বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

বাসন্তিকস্বপ্নম MCQ প্রশ্ন ও উত্তর





:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত নাটক " বাসন্তিকস্বপ্নম " কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো ।


১) বাসন্তিকস্বপ্নম নামক  নাটকটির রচয়িতা হলেন ?
ক) গোবিন্দকৃষ্ণ
খ)  শ্রীশঙ্করাচায
গ) ত্রিবিক্রম ভট্ট
ঘ) যতীন্দ্রবিমল চৌধুরী
উত্তর :-শ্রীশঙ্করাচায

২) ইন্দ্রবমা – কনকলেখার বিবাহের দিনটি হলো ?
ক) পূর্ণিমা
খ) একাদশী
গ) অমাবস্যা
ঘ) এয়োদশি
উত্তর :-অমাবস্যা

৩) কার ধির গতির জন্য রাজা অধেয হয়ে পড়েছেন ?
ক) প্রমোদের
খ) চাঁদের
গ) কনকলেখার
ঘ) যুবকের
উত্তর :-চাঁদের

৪) রাজা ইন্দ্রবমার ভাবী স্ত্রীর নাম হলো ?
ক) চন্দ্রলেখা
খ) বসন্তসেনা
গ) কনকলেখা
ঘ) কৌমদী
উত্তর :-কনকলেখা

৫) রাজার বিবাহের আর কত দিন বাকি ছিল ?
ক) ২ দিন
খ) ৩ দিন
গ) ৪ দিন
ঘ) ৫ দিন
উত্তর :-৪ দিন

৬) রাজা ইন্দ্রবর্মা কার দ্বারা আকারান্ত হয়েছেন ?
ক) ভুতের দ্বারা
খ) কামদেবের দ্বারা
গ) রোগের দ্বারা
ঘ) তান্ত্রিকের দ্বারা
উত্তর :-কামদেবের দ্বারা

৭) কনকলেখার মতে চার রাত্রি কিভাবে কেটে যাবে ?
ক) আনন্দ করতে করতে
খ) ভাবতে ভাবতে
গ) স্বপ্ন দেখতে দেখতে
ঘ) বেড়াতে বেড়াতে
উত্তর :-স্বপ্ন দেখতে দেখতে

৮) রাজা প্রমোদ কে কোথায় যেতে বললেন ?
ক) নগরের রাস্তায় রাস্তায়
খ) ইন্দুশর্মার কাছে
গ) বিবাহমণ্ডপে
ঘ) রাজসভায়
উত্তর :-নগরের রাস্তায় রাস্তায়

৯) প্রমোদ চলে যাবার পর রাজার কাছে এলেন ?
ক) চন্দ্রবর্মা
খ) অগ্নিশর্মা
গ) ইন্দুশর্মা
ঘ) দেববর্মা
উত্তর :-ইন্দুশর্মা

১০) ইন্দুশর্মার মেয়ের নাম ?
ক) কৌমুদী
খ) কনকলেখা
গ) সৌদামিনী
ঘ) নিম্নবতী
উত্তর :-কৌমুদী
১১) কৌমুদি পছন্দ করা যুবকটি হলো ?
ক) প্রমোদ
খ) মকরন্দ
গ) বসন্ত
ঘ) বসুপালিত
উত্তর :- বসন্ত

১২) ইন্দুশর্মা যে যুবকের সাথে তার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন তার নাম ?
ক) মকরন্দ
খ) বসন্ত
গ) প্রমোদ
ঘ) বসুপালিত
উত্তর :-মকরন্দ

১৩) অবন্তীরাজ্য অভিভাবকের আদেশ লঙ্ঘনকারী সন্তানের শাস্তি ছিল ?
ক) অৰ্থদন্ড
খ) কারাদন্ড
গ) নির্বাসন
ঘ) মৃত্যুদন্ড
উত্তর :-মৃত্যুদন্ড

১৪) রাজা কৌমুদী কে কার বিবেচনা অনুসারে পছন্দের ব্যাপারটা দেখতে বলেছিলেন ?
ক) নিজের
খ) প্রমোদের
গ) তার মা
ঘ) তার বাবার
উত্তর :- তার বাবার

১৫) কৌমুদি রাজার কাছে তার সিদ্ধান্ত জানিয়েছিল ?
ক) বসন্তকেই বিয়ে করবে
খ) বাবার মত মেনে নেবে
গ) সারাজীবন অবিবাহিত থাকবে
ঘ) দেশ ছেড়ে চলে যাবে
উত্তর :-সারাজীবন অবিবাহিত থাকবে

১৬) কৌমুদির বাবার নাম ?
ক) বল্লভ
খ) কুমুদ
গ) ইন্দুশর্মা
ঘ) ইন্দ্রবমা
উত্তর :- ইন্দুশর্মা

১৭) ইন্দুশর্মার নির্বাচিত পাত্রের নাম ?
ক) বসন্ত
খ) বল্লভ
গ) প্রমোদ
ঘ) মকরন্দ
উত্তর :-মকরন্দ

১৮) রাজার কাছে বিচার প্রাথি হয়ে কে এসেছিল ?
ক) কনকলেখা
খ) কৌমুদি
গ) ইন্দুশর্মা
ঘ) প্রমোদ
উত্তর :-ইন্দুশর্মা

১৯) বসন্ত ছিল ?
ক) মিথ্যাবাদী
খ) স্বাস্থ্যবান
গ) প্রিয়দর্শন
ঘ) খুব লম্বা
উত্তর :-প্রিয়দর্শন

২০) মঞ্চে অনুপস্থিত একটি চরিত্র হলো ?
ক) ইন্দ্রবমা
খ) ইন্দুশর্মা
গ) কৌমুদি
ঘ) বসন্ত
উত্তর :-বসন্ত

২১) মঞ্চে হাজির হয়নি কিন্তু উল্লেখিত হয়েছে এমন একটি চরিত্রের নাম ?
ক) ইন্দ্রবমা
খ) কৌমুদি
গ) মকরন্দ
ঘ) প্রমোদ


উত্তর :-মকরন্দ

২২) বাসন্তিকস্বপ্নম নাটকের উৎস কি ?
 ক) A Midsummer Night's Dream
খ)  Romeo and Juliet
গ) Ramayan
ঘ) Apur Panchali

উত্তর :-A Midsummer Night's Dream




সংস্কৃত সাহিত্যের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর




:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাহিত্যের  কিছু গুরুত্বপূর্ণ  MCQ   প্রশ্ন উত্তর আলোচনা করা হলো ।

১) মহাকবি ভাসের সর্বসেষ্ঠো নাটকটি হলো ?
ক) প্রতিমা নাটক
খ) ঊরুভঙ্গ
গ) স্বপ্নবাসব দও
ঘ) মৃচ্ছকটিক
উত্তর :–স্বপ্নবাসব দও

২) মহা কবি কালিদাস রচিত গীতিকাব্য টি হলো ?
ক) গীতগোবিন্দ
খ) মেঘদূত
গ) অমরুশতক
ঘ) গঙ্গাস্তএ
উত্তর :–মেঘদূত

৩) মহাকবি কালিদাস রচিত নাটকটি হলো ?
ক) অভিজ্ঞানশকুন্তল
খ) মৃচ্ছকটিক
গ) স্বপ্নবাসব দও
ঘ) মুদ্রারাক্ষস
উত্তর :–অভিজ্ঞানশকুন্তল

৪) অভিজ্ঞানশকুন্তলে অঙ্ক আছে ?
ক) ৫ টি
খ) ৬ টি
গ) ৭ টি
ঘ) ১০ টি
উত্তর :– ৭ টি

৫) শূদ্রক  রচিত নাটকটির নাম ?
ক) মুদ্রারাক্ষস
খ) মৃচ্ছকটিক
গ) প্রবোধচন্দ্রদয়
ঘ) অবিমারক
উত্তর :–মৃচ্ছকটিক

৬) মৃচ্ছকটিক নাটকে অঙ্ক আছে ?
ক) ১০ টি
খ) ৯ টি
গ) ৭টি
ঘ) ৫ টি
উত্তর :–১০ টি

৭) অভিজ্ঞানশকুন্তলা নাটকে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন ?
ক) অনসূয়াকে
খ) প্রীয়ংবদাকে
গ) মুনিকে
ঘ) শকুন্তলাকে
উত্তর :–শকুন্তলাকে

৮) মৃচ্ছকটিক নাটকে নায়ক হলেন ?
ক) শকার
খ) শর্বিলক
গ) উদয়ন
ঘ) চারুদও
উত্তর :–চারুদও

৯)মৃচ্ছকটিক নাটকে নায়িকা হলেন ?
ক) কুন্দমালা
খ) বসন্তসেনা
গ) অনসূয়া
ঘ) প্রীয়ংবদা
উত্তর :–বসন্তসেনা

১০) মুদ্রারাক্ষস নাটকের রচয়িতা হলেন ?
ক) শুদ্রক
খ) ভাস
গ) কালিদাস
ঘ) বিশাখা দও
উত্তর :–বিশাখা দও

১১) মুদ্রারাক্ষস নাটকে অঙ্ক আছে ?
ক)  ৫ টি
খ) ৭ টি
গ) ৬ টি
ঘ) ১০ টি
উত্তর :–৭ টি

১২) স্বপ্নবাসব দও নাটকের নায়ক হলেন ?
ক) উদয়ন
খ) যুগোধ্ণারায়ান
গ)  চারুদও
ঘ) সুশান্ত
উত্তর :–উদয়ন

১৩) মুদ্রারাক্ষস নাটকের নামটির মধ্যে মুদ্রা শব্দের অর্থ হলো ?
ক) চিহ্ন
খ) টাকা
গ) সভাব
ঘ) প্রতারণা
উত্তর :–চিহ্ন

১৪) যে নাটকটির মধ্যে বিদুষকের কোনো চরিত্র নেই সেই নাটকটি হলো ?
ক) অভিজ্ঞানশকুন্তল
খ) মৃচ্ছকটিক
গ) স্বপ্নবাসব দও
ঘ) মুদ্রারাক্ষস
উত্তর :–মুদ্রারাক্ষস

১৫) মুদ্রারাক্ষস নাটকে নন্দরাজের মন্ত্রীর নাম হলো ?
ক) যুগোধ্ণারায়ান
খ) রাক্ষস
গ) পরাশর
ঘ) চার্ণক
উত্তর :–রাক্ষস

১৬) মৃচ্ছকটিক নাটকে রাজশালকের নাম ?
ক) বিকার
খ) প্রকার
গ) শকার
ঘ) শবিলক
উত্তর :–শকার

১৭) মৃচ্ছকটিক নাটকে চারুদও এর বাড়িতে সিঁধ কাটে ?
ক) রাক্ষস
খ) শবিলক
গ) চন্দন দাস
ঘ) চার্ণক
উত্তর :–শবিলক

১৮) সংস্কৃত আলঙ্কারিক মতে মৃচ্ছকটিক একটি ?
ক) প্রকরণ
খ) নাটক
গ) ভার্ন
ঘ) প্রহসন
উত্তর :–প্রকরণ

১৯) মেঘদূতর রচয়িতা হলেন ?
ক) জয়দেব
খ) কালিদাস
গ) আমরু
ঘ) ঘটকপর
উত্তর :–কালিদাস

২০) মেঘদূতে যক্ষ যে পর্বতে নির্বাসিত হয়েছিলেন তার নাম ?
ক) দেবগিরি
খ) রামগিরি
গ) মহেন্দ্রগিরি
ঘ) সোমগিরি
উত্তর :–রামগিরি

২১) মেঘদূতে মেঘের যাত্রা পথের বর্ণনা আছে ?
ক) উত্তরমেঘে
খ) রামগিরিতে
গ) অলকায়
ঘ) পূর্বমেঘে
উত্তর :–পূর্বমেঘে

২২) গীতগোবিন্দের বিষয়বস্তু হলো ?
ক) রাম – সীতার প্রেম
খ) উদয়ন – বাসবদও প্রেম
গ) দুষন্ত – শকুন্তলার প্রেম
ঘ) রাধা – কৃষ্ণের প্রেম
উত্তর :–রাধা – কৃষ্ণের প্রেম

২৩) আর্য ভট্ট এর গ্রন্থটির নাম হলো ?
ক) আর্যভোটিয়ম
খ) বৃহত সংহিতা
গ) পঞ্চসিধান্তিকা
ঘ) মেঘদূতম
উত্তর :–আর্যভোটিয়ম

২৪) আর্যভোটিয়ম গ্রন্থটির বিষয়বস্তু হলো ?
ক) চিকিৎসা
খ) জ্যোতির্বিজ্ঞান ও গণিত
গ) সঙ্গীত
ঘ) ব্যাকরন
উত্তর :–জ্যোতির্বিজ্ঞান ও গণিত

২৫) আর্যভোটিয়ম গ্রন্থে শোলোক আছে ?
ক) ১১৮ টি
খ) ১১৯ টি
গ) ১২০ টি
ঘ) ১২১ টি
উত্তর :–১২১ টি।






রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

কর্মযোগ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন


 


:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত কবিতা কর্মযোগ কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্ন আলোচনা করা হলো ।


১) অনুসারে গীতার কর্মযোগের তথ্য টি সংক্ষেপে লিপিবদ্ধ করো ।

২) কেন কর্মতাগের দ্বারা নৈশকরম সিদ্ধি হয়না তা নিজের ভাষায় বুঝিয়ে দাও ।

৩)" মিথ্যাচার " কাকে বলা হয় গীতার কর্মযোগ ব্যাখা করে তা বুঝিয়ে দাও ।





বাসন্তিকস্বপ্নম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন



 
 
 
 :·উচ্চ মাধ্যমিক সংস্কৃত নাটক " বাসন্তিকস্বপ্নম " কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো ।

১)  " বাসন্তি কস্বপ্নম " নাটকের বিষয়বস্তুটি সংক্ষেপে নিজের ভাষায় বর্ণনা করো ।

২) " বাসন্তিকস্বপ্নম " নাটকে কনকলেখার সাথে বিবাহ প্রসঙ্গে রাজা ইন্দ্রবমার আবেগের একটি বর্ননা দাও ।

৩) " বাসন্তিকস্বপ্নম " নাটক অনুসারে কৌমুদীর চরিত্র সম্পর্কে লেখো ?

৪) " বাসন্তিকস্বপ্নম " নাটক অনুসারে রাজা ইন্দ্রবমার চরিত্র সম্পর্কে লেখো ?

৫) " বাসন্তিকস্বপ্নম " নাটক টি নামকরণ সার্থকতা বিচার করো ?

সংস্কৃত সাহিত্যের ইতিহাস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন




 
 
:· উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্ন আলোচনা করা হলো ।



১) বিশাখা দত্ত  - এর মুদ্রা রাক্ষস ।

২) কালিদাসের - মেঘদূতম ।

৩) ভাস - এর স্বপ্ন বাসবদত্ত ।


৪) কালিদাসের - অভিজ্ঞানশকুন্তলাম ।

৫) জয়দেব ও গীত গোবিন্দ ।

৬) প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চরক সমন্ধে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করো ।

৭) ভাস সমস্যা সমন্ধে আলোচনা করো ।



রবিবার, ২৪ মে, ২০২০

নানা রঙ্গের দিন নাটক কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন




প্রতি প্রশ্নের মান :–৫

১) রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র ?

২) কলিনাথ সেনের চরিত্র ?

৩) ধূ ধূ করা দুপুরের জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন - তেমনি ...- বক্তা কে ? কোন প্রসঙ্গে বক্তা একথা বলেছেন আলোচনা করো ?

৪)সে রাতে এই জীবনের প্রথম মোক্ষম বুঝলাম যে , যারা বলে নাট্যভিনয় একটি প্রবিত্র শিল্প - তারা সব গাঁধা ' - বক্তা কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো ।

৫) আমার প্রতিভা এক্ষণ ও মরেনি - শরীরে যদি রক্ত থাকে, তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা । মন্তব্যটির তাৎপর্য লেখ ।

৬) শিল্প কে যে মানুষ ভালোবেসেছে - তার ব্যাধক নেই -- মন্তব্যটির তাৎপর্য লেখো

৭) ওকি বললো জানো ? "" - ও বলতে এখানে কার কথা বলা হয়েছে ? কে কোন পরিস্থিতিতে কি কথা কাকে বলেছিল ?

৮)" নানা রঙ্গের দিন " নাটকটির সার্থকতা বিচার করো ।



বাংলা কবিতা শিকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন





প্রতি প্রশ্নের মান :–৫


১) একটি তারা এখনো আকাশে রয়েছে " - আকাশের তারা কে কেন্দ্র করে কবির ভাবনার যে মানুষ বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো ।

২) " হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবরণ ইচ্ছার মতো " - মন্তব্যেটির পেক্ষপট ' শিকার' কবিতা অবলম্বনে আলোচনা করো ।

৩) " আগুন জ্বললো আবার " - ' আবার 'শব্দটির প্রয়োগের তাৎপর্য কি ? এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় ?

৪) নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে প্রবিত্র জীবন হারিয়ে যায় হীমশিল মৃত্যুর আঁধারে ; - " শিকার " কবিতা সূত্রে আলোচনা করো ।