বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র ২০২২ hs Sanskrit questions papers 2022


                           PART - A 

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 

                   গদ্যাংশ ( যে কোনো একটি )

( A ) বনগতাগুহা অবলম্বনে অলিপর্বার চরিত্র বিশ্লেষন করো । 

( B ) বনগতাগুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো । 

                   পদ্য ( যে কোনো একটি )

( C ) পাঠাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো । 

( D ) ‘ মিথ্যাচার: ’ কাকে বলা হয় ? গীতার কর্মযোগ পাঠাংশ অনুসারে লেখো ।
 

                    নাট্য ( যে কোনো একটি )  

( E ) ‘ বাসন্তিকস্বপ্নম ’ অনুসারে কৌমুদির চরিত্র বর্ণনা করো । 

( F ) ‘ বিজয়তাম অস্মকাম অবনিপ: ’ – উক্তিটি কার ? অবনিপ: কে ? বক্তা তার কাছে কেন এসেছিলেন ? 


              সাহিত্য ইতিহাস ( যে কোনো একটি ) 

( G ) মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো । 

( H ) চরকসংহিতা বিষয়ে সংক্ষেপে লেখো । 

 
৮। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

( A ) ইন্দো ইউরোপীয় দশটি ভাষাগোষ্ঠীর নাম লেখো । 

( B ) ভারতীয় আর্যভাষার কয়টি স্তর ? কি কি ? নব্য ভারতীয় আর্যভাষা সম্বন্ধে যা জান লেখো । 

৯। সংস্কৃত ভাষায় অনুবাদ করো ( যে কোনো একটি ) :

( A ) অনন্তর শশকটি সবিনয়ে সিংহকে বললো – প্রভু আমার কোন অপরাধ নেই । আমার আসার সময় একটা সিংহ আমাকে আটকে রেখেছিল । 

( B ) দাক্ষিণাত্য দেশে মহিলারোপ নামে এক নগর আছে । সেখানে অমরশক্তি নামে এক রাজা ছিলেন । তার বসুশক্তি , উগ্রশক্তি ও অনেকশক্তি নামে তিন ছেলে ছিল । 


 

                           PART - B

১। ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

( i ) অলিপর্বার ভাইয়ের নাম ? 

( ক ) কশ্যপ 

( খ ) কাশ্যপ 

( গ ) কালিদাস 

( ঘ ) বসন্ত

( ii ) বনগতাগুহার রচয়িতা হলেন ? 

( ক ) কৃষ্ণ মোদক 

( খ ) গোবিন্দ মোদক 

( গ ) গোবিন্দকৃষ্ণ মোদক 

( ঘ ) কৃষ্ণগোবিন্দ মোদক 

( iii ) স্কন্দরাজ রচিত গ্রন্থ ? 

( ক ) অর্থশাস্ত্র 

( খ ) কামশাস্ত্র 

( গ ) নীতিশাস্ত্র 

( ঘ ) চৌর্যশাস্ত্র 

( iv ) মহার্ঘ শব্দটির অর্থ ? 

( ক ) অঞ্জলি 

( খ ) বহুমূল্য  

( গ ) মহাপুরুষ  

( ঘ ) বস্ত্র  

( v ) গঙ্গাস্রোত্রম এর রচয়িতা ? 

( ক ) জয়দেব

( খ ) সায়নাচার্য 

( গ ) কালিদাস 

( ঘ ) শঙ্করাচার্য 
 

( vi ) গঙ্গার পুত্র হলেন ? 

( ক ) ভগীরথ 

( খ ) ভীষ্ম 

( গ ) ভীম 

( ঘ ) ভরত 

( vii ) কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন ? 

( ক ) সঞ্জয়কে  

( খ ) কর্নকে 

( গ ) বিদুরকে  

( ঘ ) অর্জুনকে 

( viii ) ‘ কর্মযোগ ’ ভগবদগীতার কোন অধায়ে আছে ? 

( ক ) অষ্টাদশ 

( খ ) দ্বিতীয় 

( গ ) চতুর্থ 

( ঘ ) তৃতীয় 

( ix ) কৌমুদির পিতার নাম ? 

( ক ) ইন্দ্রবর্মা 

( খ ) মকরন্দ

( গ ) বসন্ত

( ঘ ) ইন্দুশর্মা 

( x ) ‘ যথাজ্ঞাপয়তি দেব ! ’ – বক্তা কে ? 

( ক ) মকরন্দ 

( খ ) প্রমোদ 

( গ ) ইন্দুশর্মা 

( ঘ ) বসন্ত 
 

( xi ) কৌমুদির পছন্দের পাত্র হলেন ? 

( ক ) উদয়ন 

( খ ) দুষ্মন্ত 

( গ ) বসন্ত

( ঘ ) মকরন্দ

( xii ) কনকলেখা হলেন ? 

( ক ) ইন্দ্রবর্মার প্রেমিকা 

( খ ) ইন্দুশর্মার প্রেমিকা 

( গ ) বসন্তর প্রেমিকা 

( ঘ ) মকরন্দর প্রেমিকা 

( xiii ) অভিজ্ঞানশকুন্তলম এর রচয়িতা ? 

( ক ) অশ্বঘোষ 

( খ ) ভাস

( গ ) শুদ্রক  

( ঘ ) কালিদাস 

( xiv ) বিশাখদত্ত রচিত নাটক ? 

( ক ) মৃচ্ছকটিকম 

( খ ) মুদ্রারাক্ষস:

( গ ) চারুদত্ত 

( ঘ ) মালবিকাগ্নিমিত্রম

( xv ) ‘ বরাহমিহির ’ রচিত গ্রন্থটির নাম ? 

( ক ) আর্যসিদ্ধান্ত 

( খ ) বৃহৎসংহিতা 

( গ ) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত

( ঘ ) দশগীতিকাসূত্র 

 

২। পূর্নবাক্য উত্তর দাও : 

                  গদ্য ( যে কোনো তিনটি )


( i ) কতজন চোর বনে গিয়েছিল ? 

( ii ) অলিপর্বা কোন নগরে বাস করত ? 

( iii ) ‘বনগতা গুহা’র উৎস গ্রন্থের নাম কি ? 

( iv ) কশ্যপ কীভাবে ধ্বনি হয়েছিল ? 


                   পদ্য ( যে কোনো তিনটি ) 

( v ) গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন ? 

( vi ) ‘ মুনিবরকন্য ’ – কাকে সম্বোধন করা হয়েছে ? 

( vii ) গঙ্গাজলের মহিমা কোথায় কীর্তিতে ? 

( viii ) ‘ কর্মেন্দ্রিয় ’ কয়টি ও কী কী ? 

 

                        নাটক ( যে কোনো তিনটি ) 

( ix ) ইন্দ্রবর্মা কে ? 

( x ) বাসন্তিকস্বপ্নম এর মূল ইংরাজি নাটকটির নাম লেখো ? 

( xi ) ‘ কুহু: ’  পদের অর্থ কি ? 

( xii ) রাজার বিবাহের আর কতদিন দেরি ? 



                           সাহিত্য ইতিহাস 

( xiii ) মৃচ্ছকটিকম এর রচয়িতার নাম লেখো ? 

( xiv ) জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি ? 

( xv ) ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো ।

 

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২২ hs political science questions papers 2022


                           PART - A 

                           বিভাগ - ক 

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও । আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো । 


                             অথবা

বিশ্বায়ন কাকে বলে ? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো । 

( ii ) মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো । 


                             অথবা

গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো । 

( iii ) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষন করো । 
 

                             অথবা

ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো । 

( iv ) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো । 

                             অথবা

ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো । 

( v ) ভারতের কোন রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো । 


                             অথবা

 ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখো । 






                         PART - B 

                         বিভাগ - খ


২। প্রতিটি প্রশ্নের উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় ? 

( ক ) 1972

( খ ) 1974 

( গ ) 1971

( ঘ ) 1973



                                অথবা 

তপশিলি জাতি , তপশিলী উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যাবস্থা করা হয়েছে ? 

( ক ) 1992 সালে 

( খ ) 1993 সালে 

( গ ) 1994 সালে 

( ঘ ) 1995 সালে 

( ii ) প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ ? 

( ক ) 5 বছর 

( খ ) 5 বছর 

( গ ) 7 বছর 

( ঘ ) 8 বছর 

( iii ) বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে ? 

( ক ) সুপ্রিমকোর্টের 

( খ ) হাইকোর্টের 

( গ ) কনজিউমার কোটের 

( ঘ ) সাবঅডিনেট কোটের 



                                অথবা

ক্রেতা সুরক্ষা আইন তৈরী হয় ? 

( ক ) 1985 সালে 

( খ ) 1986 সালে

( গ ) 1987 সালে

( ঘ ) 1988 সালে

( iv ) হাইকোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন ?  

( ক ) 60 বছর

( খ ) 62 বছর

( গ ) 64 বছর

( ঘ ) 65 বছর

( v ) ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে ? 

( ক ) লোকসভার 

( খ ) রাজ্যসভার

( গ ) রাজ্যসভা ও লোকসভার 

( ঘ ) বিধানসভার 
 

( vi ) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল ? 

( ক ) 270

( খ ) 250

( গ ) 260

( ঘ ) 290


                                অথবা

রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হল ? 

( ক ) 4 বছর 

( খ ) 5 বছর 

( গ ) 6 বছর

( ঘ ) 7 বছর

( vii ) ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ? 

( ক ) ড: রাজেন্দ্রপ্রসাদ 

( খ ) ড: সর্বপল্লী রাধাকৃষ্ণ

( গ ) কে . আর . নারায়ণন 

( ঘ ) প্রণব মুখার্জী 

( viii ) কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন ? 

( ক ) উপরাষ্ট্রপতি 

( খ ) প্রধানমন্ত্রী 

( গ ) রাষ্ট্রপতি 

( ঘ ) স্পিকার 

( ix ) ‘স্পিরিট অব দি লজ’ গ্রন্থ প্রকাশিত হয় ? 

( ক ) 1748 সালে 

( খ ) 1749 সালে

( গ ) 1750 সালে

( ঘ ) 1789 সালে


                                অথবা

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হল ? 

( ক ) জনপ্রতিনিধি সভা

( খ ) লোকসভা 

( গ ) জাতীয় গণকংগ্রেস 

( ঘ ) সিনেট 

( x ) দ্বিকক্ষবাদের সমর্থক হলেন ? 

( ক ) জে . এস . মিল 

( খ ) হেগেল 

( গ ) বার্কার 

( ঘ ) ফাইনার

 
( xi ) ‘জাতীয় মূল্যবোধের সমষ্টি হল জাতীয় স্বার্থ’ একথা বলেছেন ? 

( ক ) হ্যান্স জে . মরগেনথাউ 

( খ ) যোসেফ ফ্রাংয়েকল 

( গ ) অ্যালান বল 

( ঘ ) মর্টন কাপলান 


                                অথবা

‘পলিটিক্স অ্যামং নেশনস’ বইটি কার লেখা ? 

( ক ) কে . জে . হলস্টি 

( খ ) কুইন্সি রাইট 

( গ ) হলম্যান 

( ঘ ) হ্যান্স জে . মর্গেনথাউ 


( xii ) ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয়........সালে । 

( ক ) 1648 

( খ ) 1658

( গ ) 1668

( ঘ ) 1678 


( xiii ) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন ? 

( ক ) প্রধান 

( খ ) সভাপতি 

( গ ) সভাধিপতি 

( ঘ ) বি . ডি . ও 

( xiv )  ছোটো শহরগুলির স্বায়তশাসন পরিচালিত হয় ? 

( ক ) গ্রাম পঞ্চায়েতের ধারা 

( খ ) পৌরসভার ধারা 

( গ ) রাজ্য সরকার দ্বারা 

( ঘ ) বরো কমিটির দ্বারা 

( xv ) কতজন বিচারপতি কে নিয়ে ভারতের সুপ্রিমকোর্ট গঠিত ? 

( ক ) 31 জন

( খ ) 26 জন

( গ ) 37 জন

( ঘ ) 38 জন 


( xvi ) লোক আদালত গঠিত হয় ? 

( ক ) 1985 সালে

( খ ) 1986 সালে

( গ ) 1984 সালে

( ঘ ) 1988 সালে

( xvii ) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন ? 

( ক ) প্রধানমন্ত্রী  

( খ ) উপরাষ্ট্রপতি 

( গ ) স্পিকার 

( ঘ ) রাজ্যপাল



( xviii ) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল ? 

( ক ) 294

( খ ) 180

( গ ) 160

( ঘ ) 295

( xix ) রাজ্যসভায় সভাপতিত্ব করেন ? 

( ক ) রাষ্ট্রপতি 

( খ ) উপরাষ্ট্রপতি 

( গ ) স্পিকার 

( ঘ ) প্রধানমন্ত্রী 

( xx ) ভারতীয় সংবিধানে ‘স্বেচ্ছাধীন ক্ষমতা’ প্রদান করা হয়েছে ? 

( ক ) রাষ্ট্রপতিকে 

( খ ) রাজ্যপাল কে 

( গ ) প্রধানমন্ত্রী কে 

( ঘ ) মুখ্যমন্ত্রী কে 


                                অথবা

রাষ্ট্রপতি পদপ্রাথীর নূন্যতম বয়স হতে পারে ? 

( ক ) 35 বছর

( খ ) 30 বছর

( গ ) 37 বছর

( ঘ ) 42 বছর

( xxi ) উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় ? 

( ক ) পাকিস্থানে 

( খ ) বাংলাদেশে

( গ ) গ্রেট ব্রিটেনে

( ঘ ) ভারতে 
 

( xxii ) “পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র” – এই কথা কে বলেছেন ? 

( ক ) মার্কিন রাষ্ট্রপতি উইলসন 

( খ ) ম্যাডিসন 

( গ ) মুসোলিনি 

( ঘ ) ব্ল্যাকস্টোন 

( xxiii ) ‘হিন্দ স্বরাজ’ বইটির লেখক ? 

( ক ) জওহরলাল নেহেরু 

( খ ) ইন্দিরা গান্ধী 

( গ ) এম . কে . গান্ধী 

( ঘ ) সুকর্ন 

( xxiv ) বৈপরীত্যর ঐক্য ও সংঘাতের তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত ? 

( ক ) মার্কসবাদ 

( খ ) উদারনীতিবাদ 

( গ ) ভাববাদ 

( ঘ ) গান্ধীবাদ 



৩। নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়  ) : 


( i ) গ্রাম সংসদ কি ? 


                                অথবা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যাবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি ? 

( ii ) পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো । 

( iii ) বন্দি প্রতক্ষীকরণ কি ? 

( iv ) ভারতীয় বিচারব্যাবস্থার  যে কোনো একটি বৈশিষ্ট্যর উল্লেখ করো । 
 

                                অথবা

ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে ? 

( v ) লোকসভার গঠন কি ? 


                                অথবা

জিরো আওয়ার কাকে বলে ? 

( vi ) রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স কত হতে হয় ? 


( vii ) ভারতীয় সংবিধানের 356 ধারায় কি বলা হয়েছে ? 


                                অথবা

ভারতের অ্যাটনি জেনারেল কে নিযুক্ত করেন ? 

( viii ) কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো একটি কার্য চিহ্নিত করো ।

( ix ) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও  ।
 

                                অথবা

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও ।

( x ) ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি ? 


                                অথবা

বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো । 

( xi ) নামসর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কি ? 

( xii ) আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো । 

( xiii ) রাষ্ট্রকে ‘আত্মহীন যন্ত্র’ বলে কে ব্যাখ্যা করেছেন ? 

( xiv ) উদারনীতিবাদের জনক হিসেবে কাকে অভিহিত করা হয় ? 



                                অথবা

উৎপাদন শক্তির দুটির উদাহরণ দাও । 

( xv ) “ Twenty Years Crisis ” গ্রন্থটি কে লিখেছেন ? 
 

                                অথবা

ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো । 


( xvi ) প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ কাকে বলে ? 



শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২২

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২২ hs Bengali questions papers 2022


                           PART - A

                         বিভাগ - ক

১। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

১.১। “এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে ।” – বড়ো পিসিমা কে ? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় ?

১.২। “সেই সময় এল এক বুড়ি ।” – লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো ।

২। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

২.১। “আরোগ্যর জন্য ঐ সবুজের ভীষণ দরকার” – ‘ঐ সবুজ’ বলতে কি বুঝিয়েছেন ? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন ?

২.২। “আমি তা পারি না ।” – কবি কি পারেন না ? “যা পারি কেবল” – কবি কি পারেন ?

 

৩। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১। “আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই চাটুজ্জেমশাই – কেউ জানে না” – কোন নাটকের অংশ ? বক্তা কে ? তিনি কেন গ্রিনরুমে ঘুমোন ?

৩.২। “জীবন কোথায় ?” – কে , কাকে বলেছেন ? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন ?

৪। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১। “অবাক – বিহ্বল বসে আছি , মুখে কথা নেই ।” মুখে কথা নেই কেন ?

৪.২। “কে আবার গড়ে তুলল এতবার ?” – কি গড়ে তোলার কথা বলা হয়েছে ? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন ?

 

৫। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১। “এ অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়” – কোন অঞ্চলের কথা বলা হয়েছে ? গারোদের ঘর কেমন তার বিবরণ দাও ?

৫.২। “জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর ।” – কোন জেলখানা ? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কিরকম অত্যাচার করা হত ?

৬। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১। বিভাজ্য ধ্বনি কাকে বলে ? দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও ।

৬.২। ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো ।

 

৭। অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৭.১। বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো ।

৭.২। বাংলা ক্রিকেটের ধারায় সারদারঞ্জন রায়চৌধুরীর অবদান আলোচনা করো ।

৭.৩। চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো ।

৭.৪। বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো ।

 

৮। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করো , নির্দেশনাসুরে কমবেশি ৪০০ শব্দে একটি প্রবন্ধ রচনা করো ।

৮.১। কোভিড ১৯র বিশ্বব্যাপী আক্রমণ ।

৮.২। নতুন মাস্টারমশাই ।

৮.৩। বিতর্কের বিষয় : ‘ক্লাসরুম’ শিক্ষার পরিপূরক ‘অনলাইন এডুকেশন’ ।

৮.৪। সৈয়দ মুজতবা আলী ( ১৯০৪ – ১৯৭৪ ) ।

                           PART – B


১। ঠিক বিকল্পটি নির্বাচন করো ( যে কোনো ১৮টি প্রশ্নের উত্তর দাও ) :

১.১। “নিহত ভাইয়ের শবদেহ দেখে / না ই যদি হয়” ?

( ক ) রোষ

( খ ) ক্ষোভ

( গ ) রাগ

( ঘ ) ক্রোধ

১.২। থুথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো ?

( ক ) চিটচিটে তুলোর কম্বল

( খ ) ছেঁড়া কাপড়

( গ ) নোংরা চাদর

( ঘ ) দামী শাল

১.৩। “এ গল্প গ্রামে সবাই শুনেছে” – গল্পটা হল ?

( ক ) বাসিনির মনিব বাড়িতে হেলাঢেলা ভাত

( খ ) বাসিনির মনিব খুব ভালো লোক

( গ ) বাসিনির মনিব সতীশবাবু আত্মীয়

( ঘ ) বাসিনির মনিব বাড়িতে লোকের মেলা ।

১.৪। “হেড পন্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেননি” – কারণ

( ক ) সংস্কৃতে বারো পেয়েছিলাম

( খ ) সংস্কৃতে ফেল করেছিলাম

( গ ) সংস্কৃতে দশ পেয়েছিলাম

( ঘ ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম

১.৫। “পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন” – কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন ?

( ক ) অনিন্দ্য সৌরভ

( খ ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

( গ ) শঙ্খ ঘোষ

( ঘ ) উৎপলকুমার বসু

 

১.৬। “কাল্পনিক যুদ্ধ” – এর মৃত্যুকে নাট্যকার বলেছেন ?

( ক ) ইসথেটিক মরা

( খ ) অস্বাভাবিক মরা

( গ ) খুব রোমান্টিক

( ঘ ) অদ্ভুত মরা

১.৭। “তুলসী লাহিড়ীর ‘পথিক’ নাটক থেকে বলি – ( ফিল্মি ঢঙে ) ‘ আমি তো চললাম ....” বক্তা কে ?

( ক ) বৌদি

( খ ) শম্ভু

( গ ) অমর

( ঘ ) সার্জেন্ট

১.৮। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি ?

( ক ) টুয়েলভ ইংক স্কেচেস

( খ ) হলকর্ষণ

( গ ) শ্বেত অভিসারীকা

( ঘ ) উন্ডস

১.৯। ‘ভাত’ গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল ?

( ক ) যক্ষ্মা

( খ ) ম্যালেরিয়া

( গ ) টাইফয়েড

( ঘ ) ক্যান্সার

১.১০। বড়ো বাড়ির হোময্যোগি করতে এসেছিল ?

( ক ) বেদজ্ঞ পন্ডিত

( খ ) শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ

( গ ) কুল পুরোহিত

( ঘ ) তান্ত্রিক 

 

১.১১। “সবাই আবিষ্কার করল”

( ক ) ভারতবর্ষ

( খ ) বটতলায় বুড়ির অসাড় দেহ

( গ ) শকুনের ঝাঁক

( ঘ ) পড়ে থাকা পুঁটলি

১.১২। গোবর গুহের নাম কোন খেলার ?

( ক ) কুস্তি

( খ ) ব্রতচারি

( গ ) তিরন্দাজি

( ঘ ) কবাডি

১.১৩। “রক্তের অক্ষরে দেখিলাম” কি দেখলেন ?

( ক ) আপনার স্বপ্ন

( খ ) আপনার জগৎ

( গ ) আপনার বেদনা

( ঘ ) আপনার রূপ

১.১৪। “মেঘমদির মহুয়ার দেশ” আছে ?

( ক ) খুব , খুব কাছে

( খ ) অনেক , অনেক দূরে

( গ ) নিবিড় অরণ্য

( ঘ ) প্রান্তরের শেষে

১.১৫। চাষাভুষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল ?

( ক ) গরম চায়ের

( খ ) রোধ ঝলমল একটা দিনের

( গ ) নদী উর্দিপরা চৌকিদারের

( ঘ ) শহরে যাওয়ার বাসের 

 

১.১৬। কি উচ্ছবকে বড়ো উতলা করে ?

( ক ) বাদার চালের গন্ধ

( খ ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা

( গ ) বউ ছেলেমেয়ের কথা

( ঘ ) ফুটন্ত ভাতের গন্ধ

১.১৭। “উ: কি শীত – সব আছে শুধু ....” কি নেই ?

( ক ) মানুষ নেই 

( খ ) আলো নেই

( গ ) লোকজন নেই

( ঘ ) শীতের পোশাক নেই

১.১৮। “স্টেশনমাস্টারের কাছে আবেদন জানানো হল ।” কীসের আবেদন জানানো হল ?

( ক ) ট্রেনটাকে চালানোর

( খ ) ট্রেনটাকে থামানোর

( গ ) নতুন ট্রেনের ব্যাবস্থা করার 

( ঘ ) ট্রেনটাকে বাতিল করার

১.১৯। “শাহজাদি ! সম্রাটনন্দিনী ! মৃত্যু ভয় দেখাও কাহারে” – কোন নাটকের অংশ ?

( ক ) সাজাহান

( খ ) মেবার পতন

( গ ) রিজিয়া

( ঘ ) চন্দ্রগুপ্ত

১.২০। রামব্রীজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন ?

( ক ) এক টাকা

( খ ) তিন টাকা

( গ ) চার টাকা

( ঘ ) দুই টাকা 

 

১.২১।  বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল ?

( ক ) সমাচার দর্শন

( খ ) তত্ত্ববোধিনী দর্শন

( গ ) দিগদর্শন

( ঘ ) প্রাকৃতিক বিজ্ঞান

১.২২। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় ?

( ক ) বিভক্তি

( খ ) উপসর্গ

( গ ) প্রত্যয়

( ঘ ) অনুসর্গ

১.২৩। বিভাজ্য ধ্বনির অপর নাম ?

( ক ) যুক্তধ্বনি

( খ ) পারশবিক ধ্বনি 

( গ ) খন্ড ধ্বনি

( ঘ ) তাড়িত ধ্বনি

১.২৪। ‘ডাওর’ কথাটির অর্থ ?

( ক ) ভদ্রলোক

( খ ) ছোটলোক

( গ ) শহরের লোক

( ঘ ) গ্রামের লোক
 

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দাও ) :

২.১। বর্ধমানে কোন গান বেআইনি ?

২.২। অবিভাজ্য ধ্বনি কাকে বলে ?

২.৩। প্রত্যয় কাকে বলে ?

২.৪। “একজন ঠান্ডা মাথায় বলল” – কি বলেছিল ?

২.৫। “ওই পাঁচ ভাগে ভাত হয়” – পাঁচ ভাগ বলতে কি বোঝানো হয়েছে ? 

 

২.৬। সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও ।

২.৭। শ্বাসাঘাত কাকে বলে ?

২.৮। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি ?

২.৯। স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যে সব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন , তার মধ্যে দুটি ভাষার নাম লেখো ।

২.১০। ‘ Dictionary’ শব্দটি কবে কোথায় পাওয়া যায় ?

 

২.১১। “রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান ।” – কাকে , কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন ?

২.১২। “তারা থাকত কোন ভাষায় ?” – কাদের কথা বলা হয়েছে ?

২.১৩। “তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না” – কার ‘বয়েস’ কেন বোঝা যায় না ?

২.১৪। “এমনি এলাম – একেবারে এমনি নয় ...” – কে , কোথায় এসেছিলেন ?

২.১৫। ‘আমি কৌতুহলী হয়ে উঠি’ – কি বিষয়ে বক্তা কৌতুহলী হয়ে ওঠেন ? 

 

২.১৬। “তমে ঘোড়া নেইকরি চঞ্চল খবর নেই আসিবি” – এই নির্দেশ কে , কাকে দিয়েছিল বলে ‘বিভব’ নাটকে উল্লেখ করা হয়েছে ?

২.১৭। “চন্নুরি রে ! তুইও খা” – কোন গল্পের অংশ ? ‘চন্নুরী’র পরিচয় দাও ।

২.১৮। “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন” – কবি জীবনকে ‘দুঃখের তপস্যা’ মনে করেছেন কেন ?

২.১৯। ‘সেটাই সবাইকে অবাক করেছিল ।’ – সবাই অবাক হয়েছিল কেন ?

২.২০। “ঘুমহীন তাদের চোখে হানা দেয়” – কাদের চোখে কি হানা দেয় ?

 

 


শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২২ hs history question papers 2022

                            PART – A 

                            বিভাগ - ক 

১। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ( প্রতিটি খন্ড থেকে নূন্যতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক ) : 



                                খন্ড – ক

( i ) জাদুঘর বলতে কি বোঝো ? অতীত পূর্নগঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো ।


                                 অথবা 

ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি ? 

( ii ) চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো । ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি ছিল ?

( iii ) ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি ছিল ? এই বাণিজ্যের অবসান কীভাবে হয়েছিল ? 

( iv ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও ।
 

                          অথবা

আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ।

( v ) 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো ।


                            অথবা 

রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল ? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন ? 

( vi ) কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল ? এর ফলাফল কি হয়েছিল ? 

( vii ) ক্রিপস মিশনের প্রভাবগুলি কি ছিল ? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন ? 

( viii ) 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কি ছিল ? 
 

                          অথবা 

হো-চি-মিনের নেতৃত্ব ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও । 



                             PART – B


                            বিভাগ – খ 

( i ) কুখ্যাত জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ড কোথায় সংঘটিত হয়েছিল ? 

( ক ) দিল্লি 

( খ ) শ্রীনগর 

( গ ) সাহারানপুর

( ঘ ) অমৃতসর 

( ii ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন ? 

( ক ) লিনলিথগো 

( খ ) এটলি 

( গ ) ক্রিপস 

( ঘ ) মাউন্টব্যাটেন 

( iii ) ‘তুয়াফাৎ - উল - মুয়াহিদ্দিন’ – কে রচনা করেন ? 

( ক ) রামমোহন রায় 

( খ ) সৈয়দ আহমেদ খান 

( গ ) উইলিয়াম হান্টার 

( ঘ ) থিয়োডর বেক 


( iv ) স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ ২ মেলাও : 


স্তম্ভ –১ 

(i) এশিয়াটিক সোসাইটি

(ii) ফোর্ট উইলিয়াম কলেজ

(iii) স্কুল বুক সোসাইটি

(iv) সংস্কৃত কলেজ 



স্তম্ভ – ২ 

(A) এইচ. এইচ.উইলসন 

(B) ডেভিড হেয়ার

(C) উইলিয়াম জোনস

(D) লর্ড ওয়েলেসলি  

 
( v ) নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় ? 

( ক )  চিন ও ইংল্যান্ডের মধ্যে

( খ ) চিন ও জাপানের মধ্যে 

( গ ) চিন ও ফ্রান্সের মধ্যে 

( ঘ ) চিন ও রাশিয়ার মধ্যে 

( vi ) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ? 

( ক ) 1774

( খ ) 1784

( গ ) 1794

( ঘ ) 1804

( vii ) দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ একটি ? 

( ক ) লোককথা 

( খ ) স্মৃতিকথা

( গ ) কিংবদন্তি 

( ঘ ) পুরাণ বিষয়ক গ্রন্থ 

( viii ) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল ? 

( ক ) ভারতীয় জাদুঘর

( খ ) লুভ্যর মিউজিয়াম

( গ ) ব্রিটিশ মিউজিয়াম 

( ঘ ) এন্নাগালডি নান্নার জাদুঘর 

( ix ) আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হল ? 

( ক ) আইজল

( খ ) দিসপুর

( গ ) ইম্ফল

( ঘ ) কোহিমা 

( x ) মন্ত্রী মিশন ভারতে এসেছিল ? 

( ক ) 1942–এ 

( খ ) 1944–এ

( গ ) 1945–এ

( ঘ ) 1946–এ 
 

( xi ) মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন ? 

( ক ) আগা খাঁ 

( খ ) সালিমউল্লাহ

( গ ) মোহাম্মদ আলী জিন্না

( ঘ ) সৈয়দ আহমেদ খান 

( xii ) গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল ? 

( ক ) 1917 খ্রিস্টাব্দে

( খ ) 1918 খ্রিস্টাব্দে

( গ ) 1919 খ্রিস্টাব্দে

( ঘ ) 1920 খ্রিস্টাব্দে

( xiii ) ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন ? 

( ক ) দয়ানন্দ সরস্বতী 

( খ ) গোবিন্দ রানাডে 

( গ ) জ্যোতিবা ফুলে 

( ঘ ) রামমোহন রায়

( xiv ) বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ? 

( ক ) রবার্ট ক্লাইভ 

( খ ) ওয়ারেন হেস্টিংস 

( গ ) লর্ড কর্ণওয়ালিস 

( ঘ ) লর্ড ওয়েলেসলি 

( xv ) “ইতিহাস একটি বিজ্ঞান , এর বেশিও নয় , কমও নয়” – উক্তিটি করেছেন ? 

( ক ) রাংকে 

( খ ) বিউরি 

( গ ) ই.এইচ.কার

( ঘ ) জেমস মিল 
 

( xvi ) মিথ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি ? 

( ক ) রোমান শব্দ

( খ ) লাতিন শব্দ

( গ ) গ্রিক শব্দ

( ঘ ) জার্মান শব্দ

( xvii ) ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন ? 

( ক ) চক্রবর্তী রাজাগোপালচারী 

( খ ) লর্ড মাউন্টব্যাটেন 

( গ ) জওহরলাল নেহেরু 

( ঘ ) বল্লভভাই প্যাটেল 

( xviii ) স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ ২ মেলাও : 


                       স্তম্ভ – ১ 

(i) ইন্দোনেশিয়া 

(ii) জাপান

(iii) ইংল্যান্ড

(iv) ইউ.এস.এ 



                          স্তম্ভ – ২ 

(A) ক্লিমেন্ট এটলি

(B) রুজভেল্ট

(C) ড: সুকর্ন 

(D) হিদেকি তোজো 


( xix ) চিনে 4ঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন ?

( ক ) চেন - তু - সিউ 

( খ ) চিয়াং কাইশেক 

( গ ) সান ইয়াৎসেন 

( ঘ ) কোয়াংশু 

( xx ) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল ? 

( ক ) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 

( খ ) মাদ্রাজ লেবার ইউনিয়ন 

( গ ) গিরণী কামগর ইউনিয়ন 

( ঘ ) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন 

( xxi ) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন ? 

( ক ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

( খ ) চিত্তপ্রসাদ চট্টোপাধ্যায় 

( গ ) বিজন ভট্টাচার্য 

( ঘ ) ভবানী ভট্টাচার্য 

( xxii ) ‘ভারত শ্রমজীবি’ পত্রিকার সম্পাদক ছিলেন ?

( ক ) শশীপদ ব্যানার্জী 

( খ ) মতিলাল শীল 

( গ ) গান্ধীজি

( ঘ ) সরোজিনী নাইডু  
 

( xxiii ) ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন ? 

( ক ) বিদ্যাসাগর

( খ ) দেবেন্দ্রনাথ ঠাকুর 

( গ ) রামমোহন রায় 

( ঘ ) ডিরোজিও 

( xxiv ) ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন ? 

( ক ) রবার্ট ক্লাইভ 

( খ ) ওয়ারেন হেস্টিংস 

( গ ) স্যার জন শোর 

( ঘ ) লর্ড কর্ণওয়ালিশ 



২। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 

( i ) ‘শর্ত দিবসের সংস্কার’ কি ? 

( ii ) অবশিল্পায়ন কি ? 


                                    অথবা 

কোন চাটার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় ? 

( iii ) পিকিং কনভেনশন কবে আহুত হয়েছিল ? 

( iv ) ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ কে প্রতিষ্ঠা করেন ? 

( v ) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ? 

 
                                    অথবা

স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন ? 


( vi ) কর্নওয়ালিশ কোড কি ? 



                                    অথবা

সূর্যাস্ত আইন কি ? 


( vii ) ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ? 

 
                                    অথবা

ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ? 

( viii ) কুয়ো - মিং - টাং দলের প্রতিষ্ঠাতা কে ? 

( ix ) তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 


                                    অথবা

রশিদ আলি দিবস কবে পালিত হয়েছিল ? 

( x ) বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে ? 

( xi ) ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন ? 



                                    অথবা

পাশ্চাত্যবাদী নামে কারে পরিচিত ?


( xii ) রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়েছিল ? 

( xiii ) মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল ? 

( xiv ) সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন ? 

( xv ) স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো ।
 


                                    অথবা

চুঁইয়ে পড়া নীতি কি ? 

( xvi ) গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ? 



                                    অথবা

আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? 






শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

সৌমিত্র চট্টোপাধ্যায় জীবনী মূলক রচনা



ভূমিকা :  " যদি রূপ দেখে কাউকে ভালোবাসো - সেটা ভালোবাসা নয় - সেটা বেছে নেওয়া 

...................................


যদি তুমি একনজর তাকে দেখার জন্য ছোটফট করতে থাকো তাহলে - সেটাই ভালোবাসা ।"



[ কবিতা : " ভালোবাসা কি ? " কবি : সৌমিত্র চট্টোপাধ্যায়  ]


শৈশব ও কৈশোর : সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ খ্রীষ্ট: ১৯ শে জানুয়ারী । চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ী ছিল অধুনা বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে । সৌমিত্র চট্টোপাধ্যায়ের পিতামহের আমল থেকে চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা নদীয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন ।


পড়াশোনা : সৌমিত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন কৃষ্ণনগরের সেন্ট জন্স বিদ্যালয়ে । তারপর পিতৃদেবের চাকরি বদলের কারণে সৌমিত্রর বিদ্যালয়ও বদল হতে থাকে এবং উনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন হাওড়া জিলা স্কুল থেকে । তারপর কলকাতার সিটি কলেজ থেকে প্রথমে টেমপ্লেট:আইএসসি এবং পরে বিএ অনার্স (বাংলা) পাস করার পরপোস্ট গ্র্যাজুয়েট কলেজ অফ আর্টস-এ দু-বছর পড়াশোনা করেন ।


কর্মজীবন : কর্মজীবন শুরু হয় অল ইন্ডিয়া রেডিওর ঘোষক হিসেবে। পাশাপাশি থিয়েটারে অভিনয় এবং ছবিতে অডিশন দিচ্ছিলেন। ১৯৫৭ সালে পরিচালক কার্তিক বসুর 'টেমপ্লেট:'নীলাচলে মহাপ্রভু'' ছবিতে অডিশন দিলেও জায়গা পাননা, তার বদলে সুযোগ পেয়েছিলেন অসীমকুমার ।

চলচ্চিত্র জীবন : সৌমিত্র সুদীর্ঘ ষাট বছরের চলচ্চিত্রজীবনে তিনশোরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন । প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনায় প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। শর্মিলা ঠাকুর , অপর্ণা সেন , প্রমুখ অভিনেত্রীর প্রথম কাজও তার বিপরীতে ছিল । ১৯৬০ সালে তপন সিংহের পরিচালনায় ক্ষুধিত পাষাণ চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর আবার কাজ সত্যজিতের সঙ্গে। তিন কন্যা-র ‘সমাপ্তি’-তে অপর্ণা সেনের বিপরীতে তিনি অমূল্য চরিত্রে অভিনয় করেন। তপন সিংহের ঝিন্দের বন্দি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে উত্তম কুমারের সাথে অভিনয় করেন তিনি। তখন শ্রেষ্ঠত্বের বিচারে উত্তম কুমারের সাথে তাকে নিয়ে ভক্তরা বিভক্ত ছিল । ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত পুনশ্চ চলচ্চিত্রে প্রথমবারের মত মৃণাল সেনের পরিচালনায় অভিনয় করেন। ১৯৬২ সালে অজয় করের পরিচালনায় সূচিত্রা সেনের সঙ্গে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয় করেন । থিয়েটারের প্রতি তার আজন্ম ভালোবাসা ছিল। সোনার কেল্লার দৃশ্যায়নের সময় কেল্লার এক স্থানে দ্রুত দৃশ্যায়ন করা হয়, যেন পরবর্তীতে সৌমিত্র দ্রুত কলকাতায় ফিরে থিয়েটারে অভিনয় করতে পারেন । 

সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ : সৌমিত্র চট্টোপাধ্যায়-এর সর্বপ্রথম কাজ প্রখ্যাত চলচিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে শর্মিলা ঠাকুরের বিপরীতে, যা ১৯৫৯ খ্রিষ্টাব্দে নির্মিত হয়। ছবিটি পরিচালকের ৫ম চলচিত্র পরিচালনা। তিনি এর আগে রেডিয়োর ঘোষক ছিলেন এবং মঞ্চে ছোটো চরিত্রে অভিনয় করতেন। ধীরে ধীরে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে ২৭টি চলচ্চিত্রের ১৪টিতে অভিনয় করেন। তিনি সত্যজিৎ রায় নির্মিত বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে আবির্ভূত হন । তার অভিনীত কিছু কিছু চরিত্র দেখে ধারণা করা হয় যে তাকে মাথায় রেখেই গল্প বা চিত্রনাট্যগুলো লেখা হয়। সত্যজিৎ রায়-এর দ্বিতীয় শেষ চলচিত্র শাখা প্রশাখা-তেও তিনি অভিনয় করেন। তার চেহারা দেখে সত্যজিৎ বলেছিলেন, "তরুণ বয়সের রবীন্দ্রনাথ"। অনেকের মতে, সত্যজিতের মানসপুত্র সৌমিত্র । 

সত্যজিত রায়কে নিয়ে সৌমিত্র মানিকদার সঙ্গে নামে একটি বইও লিখেছিলেন । তার ইংরেজি অনুবাদটির নাম "দা মাস্টার অ্যান্ড আই"।

বই : শ্রেষ্ঠ কবিতা, মানিক দা'র সঙ্গে,পরিচয়,অগ্রপথিকেরা,প্রতিদিন তব গাঁথা , চরিত্রের সন্ধানে ইত্যাদি ।

পুরস্কার: প্রথম জাতীয় পুরস্কার পান ১৯৯১ সালে, অন্তর্ধান চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি বিভাগে। ৯ বছর পরে দেখা চলচ্চিত্রের জন্য একই বিভাগে পুরস্কার পান। অভিনয়জীবনের সুদীর্ঘ পাঁচ দশক পর ২০০৬ সালে পদক্ষেপ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে সম্মানিত হন তিনি। ২০১২-এ দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।

২০০৪ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন সৌমিত্র। এরপর ২০১২ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন। তার কয়েক বছর পরে ফরাসি সরকারের দেওয়া সম্মান ‘লেজিয়ঁ দ্য নর’ এবং ‘কম্যান্দর দ্য লার্দ্র দে আর্ত্ এ দে লের্ত্র’-এ ভূষিত হন তিনি । 

২০০০ - সাম্মানিক ডি.লিট., রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা ।

২০০৪ – পদ্ম ভূষণ, ভারত সরকার ।

২০১২ - দাদাসাহেব ফালকে পুরস্কার, ভারত সরকার ।

২০১৭ – বঙ্গবিভূষণ, পশ্চিমবঙ্গ সরকার (২০১৩ সালে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন )

২০১৭ – লিজিওন অফ অনার ফ্রান্স সরকার । 

কম্যান্দর দ্য লার্দ্র দে আর্ত্ এ দে লের্ত্র, ফ্রান্স ।

মৃত্যু : ২০২০ সালের ১ অক্টোবর বাড়িতে থাকা অবস্থাতে তিনি জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসকের পরামর্শমতে করোনার নমুনা পরীক্ষা করা হলে ৫ অক্টোবর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এর পরের দিন ৬ অক্টোবর তাকে বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা‌নো হয়। এখানে ১৪ অক্টোবর করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। এরপর সৌমিত্র খানিক সুস্থ হতে থাকেন। চিকিৎসা চলা অবস্থাতে ২৪ অক্টোবর রাতে অবস্থার অবনতি ঘটে। কিডনির ডায়ালাইসিস করানো হয়, প্লাজমা থেরাপি পূর্বেই দেয়া হয়েছিল। অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজনকে জানানো হয়। অবশেষে ১৫ই নভেম্বর, ২০২০ তারিখে ভারতীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অভিনেতা অঙ্গনের অনেকেই শোকপ্রকাশ করেন । গান স্যালুটে ক্যাওড়াতলায় বিদায় জানানো হয় তাকে ।












করোনা ভাইরাস বাংলা রচনা



ভূমিকা : বিজ্ঞান প্রযুক্তির বলে মানব সভ্যতা যতই উন্নতির চরম শিখরে পৌঁছাক না কেন , প্রকৃতির হাতে মানব সভ্যতার দার বাঁধা আছে । বারবার তাঁর প্রমান দিয়ে যায় প্রকৃতি , কোন কোন সময় বন্যা , কোন কোন সময় মহামারী , ভূমিকম্প ইত্যাদির মধ্য দিয়ে । বর্তমানে আমরা সকলেই নতুন এক বৈশ্বিক মহামারীর প্রকপের সম্মুখীন হয়েছি  , যাঁর নামকরণ করা হয়েছে ( Covid - 19 ) । বিশ্বজুড়ে এক আতঙ্কের বার্তাবরণ ছড়িয়ে পড়েছে । যে প্রকৃতি সৃষ্টির মূলে , আবার সেই প্রকৃতিই সেজে ওঠে মারণ সাজে , যাঁর প্রকোপে পড়েছে মানব সভ্যতা । 


ভাইরাসের আবিষ্কার : করোনা ভাইরাস সর্ব প্রথম আবিষ্কৃত হয় ১৯৬০ সালে  , তবে করোনা ভাইরাসের সন্দেহ মেলে ১৯৩০ সালে । করোনা ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়েছিল মালয়েশিয়ায় । WHO ইমারুল ভাইরাসটির নাম দেয় Covid - 19 , ৭ই জানুয়ারী ২০২০ সালে । Corona শব্দটি ল্যাটিন শব্দ । Covid - 19 নামকরণটি বিন্যাস হল , CO দিয়ে Corona , VI দিয়ে Virus , D দিয়ে Disease বোঝানো হয়েছে । এবং এই ভাইরাসটি ছড়ায় ২০১৯ সালে , তাই ১৯ নাম দেওয়া হয়েছে । এখনো পর্যন্ত ৭  গোত্রের প্রজাতির ভাইরাসের নাম পাওয়া গেছে । 

1) HCOV - 229E  2) HCOV - NI63 3) HCOV - OC43 4) HCOV - HKU1 5) MERS - COV 6) SARS - COV 7) SARS - COV-2   

WHO এই পর্যন্ত তিনটি বৈশ্বিক মহামারীর ঘোষণা করেন , তাঁর মধ্যে অন্যতম হল COVID - 19 | 



ভাইরাসের শনাক্ত : ৩১শে ডিসেম্বর ২০১৯ সালে , চীনের উহান শহরে ভাইরাসের প্রভাব লক্ষ্য করা যায় । WHO কোভিড ১৯ ke পেন্ডেমিক হিসেবে ঘোষণা করেন ১১ ই মার্চ ২০২০ । কোভিড ১৯ রোগটির বহনকারী ভাইরাস টি হল SARS - COV-2   । বিজ্ঞানীরা ৯ই জানুয়ারী ২০২০ সালে কোভিড ১৯ কে SARS গোত্রের ভাইরাস হিসেবে চিহ্নিত করেন ।


ভাইরাসের নামকরণ : এই ভাইরাসটির আকৃতি মুকুট এর মতো তাই নামকরণ হয়েছে করোনা । ২০১৯ সালে ভাইরাসটির প্রবল মাত্রায় ছড়ায় তাই 19 নামকরণ করা হয়েছে । বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মহামারী রূপ ধারণ করেছে এই ভাইরাস । এই ভাইরাসটির 50 - 200 ন্যানো
মিটার । এই ভাইরাসের চার ধরনের প্রোটিন পাওয়া যায় । এবং ভাইরাসটি RNA প্রকৃতির 


ভাইরাসের উৎপত্তি : ভাইরাসটি কীভাবে প্রথম কোথায় ছড়িয়ে পড়েছিল তাঁর সঠিকভাবে ব্যাখ্যা এখনো পর্যন্ত দেওয়া যায়নি । তবে অনুমানের বিচারে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর , চীনের উহান প্রদেশের মানুষের মধ্যে সংক্রমণ হতে দেখা যায় । এবং আস্তে আস্তে এর আকার মহামারী রূপ ধারণ করে । চীনের প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১১ জানুয়ারী ২০২০ সালে । করোনা ভাইরাস নিয়ে সর্তককারি চিকিৎসকের নাম লি ওয়েন লিয়াং । এই চিকিৎসকের মৃত্যু ঘটে ৫ জানুয়ারী ২০২০ সালে । এই ভাইরাসের কবলে পড়েছে ২৩১ টি দেশ ।



করোনা ভাইরাসের লক্ষণ : WHO এর নির্দেশনামা অনুযায়ী এই রোগের লক্ষণ গুলি হল জ্বর , কাশী , নাক দিয়ে জল পড়া , শ্বাসকষ্ট ইত্যাদি । প্রাথমিক ভাবে আক্রান্ত ব্যাক্তির প্রথমে জ্বর , গলা ব্যাথা আসতে আসতে শ্বাসকষ্টের প্রদাহ ইত্যাদি লক্ষণ গুলি ২ - ১৪ দিনের মধ্যে প্রবল আকার ধারণ করে । আক্রান্ত ব্যাক্তির হাঁচি - কাশীর মধ্য দিয়ে এ ভাইরাসটি মানব শরীরে ছড়িয়ে পড়ে । যেকোনো বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে । তবে বৃদ্ধ মানুষ ও দুর্বল ব্যাক্তির মধ্যে এই রোগের পার্দুভাব প্রবল । RT PCR  এই পরীক্ষার মাধ্যমে এই রোগ সনাক্ত করা হয় । করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠের নাম সোয়াব স্টিক ।



করোনা ভাইরাসের চিকিৎসা পদ্ধতি : এই রোগের চিকিৎসা পদ্ধতি এখনো পর্যন্ত আবিস্কার করা যায়নি , তবে স্যানিটাইজার , মাস্ক , গরম পানীয় , এবং প্রোটিন জাতীয় খাদ্য , সঙ্গে ফল ভিটামিন , C জাতীয় খাদ্য আক্রান্ত রোগীকে দেওয়া হয় । 


করোনা ভাইরাসের ভ্রান্ত ধারণা : গোমূত্র সেবন এবং করুণা মাতার পূজো দেওয়া , এর ফলে নাকি করুণার কবল থেকে মুক্তি পাওয়া যাবে । গরম ও আর্দ্র অঞ্চলে ভাইরাস ছড়ায় না , ইত্যাদি ভ্রান্ত ধারনা গুলি মানুষের মধ্যে প্রচারিত হয়েছে ।


বিশ্বের করোনার প্রভাব :  পৃথিবীর রথচাকা যেন আজ থমকে গেছে বিশ্ববাসী আজ গৃহবন্দি । এই মরণ ভাইরাস বা অতিমারিকে রক্ষা করার জন্য দেশব্যাপী পালন করা হচ্ছে লকডাউন । ভারতে ২২ শে মার্চ ২০২০ থেকে প্রথম ধাপের লকডাউন শুরু হয় । আমেরিকা , ইতালি , চিন , বিশ্বের ধনী দেশগুলোও করোনার প্রকাপে প্রকপিত । সারা বিশ্বের মোট ১০ কোটির উপরে লোক করোনার প্রকাপের সম্মুখীন হয়েছে । ভারতের যে রাজ্য গুলি করোনা ভাইরাসের প্রকাপের প্রথম স্থানে রয়েছে তাঁর নাম হল মহারাষ্ট্র , অন্ধপ্রদেশ , কর্ণাটক , তামিনাড়ু , দিল্লি , উত্তর প্রদেশ , পশ্চিমবঙ্গ ।



উপসংহার : COVID 19 করাল গ্রাস থেকে মুক্তির পন্থা হিসেবে নিজের সচেতননা ও সক্রিয়তা ,অবলম্বনের মধ্য দিয়ে আমরা অতিমারিকেও জয় করতে সক্ষম হবো ।

 

বুধবার, ৫ মে, ২০২১

ভারতবর্ষ MCQ প্রশ্ন ও উত্তর




:·  উচ্চ মাধ্যমিক বাংলা গল্প ভারতবর্ষ গল্পের কিছু MCQ প্রশ্ন ও দেওয়া হলো ।

১) বাজারে চায়ের দোকান ছিল  ?
ক) একটা
খ) দুটো
গ) তিনটে
ঘ) চারটে

উত্তর :–তিনটে

২) বাজারের উওর দিকে ছিল  ?
ক) গ্রাম
খ) ইটভাটা
গ) বাঁশবন
ঘ) মাঠ

উত্তর :–মাঠ

৩) বাজারের জমাটি ভাব থাকে  ?
ক) সন্ধ্যা সাতটা অবধি
খ) রাত আটটা অবধি
গ) রাত নটা অবধি
ঘ) রাত দশটা অবধি

উত্তর :–রাত দশটা অবধি

৪) শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে  ?
ক) পৌষে বাদলা
খ) ডাক
গ) ফাঁপি
ঘ) ডাওর

উত্তর :–পৌষে বাদলা

৫) শীতের বৃষ্টিকে ছোটো লোকে বলে ?
ক) পৌষে বাদলা
খ) ডাক
গ) ফাঁপি
ঘ) ডাওর

উত্তর :–ডাওর

৬) শীতে বৃষ্টি এবং বায়ু পবাহ চলতে থাকলে, তাকে বলা হয়  ?
ক) পৌষে বাদলা
খ) ডাক
গ) ফাঁপি
ঘ) ডাওর

উত্তর :–ফাঁপি

৭) বুড়ির গায়ে জড়ানো ছিল  ?
ক) কাথা
খ) কম্বল
গ) লেপ
ঘ) চাদর

উত্তর :–কম্বল

৮) চায়ের দোকানের আড্ডা বাজরা বুড়ির সঙ্গে তুলনা করেছিল  ?
ক) ঘোড়ার
খ) হরিণের
গ) খরগোশের
ঘ) টাট্টুর

উত্তর :–টাট্টুর

৯)"  ভারতবর্ষ " গল্পে বৃষ্টি শুরু হয়েছিল  ?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বুধবার
ঘ) বৃহ সপ্তিবার

উত্তর :–মঙ্গলবার

১০)" নিঘাত মরে গেছে বুড়িটা ।" এই কথাটি বলেছিল  ?
ক) জগা
খ) নকরী
গ) নিবারণ
ঘ) করিম

উত্তর :–জগা

১১)বাজার থেকে থানার দুরত্ব ছিল  ?
ক) তিনক্রস
খ) চারক্রস
গ) পাঁচক্রস
ঘ) ছয়ক্রস

উত্তর :–পাঁচক্রস

১২)বাজার থেকে নদীর  দুরত্ব ছিল  ?
ক) এক মাইল
খ) দুই মাইল
গ) তিন মাইল
ঘ) চার মাইল

উত্তর :–দুই মাইল

১৩) "ফজর" কথাটির অর্থ কি ?
ক) ভোর
খ) দুপুর
গ) বিকেল
ঘ) সন্ধ্যা

উত্তর :–ভোর

১৪) এক কালে পেশাদার লাঠিয়াল ছিল  ?
ক) ফজলু সেখ
খ) নিবারণ বাগদী
গ) করিম ফরাজি
ঘ) নকরি নাপিত

উত্তর :–করিম ফরাজি

১৫)চৌকিদার যে রঙের উর্দি পড়েছিল , তা হলো  –– ?
ক) লাল
খ) নীল
গ) কালো
ঘ) হলুদ

উত্তর :–নীল

১৬) " ––– চৌকিদারের পরামর্শ মানা হলো  ?
ক) পন্ডিত
খ) বিচক্ষণ
গ) অভিজ্ঞ
ঘ)বিজ্ঞ

উত্তর :–বিজ্ঞ

১৭) " হটাৎ ––– এক অদ্ভুত দৃশ্য দেখা গেল  ?
ক) সকালে
খ) বিকালে
গ) দুপুরে
ঘ) সন্ধ্যায়

উত্তর :–বিকালে

১৮) " মাঠ পেরিয়ে একটা ––– আসছে  ?
ক) চ্যাংদোলা
খ) মাচা
গ) মঞ্চ
ঘ) খাটিয়া

উত্তর :–চ্যাংদোলা

১৯" কতক্ষণ  সে এই ––– জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে ...। ?
ক) মারমুখী
খ) আক্রমানকত
গ) খিপ্ত
ঘ) মারকুটে

উত্তর :–মারমুখী

২০) আমেদাবাদ শহরটি যে রাজ্য অবস্থিত – ?
ক) পশ্চিমবঙ্গ
খ) গুজরাট
গ) রাজস্থান
ঘ) মহারাষ্ট্র

উত্তর :–গুজরাট

২১) " ভারতবর্ষ " গল্পের লেখক সেয়দ মুস্তাফা সিরাজ যুক্ত ছিলেন  ?
ক) তরজার সঙ্গে
খ) আলকাপের সঙ্গে
গ) রামযাত্রার সঙ্গে
ঘ) থিয়েটারের সঙ্গে

উত্তর :–আলকাপের সঙ্গে

২২) হাস্কিং মেশিন থেকে –– হয়  ?
ক) তেল
খ) রস
গ) চাল
ঘ) গম

উত্তর :–চাল ।