদীর
 ঘ) সাগরের

উত্তর :– মাতলার
২১) তোরেও তো টেনে নেছেল । বক্তা কে ?
ক) বাসিনী
খ) সাধন
গ) ভজন
ঘ) সতীশ

উত্তর :– সাধন

২২) উচ্ছবের বাবার নাম ছিল  ?
ক) সাধন
খ) ভজন
গ) সতীশ
 ঘ) হরিচরণ

উত্তর :– হরিচরণ

২৩) উচ্ছবদের অঞ্চলে পুরোহিত ছিল –?
ক) সাধন
খ) ভজন
গ) হরিচরণ
ঘ) মহানাম

উত্তর :– মহানাম

২৪) বড়ো বাড়ির মন্দিরের মাথায় যে ত্রিশূল টা ছিল, তা ছিল – ?
ক) সোনার
খ) রুপোর
গ) স্টিলের
ঘ) পেতলের

উত্তর :– পেতলের

২৫) বাসিনী উচ্ছব কে লুকিয়ে কী খেতে দিয়েছিল ?
ক) চিরে
খ) মুড়ি
গ) খই
ঘ) ছাতু

উত্তর :– ছাতু


২৬) অন্ন লক্ষী এ কথা টা উচ্ছবকে কে বলত ?
ক) তার বাবা
খ) তার মা
গ) তার দাদা
ঘ) তার ঠাকুমা

উত্তর :– তার ঠাকুমা

২৭) ভাত গল্পের বুড়ো কর্তার মৃত্যু হয়েছিল কত বছর বয়সে ?
ক) আটাতর
খ) আশি
গ) বিরাশি
ঘ) চুরাশি

উত্তর :– বিরাশি

২৮) সকালে লোকজন উচ্ছবকে সেখানেই ধরে ফেলে । জায়গাটি হলো –?
ক) রাস্তায়
খ) পার্কে
গ) ট্রেনে
 ঘ)  প্লাটফর্মে

উত্তর :– প্লাটফর্মে

২৯) কোথায় যাওয়া ট্রেনে উঠে বসার কথা ভেবেছিল উচ্ছব ?
ক) খিকান্ত পুর
খ) কানিং
গ) ডায়মন্ড হারবার
ঘ) লক্ষীকান্ত পুর

উত্তর :– কানিং

৩০)বুড়ো কর্তার কত বছর বেঁচে থাকার কথা ছিল বলে বড়ো পিসিমা জানিয়েছিলেন ?
ক) একশ বছর
খ)  বিরান্নবই বছর
গ) আটানব্বই বছর
ঘ) সাতাশি বছর

উত্তর :– আটানব্বই বছর


৩১) ভাত গল্প টি প্রকাশিত হয়েছিল কোন প্রত্রিকায় ?
ক) কল্লোল
খ) আনন্দ বাজার
গ) মেনিফেস্টো
 ঘ) আজকাল

উত্তর :– মেনিফেস্টো

৩২) উনি হলেন দেবতার সেবিকা । উনি বলতে যার কথা বলা হয়েছে  ?
ক) বড়ো বউ
খ) বড়ো পিসিমা
গ) চ্ন্নুনির মা
ঘ) টুনুর মা

উত্তর :– বড়ো পিসিমা

৩৩)বড়ো বাড়িতে – মন্দিরও আছে একটা ?
ক) লক্ষী
খ) দুর্গা
গ)  শিব
ঘ) কালী

উত্তর :– শিব

৩৪) বামুন চাকর ঝি দের জন্য – চাল ?
ক) ঝিঙেশাল
খ) রামশাল
গ) পদ্মজালি
ঘ) মোটা সাপটা

উত্তর :– মোটা সাপটা

৩৫) চিরকালই উচ্ছব যে নামে পরিচিত ।
ক) জেলে
খ) ভিখিরি
গ)  নাইয়া
ঘ) বদমাশ

উত্তর :– নাইয়া

৩৬) হোম - যজ্ঞ হচ্ছে । হোম যজ্ঞের জন্য আনা হয়েছিল  ?
ক) বেল, বেলকাঠ, ধুনো,বাতাসা,
খ) আম,বেল, জাম, কেওড়া গাছের কাঠ
গ) বেল, বট, অ্শ্বস্থ , আম গাছের কাঠ
ঘ) বেল, কেওরা, অ্শ্বস্থ, বট, তেতুঁল কাঠ

উত্তর :– বেল, কেওরা, অ্শ্বস্থ, বট, তেতুঁল কাঠ

৩৭) নিরামিষ তরকারির সঙ্গে যে – চালের ভাত খাওয়া হত , তা হলো  ?
ক) কনক পানি
খ)  রামশাল
গ) পদ্মজালি
ঘ)  ঝিঙেশাল

উত্তর :– ঝিঙেশাল

৩৮) উচ্ছবের গ্রাম – সম্পর্কিত বোনের নাম ?
ক) চ্ন্নুনি
খ) লক্ষী
গ) টুনু
ঘ) বাসিনী

উত্তর :– বাসিনী

৩৯) বড়ো বাড়িতে মাছের সঙ্গে যে চালের ভাত খাওয়া হয় , তা হলো – ?
ক) ঝিঙেশাল
খ) পদ্মজালি
গ) রামশাল
ঘ) কনকপানি

উত্তর :– রামশাল

৪০)মন্দিরের চাতালে কত গুলি ছেলে তাস খেলছিল ?
ক) দুজন
খ) তিনজন
গ) চারজন
ঘ) পাঁচজন

উত্তর :– তিনজন

৪১) যজ্ঞের জন্য উচ্ছব কাঠগুলো কাটছিল কত হাত লম্বা করে ?
ক) দেড়
খ) দুই
গ) আড়াই
ঘ) তিন

উত্তর :– দেড়

৪২) বুড়ো কর্তার মৃতদেহ সৎ কারে নিয়ে যাওয়া হয় – ?
ক) রাত একটার পর
খ) রাত বারোটার পর
গ) রাত নটার পর
 ঘ) রাত দু–টোর পর

উত্তর :– রাত একটার পর

৪৩) পদ্মজালি চাল রান্না হয় ?
ক) বড়োবাবুর জন্য
খ)  মেজো আর ছোটবাবুর জন্য
গ)  বামুন , চাকর, ঝিদের জন্য
ঘ) বাড়ির বউ দের জন্য

উত্তর :– বড়োবাবুর জন্য

৪৪)রাস্তার দোকান থেকে চা আসতে থাকে । কারন ?
ক)  বাড়িতে চায়ের ব্যাবস্থা ছিল না
খ)  বাড়িতে চা করার মতো কেউ ছিল না
গ)  বাড়িতে উনুন জ্বলবে না
ঘ)  বাড়িতে সবাই কাজে ব্যাস্ত

উত্তর :– বাড়িতে উনুন জ্বলবে নাকে বাঁচায় কে বাঁচে MCQ গল্প প্রশ্ন ও উত্তর 

ভারতবর্ষ গল্প MCQ প্রশ্ন ও উত্তর 

বিভাব নাটক  MCQ প্রশ্ন ও উত্তর 

নানা রঙ্গের দিন নাটক MCQ প্রশ্ন ও উত্তর 

অলৌকিক  MCQ প্রশ্ন ও উত্তর 


পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন  উত্তর


গান MCQ  প্রশ্নও উত্তর 

বিজ্ঞান. MCQ প্রশ্ন ও উত্তর 

খেলা. MCQ প্রশ্ন ও উত্তর 

চিত্রকলা  MCQ প্রশ্ন ও উত্তর 

সিনেমা  MCQ প্রশ্ন ও উত্তর 

রূপ নারানের কূলে প্রশ্ন ও উত্তর

আমি দেখি  MCQ প্রশ্ন ও উত্তর

মহুয়ার দেশ MCQ প্রশ্ন ও উত্তর

শিকার MCQ প্রশ্ন ও উত্তর

ক্রন্দনরতা জননীর পাশে MCQ প্রশ্ন ও উত্তর
রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

আমি স্পষ্ট বুঝতে পারলাম " - আমি কে ? কি বুঝতে পারার কথা বলা হয়েছে ? নানা রঙ্গের দিন নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

ami-sposhto-bujhte-parlam-ami-ke-ki-bujhte-parar-kotha-bola-hoyeche

১) " আমি স্পষ্ট বুঝতে পারলাম " - আমি কে ? কি বুঝতে পারার কথা বলা হয়েছে ? 

উত্তর :- গণনাট্য আন্দোলনের নাট্য কার রূপে পরিচিত অজিতেশ বন্দোপাধ্যায় রুশ নাট্যকার চেকভের  "Swan Song  " নামক  একাঙ্ক নাটকটির অনুকরণে রচনা করেন " নানা রঙ্গের দিন " নামক নাটকটি । যেখানে রজনী নামক একজন বৃদ্ধ অভিনেতা একাকী শূন্য মঞ্চে দাড়িয়ে গভীর রাতের অন্ধকারে জীবনের ফেলে আসা দিন গুলির স্মৃতিচারণা করেছেন ।

[ ] প্রায় আটষট্টিটা বছর পার করে এসেছেন তিনি , জীবনের শেষ বেলায় অনুভব করতে পেরেছেন নিজের জীবনের একাকীত্ব । যৌবন বয়সে যখন দর্শকদের হাততালি , তাদের অভিবাদন তাকে  মুগ্ধ করেছিল  তখন অভিনয় জগৎ ছাড়া অন্য সব কিছুকে তিনি খুব সহজেই অবহেলা করেছেন । কিন্তু সময় থেমে থাকেনি । সময়ের পরিবর্তনের সাথে সাথে অভিনেতা রজনীকান্ত  চাট্টুজ্জে মূল অভিনেতার পাশাপাশি পার্শ্ব অভিনেতায় পরিণত হয়েছেন । বহু দর্শক যারা এক সময় তাঁকে মাথায়  করে রাখত পরবর্তী কালে তারাই সমালোচনা করতে শুরু করেছিল । তাদের মতে এই সব অভিনয় দেখেই ছেলেমেয়েদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে । কিন্তু প্রতিভার তো অপমৃত্যু হয় না । তাই বারবার রজনীকান্তের শিল্পী সত্তা হাহাকার  করে উঠে ফেলে আসা  দিন গুলিকে ভুলতে না পেরে ।

[ ] রজনীকান্তের বাহিক চেহারার পরিবর্তন হয়েছে , গলার কাজ নষ্ট হয়েছে , চরিত্রকে ফুটিয়ে তোলার দক্ষতাও ধীরে ধীরে ম্লান  হয়েছে কিন্তু তবুও বাঁধক্য উপনীত রজনীকান্ত ফেলে আসা দিন গুলিকে ভুলতে পারে না । বুঝতে পারছেন দর্শক তাকে আর চায় না । কিন্তু তবুও শিল্পী সত্তার মৃত্যু হয় না জেনেই রাতের পর রাত ফাঁকা মঞ্চে অভিনয় করেছেন ।

/>

সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের নামকরণের সার্থকতা বিচার করা।

ke-banchai-ke-banche-golpoti-nam-koroner-sarthokorta-bichar-koro-answer

মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় পঞ্চাশের মন্বন্তর কালে অফিস যাওয়ার পথে একদিন ফুটপাতে অনাহারে মৃত্যুর এক বীভৎস দৃশ্যের সাক্ষী হয়।এই দৃশ্য দেখে সে এতটাই আঘাত পায় এবং অপরাধবোধের দিন্য   হয়ে পড়ে যে , তারপর থেকে ভালো করে খেতে ও ঘুমোতে পারে  না আদর্শবাদী  যুবকটি তাই সস্ত্রীক এক বেলা খাওয়া কমিয়ে সেই খাবার অনাহারীদের বিলোতে  শুরু করে ।
পুরো মাইনে টা সে সহকর্মী বন্ধু নিখিল এর মাধ্যমে ত্রাণ তহবিলে দান করে ।  শহরের ফুটপাতে ঘুরে ঘুরে দুর্ভিক্ষ পীড়িতদের দেখতে দেখতে শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় পরিবার, পেশা  ও সমাজকে ত্যাগ করে এইসব না খেতে পাওয়া মানুষদেরই  একজন হয়ে যায় ।  ছেড়া ন্যাকড়া পড়ে, মুখ ভর্তি দাড়ি  নিয়ে মগ হাতে লঙ্গরখানায় মারামারি করে খেচুরি খায় আর  ফুটপাতে পড়ে থাকে সে ।


নিজের সর্বস্ব দিয়ে ও দুর্ভিক্ষপীড়িত দের  বাঁচাতে ব্যর্থ হয়ে মৃত্যুঞ্জয় হতাশ হয়ে সর্বহারা শ্রেণীর মধ্যে নিজেকে বিলীন করে দিয়েছে এতে নিজে যেমন প্রকৃত ভাবে   বাঁচতে পারেনি , তেমনি অনাহারী দেরও বাঁচাতে পারেনি।  তাই এ গল্পের শিরোনামের মধ্য দিয়ে লেখক ' ভুল সর্গ - এর অধিবাসী এ গল্পের মুখ্য চরিত্রের ঘটন মূলক সমালোচনা করে এর নামকরণের সার্থক করে তুলেছে ।

কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের মৃত্যুঞ্জয় চরিত্র পর্যালোচনা করা ?

mritunjoyer-choritro-answer

মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় একজন সৎ মধ্যবিত্ত চাকুরীজীবী । নিরীহ, শান্ত, দরদি , ভালো, মানুষ এই যুবকটি চারপাশের মধ্যে এখনো বুকের  ভেতরে পুষে রাখে আদর্শবাদের হারিয়ে যাওয়া এক ঐতিহ্য ।

মৃত্যুঞ্জয় একদিন অফিস যাওয়ার পথে আকমক্ষিকভাবে দেখে ফেলে   ফুটপাতের অনাহারে মৃত্যুর দৃশ্য।দুর্ভিক্ষের সময় এমন দৃশ্য খুব স্বাভাবিক হলেও আবেগপ্রবণ মৃত্যুঞ্জয় এই দৃশ্যে দেখে  প্রচন্ড আঘাত পায়। তারপর থেকে সে ক্রমে ক্রমে  ভিতরে-বাইরে পাল্টে দিতে শুরু করে। অপরাধবোধে  সস্ত্রীক  মৃত্যুঞ্জয় এক বেলা না খেয়ে সে খাবার বিলিয়ে দেই দুর্ভিক্ষপীড়িত দের  মধ্যে। এমনকি মাসের  পুরো মাইনেটা সে ত্রাণ তহবিলে দান করে দেয় ।  কিন্তু অচিরেই বুঝতে পারে যে যথা সর্বস্ব দান করলেও অনাহারী মানুষগুলো কিছু মাত্র ভালো করতে পারবে না সে এরপর তাই সে অন্য প্রার্থীদের ভিড়ে  ঘুরতে ঘুরতে এক সময় তাদেরই একজন হয়ে যায় । অফিসে এবং তারপর বাড়িতে যাওয়াও বন্ধ করে দেয় সে । ছেড়া ন্যাকড়া পরে খালি গায়ে শেষ সে অনাহারীদের সঙ্গে ফুটপাতে পড়ে থাকে এবং লঙ্গরখানার  খিচুড়ি কারাকারি করে খেতে শুরু করে ।


সুতরাং , মৃত্যুঞ্জয় চরিত্রটি দুর্ভিক্ষ পীড়িত মানুষদেরপ্রতিবাদে, প্রতিরোধ বা সংগ্রামে উদ্বুদ্ধ করতে না পারলেও   সে যে মধ্যবিত্তের খোলস ত্যাগ  করে সর্বহারা শ্রেণীর মধ্যে বিলীন হতে পেরেছে এটাও  কম কৃতিত্বের নয় ।

/>

'কে বাঁচায় কে বাঁচে' গল্পের টুনুর মা চরিত্রটি পর্যালোচনা কর ?

tunur-ma-choritro-answer

মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের স্বামী অন্ত প্রাণ সহধর্মিনী হলো মমতাময়ী নারী টুনুর মা। নামহীন এই চরিত্রটি শারীরিকভাবে শির্না ও রোগা হলেও মন্বন্তরের বীভৎসতায় নিজের  পরিবার  সম্পর্কে উদাসীন হয়ে যাওয়া স্বামীর  অস্থিরতাকে সে কেবল মেনে নেইনি, মনেও  নিয়েছে। সে যে তার স্বামীকে ভালোবাসতো এবং তার আদর্শকে সম্মান করতো তা ই  নয় । সে নিজেও ছিল  উদার  হৃদয় এবং মমতাময়ী ।
শয্যাশায়ী অবস্থায় সে বারবার নিজের স্বামীর খোঁজ খবর করেছে, স্বামীর সহকর্মী বন্ধু  নিখিল কেউ সকাতর অনুরোধ করেছে তার স্বামীর খেয়াল রাখতে সঙ্গে থাকতে । দুই-তিনবার সে স্বামীর ফুটপাথে দুর্ভিক্ষ পীড়িত অনাহার মানুষগুলোকে দেখে বেড়ানোর সঙ্গী ও  হয়েছে । নিখিল কে সে জানায় উঠতে পারলে আমি তো  সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। মৃত্যুঞ্জয় এর ব্যাপারে টুনুর মা আরও জানিয়েছেন একেবারে মুষরে ছেড়ে যাচ্ছেন দিনকে দিন।

নিখিল কে সে বলেছে , উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়ে গুলির জন্য সত্যিই আমার ভাবনা হয় না। কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোক গুলির  কথা। এভাবেই মৃত্যুঞ্জয় আদর্শবাদের সঙ্গী হয়ে যায় টুনুর  মা।
সুতরাং, টুনুর মা  এ  গল্পের প্রধান চরিত্র হলেও গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়কে উজ্জ্বল করে তুলে ধরার এই চরিত্রটি  ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে ।

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

কে বাঁচায় কে বাঁচে ছোটগল্পের নিখিল চরিত্রটি পর্যালোচনা কর ??

ke-bachai-ke-banche-golpo-nikhil-choritro-answer


উত্তর:-  মানিক বন্দ্যোপাধ্যায়ের " কে বাঁচায় কে বাঁচে " ছোটগল্পের নায়ক  মৃত্যুঞ্জয় অফিসের সহকর্মী বন্ধু ছিল নিখিল । প্রখর বুদ্ধিমান এই রোগা যুবকটি ছিল কিছুটা অলস প্রকৃতির । দুই সন্তানের পিতা নিখিলের সংসারে বিশেষ  মন নেই বলে কেউ কেউ মনে করতেন। বইপত্র পড়ে এবং নিজের ভাবনার জগতে বিচরন করেই অবসর সময় কাটা তো এই অন্তর্মূখী যুবকটি।
অফিসের সহকর্মী বন্ধু মৃতুঞ্জয়ের  মাইনে নিখিলে থেকে সামান্য কিছু বেশি হলেও অন্য সকলের মতো নিখিল ও তাকে তাকে বেশ পছন্দ করত । হয়তো তাতে কিছুটা অবজ্ঞা মিশ্রিত ভালোবাসা জড়িয়ে থাকতো । তবে মৃত্যুঞ্জয়ের মানসিক শক্তির কাছে নিখিল কিছুটা যেন নিস্তেজ ছিল। মাঝে মাঝে তার এই ভেবে আফসোস হত রে সে চদি নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হত তাহলে মন্দ হত না । এর থেকে মৃত্যুঞ্জয়ের প্রতি তার সহকর্মী নিখিলের মৃদু ঈষার  পরিচয় ও পাওয়া যায়।

[   ] তবে নিখিল স্বার্থপর ছিলনা । প্রতিমাসে তিন জায়গায় তাকে অর্থ সাহায্য পাঠাতে দেখা যায়। তাছাড়া মৃত্যুঞ্জয় কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে সে সচেষ্ট থেকেছে, তার পরিবারের খোঁজ খবর নিয়েছে এবং মৃত্যুঞ্জয় অফিসে যাওয়া বন্ধ করলে তার ছুটির ব্যবস্থা ও করেছে ।
হৃদয়বান , সামাজিক যুবক নিখিল ভয়াবহ দুর্ভিক্ষে   দুঃখি হলেও প্রিয় বন্ধু মৃত্যুঞ্জয় মতো একেবারে ভেঙ্গে পড়েনি । তাছাড়া মাইনের  পুরো টাকাটা মৃত্যুঞ্জয় ত্রাণ তহবিলে দান করলে সে তার প্রতিবাদ করেছি এ কথা ভেবে যে এভাবে দেশের লোক কে বাঁচানো যায় না।   মৃত্যুঞ্জয়ের   পরিবারের প্রতি আন্তরিক ভাবনা ও তার কথায় প্রতিফলিত হয়েছে। সাধারণ মানুষের মতোই সে এই যৌক্তিক কথা ই  নিজে না খাইয়া মারা বড় পাপ।


[    ]  সুতরাং,  চরিত্রের বিভিন্ন দিক গুলি পর্যালোচনা করে বলা যায় যে সে এ গল্পের হৃদয়বান এক বাস্তব বাদী  চরিত্র।

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

বিভাব নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

bivab-natok-suggestion

১) তাই অনেক ভেবচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।  কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো ।

২) বুদ্ধিটা কি করে এল তা বলি । কোন বুদ্ধি এবং তা কীভাবে এল – নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো ।

৩) এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ? সমগ্র নাট্যকাহিনীর নিরিখে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো ।

৪) এই ঘরের মধ্যে জীবনকে উপলদ্ধি করা যাবে না । জীবনকে উপলদ্ধি করার জন্য বক্তা কী করেছিলেন ? শেষে তার কীরূপ অভিজ্ঞা হয়েছিল ।

৫) বিভাব নাটকের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো ।

৬) তাহলে আপনার হাসি জীবনে কোনোদিন পাবে না । বক্তার এই মন্তব্যের কারন " বিভাব " নাটক অবলম্বনে আলোচনা করো ।

৭) তবে হ্যা , মানতে পারে , যদি সাহেবে মানে । যেমন রবি – ঠাকুরকে মেনেছিল । মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ সহ আলোচনা করো ।


সিনেমা সাহিত্যে কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন

bangla-cinema-itihas-suggestion
১) সত্যজিৎ রায়

২) মৃণাল সেন

৩) তপন সিংহ

৪) ঋত্বিক ঘটক

৫) বাংলা সিনেমার প্রচলনের ইতিহাসের রুপ রেখাটি নির্দেশ করো প্রসঙ্গ নীবাক যুগ ( ১৯১৭ - ৩০ ) ও সবাক যুগ " ১৯৩১ থেকে " এর সূচনা পর্বের সিনেমা গুলোর পরিচয় দাও ।গান কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন

bangla-gaan-itihas-suggeation
১) বাংলা গানের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান ?

২) বাংলা গানে অতুলপ্রসাদ সেন এর অবদান আলোচনা করো ?

৩) বাংলা গানে মুকুন্দ দাস এর অবদান আলোচনা করো ?

৪) বাংলা সাহিত্যের গানের ইতিহাসে সেলিম চৌধুরী অবদান সম্পকে আলোচনা করো ।

৫) কাজী নজরুল ইসলামের বাংলা গানের সাহিত্যের ইতিহাসে অবদান আলোচনা করো ।

৬)  বাংলা গানের সাহিত্যের মান্না দে এর অবদান আলোচনা করো ।


ক্রিড়া কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন

khela-itihas-suggestion

১) প্রথম ভারতীয় দল হিসাবে আই এফ এ শিল্ড জয়ি মোহনবাগান ক্লাবের ইতিহাস পর্যলোচনা করো ।

২) প্রতুলচন্দ্র সরকার ম্যাজিক (P C SARKAR )

৩) রামায়নে বণিত কাহিনী অনুসারে দাবা খেলার শ্রেষ্ঠ কে ? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও ।


বিজ্ঞানচর্চা কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন

 bangla-biggan-sahiter-itihas-suggestion

১)  কাদম্বিনী ( বসু ) গঙ্গোপাধ্যায় ।

২) বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে বিধানচন্দ্র রায়  অবদান সংক্ষেপে আলোচনা করো ।

৩) জগদীশ চন্দ্র বসু ।

৪) প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় ।

৫) সত্যেন্দ্রনাথ বসু ।

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কয়েকটি গুরত্ব পূর্ণ প্রশ্নporte-jane-ak-mojurer-porshno-suggestion


পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা ঘুরে ফিরে প্রতি বছর আসে সেগুলিই দেওয়া হলো ।

১) চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা ? কবি এই মন্তব্যের মধ্যে দিয়ে কোন সত্যকে প্রতিষ্টা করতে চেয়েছেন আলোচনা করো ।

২) এত যে শুনি বাইজেন্টিয়াম , সেখানে কি সবাই প্রসাদেই থাকত ? কবির মন্তব্যের তাৎপর্য আলোচনা করো ।

৩) ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার / একলাই নাকি ? এই প্রশ্নের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো ।

৪) গলদের নিপাত করেছিল সিজার । নিদেন একটা রাধুনী তো ছিল ? এই মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করো ।

৫) বিরাট আমাডা যখন ডুবল , স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব / আর কেউ কাঁদেনি ? মন্তব্যটির ঐতিহাসক ভির্তি উল্লেখ করে এর মমাথ আলোচনা করো ।

৬) পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজচেতনার কী পরিচয় পাও ?


চিত্র কলা কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন কয়েকটি

bangla-sahiter-chitrokola-suggestion

১) যামিনী রায়

২) রামকিঙ্কর বেইজ

৩) অবনীন্দ্রনাথ ঠাকুর

৪) গগেন্দ্রনাথ ঠাকুর

৫) " পট " শব্দ টির অর্থ কি ? বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও ?


আমার বাংলা কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন

amar-bangla-suggestion


ছাতির বদলে হাতি

১) চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো চেংমান কে ? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল ।

২) বিশ্বাস করো , বানানো গল্প নয় । লেখক যে কাহিনী সমন্ধে একথা বলেছেন , সেটি সংক্ষেপে লেখো ।

৩) সুভাষ মুখোপাধ্যায় " ছাতির বদলে হাতি " রচনা অবলম্বনে গারো পাহাড়ের অধিবাসী দের ওপর মহাজনদের শোষণ বর্ননা করো ।

৪) পাহাড়ের নিচে যে দিন থেকে লালনিশান খুঁটি গেড়েছে , সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে । চোখ ফোটার ফলে " তাদের " কি কি পরিবর্তন ঘটেছে তা " ছাতির বদলে হাতি " রচনা অবলম্বনে লেখো ।

কলের কলকাতা

১) চেয়ারের উপর যিনি বসে আছেন , তাকে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না , চেয়াড়ের উপর কে বসেছিলেন ? লেখক তাকে কোথায় দেখেছিলেন ? লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো ?

২) মোনা ঠাকুর তার কলকাতা ভ্রমনের যে বর্ননা দিয়েছিল , " কলের কলকাতা " রচনা অবলম্বনে সবিস্তারে লেখো ।

৩) কলকাতা আসার পর " কলের কলকাতা " রচনার লেখক সুভাষ মুখোপাধ্যায় কলকাতাকে একেবারেই ভালো লাগেনি কেন ?

৪) সুভাষ মুখোপাধ্যায় ' কলের কলকাতা ' রচনা অবলম্বন করে লেখকের জেলখানা ভ্রমনের বর্ণনা দাও ?

৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কলকাতায় যেসব ঘটনা ঘটেছিল , "  কলের কলকাতা " রচনা অবলম্বন করে তার বর্ণনা দাও ।

৬) সে রাত্রিরে গুলি চললো মেছো বাজারের মোড়ে । সেদিনের ঘটাবলী বর্ণনা করে গুলি চলার কারন লেখো ?

৭) কি প্রসঙ্গে কলকাতার নিম্নলিখিত স্থান গুলি লেখকের রচনায় এসেছে – ক্লাইভ স্ট্রিট , মুচি পাড়া থানা , রাজা বাজার বস্তি , চিনে পাড়া , খিদির পুর ?

 গারো পাহাড়ের নীচে 

১) যেন রাবনের চিতা জ্বলছে তো জ্বলছেই, রাবনের চিতার মতো আগুন কারা কি উদ্দেশে কোথায় জ্বালিয়ে ছে ?এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে ।

২) কিন্তুু হাতি বেগার আর চলল না , হাতি বেগার আইন কি তা আলোচনা করো  ।  তা কেন আর চলল না ।

৩) "গারো  পাহাড়ের নিচে " রচনা অবলম্বনে সুসং পরগনার নিসর্গ- প্রকৃতি এবং মানব প্রকৃতি র বর্ণনা দাও ?

৪)  "গারো  পাহাড়ের নিচে " যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও ?


৫) তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল । প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন ? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?

৬) জমিদার কে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয় । সুভাষ মুখোপাধ্যায়" আমার বাংলা " গ্রন্থের "গারো  পাহাড়ের নিচে " রচনা অবলম্বনে বিশ্লেষণ করো ।

মেঘের গায়ে জেলখানা

১) মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুচরনের পরিচয় দাও ?

২) আজ ইংরেজ নেই , তবু আগের ব্যাবস্থায় বহাল আছে বক্সায় , কোন ব্যাবস্থার কথা এ খানে বলা হয়েছে ? যখন বক্সায় ইংরেজরা বন্দী শিবির তেরী করেছিল , তখন সেখানকার পরিবেশ কেমন ছিল ?

৩) সুভাষ মুখোপাধ্যায় " মেঘের গায়ে জেলখানা " রচনা অবলম্বন করে বক্সা জেলখানার বর্ণনা দাও ?

৪) সুভাষ মুখোপাধ্যায় " মেঘের গায়ে জেলখানা " রচনা অবলম্বন করে জেলের সাধারণ কয়েদিদের ওপর জেল কর্তৃপক্ষ এবং জেল – কর্মচারীদের অত্যাচার বর্ণনা করো ।


৫) বক্সা জেলে কিভাবে সোনাদানা জেলের মধ্যে লুকিয়ে রাখতো , তা " মেঘের গায়ে জেলখানা " রচনা অবলম্বন করে লেখো ।

৬) এরা সব সাধুচরনের অতীত , সাধুচরন এদের ভবিষ্যত । এ খানে " এরা " বলতে কাদের কথা বোঝানো হয়েছে ? মুস্তাফার পরিচয় দাও ?

৭) শিলিগুড়ি থেকে রাজাভাতখাওয়া স্টেশনে যাওয়া পযন্ত লেখকের যাত্রাপথের বিবরণ দাও ।

হাত বারাও

১) তোমরা হাত বারাও তাকে সাহায্য করো । লেখক কাকে , কি ভাবে , কেন সাহায্য করতে বলেছেন ।

২) সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনীদের সে শনাক্ত করছে "- কে শনাক্ত করেছে ? কাদের কেন খুনী বলা হয়েছে ?

৩) কিন্তু আজও সেই দুটো জলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে । কোন ঘটনা প্রসঙ্গে লেখক একথা বলেছেন ? এই ঘটনা লেখকের মধ্যে কোন প্রতিক্রিয়া তৈরী করেছে ?

৪) " হাত বাড়াও " রচনাটি মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো ।বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

বিভাব নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

বিভাব
hs-bangla-natok-bivab-suggetion
:· উচ্চ মাধ্যমিক বিভাব নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো ।

১) তাই অনেক ভেবচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি ।  কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো ।

২) বুদ্ধিটা কি করে এল তা বলি । কোন বুদ্ধি এবং তা কীভাবে এল – নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো ।

৩) এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ? সমগ্র নাট্যকাহিনীর নিরিখে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো ।

৪) এই ঘরের মধ্যে জীবনকে উপলদ্ধি করা যাবে না । জীবনকে উপলদ্ধি করার জন্য বক্তা কী করেছিলেন ? শেষে তার কীরূপ অভিজ্ঞা হয়েছিল ।

৫) বিভাব নাটকের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো ।

৬) তাহলে আপনার হাসি জীবনে কোনোদিন পাবে না । বক্তার এই মন্তব্যের কারন " বিভাব " নাটক অবলম্বনে আলোচনা করো ।

৭) তবে হ্যা , মানতে পারে , যদি সাহেবে মানে । যেমন রবি – ঠাকুরকে মেনেছিল । মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ সহ আলোচনা করো ।বুধবার, ৬ মার্চ, ২০১৯

ভারতবর্ষ MCQ প্রশ্ন ও উত্তর

hs-bharat-barsh-mcq-questions-answer

:·  উচ্চ মাধ্যমিক বাংলা গল্প ভারতবর্ষ গল্পের কিছু MCQ প্রশ্ন ও দেওয়া হলো ।

১) বাজারে চায়ের দোকান ছিল  ?
ক) একটা
খ) দুটো
গ) তিনটে
ঘ) চারটে

উত্তর :–তিনটে

২) বাজারের উওর দিকে ছিল  ?
ক) গ্রাম
খ) ইটভাটা
গ) বাঁশবন
ঘ) মাঠ

উত্তর :–মাঠ

৩) বাজারের জমাটি ভাব থাকে  ?
ক) সন্ধ্যা সাতটা অবধি
খ) রাত আটটা অবধি
গ) রাত নটা অবধি
ঘ) রাত দশটা অবধি

উত্তর :–রাত দশটা অবধি

৪) শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে  ?
ক) পৌষে বাদলা
খ) ডাক
গ) ফাঁপি
ঘ) ডাওর

উত্তর :–পৌষে বাদলা

৫) শীতের বৃষ্টিকে ছোটো লোকে বলে ?
ক) পৌষে বাদলা
খ) ডাক
গ) ফাঁপি
ঘ) ডাওর

উত্তর :–ডাওর

৬) শীতে বৃষ্টি এবং বায়ু পবাহ চলতে থাকলে, তাকে বলা হয়  ?
ক) পৌষে বাদলা
খ) ডাক
গ) ফাঁপি
ঘ) ডাওর

উত্তর :–ফাঁপি

৭) বুড়ির গায়ে জড়ানো ছিল  ?
ক) কাথা
খ) কম্বল
গ) লেপ
ঘ) চাদর

উত্তর :–কম্বল

৮) চায়ের দোকানের আড্ডা বাজরা বুড়ির সঙ্গে তুলনা করেছিল  ?
ক) ঘোড়ার
খ) হরিণের
গ) খরগোশের
ঘ) টাট্টুর

উত্তর :–টাট্টুর

৯)"  ভারতবর্ষ " গল্পে বৃষ্টি শুরু হয়েছিল  ?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বুধবার
ঘ) বৃহ সপ্তিবার

উত্তর :–মঙ্গলবার

১০)" নিঘাত মরে গেছে বুড়িটা ।" এই কথাটি বলেছিল  ?
ক) জগা
খ) নকরী
গ) নিবারণ
ঘ) করিম

উত্তর :–জগা

১১)বাজার থেকে থানার দুরত্ব ছিল  ?
ক) তিনক্রস
খ) চারক্রস
গ) পাঁচক্রস
ঘ) ছয়ক্রস

উত্তর :–পাঁচক্রস

১২)বাজার থেকে নদীর  দুরত্ব ছিল  ?
ক) এক মাইল
খ) দুই মাইল
গ) তিন মাইল
ঘ) চার মাইল

উত্তর :–দুই মাইল

১৩) "ফজর" কথাটির অর্থ কি ?
ক) ভোর
খ) দুপুর
গ) বিকেল
ঘ) সন্ধ্যা

উত্তর :–ভোর

১৪) এক কালে পেশাদার লাঠিয়াল ছিল  ?
ক) ফজলু সেখ
খ) নিবারণ বাগদী
গ) করিম ফরাজি
ঘ) নকরি নাপিত

উত্তর :–করিম ফরাজি

১৫)চৌকিদার যে রঙের উর্দি পড়েছিল , তা হলো  –– ?
ক) লাল
খ) নীল
গ) কালো
ঘ) হলুদ

উত্তর :–নীল


১৬) " ––– চৌকিদারের পরামর্শ মানা হলো  ?
ক) পন্ডিত
খ) বিচক্ষণ
গ) অভিজ্ঞ
ঘ)বিজ্ঞ

উত্তর :–বিজ্ঞ

১৭) " হটাৎ ––– এক অদ্ভুত দৃশ্য দেখা গেল  ?
ক) সকালে
খ) বিকালে
গ) দুপুরে
ঘ) সন্ধ্যায়

উত্তর :–বিকালে

১৮) " মাঠ পেরিয়ে একটা ––– আসছে  ?
ক) চ্যাংদোলা
খ) মাচা
গ) মঞ্চ
ঘ) খাটিয়া

উত্তর :–চ্যাংদোলা

১৯" কতক্ষণ  সে এই ––– জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে ...। ?
ক) মারমুখী
খ) আক্রমানকত
গ) খিপ্ত
ঘ) মারকুটে

উত্তর :–মারমুখী

২০) আমেদাবাদ শহরটি যে রাজ্য অবস্থিত – ?
ক) পশ্চিমবঙ্গ
খ) গুজরাট
গ) রাজস্থান
ঘ) মহারাষ্ট্র

উত্তর :–গুজরাট

২১) " ভারতবর্ষ " গল্পের লেখক সেয়দ মুস্তাফা সিরাজ যুক্ত ছিলেন  ?
ক) তরজার সঙ্গে
খ) আলকাপের সঙ্গে
গ) রামযাত্রার সঙ্গে
ঘ) থিয়েটারের সঙ্গে

উত্তর :–আলকাপের সঙ্গে

২২) হাস্কিং মেশিন থেকে –– হয়  ?
ক) তেল
খ) রস
গ) চাল
ঘ) গম

উত্তর :–চাল ।


চিত্রকলা MCQ প্রশ্ন ও উত্তর

hs-poetry-bangla-sahiter-itihas-mcq-questions-answere

:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে চিত্রকলা কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) পালযুগের পুঁথিচিত্রে গৌতম বুদ্ধের জীবনের ক – টি প্রধান ঘটনার ছবি দেখা যায়
ক) তিনটি
খ) পাঁচটি
গ) সাতটি
ঘ)  আটটি

উত্তর :– আটটি

২) নন্দলাল বসু যার গ্রন্থে একেছেন , তিনি হলেন
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বলেন্দ্রনাথ ঠাকুর
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

উত্তর :– রবীন্দ্রনাথ ঠাকুর

৩) আর্ট স্কুলে পিলাডি সাহেবের ছাত্র ছিলেন
ক) অসিত হালদার
খ) রামকিঙ্কর বেইজ
গ) জয়নাল আবেদিন
ঘ) যামিনী রায়

উত্তর :– যামিনী রায়

৪) নিচের যে ছবিটি রবীন্দ্রনাথের আঁকা নয়
ক) পুপে
খ) আবু হোসেন
গ) বৌদ্ধভিক্ষু
ঘ) বুদ্ধ ও সুজাতা

উত্তর :– বুদ্ধ ও সুজাতা

৫) তেলেঙ্গানার কৃষক বিদ্রোহের ছবি একেছেন
ক) জয়নাল আবেদিন
খ) চিওপ্রসাদ ভটাচার্য
গ) অসিত হালদার
 ঘ) অন্নপ্রসাদ বাগচি

উত্তর :– চিওপ্রসাদ ভটাচার্য

৬) দিল্লি ও আগ্রতে কোম্পানি চিত্রশেলির প্রসার ঘটে কোন শতকের শুরুতে
ক) ষোড়শ
খ) সপ্তদশ
গ) অষ্ঠাদশ
ঘ) ঊনবিংশ

উত্তর :– ষোড়শ

৭) দিল্লির অঞ্চলের শিল্পীরা সাধারনত কিসের উপর ছবির আঁকতেন
ক) হাতির দাঁত
খ) অভেরের পাত
গ) তাল পাতা
ঘ) মাটি

উত্তর :– হাতির দাঁত

৮) " পট " শব্দটির আভিধানিক অর্থ কি
ক)  কাপড়
খ) সরা
গ) ছবি
ঘ) তালপাতা

উত্তর :– ছবি

৯) পশ্চিমবঙ্গ ও উড়িশা ছাড়া আর কোন রাজ্য পট শিল্পের প্রচলন ছিল
ক) আসাম
খ) গুজরাট
গ) রাজস্থান
ঘ) মহীশূর

উত্তর :– রাজস্থান

১০) গাজীর পট বা সত্যপিরের পট বঙ্গদেশের কোথায় প্রচলিত ছিল
ক) উত্তর
খ) দক্ষিণ
গ) পূর্ব
ঘ) পশ্চিম

উত্তর :– পূর্ব

১১) কালীঘাট পটের ছায়া পড়েছিল কোন  বিখ্যাত শিল্পীর ছবিতে
ক) লিওনার্দো দ্যা ভিঞ্চি
খ) পাবলো পিকাসো
গ) ফানান্দ লেজ
ঘ) রাফায়েল

উত্তর :– ফানান্দ লেজ

১২) কলকাতায় প্রথম আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে
ক) আনন্দ প্রসাদ বাগচি
খ) শ্যামাচরণ শ্রীমানি
গ) হেনরিহোভার লক
ঘ) গঙ্গাধর দে

উত্তর :– হেনরিহোভার লক

১৩) "দ্যা  ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট " প্রতিষ্ঠাতা কে
ক) হেনরিহোভার লক
খ) আনন্দ প্রসাদ বাগচি
গ) রণদাপ্রসাদ গুপ্ত
ঘ) মন্নথনাথ চক্রবর্তী

উত্তর :–  মন্নথনাথ চক্রবর্তী

১৪) " কলাভবন " প্রতিষ্ঠাত করে কাকে রবীন্দ্রনাথ তার আর্চায করে নিয়ে আসেন
ক)  নন্দলাল বসু
খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রকাশ কর্মকার
 ঘ) রামকিঙ্কর বেইজ

উত্তর :– নন্দলাল বসু

১৫) অবনীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলী কে বিষয় করে শিল্পচর্চা শুরু করেন ঠাকুর পদবিধারি কার উপদেশ অনুযায়ী
ক)  গুগেন্দ্রনাথ
খ) গগণেন্দ্রনাথ
গ) রবীন্দ্রনাথ
ঘ) জ্যোতিরিন্দ্রণাথ

উত্তর :– রবীন্দ্রনাথ


১৬) সুনয়নী দেবী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের
ক) মা
খ) মেয়ে
গ) দিদি
ঘ) বোন

উত্তর :– বোন

১৭) রবীন্দ্রনাথের " সহজ পাঠ " গ্রন্থের অলংকরণ করেন
ক) জ্যোতিরিন্দ্রণাথ
খ) অবনীন্দ্রনাথ
গ) দিনেন্দ্রনাথ ঠাকুর
ঘ) নন্দলাল বসু

উত্তর :– নন্দলাল বসু

১৮) চলমান গান্ধীজি কে লাঠি হাতে সাদা – কালোয় একেছিলেন
ক) নন্দলাল বসু
খ) রামকিঙ্কর বেইজ
গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
ঘ) চিত্রপ্রসাদ

উত্তর :– নন্দলাল বসু

১৯) কোন শিল্পী " ইন্ডস " সিরিজের জন্য বিখ্যাত
ক) চিত্রপ্রসাদ
খ) যামিনী রায়
গ) সোমনাথ হোর
ঘ) জয়নাল আবেদিন

উত্তর :– সোমনাথ হোর


বিজ্ঞান চর্চা MCQ প্রশ্ন ও উত্তর


hs-seince-bangla-sahiter-itihas-mcq-questions-answere


:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে বিজ্ঞান চর্চা  কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) রাধানাথ শিকদার ছিলেন
ক) হিন্দু কলেজের ছাত্র
খ) সংস্কৃত কলেজের ছাত্র
গ) স্কটিশচার্চ কলেজর ছাত্র
ঘ) শিবপুরবুক সোসাইটি

উত্তর :– হিন্দু কলেজের ছাত্র

২) আমাদের দেশে প্রথম বাস্পিয় ইঞ্জিন নিমার্ণ করেন
ক) গলোকচন্দ্র নন্দী
খ) শিব চন্দ্র নন্দী
গ) মহেন্দ্র নন্দী
ঘ) কালীদাস শিল

উত্তর :– গলোকচন্দ্র নন্দী

৩) " গ্রহ নক্ষত্র " গ্রন্থের লেখক
ক) যোগদাননন্দ রায়
খ)  প্রফুল্ল চন্দ্র রায়
গ) সুকুমার রায়
ঘ) গোপালচন্দ্র ভ্টাচার্য

উত্তর :– যোগদাননন্দ রায়

৪) " বেঙ্গল কেমিক্যালস " –এর প্রতিষ্ঠাতা
ক) প্রফুল্ল চন্দ্র রায়
খ) সত্যেন্দ্রনাথ বসু
গ) মেঘনাথ সাহা
ঘ) গোপালচন্দ্র ভ্টাচার্য

উত্তর :– প্রফুল্লচন্দ্র রায়

৫) কাকে " ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক " বলা হয়
ক) উলিয়াম রকসবাগ
খ) উলিয়াম কেরি
গ) রবাট কিড
ঘ) জন টমাস

উত্তর :– উলিয়াম রকসবাগ

৬) Annals of the royal botanical Garden , Calcutta  নামক সাময়িকপত্রটি প্রকাশ করেন
ক) রবাট কিড
খ) উলিয়াম রকসবাগ
গ) স্যার জজ কিং
ঘ) জন টমাস

উত্তর :– স্যার জজ কিং

৭) " এশিয়াটিক সোসাইটির " প্রাণ পুরুষ ছিলেন
ক) রবাট কিড
খ) উলিয়াম রকসবাগ
গ) উলিয়াম জোনস
ঘ) জব চার্নক

উত্তর :– উলিয়াম জোনস

৮) সর্ব প্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন
ক) হর প্রসাদ শাস্ত্রী
খ) পঞ্চানন কর্মকার
গ) জন টমাস
ঘ) জব চার্নক

উত্তর :– পঞ্চানন কর্মকার

৯) ইংল্যান্ডের " Royal photographic society " –  এর সদস্য হন
ক) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
খ) সুকুমার রায়
গ) সীতানাথ ঘোষ
ঘ) রাজকৃষ্ণ কর্মকার

উত্তর :– সুকুমার রায়

১০ )The Upper Atmosphere " গ্রন্থের লেখক
ক) প্রফুল্ল চন্দ্র রায়
খ) জগদীশ চন্দ্র বসু
গ) শিশির কুমার মিত্র
ঘ) মেঘনাদ সাহা

উত্তর :– শিশির কুমার মিত্র

১১) বিজ্ঞান বিষয়ক গ্রন্থ " পৃথিবী " –র লেখক
ক) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
খ) সর্ণকুমারি দেবী
গ) তারকনাথ ঠাকুর
ঘ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

উত্তর :– সর্ণকুমারি দেবী

১২) গোপাল চন্দ্র ভটাচার্য –এর গবেষণার বিষয় হলো
ক) পোকামাকর
খ) শাক সবজি ও ফল
গ) মেলেরিয়া
ঘ) কালাজ্বর

উত্তর :– পোকামাকর

১৩) আলিপুর চিড়িযাখানার রূপকার ছিলেন
ক)  দিগম্বর মিত্র
খ) ভোলানাথ বসু
গ) রামবর্ন্থ সান্যাল

উত্তর :–রামবর্ন্থ সান্যাল

১৪) প্রথম ভারতীয় দূরবীন নির্মাতা
ক) দিগম্বর মিত্র
খ) নগেন্দ্রনাথ ধর
গ) সশাংকরশেখর  দে
ঘ) মৃণালকুমার দাশগুপ্ত

উত্তর :– নগেন্দ্রনাথ ধর

১৫) এদেশে প্লাস্টিক – সার্জারির জনক
ক) ডা. আবিরলাল মুখোপাধ্যায়
খ) ডা. মহেন্দ্রলাল সরকার
গ) ডা. নীলরতন সরকার
ঘ) ডা. মুরারীমোহন মুখোপাধ্যায়

উত্তর :–  ডা. মুরারীমোহন মুখোপাধ্যায়


ক্রিয়াসংস্কৃতি MCQ প্রশ্ন ও উত্তরhs-sports-bangla-sahiter-itihas-mcq-questions-answere

:· বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে ক্রিয়াসংস্কৃতি  কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো ।

১) " পেচ লুকানো ধোঁকা " কোন খেলায় আছে  ..?
ক) কুস্তি
খ) লনটেনিস
 গ) বক্সিং
ঘ) মোরগ লড়াই

উত্তর :– কুস্তি

২) " দি ফিনিক্স অ্যাওয়ার্ড " পান ....?
ক) পি . কে ব্যানার্জি
খ) দিব্যেন্দু বড়ুয়া
গ) পি . সি সরকার
ঘ) আরতি সেন

উত্তর :– পি . সি সরকার

৩) মিহির সেন ছিলেন ....?
ক) ক্রিকেটার
খ) গ্র্যান্ডমাস্টার
গ) অ্যাথলিট
ঘ) সাঁতারু

উত্তর :– সাঁতারু

৪) মহিলা ক্রিকেটার ........?
ক) জ্যোতির্ময়ী সিকদার
খ) দোলা ব্যানার্জী
গ) ঝুলন গোস্বামী
ঘ) সোমা বিশ্বাস

উত্তর :– ঝুলন গোস্বামী

৫) কে গ্র্যান্ডমাস্টার .........?
ক) সূর্যশেখর গাঙ্গুলী
খ) দীপ দাশগুপ্ত
গ) অনির্বাণ লাহিড়ী
ঘ) সুভাষ ভৌমিক

উত্তর :– সূর্যশেখর গাঙ্গুলী

৬) বাংলায় আখড়া সংস্কৃত প্রচলনের প্রথীকিত ছিলেন ....?
ক) যতিন্দ্রচরণ গুহ
খ) যতিন্দ্রনাথ গুহ
গ)অম্বিকাচরণ গুহ
ঘ) ক্ষেতমোহন গুহ

উত্তর :– অম্বিকাচরণ গুহ

৭) অম্বিকাচরণ ছিলেন যতিন্দ্রচরণ গুহের ...?
ক) বাবা
খ) কাকা
গ) ভাই
ঘ) ঠাকুরদা

উত্তর :– ঠাকুরদা

৮) মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কুস্তির " বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন্সশিপ " যেতেন প্রথম কোন এশিয় ......?
ক) ফনিন্দ্রকৃষ্ণ গুহ
খ) যতিন্দ্রচরণ গুহ
গ) গোঁসাইদাস গুপ্ত
ঘ) ক্ষেতমহণ গুহ

উত্তর :– যতিন্দ্রচরণ গুহ

৯) গোবর গুহ " বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন্সশিপ " যেতেন কত খিস্টাবদে .....?
ক) ১৯১১
খ) ১৯১৩
গ) ১৯১৮
ঘ) ১৯২১

উত্তর :– ১৯২১

১০) গোবর গুহর সর্বাধিক প্রচলিত কুষ্টিরিতিটি হলো ...?
ক) ঢাক
খ) রদ্দা
গ) কুল্লা
ঘ) ধোঁকা

উত্তর :– রদ্দা

১১) ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি .....?
ক) ট্রেডস ক্লাব
খ)  ডালহৌসি ক্লাব
গ) নার্ভাল ভলান্টিয়াস ক্লাব
ঘ) কলকাতা ফুটবল ক্লাব

উত্তর :– নার্ভাল ভলান্টিয়াস ক্লাব

১২) ভারতের প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে কত খিস্টাবদে .......?
ক) ১৮৬৮
খ) ১৮৭০
গ) ১৮৭২
ঘ) ১৮৭৭

উত্তর :– ১৮৭২

১৩) ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যাক্তিত্ব হলেন   ......?
ক) শ্যামসুন্দর মিত্র
খ) কুমারেশ সেন
গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারি
ঘ) যতীন্দ্রচরণ গুহ

উত্তর :– নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারি

১৪) প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম .......?
ক)  কুমারটুলি ক্লাব
খ) শোভাবাজার ক্লাব
গ) টাউন ক্লাব
ঘ) কলকাতা ক্লাব

উত্তর :– শোভাবাজার ক্লাব

১৫) কোন বাঙালি ক্রিকেটার প্রথম ইংল্যান্ডের কাউন্টিতে খেলেন ......?
ক) মনসুর আলী খান
খ) রণজিৎ সিংহ
গ) রাজকুমার হিতেন্দ্র নারায়ন
ঘ) অম্বর রায়

উত্তর :– রাজকুমার হিতেন্দ্র নারায়ন


১৬) বঙ্গদেশে ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন কে ..........?
ক) রাজকুমার হিতেন্দ্র নারায়ন
খ) সারদারঞ্জন রায়চৌধুরী
গ) শ্যামসুন্দর মিত্র
ঘ) অম্বর রায়

উত্তর :– সারদারঞ্জন রায়চৌধুরী

১৭) কোন বাঙালি ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন .......?
ক) সারদারঞ্জন রায়চৌধুরী
খ) নির্মল চট্টোপধ্যায়
গ) সৌরভ গাঙ্গুলি
ঘ) পঙ্কজ রায়

উত্তর :– সৌরভ গাঙ্গুলি

১৮) প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চেন্যাল পেরণ কে ........?
ক) বুলা চৌধুরী
খ) মিহির সেন
গ) বিশ্বজিৎ দে চৌধুরী
ঘ) আরতি সাহা

উত্তর :– মিহির সেন

১৯) প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চেন্যাল পার হন .......?
ক) বুলা চৌধুরী
খ) মুনসুন দে চৌধুরী
গ) আরতি সাহা
ঘ) ঝুম্পা সাহা

উত্তর :– আরতি সাহা

২০) রেঞ্জাস ক্লাব কলকাতায় কোন খেলা প্রবর্তন করে ........?
ক) টেবিল টেনিস
খ) লন টেনিস
গ) ফুটবল
ঘ) হকি

উত্তর :– হকি

২১) শিলি গুরি "  টেবিল টেনিসের দৌনাচায " বলা হয় কাকে .........?
ক) কস্তুরী চক্রবর্তী
খ) শুভজিৎ সাহা
গ)  মৌমা দাস
ঘ) ভারতী ঘোষ

উত্তর :– মৌমা দাস

২২) পি সি সরকার কোন দেশে প্রয়াত হন ........?
ক) চিন
খ) জাপান
গ) উত্তর কোরিয়া
ঘ) ইংল্যান্ড

উত্তর :– জাপান

২৩) পি সি সরকারের পুত্রের নাম কি ......?
ক) জুনিয়ার পি .সি সরকার
খ) ইয়ং পি . সি সরকার
গ) ফাস্ট পি. সি সরকার
ঘ) সেকেন্ড পি .সি সরকার

উত্তর :– জুনিয়ার পি .সি সরকার

২৪) বিশ্ব বিখ্যাত জাদুকর পি . সি . সরকার ( সিনিয়র ) – এর প্রকৃত নাম কি ....?
ক) প্রভাসচন্দ্র সরকার
খ) প্রতুলচন্দ্র সরকার
গ) প্রভাতচন্দ্র সরকার
ঘ) প্রদীপচন্দ্র সরকার

উত্তর :– প্রতুলচন্দ্র সরকার